Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-106

WBSSC SLST GEOGRAPHY PART-106

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-106) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-106

(৫২৫১) ভিদাল দ্য লা ব্লাশ ‘Pays’ -এর ধারণা প্রথম দিয়েছিলেন যে সালে —
(A) ১৯০১ (B) ১৯০২
(C) ১৯০৩ (D) ১৯০৪
উত্তর : (C) ১৯০৩।

(৫২৫২) ভিদাল দ্য লা ব্লাশ প্রবর্তিত ‘Pays’ -এর অর্থ হল —
(A) বৃহৎ পৌর অঞ্চল (B) ক্ষুদ্র গ্রামীণ অঞ্চল
(C) ক্ষুদ্র পৌর অঞ্চল (D) বৃহৎ গ্রামীণ অঞ্চল
উত্তর : (B) ক্ষুদ্র গ্রামীণ অঞ্চল।

(৫২৫৩) ভিদাল দ্য লা ব্লাশ (Vidal de la Blache) -এর যে গ্রন্থে আঞ্চলিক ভূগোলের চিন্তাধারা রয়েছে —
(A) Table of the Geography of France
(B) Principles of Human Geography
(C) The Geographical Model of Region (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫২৫৪) ভূগোলের আঞ্চলিক চিন্তাধারাতে কোরোগ্রাফি (Chorography) এবং কোরোলজি (Chorology) সম্পর্কে বিস্তৃত ধারণা দিয়েছিলেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) আলেকজান্ডার ফন হামবোল্ড (D) মারে বুকচিন
উত্তর : (A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন।

(৫২৫৫) ভূগোলের আঞ্চলিক চিন্তাধারাতে Landschaften, Lander, Erdteile শব্দগুলি প্রথম ব্যবহার করেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) আলেকজান্ডার ফন হামবোল্ড (D) মারে বুকচিন
উত্তর : (A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন।

(৫২৫৬) ‘China: Ergebnisse eigener Reisen und darauf gegründeter Studien’ (১৮৭৭-১৯১২) রচনা করেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) আলেকজান্ডার ফন হামবোল্ড (D) মারে বুকচিন
উত্তর : (A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন।

(৫২৫৭) ‘The Major Natural Regions: An Essay in Systematic Geography’ (১৯০৫) রচনা করেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (C) অ্যান্ড্রু জন হার্বার্টসন।

(৫২৫৮) ‘The Thermal Regions of the Globe’ (১৯১২) রচনা করেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (C) অ্যান্ড্রু জন হার্বার্টসন।

(৫২৫৯) অ্যান্ড্রু জন হার্বার্টসন (Andrew John Herbertson) যে সালে পৃথিবীকে প্রধান প্রাকৃতিক অঞ্চল (Major Natural Region) -এ বিভক্ত করেন —
(A) ১৯০৫ (B) ১৯০৬
(C) ১৯০৭ (D) ১৯০৮
উত্তর : (A) ১৯০৫।

(৫২৬০) অ্যান্ড্রু জন হার্বার্টসন ১৯০৫ সালে পৃথিবীকে যে সংখ্যক প্রধান প্রাকৃতিক অঞ্চল (Major Natural Region) -এ বিভক্ত করেন —
(A) ৪ টি (B) ৫ টি
(C) ৬ টি (D) ৭ টি
উত্তর : (B) ৫ টি।

(৫২৬১) ভূগোলে আঞ্চলিক চিন্তাধারাতে সহযোগী বিন্যাস অঞ্চল বা ‘Compage Region’ -এর ধারণা দিয়েছিলেন —
(A) মারে বুকচিন (B) ডারওয়েন্ট হুইটলসি
(C) আলফ্রেড হেটনার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (B) ডারওয়েন্ট হুইটলসি।

(৫২৬২) ডারওয়েন্ট হুইটলসি (Derwent Whittlesey) যে সালে সহযোগী বিন্যাস অঞ্চল বা ‘Compage Region’ -এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫৩ (B) ১৯৫৪
(C) ১৯৫৫ (D) ১৯৫৬
উত্তর : (D) ১৯৫৬।

