WBSSC SLST GEOGRAPHY PART-105
WBSSC SLST GEOGRAPHY PART-105
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-105) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫২০১) রবার্ট ফ্রশ (Robert Frosch) ও নিকোলাস ই. গ্যালোপুলস (Nicholas E. Gallopoulos) যে সালে শিল্প বাস্তুসংস্থান (Industrial Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৮৮ (B) ১৯৮৯
(C) ১৯৯০ (D) ১৯৯১
উত্তর : (B) ১৯৮৯।
(৫২০২) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান (Landscape Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কার্ল অর্টউইন সাউয়ার (B) কার্ল ট্রোল
(C) কার্ল রিটার (D) হারলান হারল্যান্ড ব্যারোজ
উত্তর : (B) কার্ল ট্রোল।
(৫২০৩) কার্ল ট্রোল (Carl Troll) যে সালে ভূ-দৃশ্য বাস্তুসংস্থান (Landscape Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৯ (B) ১৯৪০
(C) ১৯৪১ (D) ১৯৪২
উত্তর : (A) ১৯৩৯।
(৫২০৪) ‘The Theory of Island Biogeography’ (১৯৬৭) গ্রন্থ রচনা করেন —
(A) রবার্ট ম্যাকআর্থার (B) এডওয়ার্ড অসবর্ন উইলসন
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫২০৫) যে সালে International Association for Landscape Ecology (IALE) স্থাপিত হয় —
(A) ১৯৮১ (B) ১৯৮২
(C) ১৯৮৩ (D) ১৯৮৪
উত্তর : (B) ১৯৮২।
(৫২০৬) ভূ-দৃশ্যকে ‘Harmonic Individuum of Space’ বলেছেন —
(A) কার্ল রিটার (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) রবার্ট ম্যাকআর্থার
উত্তর : (C) কার্ল ট্রোল।
(৫২০৭) Scale, Spatial Heterogeneity, Patch, Mosaic প্রভৃতি শব্দগুলি যে প্রকার বাস্তুসংস্থানের সাথে সম্পর্কিত —
(A) মানবীয় বাস্তুসংস্থান (B) শিল্প বাস্তুসংস্থান
(C) নগর বাস্তুসংস্থান (D) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান
উত্তর : (D) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান।
(৫২০৮) Spatial Aspect ও Temporal Aspect শব্দগুলি যে প্রকার বাস্তুসংস্থানের সাথে সম্পর্কিত —
(A) মানবীয় বাস্তুসংস্থান (B) শিল্প বাস্তুসংস্থান
(C) নগর বাস্তুসংস্থান (D) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান
উত্তর : (D) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান।
(৫২০৯) বাস্তুতন্ত্র (Ecosystem) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্থার জর্জ ট্যান্সলে (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
উত্তর : (A) আর্থার জর্জ ট্যান্সলে।
(৫২১০) আর্থার জর্জ ট্যান্সলে (Arthur George Tansley) যে সালে বাস্তুতন্ত্র (Ecosystem) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৪ (B) ১৯৩৫
(C) ১৯৩৬ (D) ১৯৩৭
উত্তর : (B) ১৯৩৫।
(৫২১১) বৈশ্বিক বাস্তুসংস্থান (Global Ecology) -এর আলোচ্য বিষয় হল —
(A) জলবায়ু পরিবর্তন (B) জীববৈচিত্র্য হ্রাস
(C) পরিবেশ দূষণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫২১২) সামাজিক বাস্তুসংস্থান (Social Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) রবার্ট ম্যাকআর্থার
উত্তর : (A) মারে বুকচিন।
(৫২১৩) মারে বুকচিন (Murray Bookchin) যে সালে সামাজিক বাস্তুসংস্থান (Social Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৬৪ (B) ১৯৬৫
(C) ১৯৬৬ (D) ১৯৬৭
উত্তর : (A) ১৯৬৪।
(৫২১৪) সামাজিক বাস্তুসংস্থান (Social Ecology) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) রবার্ট ম্যাকআর্থার
উত্তর : (A) মারে বুকচিন।
(৫২১৫) ‘Ecology and Revolutionary Thought’ (১৯৬৪) গ্রন্থটি রচনা করেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) রবার্ট ম্যাকআর্থার
উত্তর : (A) মারে বুকচিন।
(৫২১৬) ‘The Philosophy of Social Ecology: Essays on Dialectical Naturalism’ (১৯৯০) রচনা করেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) রবার্ট ম্যাকআর্থার
উত্তর : (A) মারে বুকচিন।
(৫২১৭) রাজনৈতিক বাস্তুসংস্থান (Political Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কার্ল ট্রোল (B) ফ্র্যাঙ্ক থোন
(C) পিটার গোল্ড (D) কার্ল রিটার
উত্তর : (B) ফ্র্যাঙ্ক থোন।
