WBSSC SLST GEOGRAPHY PART-103
WBSSC SLST GEOGRAPHY PART-103
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-103) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫১০১) গঠনবাদের উত্তরণ ঘটে যে ভৌগোলিক চিন্তাধারা থেকে —
(A) প্রগতিবাদ (B) অস্তিত্ববাদ
(C) ক্রিয়াবাদ (D) প্রত্যক্ষবাদ
উত্তর : (B) অস্তিত্ববাদ।
(৫১০২) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে যে প্রকার সামাজিক কাঠামোর প্রবল সমালোচনা করা হয় —
(A) সমাজতান্ত্রিক (B) ধনতান্ত্রিক
(C) গণতান্ত্রিক (D) A ও B উভয়ই
উত্তর : (B) ধনতান্ত্রিক।
(৫১০৩) ডেভিড হার্ভে রচিত ‘Social Justice and the City’ (১৯৭৩) গ্রন্থে যে ধরনের গঠনবাদ দেখা যায় —
(A) মার্ক্সীয় গঠনবাদ (B) পিঁয়াজের গঠনবাদ
(C) লেভি-স্ট্রসের গঠনবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫১০৪) উত্তর-গঠনবাদ (Post-Structuralism) -এর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) মার্ক্সীয় দর্শনের বিরোধিতা (B) সামাজিক সংস্কার
(C) ছাত্র আন্দোলন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫১০৫) ১৯৭০ ও ১৯৮০ -এর দশকে যে দুই দেশে অসাম্যের ভূগোলে গঠনমূলক দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে —
(A) ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্র (B) ফ্রান্স ও আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র (D) জার্মানি ও আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর : (A) ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৫১০৬) ‘Orientalism’ (১৯৭৮) গ্রন্থটি রচনা করেন —
(A) মারে বুকচিন (B) এডওয়ার্ড সাইদ
(C) পিটার হ্যাগেট (D) লুই আলথুসার
উত্তর : (B) এডওয়ার্ড সাইদ।
(৫১০৭) কার্ল মার্ক্সের গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে যার গঠনমূলক দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে —
(A) ক্লড লেভি-স্ট্রস (B) জর্জ হেগেল
(C) অগাস্ট কোঁৎ (D) জ্যাঁ পিঁয়াজে
উত্তর : (B) জর্জ হেগেল।
(৫১০৮) ‘The Savage Mind’ (১৯৬২) গ্রন্থ রচনা করেন —
(A) ক্লড লেভি-স্ট্রস (B) জর্জ হেগেল
(C) অগাস্ট কোঁৎ (D) জ্যাঁ পিঁয়াজে
উত্তর : (A) ক্লড লেভি-স্ট্রস।
(৫১০৯) গঠনমূলক দৃষ্টিভঙ্গির একটি সমালোচনা হল —
(A) ব্যক্তি ও গোষ্ঠীর ভূমিকাকে উপেক্ষা (B) মানবতাবাদ বিরোধী দর্শন
(C) অন্তর্নিহিত কাঠামোর ওপর অধিক গুরুত্ব (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫১১০) গঠনমূলক দৃষ্টিভঙ্গির একজন সমালোচক হলেন —
(A) জেমস ডানকান (B) ডোরিন ম্যাসি
(C) ডেরেক গ্রেগরি (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
বস্তুবাদী দৃষ্টিভঙ্গি (Materialistic Approach)
(৫১১১) ভূগোলের যে দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিক ঘটনা ও প্রক্রিয়াগুলিকে বস্তুগত কারণ ও আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা, তা হল —
(A) আচরণগত দৃষ্টিভঙ্গি (B) মূলক দৃষ্টিভঙ্গি
(C) সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি (D) বস্তুবাদী দৃষ্টিভঙ্গি
উত্তর : (D) বস্তুবাদী দৃষ্টিভঙ্গি।
(৫১১২) ভূগোলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি (Materialistic Approach) -এর উত্থান ঘটে যে দশকে —
(A) ১৯৪০ ও ১৯৫০ -এর দশক (B) ১৯৫০ ও ১৯৬০ -এর দশক
(C) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক (D) ১৯৭০ ও ১৯৮০ -এর দশক
উত্তর : (C) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক।
(৫১১৩) ভূগোলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি (Materialistic Approach) -এর উত্থান ঘটে যে দেশে —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) রাশিয়া (D) ফ্রান্স
উত্তর : (B) জার্মানি।
(৫১১৪) প্রাচীন কালে যে দেশ থেকে বস্তুবাদী ধারণার উৎপত্তি হয় —
(A) গ্রিস (B) স্পেন
(C) ফ্রান্স (D) রোম
উত্তর : (A) গ্রিস।