(৫২৬৩) ‘Southern Rhodesia: An African Compage’ (১৯৫৬) গ্রন্থটি রচনা করেন —
(A) মারে বুকচিন (B) ডারওয়েন্ট হুইটলসি
(C) আলফ্রেড হেটনার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (B) ডারওয়েন্ট হুইটলসি।

(৫২৬৪) ডারওয়েন্ট হুইটলসি (Derwent Whittlesey) প্রতিটি অঞ্চলের যে সংখ্যক গুণ/বৈশিষ্ট্য -এর উল্লেখ করেন —
(A) ৩ টি (B) ৪ টি
(C) ৫ টি (D) ৬ টি
উত্তর : (D) ৬ টি।

(৫২৬৫) অ্যান্ড্রু জন হার্বার্টসন (১৯০৫) যে চারটি মাপকাঠিতে পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চল (Major Natural Region) -এর শ্রেণীবিভাগ করেন —
(A) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনসংখ্যা (B) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনঘনত্ব
(C) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য (D) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, উপকূল
উত্তর : (B) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনঘনত্ব।

(৫২৬৬) ‘India and Pakistan: A General and Regional Geography’ (১৯৫৪) রচনা করেন —
(A) ও. এইচ. কে. স্পেট (B) এ. টি. এ. লিয়ারমন্থ
(C) এ. জে. হার্বার্টসন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫২৬৭) ‘Geography is Chorological Science’ – বলেছেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) আলফ্রেড হেটনার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (B) আলফ্রেড হেটনার।

(৫২৬৮) কোরোলজি (Chorology) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) আলফ্রেড হেটনার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (B) আলফ্রেড হেটনার।

(৫২৬৯) ‘Grundzüge der Länderkunde’ (Foundations of Regional Geography) (১৯০৭ ও ১৯২৪) রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) আলফ্রেড হেটনার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (B) আলফ্রেড হেটনার।

(৫২৭০) ‘অঞ্চল সমীক্ষার জনক’ রূপে পরিচিত —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) আলফ্রেড হেটনার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।

(৫২৭১) আঞ্চলিক পৃথকীকরণ (Areal Differentiation) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) পিটার হ্যাগেট (B) রিচার্ড হার্টশোর্ন
(C) মারে বুকচিন (D) আলফ্রেড হেটনার
উত্তর : (B) রিচার্ড হার্টশোর্ন।

(৫২৭২) রিচার্ড হার্টশোর্ন (Richard Hartshorne) যে সালে আঞ্চলিক পৃথকীকরণ (Areal Differentiation) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৬ (B) ১৯৩৭
(C) ১৯৩৮ (D) ১৯৩৯
উত্তর : (D) ১৯৩৯।

(৫২৭৩) পৃথিবীর প্রত্যেক একক এলাকা গুণ ও বৈশিষ্ট্য অনুসারে অনন্য ও স্বতন্ত্র, যাকে বলে —
(A) আঞ্চলিক পৃথকীকরণ (B) আঞ্চলিকতাবাদ
(C) আঞ্চলিকীকরণ (D) আঞ্চলিক সমীক্ষা
উত্তর : (A) আঞ্চলিক পৃথকীকরণ।

(৫২৭৪) কোনো অঞ্চলের অধিবাসীদের মধ্যে সামগ্রিক অবস্থা বা সত্ত্বা সম্পর্কে সচেতনতাকে বলে —
(A) আঞ্চলিক পৃথকীকরণ (B) আঞ্চলিকতাবাদ
(C) আঞ্চলিকীকরণ (D) আঞ্চলিক সমীক্ষা
উত্তর : (B) আঞ্চলিকতাবাদ।

(৫২৭৫) অঞ্চলের শ্রেণীবিভাগ ও বিভক্তিকরণকে বলে —
(A) আঞ্চলিক পৃথকীকরণ (B) আঞ্চলিকতাবাদ
(C) আঞ্চলিকীকরণ (D) আঞ্চলিক সমীক্ষা
উত্তর : (C) আঞ্চলিকীকরণ।

(WBSSC SLST GEOGRAPHY PART-106)

