Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-104

WBSSC SLST GEOGRAPHY PART-104

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-104) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-104

বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি (Ecological Approach)

(৫১৫১) ভূগোলের যে দৃষ্টিভঙ্গিতে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব ও সেই অঞ্চলের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া অধ্যয়ন ও ব্যাখ্যা করা হয়, তা হল —
(A) মানবতাবাদী দৃষ্টিভঙ্গি (B) বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি
(C) নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি (D) সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি
উত্তর : (B) বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি।

(৫১৫২) ভূগোলে বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি (Ecological Approach) -এর উত্থান ঘটে যে দশকে —
(A) ১৯১০ -এর দশকে (B) ১৯২০ -এর দশকে
(C) ১৯৩০ -এর দশকে (D) ১৯৪০ -এর দশকে
উত্তর : (B) ১৯২০ -এর দশকে।

(৫১৫৩) ভূগোলে বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি (Ecological Approach) -এর চরম বিকাশ ঘটে যে দশকে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (C) ১৯৭০ -এর দশক।

(৫১৫৪) ভূগোলে বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি (Ecological Approach) -এর বিকাশ ঘটে যে দেশে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) জার্মানি
(C) অস্ট্রেলিয়া (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৫৫) বাস্তুসংস্থান বা বাস্তুবিদ্যা (Ecology) বলতে বোঝায় মূলত —
(A) জীবকুল ও তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক (B) প্রাকৃতিক পরিবেশের প্রাধান্য ও প্রভাব
(C) মানবীয় কার্যকলাপের দ্বারা প্রকৃতির পরিবর্তন সাধন (D) প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কিত অধ্যয়ন
উত্তর : (A) জীবকুল ও তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক।

(৫১৫৬) বাস্তুসংস্থান (Ecology) ধারণার প্রথম সূত্রপাত ঘটান —
(A) চার্লস রবার্ট ডারউইন (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (B) কার্ল লিনিয়াস।

(৫১৫৭) কার্ল লিনিয়াস (Carl Linnaeus) যে সালে বাস্তুসংস্থান (Ecology) ধারণার প্রথম সূত্রপাত ঘটান —
(A) ১৭৪৭ (B) ১৭৪৮
(C) ১৭৪৯ (D) ১৭৫০
উত্তর : (C) ১৭৪৯।

(৫১৫৮) বাস্তুসংস্থান সম্পর্কে ‘Economy of Nature’ ধারণাটি দিয়েছিলেন —
(A) চার্লস রবার্ট ডারউইন (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (B) কার্ল লিনিয়াস।

(৫১৫৯) ‘On the Origin of Species’ (১৮৫৯) গ্রন্থ রচনা করেন —
(A) চার্লস রবার্ট ডারউইন (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (A) চার্লস রবার্ট ডারউইন।

(৫১৬০) ‘Soil Ecology’ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) চার্লস রবার্ট ডারউইন (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (A) চার্লস রবার্ট ডারউইন।

(৫১৬১) চার্লস রবার্ট ডারউইন যে সালে ‘Soil Ecology’ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৮৮০ (B) ১৮৮১
(C) ১৮৮২ (D) ১৮৮৩
উত্তর : (B) ১৮৮১।

(৫১৬২) প্রথম বাস্তুসংস্থানিক পাঠ হিসাবে বিবেচিত হয় যে গ্রন্থ —
(A) Evolution: The History of an Idea (B) On the Origin of Species
(C) Species Plantarum (D) The Natural History of Selborne
উত্তর : (D) The Natural History of Selborne।

(৫১৬৩) ‘The Natural History of Selborne’ (১৭৮৯) গ্রন্থটি রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (A) গিলবার্ট হোয়াইট।

(৫১৬৪) ‘Principles of Biology’ (১৮৬৪) গ্রন্থ রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (C) হারবার্ট স্পেনসার।

(৫১৬৫) যোগ্যতমের উদবর্তন (Survival of the fittest) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল লিনিয়াস
(C) হারবার্ট স্পেনসার (D) আর্নস্ট হেকেল
উত্তর : (C) হারবার্ট স্পেনসার।

(৫১৬৬) প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল লিনিয়াস
(C) চার্লস রবার্ট ডারউইন (D) আর্নস্ট হেকেল
উত্তর : (C) চার্লস রবার্ট ডারউইন।

(৫১৬৭) ‘The Oyster and the Oyster-Culture’ (১৮৮৩) রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল মবিয়াস
(C) চার্লস রবার্ট ডারউইন (D) আর্নস্ট হেকেল
উত্তর : (B) কার্ল মবিয়াস।

(৫১৬৮) ইকোলজি (Ecology) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল মবিয়াস
(C) চার্লস রবার্ট ডারউইন (D) আর্নস্ট হেকেল
উত্তর : (D) আর্নস্ট হেকেল।

