WBSSC SLST GEOGRAPHY PART-101
WBSSC SLST GEOGRAPHY PART-101
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০১ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-101) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫০০১) অ্যান্টিপোড (Antipode) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন —
(A) রিচার্ড ওয়াকার (B) কার্স্টেন জনসন
(C) রিচার্ড পিট (D) বেন উইজনার
উত্তর : (D) বেন উইজনার।
(৫০০২) অ্যান্টিপোড (Antipode) পত্রিকার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পাদক ছিলেন —
(A) রিচার্ড ওয়াকার (B) কার্স্টেন জনসন
(C) রিচার্ড পিট (D) বেন উইজনার
উত্তর : (C) রিচার্ড পিট।
(৫০০৩) আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ অ্যান্টিপোড পত্রিকার প্রতিষ্ঠা করেছিল —
(A) ক্লার্ক বিশ্ববিদ্যালয় (ম্যাসাচুসেটস্) (B) ব্রায়ান বিশ্ববিদ্যালয় (অ্যারিজোনা)
(C) লিনফিল্ড বিশ্ববিদ্যালয় (ওরেগন) (D) পার্ক বিশ্ববিদ্যালয় (মিসৌরি)
উত্তর : (A) ক্লার্ক বিশ্ববিদ্যালয় (ম্যাসাচুসেটস্)।
(৫০০৪) যে সালে অ্যান্টিপোড পত্রিকাতে ডেভিড হার্ভের ‘Revolutionary and Counter Revolutionary Theory in Geography and the Problem of Ghetto Formation’ প্রকাশিত হয় —
(A) ১৯৭১ (B) ১৯৭২
(C) ১৯৭৩ (D) ১৯৭৪
উত্তর : (B) ১৯৭২।
(৫০০৫) অ্যান্টিপোড পত্রিকার সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) মার্ক্সীয় ভূগোল (B) সমালোচনামূলক ভূগোল
(C) প্রাকৃতিক ভূগোল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০০৬) অ্যান্টিপোড পত্রিকাতে যে ভূগোলের সূচনা ঘটে —
(A) প্রাকৃতিক ভূগোল (B) সাংস্কৃতিক ভূগোল
(C) নারীবাদী ভূগোল (D) জলবায়ু ভূগোল
উত্তর : (C) নারীবাদী ভূগোল।
(৫০০৭) যে সালে অ্যান্টিপোড পত্রিকাতে অ্যালিসন হেফোর্ডের ‘The Geography of Women: An Historical Introduction’ প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯৭১ (B) ১৯৭২
(C) ১৯৭৩ (D) ১৯৭৪
উত্তর : (D) ১৯৭৪।
(৫০০৮) আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরে ভূগোলের মূলক দৃষ্টিভঙ্গির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন —
(A) পিয়োটার ক্রোপোটকিন (B) এলিজে রেক্লুস
(C) কার্ল উইটফোগেল (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৫০০৯) ভূগোলে মূলক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হল —
(A) মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে সামাজিক অসঙ্গতি বিশ্লেষণ (B) মার্ক্সীয় অর্থনৈতিক ব্যবস্থার প্রসার
(C) ইতিবাচক স্থানিক পদ্ধতির প্রচলন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০১০) মূলক ভূগোলের প্রধান উদ্দেশ্য হল —
(A) সামাজিক বৈষম্য ও শোষণ বিশ্লেষণ (B) নারীবাদী সাংস্কৃতিক বিপ্লবের সূচনা
(C) আঞ্চলিক বৈষম্য দূরীকরণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০১১) মূলক ভূগোলে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রসার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন —
(A) ডেভিড হার্ভে (B) এলিজে রেক্লুস
(C) কার্ল রিটার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০১২) মূলক ভূগোলের একটি সমালোচনা হল —
(A) মার্ক্সবাদের অতিরিক্ত প্রাধান্য (B) সময়ের ওপর অধিক গুরুত্ব
