Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Knowledge Part-5

WBSSC Group-C & D General Knowledge Part-5

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Knowledge Part-5)-তে সাধারণ জ্ঞান (General Knowledge) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Knowledge Part-5

সাধারণ জ্ঞান (General Knowledge)

(১) SEBI -এর পুরো কথাটি কি?
(A) Salary and Expenditure Board of India
(B) Social and Economic Board of India
(C) Special and Directorate Board of India
(D) Securities and Exchange Board of India
উত্তর : (D) Securities and Exchange Board of India।

(২) নমদাফা জাতীয় উদ্যান (Namdapha National Park) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) অরুণাচল প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) হিমাচল প্রদেশ
(D) ঝাড়খন্ড
উত্তর : (A) অরুণাচল প্রদেশ।

(৩) উদ্ভিদ প্রধানত কিসের সাহায্যে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে?
(A) নিউক্লিয়াস
(B) স্টোমাটা
(C) কিউটিকল
(D) গলজি বডি
উত্তর : (B) স্টোমাটা।

(৪) বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) কবে পালিত হয়?
(A) ৭ ই মার্চ
(B) ৭ ই জুলাই
(C) ৭ ই এপ্রিল
(D) ৭ ই আগস্ট
উত্তর : (C) ৭ ই এপ্রিল।

(৫) মানবদেহের কোথা থেকে পিত্তরস উৎপন্ন হয়?
(A) অগ্ন্যাশয়
(B) যকৃৎ
(C) পাকস্থলী
(D) লালাগ্রন্থি
উত্তর : (B) যকৃৎ।

(৬) লেন্সের ক্ষমতার একক হল —
(A) কেলভিন
(B) ওয়াট
(C) ডায়োপ্টার
(D) মিটার
উত্তর : (C) ডায়োপ্টার।

(৭) রঞ্জন রশ্মি (X-Ray) আবিষ্কার করেন —
(A) গ্যালিলিও
(B) রন্টজেন
(C) আর্কিমিডিস
(D) নিউটন
উত্তর : (B) রন্টজেন।

(৮) যে সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি সাক্ষরিত হয় —
(A) ১৯১৩
(B) ১৯১৪
(C) ১৯১৫
(D) ১৯১৬
উত্তর : (D) ১৯১৬।

(৯) চালকোপাইরাইট যে ধাতুর আকরিক —
(A) সোনা
(B) লোহা
(C) অভ্র
(D) তামা
উত্তর : (D) তামা।

(১০) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয় —
(A) ৫১-তম সংশোধনী
(B) ৬১-তম সংশোধনী
(C) ৭১-তম সংশোধনী
(D) ৮১-তম সংশোধনী
উত্তর : (B) ৬১-তম সংশোধনী।

(১১) নিচের কোনটি আইন অমান্য আন্দোলনের সাথে সম্পর্কিত?
(A) চৌরিচৌরার ঘটনা
(B) ডান্ডি অভিযান
(C) খিলাফত আন্দোলন
(D) আগস্ট আন্দোলন
উত্তর : (B) ডান্ডি অভিযান।

(১২) আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity) কবে পালিত হয়?
(A) ২২ শে মার্চ
(B) ২২ শে এপ্রিল
(C) ২২ শে মে
(D) ২২ শে জুলাই
উত্তর : (C) ২২ শে মে।

(১৩) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হল —
(A) ১৩.৯৬ কোটি কিমি
(B) ১৪.৯৬ কোটি কিমি
(C) ১৫.৯৬ কোটি কিমি
(D) ১৬.৯৬ কোটি কিমি
উত্তর : (B) ১৪.৯৬ কোটি কিমি।

(১৪) অস্ট্রেলিয়ার রাজধানীর নাম —
(A) সিডনি
(B) মেলবোর্ন
(C) ক্যানবেরা
(D) পার্থ
উত্তর : (C) ক্যানবেরা।

(১৫) ‘Truth, Love and a Little Malice’ (২০০২) গ্রন্থটি কার আত্মজীবনী?
(A) অনিতা দেশাই
(B) সত্যজিৎ রায়
(C) প্রণব মুখার্জি
(D) খুশবন্ত সিং
উত্তর : (D) খুশবন্ত সিং।

(১৬) পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়?
(A) ২০১৭
(B) ২০১৮
(C) ২০১৯
(D) ২০২০
উত্তর : (B) ২০১৮।

(১৭) পশ্চিমবঙ্গের ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) মাতলা
(B) বিদ্যাধরী
(C) পিয়ালি
(D) রায়মঙ্গল
উত্তর : (A) মাতলা।

(১৮) সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) লীলা মজুমদার
(B) বিজন ভট্টাচার্য
(C) মহাশ্বেতা দেবী
(D) দীনবন্ধু মিত্র
উত্তর : (C) মহাশ্বেতা দেবী।

(১৯) বাইচুং ভুটিয়া কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) হকি
(D) টেনিস
উত্তর : (B) ফুটবল।

(২০) পশ্চিমবঙ্গের যে শহরটি সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত —
(A) কলকাতা
(B) হাওড়া
(C) ক্যানিং
(D) ঝড়খালি
উত্তর : (C) ক্যানিং।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Knowledge Part-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!