(৫১৬৯) আর্নস্ট হেকেল (Ernst Haeckel) যে সালে ইকোলজি (Ecology) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৬৬ (B) ১৮৬৭
(C) ১৮৬৮ (D) ১৮৬৯
উত্তর : (A) ১৮৬৬।

(৫১৭০) ‘Generelle Morphologie der Organismen’ (১৮৬৬) গ্রন্থটি রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) কার্ল মবিয়াস
(C) চার্লস রবার্ট ডারউইন (D) আর্নস্ট হেকেল
উত্তর : (D) আর্নস্ট হেকেল।

(৫১৭১) ‘বাস্তুসংস্থান হল প্রাণী ও তাদের জৈব ও অজৈব পরিবেশের সাথে সার্বিক সম্পর্কবিদ্যা’ – বলেছেন —
(A) আর্নস্ট হেকেল (B) চার্লস রবার্ট ডারউইন
(C) গিলবার্ট হোয়াইট (D) ইউজিন প্লেজেন্টস ওডাম
উত্তর : (A) আর্নস্ট হেকেল।

(৫১৭২) ‘বাস্তুসংস্থান হল জৈবিক, প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানের যোগসূত্র’ – বলেছেন —
(A) আর্নস্ট হেকেল (B) চার্লস রবার্ট ডারউইন
(C) গিলবার্ট হোয়াইট (D) ইউজিন প্লেজেন্টস ওডাম
উত্তর : (D) ইউজিন প্লেজেন্টস ওডাম।

(৫১৭৩) আধুনিক বাস্তুসংস্থানের জনক (Father of Modern Ecology) রূপে পরিচিত —
(A) আর্নস্ট হেকেল (B) চার্লস রবার্ট ডারউইন
(C) গিলবার্ট হোয়াইট (D) ইউজিন প্লেজেন্টস ওডাম
উত্তর : (D) ইউজিন প্লেজেন্টস ওডাম।

(৫১৭৪) বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গির মূল ধারণা হল —
(A) পারস্পরিক প্রতিক্রিয়াশীল সহাবস্থান (B) প্রজাতির অভিযোজন ও উত্তরণ
(C) পরিবর্তনশীল বাস্তুতান্ত্রিক পরিবেশ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫১৭৫) বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গির আলোচ্য বিষয় হল —
(A) জীবের প্রাচুর্য ও স্থানিক বন্টন (B) পরিবেশগত পরিবর্তন
(C) জীব ও শক্তির উৎপাদনশীলতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(WBSSC SLST GEOGRAPHY PART-104)

(৫১৭৬) ভূগোলে বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ দেখা যায় যে ক্ষেত্রে —
(A) মানবীয় বাস্তুসংস্থান (B) নগর বাস্তুসংস্থান
(C) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫১৭৭) প্রাকৃতিক, সামাজিক ও নির্মিত পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া ও ক্ষেত্রীয় বন্টন হল —
(A) মানবীয় বাস্তুসংস্থান (B) নগর বাস্তুসংস্থান
(C) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান (D) শিল্প বাস্তুসংস্থান
উত্তর : (A) মানবীয় বাস্তুসংস্থান।

(৫১৭৮) মানবীয় বাস্তুসংস্থান (Human Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) এলেন সোয়ালো রিচার্ডস (B) আর্নস্ট হেকেল
(C) হারবার্ট স্পেনসার (D) চার্লস রবার্ট ডারউইন
উত্তর : (A) এলেন সোয়ালো রিচার্ডস।

(৫১৭৯) এলেন সোয়ালো রিচার্ডস (Ellen Swallow Richards) যে সালে মানবীয় বাস্তুসংস্থান (Human Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০৫ (B) ১৯০৬
(C) ১৯০৭ (D) ১৯০৮
উত্তর : (C) ১৯০৭।

(৫১৮০) এলেন সোয়ালো রিচার্ডস (Ellen Swallow Richards) যে গ্রন্থে মানবীয় বাস্তুসংস্থান (Human Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) Sanitation in Daily Life (B) Ecology in Daily Life
(C) Nature in Daily Life (D) Culture in Daily Life
উত্তর : (A) Sanitation in Daily Life।

(৫১৮১) মানবীয় বাস্তুসংস্থান (Human Ecology) -এর ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৮২) রবার্ট এজরা পার্ক (Robert Ezra Park) ও আর্নেস্ট ওয়াটসন বার্জেস (Ernest Watson Burgess) যে সালে মানবীয় বাস্তুসংস্থান (Human Ecology) -এর ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন —
(A) ১৯২১ (B) ১৯২২
(C) ১৯২৩ (D) ১৯২৪
উত্তর : (A) ১৯২১।

(৫১৮৩) ‘Introduction to the Science of Sociology’ (১৯২১) গ্রন্থ রচনা করেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৮৪) ‘Geography is the science of human ecology’ – বলেছেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) হারলান হারল্যান্ড ব্যারোজ
উত্তর : (D) হারলান হারল্যান্ড ব্যারোজ।