(C) অনমনীয়মূলক বৈশিষ্ট্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০১৩) ‘মূলক ভূগোল সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রনীতিকে সামগ্রিক ভাবে দেখার ওপর জোর দেয়’ – বলেছেন —
(A) হার্ভে (B) জনস্টন
(C) বাঙ্গে (D) পিট
উত্তর : (B) জনস্টন।
(৫০১৪) ‘What Geography Ought to Be’ (১৮৮৫) প্রবন্ধটি রচনা করেন —
(A) পিয়োটার ক্রোপোটকিন (B) এলিজে রেক্লুস
(C) কার্ল উইটফোগেল (D) রিচার্ড পিট
উত্তর : (A) পিয়োটার ক্রোপোটকিন।
(৫০১৫) পিয়োটার ক্রোপোটকিন (Pyotr Kropotkin) রচিত ‘What Geography Ought to Be’ (১৮৮৫) প্রবন্ধটি অ্যান্টিপোড পত্রিকাতে প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯৭৬ (B) ১৯৭৭
(C) ১৯৭৮ (D) ১৯৭৯
উত্তর : (C) ১৯৭৮।
(৫০১৬) ‘প্রতিষ্ঠিত ভূগোলের প্রতি কিছুটা নেতিবাচক প্রক্রিয়া থেকেই মূলক ভূগোল গড়ে উঠেছে’ – বলেছেন —
(A) ডেভিড হার্ভে (B) রিচার্ড পিট
(C) উইলিয়াম বাঙ্গে (D) এলিজে রেক্লুস
উত্তর : (B) রিচার্ড পিট।
(৫০১৭) ‘Human Geography: A New Radical Journal’ প্রতিষ্ঠা করেন —
(A) রিচার্ড পিট (B) উইলিয়াম বাঙ্গে
(C) এলিজে রেক্লুস (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) রিচার্ড পিট।
(৫০১৮) যে সালে ‘Human Geography: A New Radical Journal’ প্রথম প্রকাশিত হয় —
(A) ২০০৬ (B) ২০০৭
(C) ২০০৮ (D) ২০০৯
উত্তর : (C) ২০০৮।
(৫০১৯) ‘A Radical Geography: Curriculum Theory, Performance, and Landscape’ (২০০৪) রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) রবার্ট হেলফেনবাইন (D) রিচার্ড পিট
উত্তর : (C) রবার্ট হেলফেনবাইন৷
(৫০২০) ‘Radical Geography and its Critical Standpoints: Embracing the Normative’ (২০০৯) প্রবন্ধটি রচনা করেন —
(A) এলিজাবেথ ওলসন (B) অ্যান্ড্রু সেয়ার
(C) রিচার্ড পিট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০২১) মূলক ভূগোলের প্রভাবে নারীবাদী ভূগোলের সূচনা হয় যে দশকে —
(A) ১৯৬০ -এর দশক (B) ১৯৭০ -এর দশক
(C) ১৯৮০ -এর দশক (D) ১৯৯০ -এর দশক
উত্তর : (B) ১৯৭০ -এর দশক।
(৫০২২) ‘The Colonizer’s Model of the World: Geographical Diffusionism and Eurocentric History’ (১৯৯৩) গ্রন্থটি রচনা করেন —
(A) ডেভিড হার্ভে (B) উইলিয়াম বাঙ্গে
(C) রিচার্ড পিট (D) জেমস মরিস ব্লাউট
উত্তর : (D) জেমস মরিস ব্লাউট।
(৫০২৩) Union of Socialist Geographers সংস্থাটি গড়ে ওঠে যে সালে —
(A) ১৯৭৩ (B) ১৯৭৪
(C) ১৯৭৫ (D) ১৯৭৬
উত্তর : (B) ১৯৭৪।
(৫০২৪) Union of Socialist Geographers সংস্থাটি মূলত যে দেশে সর্বাধিক সক্রিয় ছিল —
(A) কানাডা (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) জার্মানি (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫০২৫) অ্যান্টিপোড (Antipode) শব্দটির অর্থ হল —
(A) নতুন দিগন্ত (B) প্রতিপাদ পৃষ্ঠ
(C) মূলক চিন্তাধারা (D) নতুন সমাজ
উত্তর : (D) প্রতিপাদ পৃষ্ঠ।
(WBSSC SLST GEOGRAPHY PART-101)
(৫০২৬) মূলক ভূগোলে ‘ভোগপদ্ধতির সমালোচনা→মূল স্তরে বিপ্লব→উৎপাদন পদ্ধতির পরিবর্তন’ ক্রমবিন্যাস দিয়েছিলেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) রিচার্ড পিট (D) পিটার গোল্ড
উত্তর : (A) উইলিয়াম বাঙ্গে।
(৫০২৭) মূলক ভূগোলে ‘উৎপাদন পদ্ধতির সমালোচনা→সমালোচিত উৎপাদনগুলির নতুন বিন্যাস→সমাজতান্ত্রিক সমাজ’ ক্রমবিন্যাস দিয়েছিলেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) রিচার্ড পিট (D) পিটার গোল্ড
