WBSSC SLST GEOGRAPHY PART-100
WBSSC SLST GEOGRAPHY PART-100
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-100) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৯৫১) একটি জ্ঞানীয় মানচিত্র (Cognitive Map) -এর উদাহরণ হল —
(A) প্রাকৃতিক মানচিত্র (B) রাজনৈতিক মানচিত্র
(C) মানসিক মানচিত্র (D) A ও B উভয়ই
উত্তর : (C) মানসিক মানচিত্র।
(৪৯৫২) মানসিক মানচিত্র (Mental Map) সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন —
(A) কেভিন লিঞ্চ (B) এডওয়ার্ড টোলম্যান
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৫৩) আচরণগত ভূগোলে মানসিক মানচিত্র (Mental Map) ধারণাটি প্রবর্তন করেন —
(A) পিটার গোল্ড (B) উইলিয়াম কার্ক
(C) পিটার হ্যাগেট (D) রবার্ট কেটস
উত্তর : (A) পিটার গোল্ড।
(৪৯৫৪) যে সালে পিটার গোল্ড (Peter Gould) মানসিক মানচিত্র (Mental Map) ধারণাটি প্রবর্তন করেন —
(A) ১৯৬৬ (B) ১৯৬৭
(C) ১৯৬৮ (D) ১৯৬৯
উত্তর : (A) ১৯৬৬।
(৪৯৫৫) ‘On Mental Maps’ (১৯৬৬) গ্রন্থটি রচনা করেন —
(A) পিটার হ্যাগেট (B) উইলিয়াম কার্ক
(C) পিটার গোল্ড (D) রবার্ট কেটস
উত্তর : (C) পিটার গোল্ড।
(৪৯৫৬) ‘Mental Maps’ (১৯৭৪) গ্রন্থটি রচনা করেন —
(A) পিটার গোল্ড (B) রডনি হোয়াইট
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৫৭) মানসিক মানচিত্র (Mental Map) ধারণার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল —
(A) The Future of Arid Region (B) Man and the Earth
(C) Principles of Performance (D) The Image of the City
উত্তর : (D) The Image of the City।
(৪৯৫৮) পরিবেশ সম্পর্কে কোনো ব্যক্তির অভিজ্ঞতাপ্রসূত উপলব্ধি, ব্যাখ্যা ও মূল্যায়নকে বলে —
(A) পরিবেশগত বেদন (B) পরিবেশগত প্রণালী
(C) পরিবেশগত মানচিত্র (D) A ও B উভয়ই
উত্তর : (A) পরিবেশগত বেদন।
(৪৯৫৯) পরিবেশগত বেদন (Environmental Perception) ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন —
(A) কার্ট লুইন (B) উইলিয়াম ইটেলসন
(C) জেমস গিবসন (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৯৬০) পরিবেশগত বেদন (Environmental Perception) ধারণার প্রথম সূত্রপাত ঘটে যে সালে —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (A) ১৯৫১।
(৪৯৬১) ‘Field Theory in Social Science’ (১৯৫১) গ্রন্থটি রচনা করেন —
(A) কার্ট লুইন (B) উইলিয়াম ইটেলসন
(C) জেমস গিবসন (D) উইলিয়াম কার্ক
উত্তর : (A) কার্ট লুইন।
(৪৯৬২) ‘Environmental Perception and Contemporary Perceptual Theory’ (১৯৭৩) গ্রন্থটি রচনা করেন —
(A) কার্ট লুইন (B) উইলিয়াম ইটেলসন
(C) জেমস গিবসন (D) উইলিয়াম কার্ক
উত্তর : (B) উইলিয়াম ইটেলসন।
(৪৯৬৩) আচরণগত ম্যাট্রিক্স (Behavioral Matrix) প্রবর্তন করেন —
(A) অ্যালান প্রেড (B) উইলিয়াম ইটেলসন
(C) জেমস গিবসন (D) উইলিয়াম কার্ক
উত্তর : (A) অ্যালান প্রেড।
(৪৯৬৪) অ্যালান প্রেড (Allan Pred) যে সালে আচরণগত ম্যাট্রিক্স (Behavioral Matrix) প্রবর্তন করেন —
(A) ১৯৬৭ (B) ১৯৬৮
(C) ১৯৬৯ (D) ১৯৭০
উত্তর : (A) ১৯৬৭৷
(৪৯৬৫) অ্যালান প্রেড (Allan Pred) যে সালে ‘Behavioural Matrix for Locational Decision Making’ প্রবর্তন করেন —
(A) ১৯৬৭ (B) ১৯৬৮
(C) ১৯৬৯ (D) ১৯৭০
উত্তর : (C) ১৯৬৯।
(৪৯৬৬) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গিতে পরিবেশ —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।
(৪৯৬৭) প্রকৃতি ও মানুষের পারস্পরিক প্রভাব বিশ্লেষণকারী সমগ্র পরিবেশের অংশকে বলে —
(A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ (B) সামাজিক পরিবেশ
(C) কার্যকরী পরিবেশ (D) অনূভূত পরিবেশ
উত্তর : (A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ।
(৪৯৬৮) পরিবেশের যে অংশে মানুষ বসবাস ও কার্য সম্পাদন করে, তাকে বলে —