(৫১৮৫) হারলান হারল্যান্ড ব্যারোজ (Harlan Harland Barrows) যে সালে বলেন ‘Geography is the science of human ecology’ —
(A) ১৯২১ (B) ১৯২২
(C) ১৯২৩ (D) ১৯২৪
উত্তর : (C) ১৯২৩।

(৫১৮৬) ‘Man in His World: An Elementary Geography Program’ (১৯৫৪) রচনা করেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) হারলান হারল্যান্ড ব্যারোজ
উত্তর : (D) হারলান হারল্যান্ড ব্যারোজ।

(৫১৮৭) ভূগোলে মানবীয় বাস্তুসংস্থানের মূল বক্তব্য হল —
(A) জটিল পরিবেশে জীবন ধারণের প্রণালীগুলি অধ্যয়ন (B) মানুষের বাস্তুসংস্থানিক ও উত্তরণ প্রক্রিয়া অধ্যয়ন
(C) পৃথিবীর সামগ্রিক জীবকুল সম্পর্কে অধ্যয়ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৮৮) নগর বাস্তুসংস্থান (Urban Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৮৯) রবার্ট এজরা পার্ক (Robert Ezra Park) ও আর্নেস্ট ওয়াটসন বার্জেস (Ernest Watson Burgess) যে সালে নগর বাস্তুসংস্থান (Urban Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯২৩ (B) ১৯২৪
(C) ১৯২৫ (D) ১৯২৬
উত্তর : (C) ১৯২৫।

(৫১৯০) ‘The City’ (১৯২৫) গ্রন্থ রচনা করেন —
(A) রবার্ট এজরা পার্ক (B) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(C) এলেন সোয়ালো রিচার্ডস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৯১) ‘Human Ecology: A Theory of Community Structure’ (১৯৫০) গ্রন্থ রচনা করেন —
(A) আর্নস্ট হেকেল (B) হারলান হারল্যান্ড ব্যারোজ
(C) অ্যামোস হাওলে (D) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
উত্তর : (C) অ্যামোস হাওলে।

(৫১৯২) যে সম্মেলনের পর নগর বাস্তুসংস্থান অধ্যয়ন বৃদ্ধি পায় —
(A) স্টকহোম সম্মেলন-১৯৭২ (B) জেনেভা সম্মেলন-১৯৭৩
(C) সান ফ্রান্সিসকো সম্মেলন-১৯৪৫ (D) রোম সম্মেলন-১৯৭৪
উত্তর : (A) স্টকহোম সম্মেলন-১৯৭২।

(৫১৯৩) শিল্প বাস্তুসংস্থান (Industrial Ecology) ধারণার সূত্রপাত করেন —
(A) প্রেস্টন ক্লাউড (B) রিচার্ড পিট
(C) অ্যামোস হাওলে (D) আর্নস্ট হেকেল
উত্তর : (A) প্রেস্টন ক্লাউড।

(৫১৯৪) প্রেস্টন ক্লাউড (Preston Cloud) যে সালে শিল্প বাস্তুসংস্থান (Industrial Ecology) ধারণার সূত্রপাত করেন —
(A) ১৯৭৬ (B) ১৯৭৭
(C) ১৯৭৮ (D) ১৯৭৯
উত্তর : (B) ১৯৭৭।

(৫১৯৫) ‘Industrial Ecosystem’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) প্রেস্টন ক্লাউড (B) রিচার্ড পিট
(C) অ্যামোস হাওলে (D) আর্নস্ট হেকেল
উত্তর : (A) প্রেস্টন ক্লাউড।

(৫১৯৬) প্রেস্টন ক্লাউড যে সালে ‘Industrial Ecosystem’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৭৭ (B) ১৯৭৮
(C) ১৯৭৯ (D) ১৯৮০
উত্তর : (A) ১৯৭৭।

(৫১৯৭) ‘Industrial Metabolism’ (১৯৮৯) ধারণার প্রবর্তন করেন —
(A) প্রেস্টন ক্লাউড (B) রবার্ট আইরেস
(C) অ্যামোস হাওলে (D) আর্নস্ট হেকেল
উত্তর : (B) রবার্ট আইরেস।

(৫১৯৮) ‘Strategies for Manufacturing’ (১৯৮৯) রচনা করেন —
(A) রবার্ট ফ্রশ (B) নিকোলাস ই. গ্যালোপুলস
(C) রবার্ট আইরেস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫১৯৯) ‘Exergy’ শব্দটি যে প্রকার বাস্তুসংস্থানের সাথে সম্পর্কিত —
(A) মানবীয় বাস্তুসংস্থান (B) নগর বাস্তুসংস্থান
(C) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান (D) শিল্প বাস্তুসংস্থান
উত্তর : (D) শিল্প বাস্তুসংস্থান।

(৫২০০) শিল্প বাস্তুসংস্থান (Industrial Ecology) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) রবার্ট ফ্রশ (B) নিকোলাস ই. গ্যালোপুলস
(C) কার্ল ট্রোল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(WBSSC SLST GEOGRAPHY PART-104)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-103

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-104

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!