WBSSC Group-C & D General Awareness Part-39
WBSSC Group-C & D General Awareness Part-39
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-39)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ ঘটে?
(A) ১৯০৫
(B) ১৯০৬
(C) ১৯০৭
(D) ১৯০৮
উত্তর : (C) ১৯০৭।
(২) পূর্ব-পশ্চিমে ভারতের বিস্তৃতি কত?
(A) ২৮৩৩ কিমি
(B) ২৯৩৩ কিমি
(C) ৩০১৪ কিমি
(D) ৩২১৪ কিমি
উত্তর : (B) ২৯৩৩ কিমি।
(৩) সংবিধানের কত নং ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়?
(A) ৩৫৪ নং
(B) ৩৫৫ নং
(C) ৩৫৬ নং
(D) ৩৫৭ নং
উত্তর : (C) ৩৫৬ নং।
(৪) কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) গঠিত হয়?
(A) ১৯৫১
(B) ১৯৫২
(C) ১৯৫৩
(D) ১৯৫৪
উত্তর : (A) ১৯৫১।
(৫) কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আইন পাস হয়?
(A) ১৯৬২
(B) ১৯৬৩
(C) ১৯৬৪
(D) ১৯৬৫
উত্তর : (B) ১৯৬৩।
(৬) কত সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়?
(A) ১৯৬২
(B) ১৯৬৩
(C) ১৯৬৪
(D) ১৯৬৫
উত্তর : (C) ১৯৬৪।
(৭) কত সালে ভারতে সম পারিশ্রমিক আইন (Equal Remuneration Act) পাস হয়?
(A) ১৯৭৩
(B) ১৯৭৪
(C) ১৯৭৫
(D) ১৯৭৬
উত্তর : (D) ১৯৭৬।
(৮) গিদ্ধা (Giddha) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) সিকিম
(B) পাঞ্জাব
(C) কেরালা
(D) ত্রিপুরা
উত্তর : (B) পাঞ্জাব।
(৯) ঘুমর (Ghoomar) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) রাজস্থান
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু
উত্তর : (A) রাজস্থান।
(১০) কালবেলিয়া (Kalbelia) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) তামিলনাড়ু
(B) মধ্যপ্রদেশ
(C) ঝাড়খন্ড
(D) রাজস্থান
উত্তর : (D) রাজস্থান।
(১১) কত সালে কালবেলিয়া (Kalbelia) লোকনৃত্য ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে?
(A) ২০০৯
(B) ২০১০
(C) ২০১১
(D) ২০১২
উত্তর : (B) ২০১০।
(১২) নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট-আউটপুট ডিভাইসের উদাহরণ?
(A) কিবোর্ড
(B) মনিটর
(C) ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ
(D) প্রিন্টার
উত্তর : (C) ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ।
(১৩) কম্পিউটার কিবোর্ডে নিচের কোনটি রিডু (Redo) করতে ব্যবহার করা হয়?
(A) Ctrl + A
(B) Ctrl + R
(C) Ctrl + X
(D) Ctrl + Y
উত্তর : (D) Ctrl + Y।
(১৪) নিচের কোনটি একটি এক্সসিটু সংরক্ষণের উদাহরণ?
(A) জাতীয় উদ্যান
(B) ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি
(C) বোটানিক্যাল গার্ডেন
(D) বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তর : (C) বোটানিক্যাল গার্ডেন।
(১৫) কে জীববৈচিত্র্য উষ্ণবিন্দু (Biodiversity Hotspots) -এর ধারণা দিয়েছিলেন?
(A) চার্লস রবার্ট ডারউইন
(B) নরম্যান মায়ার্স
(C) এডওয়ার্ড অসবর্ন উইলসন
(D) ওয়াল্টার রোজেন
উত্তর : (B) নরম্যান মায়ার্স।
(১৬) কত সালে ভারত সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY) চালু করে?
(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭
উত্তর : (B) ২০১৫।
(১৭) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
(A) নয়াদিল্লি
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) হায়দ্রাবাদ
উত্তর : (A) নয়াদিল্লি।
(১৮) বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) দাবা
(B) হকি
(C) ক্রিকেট
(D) টেনিস
উত্তর : (B) হকি।
(১৯) রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
(A) ডেনিস প্যাপিন
(B) জর্জ স্টিফেনসন
(C) আলফ্রেড নোবেল
(D) হ্যান্স লিপারশে
উত্তর : (B) জর্জ স্টিফেনসন।
(২০) প্রেসার কুকার আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম অ্যাডিস
(B) জোসেফ অ্যাসপডিন
(C) ডেনিস প্যাপিন
(D) ইগোর সিকোরস্কাই
উত্তর : (C) ডেনিস প্যাপিন।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-40 - ভূগোলিকা-Bhugolika