WBSSC SLST GEOGRAPHY PART-102
WBSSC SLST GEOGRAPHY PART-102
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০২ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-102) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫০৫১) নির্দিষ্ট উদ্দেশ্যহীন, অদৃশ্যমান, সুপ্ত সামাজিক ক্রিয়াকে বলে —
(A) Manifest Function (B) Latent Function
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) Latent Function।
(৫০৫২) গঠনগত ক্রিয়াবাদ (Structural Functionalism) -এর সাথে সম্পর্কিত যিনি —
(A) এ. আর. র্যাডক্লিফ-ব্রাউন (B) রিচার্ড পিট
(C) উইলিয়াম বাঙ্গে (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) এ. আর. র্যাডক্লিফ-ব্রাউন।
(৫০৫৩) ‘The Ecology of Freedom: The Emergence and Dissolution of Hierarchy’ (১৯৮২), ‘The Philosophy of Social Ecology’ (১৯৯৫) গ্রন্থ রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) মারে বুকচিন (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) মারে বুকচিন।
(৫০৫৪) ‘Integrated Models in Geography’ (১৯৬৭) গ্রন্থ রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) পিটার হ্যাগেট
(C) ডেভিড হার্ভে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০৫৫) ক্রিয়াবাদ বা কর্মবাদ (Functionalism) -এর মূল ধারণা রয়েছে —
(A) ৩ টি (B) ৪ টি
(C) ৫ টি (D) ৬ টি
উত্তর : (D) ৬ টি।
(৫০৫৬) ক্রিয়াবাদ বা কর্মবাদ (Functionalism) -এর মূল ধারণা হল —
(A) Functional Sustainability (B) Integration
(C) Pattern Maintenance (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০৫৭) ভূগোলে ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি উত্থান ঘটে যে দশকে —
(A) ১৯৪০ -এর দশক (B) ১৯৫০ -এর দশক
(C) ১৯৬০ -এর দশক (D) ১৯৭০ -এর দশক
উত্তর : (B) ১৯৫০ -এর দশক।
(৫০৫৮) যে দেশের ভৌগোলিক চিন্তাধারাতে ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি প্রথম গুরুত্ব লাভ করেছিল —
(A) জার্মানি (B) স্পেন
(C) ফ্রান্স (D) ইতালি
উত্তর : (C) ফ্রান্স।
(৫০৫৯) জামশেদপুর শহরের প্রকট কর্ম (Manifest Function) হল —
(A) আন্তর্জাতিক বাণিজ্য (B) লৌহ-ইস্পাত শিল্প
(C) সামরিক পরিষেবা (D) চলচ্চিত্র নির্মাণ
উত্তর : (B) লৌহ-ইস্পাত শিল্প।
(৫০৬০) শ্রীনগর শহরের প্রকট কর্ম (Manifest Function) হল —
(A) আন্তর্জাতিক বাণিজ্য (B) লৌহ-ইস্পাত শিল্প
(C) সামরিক পরিষেবা (D) পর্যটন শিল্প
উত্তর : (D) পর্যটন শিল্প।
গঠনমূলক দৃষ্টিভঙ্গি (Structural Approach)
(৫০৬১) ভূগোলের যে দৃষ্টিভঙ্গিতে আর্থ-সামাজিক ও স্থানিক সম্পর্ক গঠনকারী অন্তর্নিহিত কাঠামোকে গুরুত্ব দেওয়া হয়, তা হল —
(A) নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি (B) গঠনমূলক দৃষ্টিভঙ্গি
(C) আচরণগত দৃষ্টিভঙ্গি (D) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি
উত্তর : (B) গঠনমূলক দৃষ্টিভঙ্গি।
(৫০৬২) প্রাচীন কালে যার চিন্তাধারাতে গঠনমূলক দৃষ্টিভঙ্গি পাওয়া যায় —
(A) অ্যারিস্টটল (B) প্লেটো
(C) স্ট্র্যাবো (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০৬৩) ভূগোলে গঠনমূলক দৃষ্টিভঙ্গি (Structural Approach) বিকশিত হয় যে দশকে —
(A) ১৯৩০ ও ১৯৪০ -এর দশক (B) ১৯৪০ ও ১৯৫০ -এর দশক
(C) ১৯৫০ ও ১৯৬০ -এর দশক (D) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক
উত্তর : (C) ১৯৫০ ও ১৯৬০ -এর দশক।
(৫০৬৪) ভূগোলে গঠনমূলক দৃষ্টিভঙ্গি (Structural Approach) বিকশিত হয় যে দেশে —
(A) ফ্রান্স (B) জার্মানি
(C) ব্রিটেন (D) স্পেন
উত্তর : (A) ফ্রান্স।
(৫০৬৫) গঠনমূলক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছেন যে চিন্তাবিদ —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫০৬৬) ভাষাতত্ত্বের ওপর গঠনমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (A) ফার্ডিনান্ড ডি সসার।
(৫০৬৭) Cours de linguistique générale (Course in General Linguistics) (১৯১৬) রচনা করেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (A) ফার্ডিনান্ড ডি সসার।
(৫০৬৮) নৃবিজ্ঞানের ওপর গঠনমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) ক্লড লেভি-স্ট্রস।
(৫০৬৯) Les Structures élémentaires de la parenté (The Elementary Structures of Kinship) (১৯৪৯) রচনা করেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) ক্লড লেভি-স্ট্রস।
(৫০৭০) সমাজবিজ্ঞান ও অর্থনীতির ওপর গঠনমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (C) কার্ল মার্ক্স।
(৫০৭১) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে ‘Base & Superstructure’ ধারণা দিয়েছিলেন —
(A) ফার্ডিনান্ড ডি সসার (B) ক্লড লেভি-স্ট্রস
(C) কার্ল মার্ক্স (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (C) কার্ল মার্ক্স।
(৫০৭২) গঠনমূলক দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) আন্তঃবিষয়ক প্রয়োগ (B) নেটওয়ার্ক বিশ্লেষণ
(C) স্থানিক বিশ্লেষণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০৭৩) গঠনমূলক দৃষ্টিভঙ্গির তাত্ত্বিক কাঠামো প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।
(৫০৭৪) গঠনমূলক দৃষ্টিভঙ্গির যে তাত্ত্বিক কাঠামোতে শ্রেণী সংগ্রাম (Class Struggle) গুরুত্বপূর্ণ —
(A) মার্ক্সবাদ (B) গঠনমূলক মার্ক্সবাদ
(C) উত্তর-গঠনবাদ (D) উপরের সবকটিই
উত্তর : (A) মার্ক্সবাদ।
(৫০৭৫) গঠনমূলক মার্ক্সবাদ (Structural Marxism) বিকশিত হয় যে দশকে —
(A) ১৯৫০ ও ১৯৬০ -এর দশক (B) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক
(C) ১৯৭০ ও ১৯৮০ -এর দশক (D) ১৯৮০ ও ১৯৯০ -এর দশক
উত্তর : (B) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক।
(WBSSC SLST GEOGRAPHY PART-102)
(৫০৭৬) উত্তর-গঠনবাদ (Post-Structuralism) -এর উৎপত্তি ঘটে যে দশকে —