(৫২৭৬) আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে ‘Unitary Entity’ ধারণা দিয়েছিলেন —
(A) পিটার হ্যাগেট (B) রিচার্ড হার্টশোর্ন
(C) মারে বুকচিন (D) আলফ্রেড হেটনার
উত্তর : (B) রিচার্ড হার্টশোর্ন।

(৫২৭৭) ‘City Region And Regionalism’ (১৯৪৭) গ্রন্থটি রচনা করেন —
(A) রবার্ট ডিকিনসন (B) আলফ্রেড হেটনার
(C) মারে বুকচিন (D) ভিদাল দ্য লা ব্লাশ
উত্তর : (A) রবার্ট ডিকিনসন।

(৫২৭৮) আঞ্চলিক ভূগোলের আঁতুড়ঘর বলা হয় যে দেশকে —
(A) গ্রিস (B) ব্রিটেন
(C) ফ্রান্স (D) জার্মানি
উত্তর : (A) গ্রিস।

(৫২৭৯) আঞ্চলিক ভূগোলের ক্রীড়াভূমি বলা হয় যে দেশকে —
(A) গ্রিস (B) ব্রিটেন
(C) ফ্রান্স (D) জার্মানি
উত্তর : (C) ফ্রান্স।

(৫২৮০) ‘ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হল পৃথিবীর বিভিন্ন অংশের ভৌগোলিক উপাদানগুলির বন্টনের বৈষম্য আলোচনা করা’ – বলেছেন —
(A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন (B) কার্ল রিটার
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) মারে বুকচিন
উত্তর : (A) ফার্ডিনান্ড ফন রিকথোফেন।

প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি (Systematic Approach)

(৫২৮১) কোনো কার্য বা উদ্দেশ্যকে পরিপূর্ণ ভাবে সম্পাদন করার নির্দিষ্ট পর্যায়ক্রমিক রূপরেখাকে বলে —
(A) অঞ্চল (B) দেশ
(C) প্রণালী (D) বিন্দু
উত্তর : (C) প্রণালী।

(৫২৮২) ‘প্রণালী হল বিভিন্ন অংশের সম্মিলিত অবস্থা বা কোনো বিষয়ের সদর্থক ক্রমবিন্যাস’ – বলেছেন —
(A) স্কুম (B) উইলসন
(C) চোরলে (D) কেনেডি
উত্তর : (A) স্কুম।

(৫২৮৩) প্রণালী (System) -এর বৈশিষ্ট্য হল —
(A) উপাদান ও কার্যাবলীর পারস্পরিক প্রভাব (B) শৃঙ্খলাবদ্ধ কাঠামো
(C) একাধিক উপাদানের ক্রিয়া-প্রতিক্রিয়া (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫২৮৪) প্রণালী (System) -এর মৌলিক ভিত্তি হল —
(A) পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য (B) আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরশীলতা
(C) সামগ্রিক লক্ষ্যগুলির প্রাধান্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫২৮৫) একটি প্রণালী সীমানার অন্তর্গত সম্পদগুলি হল —
(A) উপাদান (B) পারস্পরিক সম্পর্ক
(C) গুণাবলী (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫২৮৬) ডেভিড হার্ভ (১৯৬৯) -এর মতে, প্রণালীর অপরিহার্য অঙ্গগুলি হল —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ ও অবস্থা
(C) প্রণালীর সংগঠন ও তথ্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫২৮৭) যে সামগ্রিক অবস্থায় প্রণালীতে আন্তঃসংযোজন (Input) ও বহিঃউৎপাদন (Output) সংযোজিত হয় —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ
(C) প্রণালীর অবস্থা (D) প্রণালীর সংগঠন ও তথ্য
উত্তর : (A) প্রণালীর পরিবেশ।

(৫২৮৮) প্রণালীর অন্তর্ভুক্ত আন্তঃসংযোজন (Input) ও বহিঃউৎপাদন (Output) -এর সংযোগ রক্ষাকারী প্রবাহমাত্রাকে বলে —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ
(C) প্রণালীর অবস্থা (D) প্রণালীর সংগঠন ও তথ্য
উত্তর : (B) প্রণালীর আচরণ।

