Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Knowledge Part-4

WBSSC Group-C & D General Knowledge Part-4

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Knowledge Part-4)-তে সাধারণ জ্ঞান (General Knowledge) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Knowledge Part-4

সাধারণ জ্ঞান (General Knowledge)

(১) GPS -এর পুরো কথাটি কি?
(A) Global Positioning System
(B) Global Permanent System
(C) Global Public Settlement
(D) Global Performance System
উত্তর : (A) Global Positioning System।

(২) মানস জাতীয় উদ্যান (Manas National Park) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) বিহার
(B) অসম
(C) কেরালা
(D) পাঞ্জাব
উত্তর : (B) অসম।

(৩) মানবদেহে বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক —
(A) নিউরন
(B) অ্যাক্সন
(C) নেফ্রন
(D) মেডুলা
উত্তর : (C) নেফ্রন।

(৪) বিশ্ব জল দিবস (World Water Day) কবে পালিত হয়?
(A) ২২ শে মার্চ
(B) ২২ শে এপ্রিল
(C) ২২ শে জুন
(D) ২২ শে জুলাই
উত্তর : (A) ২২ শে মার্চ।

(৫) প্রাপ্তবয়স্ক মানবদেহে অস্থির সংখ্যা —
(A) ২০৪
(B) ২০৫
(C) ২০৬
(D) ২০৭
উত্তর : (C) ২০৬।

(৬) তড়িৎ আধানের একক হল —
(A) ভোল্ট
(B) কুলম্ব
(C) ওহম
(D) জুল
উত্তর : (B) কুলম্ব।

(৭) ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন —
(A) নিউটন
(B) কেপলার
(C) ডাল্টন
(D) বেকেরেল
উত্তর : (D) বেকেরেল।

(৮) চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল যে সালে —
(A) ১৯১৫
(B) ১৯১৬
(C) ১৯১৭
(D) ১৯১৮
উত্তর : (C) ১৯১৭।

(৯) তামার সাথে যে ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয় —
(A) লোহা
(B) টিন
(C) সোনা
(D) দস্তা
উত্তর : (D) দস্তা।

(১০) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় —
(A) ৫৩-তম সংশোধনী
(B) ৬৩-তম সংশোধনী
(C) ৭৩-তম সংশোধনী
(D) ৮৩-তম সংশোধনী
উত্তর : (C) ৭৩-তম সংশোধনী।

(১১) স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়?
(A) ১৯২১
(B) ১৯২৩
(C) ১৯২৫
(D) ১৯২৭
উত্তর : (B) ১৯২৩।

(১২) ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস (National Statistics Day) কবে পালিত হয়?
(A) ২৯ শে জুন
(B) ২৯ শে অক্টোবর
(C) ২৯ শে মার্চ
(D) ২৯ শে সেপ্টেম্বর
উত্তর : (A) ২৯ শে জুন।

(১৩) সৌরজগৎ-এর কোন গ্রহ ‘সবুজ গ্রহ’ নামে পরিচিত?
(A) বৃহস্পতি
(B) শনি
(C) ইউরেনাস
(D) নেপচুন
উত্তর : (C) ইউরেনাস।

(১৪) কানাডার রাজধানীর নাম —
(A) টরোন্টো
(B) মন্ট্রিল
(C) অটোয়া
(D) কুইবেক
উত্তর : (C) অটোয়া।

(১৫) ‘The Guide’ (১৯৫৮) গ্রন্থটি কে রচনা করেন?
(A) আর. কে. নারায়ণ
(B) গীতা মেহতা
(C) নীরদ সি. চৌধুরী
(D) বিমল জালান
উত্তর : (A) আর. কে. নারায়ণ।

(১৬) পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়?
(A) ২০১২
(B) ২০১৩
(C) ২০১৪
(D) ২০১৫
উত্তর : (D) ২০১৫।

(১৭) পশ্চিমবঙ্গের কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) তিস্তা
(B) মহানন্দা
(C) তোর্সা
(D) জলঢাকা
উত্তর : (C) তোর্সা।

(১৮) বাণভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) গৌরকিশোর ঘোষ
(B) নরেশচন্দ্র জানা
(C) গোবিন্দচন্দ্র রায়
(D) নীহাররঞ্জন গুপ্ত
উত্তর : (D) নীহাররঞ্জন গুপ্ত।

(১৯) গুকেশ ডোম্মারাজু কোন খেলার সাথে যুক্ত?
(A) দাবা
(B) ক্রিকেট
(C) হকি
(D) টেনিস
উত্তর : (A) দাবা।

(২০) পশ্চিমবঙ্গে সিঙ্কোনা গাছের চাষ করা হয় —
(A) কালচিনি-তে
(B) মংপু-তে
(C) শিলিগুড়ি-তে
(D) সিউড়ি-তে
উত্তর : (B) মংপু-তে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Knowledge Part-3

One thought on “WBSSC Group-C & D General Knowledge Part-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!