WBSSC Group-C & D General Awareness Part-37
WBSSC Group-C & D General Awareness Part-37
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-37)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) কে ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক’ রূপে পরিচিত?
(A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) মোহনদাস করমচাঁদ গান্ধী
(C) অ্যালান অক্টাভিয়ান হিউম
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(২) ভারতের উচ্চতম মালভূমি কোনটি?
(A) ছোটোনাগপুর মালভূমি
(B) লাদাখ মালভূমি
(C) বুন্দেলখন্ড মালভূমি
(D) দাক্ষিণাত্য মালভূমি
উত্তর : (B) লাদাখ মালভূমি।
(৩) ভারতের সংবিধানে কত প্রকার জরুরী অবস্থা রয়েছে?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
উত্তর : (B) ৩।
(৪) কোন জাতীয় শিক্ষা নীতি-তে স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomous College) -এর সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।
(৫) কত সালে ভারতের শিক্ষাক্ষেত্রে প্রোগ্রাম অফ অ্যাকশন (Programme of Action) গৃহীত হয়?
(A) ১৯৯১
(B) ১৯৯২
(C) ১৯৯৩
(D) ১৯৯৪
উত্তর : (B) ১৯৯২।
(৬) কত সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) গঠিত হয়?
(A) ১৯৫৪
(B) ১৯৫৫
(C) ১৯৫৬
(D) ১৯৫৭
উত্তর : (C) ১৯৫৬।
(৭) কত সালে ভারতে পণপ্রথা/যৌতুক নিষেধাজ্ঞা আইন (Dowry Prohibition Act) প্রবর্তিত হয়?
(A) ১৯৬০
(B) ১৯৬১
(C) ১৯৬২
(D) ১৯৬৩
উত্তর : (B) ১৯৬১।
(৮) ডান্ডিয়া (Dandiya) ও গর্বা (Garva) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক
উত্তর : (B) গুজরাট।
(৯) কত সালে গর্বা লোকনৃত্য ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (B) ২০২৩।
(১০) নাটী (Nati) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) হিমাচল প্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মধ্যপ্রদেশ
উত্তর : (A) হিমাচল প্রদেশ।
(১১) মটকী (Matki) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) উত্তরপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (C) মধ্যপ্রদেশ।
(১২) কম্পিউটার কিবোর্ডে নিচের কোনটি ‘Cut’ করতে ব্যবহার করা হয়?
(A) Ctrl + A
(B) Ctrl + C
(C) Ctrl + V
(D) Ctrl + X
উত্তর : (D) Ctrl + X।
(১৩) কম্পিউটার কিবোর্ডে নিচের কোনটি ‘Paste’ করতে ব্যবহার করা হয়?
(A) Ctrl + A
(B) Ctrl + C
(C) Ctrl + V
(D) Ctrl + X
উত্তর : (C) Ctrl + V।
(১৪) সাইলেন্ট স্প্রিং (১৯৬২) গ্রন্থটি কে রচনা করেন?
(A) র্যাচেল কার্সন
(B) ওয়াল্টার রোজেন
(C) মেরি অলিভার
(D) রন আর্নল্ড
উত্তর : (A) র্যাচেল কার্সন।
(১৫) বিশ্বের কোন দেশে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়?
(A) মেক্সিকো
(B) ব্রাজিল
(C) ভারত
(D) ইন্দোনেশিয়া
উত্তর : (B) ব্রাজিল।
(১৬) নিচের কোনটি ভারতের একটি মহারত্ন (Maharatna) সংস্থা?
(A) RINL
(B) MTNL
(C) IRCTC
(D) ONGC
উত্তর : (D) ONGC।
(১৭) নিচের কোনটি ভারতের একটি নবরত্ন (Navratna) সংস্থা?
(A) SAIL
(B) BHEL
(C) MTNL
(D) NTPC
উত্তর : (C) MTNL।
(১৮) ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) হকি
উত্তর : (B) ফুটবল।
(১৯) মোবাইল ফোন আবিষ্কার করেন কে?
(A) মাইকেল ফ্যারাডে
(B) ইগোর সিকোরস্কাই
(C) মার্টিন কুপার
(D) হ্যান্স লিপারশে
উত্তর : (C) মার্টিন কুপার।
(২০) হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম অ্যাডিস
(B) জর্জ স্টিফেনসন
(C) ইগোর সিকোরস্কাই
(D) উইলিস ক্যারিয়ার
উত্তর : (C) ইগোর সিকোরস্কাই।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-38 - ভূগোলিকা-Bhugolika