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৫০২৮) মূলক ভূগোলে যে দুই চিন্তাধারা দেখা যায় —
(A) নিয়ন্ত্রণবাদ ও গঠনবাদ (B) মার্ক্সবাদ ও গঠনবাদ
(C) সম্ভাবনাবাদ ও গঠনবাদ (D) নিয়ন্ত্রণবাদ ও মার্ক্সবাদ
উত্তর : (B) মার্ক্সবাদ ও গঠনবাদ।
(৫০২৯) মূলক ভূগোলে যে দর্শনের প্রভাব সর্বাধিক —
(A) প্লেটোর দর্শন (B) অ্যারিস্টটলের দর্শন
(C) মার্ক্সের দর্শন (D) A ও B উভয়ই
উত্তর : (C) মার্ক্সের দর্শন।
(৫০৩০) ভূগোলে মূলক চিন্তাধারার একজন সমালোচক হলেন —
(A) রিচার্ড পিট (B) রিচার্ড মোরিল
(C) ডেভিড হার্ভে (D) উপরের সকলেই
উত্তর : (B) রিচার্ড মোরিল।
ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি (Functional Approach)
(৫০৩১) ভূগোলের যে দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক ঘটনাবলী কার্যকারণ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, তা হল —
(A) আচরণগত দৃষ্টিভঙ্গি (B) সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি
(C) ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি (D) সামাজিক দৃষ্টিভঙ্গি
উত্তর : (C) ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি।
(৫০৩২) সমাজ বিজ্ঞানে ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি (Functional Approach) -এর সূচনা করেছিলেন —
(A) এমিল ডাকহাইম (B) রিচার্ড পিট
(C) বেন উইজনার (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) এমিল ডাকহাইম।
(৫০৩৩) এমিল ডাকহাইম (Émile Durkheim) যে দশকে সমাজ বিজ্ঞানে ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি (Functional Approach) -এর সূচনা করেছিলেন —
(A) ১৯১০ -এর দশক (B) ১৯২০ -এর দশক
(C) ১৯৩০ -এর দশক (D) ১৯৪০ -এর দশক
উত্তর : (B) ১৯২০ -এর দশক।
(৫০৩৪) ভূগোলে ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গির আলোচ্য বিষয় হল —
(A) ঘটনার কারণ বিশ্লেষণ (B) ঘটনার ফলাফল বর্ণনা
(C) কারণ ও ফলাফলের পারস্পরিক সম্পর্ক (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫০৩৫) যে ভৌগোলিক মতবাদের বিকল্প মতবাদ হল ক্রিয়াবাদ বা কর্মবাদ (Functionalism) —
(A) নিয়ন্ত্রণবাদ (B) বস্তুবাদ
(C) গঠনবাদ (D) সমাজবাদ
উত্তর : (C) গঠনবাদ।
(৫০৩৬) ক্রিয়াবাদ বা কর্মবাদ (Functionalism) -এর মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রথম সূচনা করেন —
(A) রিচার্ড ওয়াকার (B) উইলিয়াম জেমস
(C) হারবার্ট স্পেনসার (D) পিটার হ্যাগেট
উত্তর : (B) উইলিয়াম জেমস।
(৫০৩৭) উইলিয়াম জেমস (William James) যে সালে ক্রিয়াবাদ বা কর্মবাদ (Functionalism) -এর মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রথম সূচনা করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (A) ১৮৯০।
(৫০৩৮) ‘Survival of the Fittest’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) রিচার্ড ওয়াকার (B) উইলিয়াম জেমস
(C) হারবার্ট স্পেনসার (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) হারবার্ট স্পেনসার।
(৫০৩৯) ‘Self Fulfilling Prophecy’ (১৯৪৮) ধারণা দিয়েছিলেন —
(A) রিচার্ড ওয়াকার (B) উইলিয়াম জেমস
(C) হারবার্ট স্পেনসার (D) রবার্ট কিং মার্টন
উত্তর : (D) রবার্ট কিং মার্টন।