(৫২১৮) ফ্র্যাঙ্ক থোন (Frank Thone) যে সালে রাজনৈতিক বাস্তুসংস্থান (Political Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩২ (B) ১৯৩৩
(C) ১৯৩৪ (D) ১৯৩৫
উত্তর : (D) ১৯৩৫।
(৫২১৯) রাজনৈতিক বাস্তুসংস্থান (Political Ecology) সম্পর্কে প্রথম নির্দিষ্ট ধারণা দিয়েছিলেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) এরিক রবার্ট উলফ
উত্তর : (D) এরিক রবার্ট উলফ।
(৫২২০) এরিক রবার্ট উলফ (Eric Robert Wolf) যে সালে রাজনৈতিক বাস্তুসংস্থান (Political Ecology) সম্পর্কে প্রথম নির্দিষ্ট ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৭১ (B) ১৯৭২
(C) ১৯৭৩ (D) ১৯৭৪
উত্তর : (B) ১৯৭২।
(৫২২১) ‘Ownership and Political Ecology’ (১৯৭২) রচনা করেন —
(A) মারে বুকচিন (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল (D) এরিক রবার্ট উলফ
উত্তর : (D) এরিক রবার্ট উলফ।
(৫২২২) ‘Silent Violence: Food, Famine and Peasantry in Northern Nigeria’ (১৯৮৩) গ্রন্থটি রচনা করেন —
(A) মাইকেল ওয়াটস (B) রিচার্ড পিট
(C) পিটার হ্যাগেট (D) মারে বুকচিন
উত্তর : (A) মাইকেল ওয়াটস।
(৫২২৩) ‘Liberation Ecologies’ (১৯৯৬) গ্রন্থটি রচনা করেন —
(A) মাইকেল ওয়াটস (B) রিচার্ড পিট
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫২২৪) বাস্তুসংস্থানিক নারীবাদ (Ecological Feminism) বা ইকো-ফেমিনিজম (Eco-feminism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) মারে বুকচিন (B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস (D) ফ্রাঁসোয়া ডুবন
উত্তর : (D) ফ্রাঁসোয়া ডুবন।
(৫২২৫) ফ্রাঁসোয়া ডুবন (Françoise d’Eaubonne) যে সালে বাস্তুসংস্থানিক নারীবাদ (Ecological Feminism) বা ইকো-ফেমিনিজম (Eco-feminism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৭২ (B) ১৯৭৩
(C) ১৯৭৪ (D) ১৯৭৫
উত্তর : (C) ১৯৭৪।
(WBSSC SLST GEOGRAPHY PART-105)
(৫২২৬) Le Féminisme ou la mort (Feminism or death) (১৯৭৪) গ্রন্থটি রচনা করেন —
(A) মারে বুকচিন (B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস (D) ফ্রাঁসোয়া ডুবন
উত্তর : (D) ফ্রাঁসোয়া ডুবন।
(৫২২৭) ‘Radical Ecology’ (১৯৯২) গ্রন্থ রচনা করেন —
(A) মারে বুকচিন (B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস (D) ক্যারোলিন মার্চেন্ট
উত্তর : (D) ক্যারোলিন মার্চেন্ট।
(৫২২৮) সাংস্কৃতিক বাস্তুসংস্থান (Cultural Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জুলিয়ান স্টুয়ার্ড (B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস (D) ক্যারোলিন মার্চেন্ট
উত্তর : (A) জুলিয়ান স্টুয়ার্ড।
(৫২২৯) জুলিয়ান স্টুয়ার্ড (Julian Steward) যে সালে সাংস্কৃতিক বাস্তুসংস্থান (Cultural Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৫ (B) ১৯৩৬
(C) ১৯৩৭ (D) ১৯৩৮
উত্তর : (C) ১৯৩৭।
(৫২৩০) ‘Father of Animal Ecology’ রূপে পরিচিত —
(A) পিটার গোল্ড (B) চার্লস এল্টন
(C) কার্ল রিটার (D) রবার্ট ফ্রশ
উত্তর : (B) চার্লস এল্টন।
(৫২৩১) ‘Geoecology’ শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) পিটার গোল্ড (B) কার্ল ট্রোল
(C) কার্ল রিটার (D) রবার্ট ফ্রশ
উত্তর : (B) কার্ল ট্রোল।
(৫২৩২) কার্ল ট্রোল যে সালে ‘Geoecology’ শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৯ (B) ১৯৪০
(C) ১৯৪১ (D) ১৯৪২
উত্তর : (A) ১৯৩৯।
(৫২৩৩) নগর পরিকল্পনা (Urban Planning) -এর সাথে সম্পর্কিত যিনি —
(A) হারবার্ট স্পেনসার (B) প্যাট্রিক গেডেস
(C) কার্ল রিটার (D) কার্ল মবিয়াস
উত্তর : (B) প্যাট্রিক গেডেস।
(৫২৩৪) ভূমিব্যবহার সমীক্ষা (Landuse Survey) -এর সাথে সম্পর্কিত যিনি —
(A) ডাডলি স্ট্যাম্প (B) মারে বুকচিন
(C) পিটার গোল্ড (D) কার্ল রিটার
উত্তর : (A) ডাডলি স্ট্যাম্প।
(৫২৩৫) ‘Geography as Human Ecology’ (১৯৬৬) রচনা করেন —
(A) আয়ার ও জোনস (B) ব্যারোজ ও জোনস
(C) পার্ক ও বার্জেস (D) ফ্রশ ও জোনস
উত্তর : (A) আয়ার ও জোনস।
আঞ্চলিক দৃষ্টিভঙ্গি (Regional Approach)
(৫২৩৬) এক বা একাধিক সমধর্মী গুণসম্পন্ন দৈশিক একক হল —