(A) ১৯৩০ -এর দশক (B) ১৯৪০ -এর দশক
(C) ১৯৫০ -এর দশক (D) ১৯৬০ -এর দশক
উত্তর : (D) ১৯৬০ -এর দশক।
(৫০৭৭) গঠনমূলক মার্ক্সবাদ (Structural Marxism) এবং উত্তর-গঠনবাদ (Post-Structuralism) -এর উৎপত্তি ঘটে যে দেশে —
(A) ব্রিটেন (B) ফ্রান্স
(C) স্পেন (D) ইতালি
উত্তর : (B) ফ্রান্স।
(৫০৭৮) গঠনমূলক মার্ক্সবাদ চিন্তাধারার সাথে সম্পর্কিত যিনি —
(A) লুই আলথুসার (B) উইলিয়াম বাঙ্গে
(C) এলিজাবেথ ওলসন (D) রিচার্ড পিট
উত্তর : (A) লুই আলথুসার।
(৫০৭৯) গঠনমূলক দৃষ্টিভঙ্গির যে তাত্ত্বিক কাঠামোতে সামাজিক ঘটনাবলী গঠনে অর্থনৈতিক ও আদর্শিক কাঠামো গুরুত্বপূর্ণ —
(A) মার্ক্সবাদ (B) গঠনমূলক মার্ক্সবাদ
(C) উত্তর-গঠনবাদ (D) উপরের সবকটিই
উত্তর : (B) গঠনমূলক মার্ক্সবাদ।
(৫০৮০) গঠনমূলক দৃষ্টিভঙ্গির যে তাত্ত্বিক কাঠামোতে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের বৈচিত্র্য ও জটিলতা গুরুত্বপূর্ণ —
(A) মার্ক্সবাদ (B) গঠনমূলক মার্ক্সবাদ
(C) উত্তর-গঠনবাদ (D) উপরের সবকটিই
উত্তর : (C) উত্তর-গঠনবাদ।
(৫০৮১) উত্তর-গঠনবাদের সাথে সম্পর্কিত যিনি —
(A) জ্যাক ডেরিডা (B) মিশেল ফুকো
(C) জ্যাঁ বড্রিয়াড (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫০৮২) গঠনমূলক দৃষ্টিভঙ্গির মূল দিক হল —
(A) অন্তর্নিহিত কাঠামো শনাক্তকরণ (B) পদ্ধতিগত বিশ্লেষণ
(C) ধরন ও সম্পর্ক চিহ্নিতকরণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০৮৩) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে সামাজিক কাঠামোর অন্তর্গত বিষয় হল —
(A) শ্রেণী ও লিঙ্গ (B) ভূমি ব্যবহার
(C) শিল্প সংগঠন (D) নগর রূপবিদ্যা
উত্তর : (A) শ্রেণী ও লিঙ্গ।
(৫০৮৪) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিক কাঠামোর অন্তর্গত বিষয় হল —
(A) ভূমি ব্যবহার (B) পরিবহন নেটওয়ার্ক
(C) শিল্প সংগঠন (D) নগর রূপবিদ্যা
উত্তর : (C) শিল্প সংগঠন।
(৫০৮৫) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে স্থানিক কাঠামোর অন্তর্গত বিষয় হল —
(A) ভূমি ব্যবহার (B) পরিবহন নেটওয়ার্ক
(C) শিল্প সংগঠন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০৮৬) ভূগোলের যে যে ক্ষেত্রে গঠনমূলক দৃষ্টিভঙ্গি বা গঠনবাদের প্রয়োগ দেখা যায় —
(A) সামাজিক ভূগোল (B) অর্থনৈতিক ভূগোল
(C) নগর ভূগোল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০৮৭) প্রত্যক্ষবাদ (Positivism) দর্শন প্রচার কালে যিনি গঠনমূলক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) কার্ল রিটার
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (A) অগাস্ট কোঁৎ।
(৫০৮৮) সামগ্রিকতা বিষয়ক ধারণাকে ভিত্তি করে গঠনমূলক দৃষ্টিভঙ্গির সূচনা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) কার্ল রিটার
(C) পিটার গোল্ড (D) জর্জ হেগেল
উত্তর : (D) জর্জ হেগেল।
(৫০৮৯) গঠনবাদ (Structuralism) -এর বিকাশে যে বিতর্ক গুরুত্বপূর্ণ —