(৫২৮৯) প্রণালীর অন্তর্ভুক্ত চলকগুলির কার্যগত প্রভাবকে বলে —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ
(C) প্রণালীর অবস্থা (D) প্রণালীর সংগঠন ও তথ্য
উত্তর : (C) প্রণালীর অবস্থা।

(৫২৯০) প্রণালীর অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের কার্যকর উপায় এবং পরিমাণের পরিমাপকে বলে —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ
(C) প্রণালীর অবস্থা (D) প্রণালীর সংগঠন ও তথ্য
উত্তর : (D) প্রণালীর সংগঠন ও তথ্য।

(৫২৯১) Entropy এবং Negentropy শব্দদুটি প্রণালীর যে অঙ্গের সাথে সম্পর্কিত —
(A) প্রণালীর পরিবেশ (B) প্রণালীর আচরণ
(C) প্রণালীর অবস্থা (D) প্রণালীর সংগঠন ও তথ্য
উত্তর : (D) প্রণালীর সংগঠন ও তথ্য।

(৫২৯২) প্রণালী তত্ত্বকে যার ‘মস্তিষ্কপ্রসূত শিশু’ বলা হয় —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) লুডভিগ ফন বার্টালানফি
(C) এরিক রবার্ট উলফ (D) এডওয়ার্ড অসবর্ন উইলসন
উত্তর : (B) লুডভিগ ফন বার্টালানফি।

(৫২৯৩) লুডভিগ ফন বার্টালানফি (Ludwig von Bertalanffy) যে সালে সাধারণ প্রণালী তত্ত্ব (General System Theory) প্রকাশ করেন —
(A) ১৯৪৬ (B) ১৯৪৭
(C) ১৯৪৮ (D) ১৯৪৯
উত্তর : (A) ১৯৪৬।

(৫২৯৪) ‘General System Theory: Foundations, Development, Applications’ (১৯৬৭) রচনা করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) লুডভিগ ফন বার্টালানফি
(C) এরিক রবার্ট উলফ (D) এডওয়ার্ড অসবর্ন উইলসন
উত্তর : (B) লুডভিগ ফন বার্টালানফি।

(৫২৯৫) ‘The Social System’ (১৯৫১) রচনা করেন —
(A) ট্যালকট পার্সনস্ (B) পিটার হ্যাগেট
(C) মারে বুকচিন (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) ট্যালকট পার্সনস্।

(৫২৯৬) ‘Physical Geography: A Systems Approach’ (১৯৭১) রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) বারবারা কেনেডি
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫২৯৭) চোরলে ও কেনেডি (Chorley & Kennedy) (১৯৭১) -এর মতে, প্রণালী প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(৫২৯৮) চোরলে ও কেনেডির মতে, যে প্রণালীতে পরিমাপ বৈশিষ্ট্য বা সংহতির ভিত্তিতে প্রণালীর উপাদান এবং তাদের বৈশিষ্টাবলীর অন্তর্বর্তী সম্পর্ক উপস্থাপন করা হয় সেই প্রণালীকে বলে —
(A) Morphological System (B) Cascading System
(C) Process-Response System (D) Control System
উত্তর : (A) Morphological System।

(৫২৯৯) চোরলে ও কেনেডির মতে, যে প্রণালীর ব্যাখ্যায় প্রণালীর উপাদানগুলির নিজেদের মধ্যে অন্তর্বর্তী সংযোগের মাধ্যমে শক্তি ও পদার্থ আদানপ্রদানের বিষয়গুলিকে বিশ্লেষণ করে ব্যখ্যা প্রস্তুত করা হয়, সেই প্রণালীকে বলে —
(A) Morphological System (B) Cascading System
(C) Process-Response System (D) Control System
উত্তর : (B) Cascading System।

(৫৩০০) চোরলে ও কেনেডির মতে, কোনো প্রণালীতে উপস্থিত পরস্পরের সঙ্গে সংযুক্ত উপাদানগুলি যখন একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে, তখন তাকে বলে —
(A) Morphological System (B) Cascading System
(C) Process-Response System (D) Control System
উত্তর : (C) Process-Response System।

(WBSSC SLST GEOGRAPHY PART-106)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-105

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-106

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!