(৫০৪০) ‘The Division of Labour in Society’ (১৮৯৩) গ্রন্থ রচনা করেন —
(A) রিচার্ড ওয়াকার (B) এমিল ডাকহাইম
(C) হারবার্ট স্পেনসার (D) রবার্ট কিং মার্টন
উত্তর : (B) এমিল ডাকহাইম।
(৫০৪১) ‘The Structure of Social Action’ (১৯৩৭) গ্রন্থ রচনা করেন —
(A) ট্যালকট পার্সনস্ (B) এমিল ডাকহাইম
(C) হারবার্ট স্পেনসার (D) রবার্ট কিং মার্টন
উত্তর : (A) ট্যালকট পার্সনস্।
(৫০৪২) ট্যালকট পার্সনস্ (Talcott Parsons)-এর মতে, প্রধান তিনটি সামাজিক ক্রিয়া ব্যবস্থা হল —
(A) সংস্কৃতি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থা (B) সংস্কৃতি, ব্যক্তিত্ব ও আর্থিক অবস্থা
(C) সংস্কৃতি, প্রকৃতি ও সামাজিক অবস্থা (D) সংস্কৃতি, প্রকৃতি ও ব্যক্তিত্ব
উত্তর : (A) সংস্কৃতি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থা।
(৫০৪৩) ট্যালকট পার্সনস্ (Talcott Parsons)-এর মতে, চারটি প্রাথমিক ক্রিয়া হল —
(A) ধাঁচ রক্ষা, একীকরণ, লক্ষ্য অর্জন ও পৃথকীকরণ (B) ধাঁচ রক্ষা, একীকরণ, লক্ষ্য অর্জন ও অভিগমন
(C) ধাঁচ রক্ষা, একীকরণ, লক্ষ্য অর্জন ও অভিযোজন (D) ধাঁচ রক্ষা, একীকরণ, লক্ষ্য অর্জন ও স্থানান্তরণ
উত্তর : (C) ধাঁচ রক্ষা, একীকরণ, লক্ষ্য অর্জন ও অভিযোজন।
(৫০৪৪) ‘The Functional Approach in Political Geography’ (১৯৫০) রচনা করেন —
(A) ট্যালকট পার্সনস্ (B) এমিল ডাকহাইম
(C) হারবার্ট স্পেনসার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (D) রিচার্ড হার্টশোর্ন।
(৫০৪৫) ‘Social Theory and Social Structure’ (১৯৪৯) গ্রন্থ রচনা করেন —
(A) ট্যালকট পার্সনস্ (B) এমিল ডাকহাইম
(C) হারবার্ট স্পেনসার (D) রবার্ট কিং মার্টন
উত্তর : (D) রবার্ট কিং মার্টন।
(৫০৪৬) মানবীয় কর্মকে প্রকট কর্ম (Manifest Function) ও প্রচ্ছন্ন কর্ম (Latent Function) অনুসারে প্রথম শ্রেণীবিভক্ত করেন —
(A) রবার্ট কিং মার্টন (B) ব্রনিস্লাও ম্যালিনোস্কি
(C) ট্যালকট পার্সনস্ (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) ব্রনিস্লাও ম্যালিনোস্কি।
(৫০৪৭) ব্রনিস্লাও ম্যালিনোস্কি (Bronisław Malinowski) যে সালে মানবীয় কর্মকে প্রকট কর্ম (Manifest Function) ও প্রচ্ছন্ন কর্ম (Latent Function) অনুসারে শ্রেণীবিভক্ত করেন —
(A) ১৯২২ (B) ১৯২৩
(C) ১৯২৪ (D) ১৯২৫
উত্তর : (A) ১৯২২।
(৫০৪৮) সমাজবিদ্যাতে, মানবীয় কর্মকে মানবীয় কর্মকে প্রকট কর্ম (Manifest Function) ও প্রচ্ছন্ন কর্ম (Latent Function) অনুসারে প্রথম শ্রেণীবিভক্ত করেন —
(A) রবার্ট কিং মার্টন (B) ব্রনিস্লাও ম্যালিনোস্কি
(C) ট্যালকট পার্সনস্ (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (A) রবার্ট কিং মার্টন।
(৫০৪৯) যে সালে রবার্ট কিং মার্টন (Robert King Merton) সমাজবিদ্যাতে মানবীয় কর্মকে মানবীয় কর্মকে প্রকট কর্ম (Manifest Function) ও প্রচ্ছন্ন কর্ম (Latent Function) অনুসারে প্রথম শ্রেণীবিভক্ত করেন —
(A) ১৯৪৮ (B) ১৯৪৯
(C) ১৯৫০ (D) ১৯৫১
উত্তর : (B) ১৯৪৯।
(৫০৫০) সুস্পষ্ট, বর্ণিত ও নির্দিষ্ট উদ্দেশ্যযুক্ত সামাজিক ক্রিয়াকে বলে —
(A) Manifest Function (B) Latent Function
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) Manifest Function।
(WBSSC SLST GEOGRAPHY PART-101)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-102 - ভূগোলিকা-Bhugolika