(৫১১৫) বস্তুবাদী দৃষ্টিভঙ্গির মূল দিক হল —
(A) উৎপাদন, বন্টন ও ভোগ ইত্যাদি আর্থিক দিক (B) প্রাকৃতিক সম্পদ, জলবায়ু ইত্যাদি পরিবেশগত দিক
(C) প্রযুক্তি, অবকাঠামো ইত্যাদি বাস্তব ও ভৌত দিক (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫১১৬) প্রাচীন গ্রিসে বস্তুবাদী ধারণা সাথে সম্পর্কিত দার্শনিক হলেন —
(A) লিউসিপাস (B) ডেমোক্রিটাস
(C) এপিকারাস (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫১১৭) প্রাচীন ভারতে বস্তুবাদী ধারণা সাথে সম্পর্কিত দার্শনিক হলেন —
(A) অজিত কেশকম্বলি (B) চার্বাক
(C) গৌতম বুদ্ধ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫১১৮) আধুনিক যুগে ইউরোপীয় বস্তুবাদী ধারণার সাথে সম্পর্কিত যিনি —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) জর্জ হেগেল (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫১১৯) ভূগোলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৫১২০) দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জোসেফ ডায়েৎজেন (B) কার্ল মার্ক্স
(C) ফ্রেডরিখ এঙ্গেলস (D) জর্জ হেগেল
উত্তর : (A) জোসেফ ডায়েৎজেন।
(৫১২১) জোসেফ ডায়েৎজেন (Joseph Dietzgen) যে সালে দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৮৬ (B) ১৮৮৭
(C) ১৮৮৮ (D) ১৮৮৯
উত্তর : (B) ১৮৮৭।
(৫১২২) ঐতিহাসিক বস্তুবাদ (Historical Materialism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জোসেফ ডায়েৎজেন (B) কার্ল মার্ক্স
(C) ফ্রেডরিখ এঙ্গেলস (D) জর্জ হেগেল
উত্তর : (C) ফ্রেডরিখ এঙ্গেলস।
(৫১২৩) ফ্রেডরিখ এঙ্গেলস (Friedrich Engels) যে সালে ঐতিহাসিক বস্তুবাদ (Historical Materialism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭৭ (B) ১৮৭৮
(C) ১৮৭৯ (D) ১৮৮০
উত্তর : (B) ১৮৭৮।
(৫১২৪) বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে ‘Leviathan’ (১৬৫১) গ্রন্থটি রচনা করেন —
(A) টমাস হবস (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) পিয়ের গ্যাসেন্ডি
উত্তর : (A) টমাস হবস।
(৫১২৫) ‘The Phenomenology of Spirit’ (১৮০৭) রচনা করেন —
(A) টমাস হবস (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) পিয়ের গ্যাসেন্ডি
উত্তর : (C) জর্জ হেগেল।
(WBSSC SLST GEOGRAPHY PART-103)
(৫১২৬) ‘Weltgeist’ বা ‘বিশ্ব আত্মা’ (World Spirit) ধারণা দিয়েছিলেন —
(A) টমাস হবস (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) পিয়ের গ্যাসেন্ডি
উত্তর : (C) জর্জ হেগেল।
(৫১২৭) ‘Syntagma Philosophicum’ (১৬৫৮) গ্রন্থটি রচনা করেন —
(A) টমাস হবস (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) পিয়ের গ্যাসেন্ডি
উত্তর : (D) পিয়ের গ্যাসেন্ডি।
(৫১২৮) ‘An Essay Concerning Human Understanding’ (১৬৮৯) রচনা করেন —
(A) জন লক (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) ডেভিড হিউম
উত্তর : (A) জন লক।
(৫১২৯) ‘A Treatise of Human Nature’ (১৭৩৯) রচনা করেন —
(A) জন লক (B) কার্ল রিটার
(C) জর্জ হেগেল (D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম।
(৫১৩০) যে গ্রন্থে কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলস বস্তুবাদী ধারণা প্রদান করেন —
(A) The German Ideology (B) The Material Ideology
(C) The Capital Ideology (D) The Social Ideology
উত্তর : (A) The German Ideology।
(৫১৩১) দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism) এবং ঐতিহাসিক বস্তুবাদ (Historical Materialism) -এর জনক রূপে পরিচিত —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) জর্জ হেগেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫১৩২) দ্বন্দ্ববাদী পদ্ধতি (Dialectic Method) প্রবর্তন করেন —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) জর্জ হেগেল (D) A ও B উভয়ই
উত্তর : (C) জর্জ হেগেল।
(৫১৩৩) দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism) -এর মূল বিষয় হল —
