Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-38

WBSSC Group-C & D General Awareness Part-38

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-38)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-38

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ব্রিটিশ ভারতে কত সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয়?
(A) ১৯০৩
(B) ১৯০৪
(C) ১৯০৫
(D) ১৯০৬
উত্তর : (B) ১৯০৪।

(২) উত্তর-দক্ষিণে ভারতের বিস্তৃতি কত?
(A) ৩০১৪ কিমি
(B) ৩১১৪ কিমি
(C) ৩২১৪ কিমি
(D) ৩৩১৪ কিমি
উত্তর : (C) ৩২১৪ কিমি।

(৩) সংবিধানের কত নং ধারা অনুসারে জাতীয় জরুরী অবস্থা (National Emergency) জারি করা যায়?
(A) ৩৫০ নং
(B) ৩৫১ নং
(C) ৩৫২ নং
(D) ৩৫৩ নং
উত্তর : (C) ৩৫২ নং।

(৪) শিক্ষাক্ষেত্রে MLL -এর পুরো কথাটি কি?
(A) Minimum Levels of Learning
(B) Multiple Levels in Learning
(C) Maximum Levels of Learning
(D) Modern Levels of Learning
উত্তর : (A) Minimum Levels of Learning।

(৫) কোন স্তরের শিক্ষাতে MLL ধারণাটি রয়েছে?
(A) প্রাথমিক শিক্ষা
(B) উচ্চপ্রাথমিক শিক্ষা
(C) মাধ্যমিক শিক্ষা
(D) উচ্চমাধ্যমিক শিক্ষা
উত্তর : (A) প্রাথমিক শিক্ষা।

(৬) কত সালে শিক্ষাক্ষেত্রে রামমূর্তি কমিটি (Ramamurthy Committee) গঠিত হয়?
(A) ১৯৯০
(B) ১৯৯১
(C) ১৯৯২
(D) ১৯৯৩
উত্তর : (A) ১৯৯০।

(৭) ভারতে কত সালে মাতৃত্বকালীন সুবিধা (সংশোধন) আইন পাস হয়?
(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭
উত্তর : (D) ২০১৭।

(৮) লাবণী (Lavani) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) মধ্যপ্রদেশ
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র
উত্তর : (D) মহারাষ্ট্র।

(৯) বাঘ নাচ (Bagha Nacha) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) কেরালা
(B) সিকিম
(C) ওড়িশা
(D) ত্রিপুরা
উত্তর : (C) ওড়িশা।

(১০) কেসিয়াবাদি (Kesiabadi) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) ত্রিপুরা
(B) ওড়িশা
(C) কেরালা
(D) সিকিম
উত্তর : (B) ওড়িশা।

(১১) ভাংড়া (Bhangra) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) কেরালা
(B) পাঞ্জাব
(C) ত্রিপুরা
(D) সিকিম
উত্তর : (B) পাঞ্জাব।

(১২) নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস?
(A) কিবোর্ড
(B) মনিটর
(C) প্রিন্টার
(D) প্রজেক্টর
উত্তর : (A) কিবোর্ড।

(১৩) নিচের কোনটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস?
(A) মাউস
(B) স্ক্যানার
(C) মনিটর
(D) কিবোর্ড
উত্তর : (C) মনিটর।

(১৪) কোন দেশে সর্বাধিক পক্ষী বৈচিত্র্য দেখা যায়?
(A) মেক্সিকো
(B) কলম্বিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) ব্রাজিল
উত্তর : (B) কলম্বিয়া।

(১৫) নিচের কোনটি একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ?
(A) চিড়িয়াখানা
(B) জাতীয় উদ্যান
(C) বোটানিক্যাল গার্ডেন
(D) জিন ব্যাঙ্ক
উত্তর : (B) জাতীয় উদ্যান।

(১৬) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
(A) নয়াদিল্লি
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) চেন্নাই
উত্তর : (B) মুম্বাই।

(১৭) ভারতের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছে?
(A) ৫.৪%
(B) ৬.৪%
(C) ৬.৯%
(D) ৭.৩%
উত্তর : (B) ৬.৪%।

(১৮) ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) দাবা
(C) টেনিস
(D) ফুটবল
উত্তর : (C) টেনিস।

(১৯) টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
(A) জর্জ স্টিফেনসন
(B) হ্যান্স লিপারশে
(C) উইলিস ক্যারিয়ার
(D) জোসেফ অ্যাসপডিন
উত্তর : (B) হ্যান্স লিপারশে।

(২০) বংশগতির জনক কে?
(A) উইলিয়াম অ্যাডিস
(B) জোসেফ অ্যাসপডিন
(C) গ্রেগর জোহান মেন্ডেল
(D) চার্লস রবার্ট ডারউইন
উত্তর : (C) গ্রেগর জোহান মেন্ডেল।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-37

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-38

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!