(A) র্যাটজেল-ডাকহাইম বিতর্ক (B) র্যাটজেল-স্কীফার বিতর্ক
(C) হার্টশোর্ন-স্কীফার বিতর্ক (D) হার্টশোর্ন-র্যাটজেল বিতর্ক
উত্তর : (A) র্যাটজেল-ডাকহাইম বিতর্ক।
(৫০৯০) ‘Structuralism’ (১৯৬৮) গ্রন্থ রচনা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) কার্ল রিটার
(C) জ্যাঁ পিঁয়াজে (D) জর্জ হেগেল
উত্তর : (C) জ্যাঁ পিঁয়াজে।
(৫০৯১) ‘Ideology, Science and Human Geography’ (১৯৭৮) এবং ‘Geographical Imagination’ (১৯৯৪) গ্রন্থ রচনা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) ডেরেক গ্রেগরি
(C) জ্যাঁ পিঁয়াজে (D) জর্জ হেগেল
উত্তর : (B) ডেরেক গ্রেগরি।
(৫০৯২) লুই আলথুসার (Louis Althusser) ১৯৬৮ সালে যে গ্রন্থে গঠনমূলক মার্ক্সবাদ চিন্তাধারা প্রবর্তন করেন —
(A) To Marx (B) The Marx
(C) For Marx (D) New Marx
উত্তর : (C) For Marx।
(৫০৯৩) ‘The Rules of Sociological Method’ (১৯৯৫) গ্রন্থ রচনা করেন —
(A) এমিল ডাকহাইম (B) রিচার্ড পিট
(C) লুই আলথুসার (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) এমিল ডাকহাইম।
(৫০৯৪) ‘Écrits’ (১৯৬৬) গ্রন্থ রচনা করেন —
(A) এমিল ডাকহাইম (B) জ্যাক ল্যাকান
(C) লুই আলথুসার (D) ডেভিড হার্ভে
উত্তর : (B) জ্যাক ল্যাকান।
(৫০৯৫) মনোবিজ্ঞানে গঠনবাদের জনক (Father of Structuralism in Psychology) রূপে পরিচিত —
(A) উইলহেম ওয়ান্ড (B) ক্লড লেভি-স্ট্রস
(C) ফার্ডিনান্ড ডি সসার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (A) উইলহেম ওয়ান্ড।
(৫০৯৬) ভাষাতত্ত্বে গঠনবাদের জনক (Father of Structuralism in Linguistics) রূপে পরিচিত —
(A) উইলহেম ওয়ান্ড (B) ক্লড লেভি-স্ট্রস
(C) ফার্ডিনান্ড ডি সসার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (C) ফার্ডিনান্ড ডি সসার।
(৫০৯৭) নৃবিজ্ঞানে গঠনবাদের জনক (Father of Structuralism in Anthropology) রূপে পরিচিত —
(A) উইলহেম ওয়ান্ড (B) ক্লড লেভি-স্ট্রস
(C) ফার্ডিনান্ড ডি সসার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (B) ক্লড লেভি-স্ট্রস।
(৫০৯৮) ‘The Urban Question: A Marxist Approach’ (১৯৭৭) গ্রন্থ রচনা করেন —
(A) উইলহেম ওয়ান্ড (B) ক্লড লেভি-স্ট্রস
(C) ফার্ডিনান্ড ডি সসার (D) ম্যানুয়েল ক্যাসেল
উত্তর : (D) ম্যানুয়েল ক্যাসেল।
(৫০৯৯) ‘Regional Transformation and Industrial Revolution’ (১৯৮২) গ্রন্থ রচনা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) ডেরেক গ্রেগরি
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেরেক গ্রেগরি।
(৫১০০) ‘Place, Practice, and Structure’ (১৯৮৬) রচনা করেন —
(A) অগাস্ট কোঁৎ (B) ডেরেক গ্রেগরি
(C) পিটার গোল্ড (D) অ্যালান প্রেড
উত্তর : (D) অ্যালান প্রেড।
(WBSSC SLST GEOGRAPHY PART-102)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-103 - ভূগোলিকা-Bhugolika