(A) স্থান (B) দেশ
(C) অঞ্চল (D) বিন্দু
উত্তর : (C) অঞ্চল।
(৫২৩৭) ভূগোলে যে দৃষ্টিভঙ্গিতে নির্দিষ্ট স্বতন্ত্র বৈশিষ্ট্য, আয়তন ও সীমানাযুক্ত কোনো প্রাকৃতিক/সাংস্কৃতিক ক্ষেত্রের কার্যপ্রণালী ব্যাখ্যার মাধ্যমে ভৌগোলিক তথ্য অনুসন্ধান করা হয়, তা হল —
(A) প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি (B) আঞ্চলিক দৃষ্টিভঙ্গি
(C) মূলক দৃষ্টিভঙ্গি (D) বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি
উত্তর : (B) আঞ্চলিক দৃষ্টিভঙ্গি।
(৫২৩৮) ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি (Regional Approach) -এর প্রাধান্য দেখা যায় যে দশকে —
(A) ১৯১০ ও ১৯২০ -এর দশক (B) ১৯২০ ও ১৯৩০ -এর দশক
(C) ১৯৩০ ও ১৯৪০ -এর দশক (D) ১৯৪০ ও ১৯৫০ -এর দশক
উত্তর : (B) ১৯২০ ও ১৯৩০ -এর দশক।
(৫২৩৯) ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি (Regional Approach) -এর সূচনা হয় যে দেশে —
(A) ব্রিটেন (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (D) জার্মানি।
(৫২৪০) প্রাচীন কালে যে দার্শনিকের রচনাতে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি দেখা যায় —
(A) হেকাটিয়াস (B) হেরোডোটাস
(C) অ্যারিস্টটল (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫২৪১) আধুনিক যুগে ভূগোলে আঞ্চলিক চিন্তাধারার সূত্রপাত ঘটান —
(A) কার্ল রিটার (B) ভিদাল দ্য লা ব্লাশ
(C) আলফ্রেড হেটনার (D) পিটার হ্যাগেট
উত্তর : (A) কার্ল রিটার।
(৫২৪২) ভূগোলের আঞ্চলিক চিন্তাধারাতে যার দ্বারা ভৌগোলিকদের উদ্দেশ্যসাধন হয় —
(A) আত্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি (B) নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) আত্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি।
(৫২৪৩) ভূগোলে আঞ্চলিক চিন্তাধারাতে আত্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি (Subjective View) -এর একজন সমর্থক হলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) অ্যান্ড্রু জন হার্বার্টসন
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (C) রিচার্ড হার্টশোর্ন।
(৫২৪৪) ভূগোলের আঞ্চলিক চিন্তাধারাতে যার দ্বারা অঞ্চলের প্রকৃত সত্ত্বার উদঘাটন হয় —
(A) আত্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি (B) নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি।
(৫২৪৫) ভূগোলে আঞ্চলিক চিন্তাধারাতে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি (Objective View) -এর একজন সমর্থক হলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) অ্যান্ড্রু জন হার্বার্টসন
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫২৪৬) ভূগোলে আঞ্চলিক চিন্তাধারাতে আত্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি (Subjective View) এবং নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি (Objective View) -এর উল্লেখ করেন —
(A) রিচার্ড হার্টশোর্ন (B) জন গ্লাসন
(C) অ্যান্ড্রু জন হার্বার্টসন (D) পিটার গোল্ড
উত্তর : (B) জন গ্লাসন।
(৫২৪৭) ‘An Introduction to Regional Planning’ (১৯৭৪) গ্রন্থটি রচনা করেন —
(A) জন গ্লাসন (B) কার্ল রিটার
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (A) জন গ্লাসন।
(৫২৪৮) ‘পৃথিবীতে যতজন ভৌগোলিক রয়েছেন, অঞ্চলের সংখ্যা ততগুলিই হতে পারে’ – বলেছেন —
(A) জন গ্লাসন (B) কার্ল রিটার
(C) রিচার্ড হার্টশোর্ন (D) কার্ল ট্রোল
উত্তর : (C) রিচার্ড হার্টশোর্ন।
(৫২৪৯) আঞ্চলিক চিন্তাধারার বিকাশে ‘The Nature of Geography’ (১৯৩৯) গ্রন্থটি রচনা করেন —
(A) জন গ্লাসন (B) কার্ল রিটার
(C) রিচার্ড হার্টশোর্ন (D) কার্ল ট্রোল
উত্তর : (C) রিচার্ড হার্টশোর্ন।
(৫২৫০) ভূগোলের আঞ্চলিক চিন্তাধারায় ‘Pays’ -এর ধারণা দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) অ্যান্ড্রু জন হার্বার্টসন
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(WBSSC SLST GEOGRAPHY PART-105)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-106 - ভূগোলিকা-Bhugolika