(A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ (B) সামাজিক পরিবেশ
(C) কার্যকরী পরিবেশ (D) অনূভূত পরিবেশ
উত্তর : (B) সামাজিক পরিবেশ।
(৪৯৬৯) পরিবেশের যে অংশকে মানুষ সচেতন বা অবচেতন, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবর্তন করে, তাকে বলে —
(A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ (B) সামাজিক পরিবেশ
(C) কার্যকরী পরিবেশ (D) অনূভূত পরিবেশ
উত্তর : (C) কার্যকরী পরিবেশ।
(৪৯৭০) পরিবেশের যে অংশে মানুষ সর্বদা সচেতন বা অবচেতন ভাবে ক্রিয়া-প্রতিক্রিয়া করে, তাকে বলে —
(A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ (B) সামাজিক পরিবেশ
(C) কার্যকরী পরিবেশ (D) অনূভূত পরিবেশ
উত্তর : (D) অনূভূত পরিবেশ।
(৪৯৭১) পরিবেশের যে অংশে কোনো ব্যক্তির আচরণকে প্রভাবিতকারী সমস্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানগুলি বিরাজ করে, তাকে বলে —
(A) ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ (B) সামাজিক পরিবেশ
(C) কার্যকরী পরিবেশ (D) আচরণগত পরিবেশ
উত্তর : (D) আচরণগত পরিবেশ।
(৪৯৭২) ‘Place: An Experiential Perspective’ (১৯৭৫) রচনা করেন —
(A) ই-ফু তুয়ান (B) পিটার হ্যাগেট
(C) কেভিন লিঞ্চ (D) রবার্ট কেটস
উত্তর : (A) ই-ফু তুয়ান।
(৪৯৭৩) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির একটি সমালোচিত দিক হল —
(A) অসমকেন্দ্রিক ব্যাখ্যা (B) আর্থ-সামাজিক চিত্রে উপেক্ষিত
(C) ব্যবহারিক দুর্বলতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯৭৪) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির একজন সমালোচক হলেন —
(A) নাইজেল থ্রিফট (B) উইলিয়াম কার্ক
(C) হারবার্ট সাইমন (D) উপরের সকলেই
উত্তর : (A) নাইজেল থ্রিফট।
(৪৯৭৫) আচরণগত ভূগোলকে ‘অর্ধ অন্ধ’ (Half Blind) রূপে সমালোচনা করেছেন —
(A) নাইজেল থ্রিফট (B) উইলিয়াম কার্ক
(C) হারবার্ট সাইমন (D) পিটার গোল্ড
উত্তর : (A) নাইজেল থ্রিফট।
(WBSSC SLST GEOGRAPHY PART-100)
মূলক চিন্তাধারা (Radical Schools) [XI-XII]
(৪৯৭৬) ভূগোলের যে চিন্তাধারাতে ভূগোলের মূল বিষয়ের অভিমুখে সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রনীতির প্রেক্ষাপটে পুরানো চিন্তাধারা বদলে ফেলার প্রচেষ্টা করে, তা হল —
(A) নিয়ন্ত্রণবাদী চিন্তাধারা (B) বস্তুবাদী চিন্তাধারা
(C) মূলক চিন্তাধারা (D) সম্ভাবনাবাদী চিন্তাধারা
উত্তর : (C) মূলক চিন্তাধারা।
(৪৯৭৭) মূলক চিন্তাধারা (Radical Schools) বা মূলক দৃষ্টিভঙ্গি (Radical Approach) -এর সূচনা ঘটে যে দশকের শেষভাগে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (B) ১৯৬০ -এর দশক।
(৪৯৭৮) মূলক চিন্তাধারা (Radical Schools) বা মূলক দৃষ্টিভঙ্গি (Radical Approach) বা মূলক ভূগোল (Radical Geography) -এর উৎপত্তি ঘটে যে দেশে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) ফ্রান্স
(C) ব্রিটিশ যুক্তরাজ্য (D) জার্মানি
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৪৯৭৯) যে দশকে ভূগোলে মূলক চিন্তাধারা সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (C) ১৯৭০ -এর দশক।
(৪৯৮০) যে সালকে মূলক চিন্তাধারা (Radical Schools) বা মূলক দৃষ্টিভঙ্গি (Radical Approach) -এর উৎপত্তি কাল ধরা হয় —
(A) ১৯৬৯ (B) ১৯৭০
(C) ১৯৭১ (D) ১৯৭২
উত্তর : (A) ১৯৬৯।
(৪৯৮১) ভূগোলে মূলক চিন্তাধারার বিকাশের প্রেক্ষাপটে যে ঘটনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে —
(A) কৃষ্ণাঙ্গদের সামাজিক আন্দোলন (B) ভিয়েতনাম যুদ্ধ
(C) প্রথম উপসাগরীয় যুদ্ধ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৮২) ভৌগোলিক চিন্তাধারার বিকাশে ‘Radical’ শব্দটির অর্থ হল —
(A) আমূল (B) সার্বিক
(C) প্রাচীন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৮৩) মূলক চিন্তাধারার ভৌগোলিকগণ যে বিষয় ভূগোলের অন্তর্ভুক্ত করেন —