(A) বস্তু জগৎ-এর গঠন (B) বস্তু জগৎ-এর পরিবর্তন
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৫১৩৪) ঐতিহাসিক বস্তুবাদ (Historical Materialism) -এর মূল বিষয় হল —
(A) বস্তুবাদী দর্শনে সমাজ অধ্যয়ন (B) সমাজ উন্নয়নের অধ্যয়ন
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৫১৩৫) ‘The Holy Family’ (১৮৪৪), ‘Socialism: Utopian and Scientific’ (১৮৮০), ‘Dialectics of Nature’ (১৮৮৩) রচনা করেন —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) জর্জ হেগেল (D) পিয়ের গ্যাসেন্ডি
উত্তর : (B) ফ্রেডরিখ এঙ্গেলস।
(৫১৩৬) ভূগোলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগ দেখা যায় যে বিষয়ে —
(A) পরিবেশগত ন্যায়বিচার (B) মানব-পরিবেশ মিথস্ক্রিয়া
(C) সম্পদ ব্যবস্থাপনা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫১৩৭) ‘শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না এবং চিহ্ন না রেখে কিছুই অদৃশ্য হয় না’ – উক্তিটি যে দৃষ্টিভঙ্গির —
(A) নিয়ন্ত্রণবাদী (B) ভাববাদী
(C) বস্তুবাদী (D) সম্ভাবনাবাদী
উত্তর : (C) বস্তুবাদী।
(৫১৩৮) ‘বস্তুবাদের মূল ভিত্তি হল ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর কণিকা’ – বলেছেন —
(A) লিউসিপাস (B) ডেমোক্রিটাস
(C) এপিকারাস (D) অ্যারিস্টটল
উত্তর : (B) ডেমোক্রিটাস।
(৫১৩৯) বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে যে বক্তব্যটি সঠিক —
(A) বস্তুই মুখ্য, আত্মা/চৈতন্য তার উপাদান (B) মানুষের চেতনার আগে বস্তুর আর্বিভাব
(C) মানুষের চেতনা বাইরে সবই বস্তু (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫১৪০) ‘L’homme machine’ (Man a Machine) (১৭৪৭) গ্রন্থ রচনা করেন —
(A) জর্জ হেগেল (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) জুলিয়েন লা মেট্রি (D) কার্ল মার্ক্স
উত্তর : (C) জুলিয়েন লা মেট্রি।
(৫১৪১) যান্ত্রিক বস্তুবাদ (Mechanical Materialism) -এর একজন সমর্থক হলেন —
(A) জুলিয়েন লা মেট্রি (B) টমাস হবস
(C) ফ্রেডরিখ এঙ্গেলস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫১৪২) হেগেলের মতে, প্রকৃতির স্রষ্টা —
(A) বস্তু (B) বিশ্ব আত্মা
(C) ঈশ্বর (D) মানুষ
উত্তর : (B) বিশ্ব আত্মা।
(৫১৪৩) হেরাক্লিটাস (Heraclitus) -এর মতে, জগৎ-এর ভিত্তি বস্তু (Base Material) হল —
(A) জল (B) আগুন
(C) মাটি (D) বায়ু
উত্তর : (B) আগুন।
(৫১৪৪) থেলেস (Thales) -এর মতে, জগৎ-এর ভিত্তি বস্তু (Base Material) হল —
(A) জল (B) আগুন
(C) মাটি (D) বায়ু
উত্তর : (A) জল।
(৫১৪৫) অ্যানাক্সিমেনেস (Anaximenes) -এর মতে, জগৎ-এর ভিত্তি বস্তু (Base Material) হল —
(A) জল (B) আগুন
(C) মাটি (D) বায়ু
উত্তর : (D) বায়ু।
(৫১৪৬) ‘সমগ্র বিশ্বের ঐক্য ধরে রেখেছে একটি ভিত্তি’ – বলেছেন —
(A) হেরাক্লিটাস (B) ডেমোক্রিটাস
(C) লিউসিপাস (D) এপিকারাস
উত্তর : (A) হেরাক্লিটাস।
(৫১৪৭) বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে একটি পশুকে তুলনা করা হয়েছে যার সাথে —
(A) জীব (B) প্রকৃতি
(C) যন্ত্র (D) মানুষ
উত্তর : (C) যন্ত্র।
(৫১৪৮) পরমাণুকে জগৎ-এর ভিত্তি বস্তু (Base Material) বলেছেন —
(A) ডেমোক্রিটাস (B) লিউসিপাস
(C) এপিকারাস (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫১৪৯) বস্তুবাদী দৃষ্টিভঙ্গির একটি সমালোচনা হল —
(A) অর্থনীতির মাধ্যমে সকল সামাজিক ঘটনার ব্যাখ্যা (B) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে অবহেলা
(C) বস্তুর সর্বদা পরিবর্তনশীল বৈশিষ্ট্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫১৫০) বস্তুবাদী দৃষ্টিভঙ্গির একজন সমালোচক হলেন —
(A) কার্ল পপার (B) ওয়াল্টার বেঞ্জামিন
(C) কার্ল মার্ক্স (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-103)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-104 - ভূগোলিকা-Bhugolika