WBSSC Group-C & D General Knowledge Part-3
WBSSC Group-C & D General Knowledge Part-3
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Knowledge Part-3)-তে সাধারণ জ্ঞান (General Knowledge) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
সাধারণ জ্ঞান (General Knowledge)
(১) ATM -এর পুরো কথাটি কি?
(A) Automatic Teller Machine
(B) Automated Teller Machine
(C) Automated Transfer Money
(D) Automatic Transaction Machine
উত্তর : (B) Automated Teller Machine।
(২) ভারতে বনভূমি সংরক্ষণ আইন প্রবর্তিত হয় যে সালে —
(A) ১৯৭৮
(B) ১৯৭৯
(C) ১৯৮০
(D) ১৯৮১
উত্তর : (C) ১৯৮০।
(৩) মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হল —
(A) পিটুইটারি
(B) অ্যাড্রিনাল
(C) থাইরয়েড
(D) পিনিয়াল
উত্তর : (C) থাইরয়েড।
(৪) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) কবে পালিত হয়?
(A) ১৫ ই সেপ্টেম্বর
(B) ২১ শে জানুয়ারি
(C) ২৭ শে অক্টোবর
(D) ২১ শে ফেব্রুয়ারি
উত্তর : (D) ২১ শে ফেব্রুয়ারি।
(৫) মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?
(A) স্টেপিস
(B) ফিমার
(C) স্ক্যাপুলা
(D) টার্সাল
উত্তর : (B) ফিমার।
(৬) নিচের কোনটি একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ —
(A) জাঁতি
(B) মানুষের হাত
(C) ঢেঁকি
(D) মুখের চোয়াল
উত্তর : (A) জাঁতি।
(৭) আলোর তীব্রতা পরিমাপক যন্ত্র কোনটি?
(A) ক্রোনোমিটার
(B) ওডোমিটার
(C) লুসিমিটার
(D) স্টেনোমিটার
উত্তর : (C) লুসিমিটার।
(৮) ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গড়ে ওঠে?
(A) ১৮৮৩
(B) ১৮৮৪
(C) ১৮৮৫
(D) ১৮৮৬
উত্তর : (C) ১৮৮৫।
(৯) ভিটামিন-A -এর রাসায়নিক নাম —
(A) রেটিনল
(B) থিয়ামিন
(C) নিয়াসিন
(D) বায়োটিন
উত্তর : (A) রেটিনল।
(১০) কত তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত হয়?
(A) ৩৪-তম সংশোধনী
(B) ৩৮-তম সংশোধনী
(C) ৪২-তম সংশোধনী
(D) ৪৬-তম সংশোধনী
উত্তর : (C) ৪২-তম সংশোধনী।
(১১) বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল?
(A) ১৯ শে জুলাই, ১৯০৫
(B) ১৫ ই আগস্ট, ১৯০৫
(C) ১৬ ই অক্টোবর, ১৯০৫
(D) ২১ শে সেপ্টেম্বর, ১৯০৫
উত্তর : (C) ১৬ ই অক্টোবর, ১৯০৫।
(১২) আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) কবে পালিত হয়?
(A) ৮ ই জানুয়ারি
(B) ৮ ই মার্চ
(C) ৮ ই জুলাই
(D) ৮ ই সেপ্টেম্বর
উত্তর : (B) ৮ ই মার্চ।
(১৩) সৌরজগৎ-এর সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি?
(A) টাইটান
(B) টাইটানিয়া
(C) ট্রাইট্রন
(D) গ্যানিমিড
উত্তর : (D) গ্যানিমিড।
(১৪) সুইডেনের রাজধানীর নাম —
(A) স্টকহোম
(B) বার্লিন
(C) হেলসিঙ্কি
(D) লাগোস
উত্তর : (A) স্টকহোম।
(১৫) ‘War and Peace’ (১৮৬৭) গ্রন্থটি কে রচনা করেন?
(A) স্যার টমাস মুর
(B) লিও টলস্টয়
(C) অ্যাডলফ হিটলার
(D) অ্যাডাম স্মিথ
উত্তর : (B) লিও টলস্টয়।
(১৬) পশ্চিমবঙ্গে কত সালে খাদ্যসাথী প্রকল্প শুরু হয়?
(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭
উত্তর : (C) ২০১৬।
(১৭) পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) আত্রেয়ী
(B) দামোদর
(C) তোর্সা
(D) কুলিক
উত্তর : (D) কুলিক।
(১৮) হুতোম পেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) কালীপ্রসন্ন সিংহ
(B) রাজশেখর বসু
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) নবারুণ ভট্টাচার্য
উত্তর : (A) কালীপ্রসন্ন সিংহ।
(১৯) জীব মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত?
(A) দাবা
(B) গল্ফ
(C) টেনিস
(D) ক্রিকেট
উত্তর : (B) গল্ফ।
(২০) পশ্চিমবঙ্গে যে নদীর ওপর তিলপাড়া ব্যারেজ গড়ে উঠেছে —
(A) অজয়
(B) দামোদর
(C) ময়ূরাক্ষী
(D) সংকোশ
উত্তর : (C) ময়ূরাক্ষী।
Pingback: WBSSC Group-C & D General Knowledge Part-4 - ভূগোলিকা-Bhugolika