(A) দারিদ্রতা (B) ক্ষুধা
(C) স্বাস্থ্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯৮৪) ভূগোলে মূলক চিন্তাধারাতে ‘সামাজিক প্রয়োজন ও নৈতিক দায়িত্ববোধ’-এর কথা বলেছেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৯৮৫) ভূগোলে মূলক চিন্তাধারার পথিকৃৎ হলেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৯৮৬) ‘Theoretical Geography’ (১৯৬২) রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (A) উইলিয়াম বাঙ্গে।
(৪৯৮৭) ‘Society for Human Exploration’ (১৯৬৮) নামক সামাজিক সংস্থা প্রতিষ্ঠা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (A) উইলিয়াম বাঙ্গে।
(৪৯৮৮) উইলিয়াম বাঙ্গে (William Bunge) ‘Society for Human Exploration’ (১৯৬৮) নামক সামাজিক সংস্থা গড়ে তোলেন —
(A) নিউইয়র্কে (B) শিকাগোতে
(C) ডেট্রয়েটে (D) ওয়াশিংটনে
উত্তর : (C) ডেট্রয়েটে।
(৪৯৮৯) ‘Explanation in Geography’ (১৯৬৯) এবং ‘Social Justice and the City’ (১৯৭৩) গ্রন্থ রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৯৯০) স্থানিক সামাজিক ন্যায় (Spatial Social Justice) -এর ধারণা দিয়েছিলেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৯৯১) ডেভিড হার্ভে (David Harvey) যে সালে স্থানিক সামাজিক ন্যায় (Spatial Social Justice) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৭১ (B) ১৯৭২
(C) ১৯৭৩ (D) ১৯৭৪
উত্তর : (C) ১৯৭৩।
(৪৯৯২) যে ভৌগোলিকের কার্যাবলীর মাধ্যমে ভূগোলে মূলক চিন্তাধারাতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত হয় —
(A) রিচার্ড পিট (B) ডেভিড হার্ভে
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৯৩) আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কৃষ্ণাঙ্গ ঘেটোর দুর্দশার কথা তুলে ধরেছিলেন —
(A) ডেভিড হার্ভে (B) পিটার হ্যাগেট
(C) ডেভিড লিনটন (D) পিটার গোল্ড
উত্তর : (A) ডেভিড হার্ভে।
(৪৯৯৪) ‘Justice, Nature and the Geography of Difference’ (১৯৯৬), ‘Spaces of Hope’ (২০০০) এবং ‘Spaces of Capital: Towards a Critical Geography’ (২০০১) রচনা করেন —
(A) ডেভিড হার্ভে (B) পিটার হ্যাগেট
(C) ডেভিড লিনটন (D) পিটার গোল্ড
উত্তর : (A) ডেভিড হার্ভে।
(৪৯৯৫) মূলক ভূগোলের জনক (Father of Radical Geography) নামে পরিচিত —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) রিচার্ড পিট (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) রিচার্ড পিট।
(৪৯৯৬) ‘Inequality and Poverty: A Marxist-Geographic Theory’ (১৯৭৫), ‘Radical Geography: Alternative Viewpoints on Contemporary Social Issues’ (১৯৭৭) রচনা করেন —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) রিচার্ড পিট (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) রিচার্ড পিট।
(৪৯৯৭) ‘A New Left Geography’ (১৯৬৯) প্রবন্ধ রচনা করেন —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) রিচার্ড পিট (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) রিচার্ড পিট।
(৪৯৯৮) ভূগোলে মূলক চিন্তাধারার সাথে সম্পর্কিত একটি পত্রিকা/মুখপত্র হল —
(A) অ্যান্টিপোড (B) কসমস
(C) এরডকুন্ডে (D) অ্যানালস্
উত্তর : (A) অ্যান্টিপোড।
(৪৯৯৯) অ্যান্টিপোড (Antipode) পত্রিকা প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯৬৮ (B) ১৯৬৯
(C) ১৯৭০ (D) ১৯৭১
উত্তর : (B) ১৯৬৯।
(৫০০০) অ্যান্টিপোড (Antipode) পত্রিকা যে দেশ থেকে প্রকাশিত হয় —
(A) ব্রিটেন (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) দক্ষিণ আফ্রিকা (D) ফ্রান্স
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(WBSSC SLST GEOGRAPHY PART-100)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-101 - ভূগোলিকা-Bhugolika