WBSSC Group-C & D General Knowledge Part-2
WBSSC Group-C & D General Knowledge Part-2
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Knowledge Part-2)-তে সাধারণ জ্ঞান (General Knowledge) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
সাধারণ জ্ঞান (General Knowledge)
(১) AIDS -এর পুরো কথাটি কি?
(A) Abdomen Immune Deficiency Syndrome
(B) Acquired Intestine Deficiency Syndrome
(C) Acquired Immune Deficiency Syndrome
(D) Adrenal Immune Deficiency Syndrome
উত্তর : (C) Acquired Immune Deficiency Syndrome।
(২) ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন প্রবর্তিত হয় যে সালে —
(A) ১৯৭১
(B) ১৯৭২
(C) ১৯৭৩
(D) ১৯৭৪
উত্তর : (B) ১৯৭২।
(৩) মানুষের শরীরে যে অংশে বল ও সকেট সন্ধি দেখা যায় —
(A) কাঁধে ও কোমরে
(B) কনুইতে ও হাঁটুতে
(C) হাতের বুড়ো আঙুলে
(D) মেরুদন্ডের গলা অংশে
উত্তর : (A) কাঁধে ও কোমরে।
(৪) ভারতে সেনা দিবস (Army Day) পালিত হয় যে তারিখে —
(A) ১৫ ই জানুয়ারি
(B) ১৫ ই সেপ্টেম্বর
(C) ১৫ ই ফেব্রুয়ারি
(D) ১৫ ই অক্টোবর
উত্তর : (A) ১৫ ই জানুয়ারি।
(৫) রক্তের যে উপাদান রোগ জীবাণুর সাথে লড়াই করে —
(A) লোহিত রক্তকণিকা
(B) শ্বেত রক্তকণিকা
(C) অণুচক্রিকা
(D) A ও B উভয়ই
উত্তর : (B) শ্বেত রক্তকণিকা।
(৬) নিচের কোনটি একটি লব্ধ রাশির উদাহরণ নয়?
(A) ক্ষেত্রফল
(B) ঘনত্ব
(C) আয়তন
(D) সময়
উত্তর : (D) সময়।
(৭) কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (CNG) -এর প্রধান উপাদান হল —
(A) বিউটেন
(B) মিথেন
(C) প্রোপেন
(D) হিলিয়াম
উত্তর : (B) মিথেন।
(৮) বক্সারের যুদ্ধ ঘটেছিল যে সালে —
(A) ১৭৫৭
(B) ১৭৬১
(C) ১৭৬৪
(D) ১৭৬৭
উত্তর : (C) ১৭৬৪।
(৯) আম গাছের বৈজ্ঞানিক নাম হল —
(A) Mangofera indica
(B) Ficus religiosa
(C) Shorea robusta
(D) Mangifera indica
উত্তর : (D) Mangifera indica।
(১০) ভারতীয় সংবিধানের জনক হলেন —
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) ড. বি. আর. আম্বেদকর
(C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(D) প্রেম বিহারী নারায়ণ
উত্তর : (B) ড. বি. আর. আম্বেদকর।
(১১) ১৮৫৭ মহাবিদ্রোহ কালে ভারতের বড়োলাট ছিলেন —
(A) লর্ড রিপন
(B) লর্ড লিটন
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড বেন্টিঙ্ক
উত্তর : (C) লর্ড ক্যানিং।
(১২) বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) কবে পালিত হয়?
(A) ২ রা জানুয়ারি
(B) ২ রা ফেব্রুয়ারি
(C) ২ রা সেপ্টেম্বর
(D) ২ রা ডিসেম্বর
উত্তর : (B) ২ রা ফেব্রুয়ারি।
(১৩) পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?
(A) ৩.৮১ লক্ষ কিমি
(B) ৩.৮৪ লক্ষ কিমি
(C) ৩.৯২ লক্ষ কিমি
(D) ৪.০৫ লক্ষ কিমি
উত্তর : (B) ৩.৮৪ লক্ষ কিমি।
(১৪) উগান্ডার রাজধানীর নাম —
(A) নাইরোবি
(B) প্রিটোরিয়া
(C) কেপটাউন
(D) কাম্পালা
উত্তর : (D) কাম্পালা।
(১৫) ‘Playing It My Way’ (২০১৪) গ্রন্থটি কোন ক্রিকেটারের আত্মজীবনী?
(A) সচিন তেন্ডুলকার
(B) সুনীল গাভাসকার
(C) কপিল দেব
(D) রাহুল দ্রাবিড়
উত্তর : (A) সচিন তেন্ডুলকার।
(১৬) ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু হয় যে সালে —
(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭
উত্তর : (B) ২০১৫।
(১৭) পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) করলা
(B) ব্রাহ্মণী
(C) আত্রেয়ী
(D) সংকোশ
উত্তর : (C) আত্রেয়ী।
(১৮) পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) রাজশেখর বসু
(B) তারাপদ রায়
(C) প্রমথনাথ বিশী
(D) নবারুণ ভট্টাচার্য
উত্তর : (A) রাজশেখর বসু।
(১৯) বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত?
(A) টেনিস
(B) হকি
(C) ক্রিকেট
(D) দাবা
উত্তর : (D) দাবা।
(২০) পশ্চিমবঙ্গের যে জেলাতে কিরীটেশ্বরী মন্দির রয়েছে —
(A) মুর্শিদাবাদ
(B) নদীয়া
(C) বীরভূম
(D) বাঁকুড়া
উত্তর : (A) মুর্শিদাবাদ।
(WBSSC Group-C & D General Knowledge Part-2)
Pingback: WBSSC Group-C & D General Knowledge Part-3 - ভূগোলিকা-Bhugolika