Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-37

WBSSC Group-C & D General Awareness Part-37

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-37)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-37

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) কে ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক’ রূপে পরিচিত?
(A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) মোহনদাস করমচাঁদ গান্ধী
(C) অ্যালান অক্টাভিয়ান হিউম
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

(২) ভারতের উচ্চতম মালভূমি কোনটি?
(A) ছোটোনাগপুর মালভূমি
(B) লাদাখ মালভূমি
(C) বুন্দেলখন্ড মালভূমি
(D) দাক্ষিণাত্য মালভূমি
উত্তর : (B) লাদাখ মালভূমি।

(৩) ভারতের সংবিধানে কত প্রকার জরুরী অবস্থা রয়েছে?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
উত্তর : (B) ৩।

(৪) কোন জাতীয় শিক্ষা নীতি-তে স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomous College) -এর সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৫) কত সালে ভারতের শিক্ষাক্ষেত্রে প্রোগ্রাম অফ অ্যাকশন (Programme of Action) গৃহীত হয়?
(A) ১৯৯১
(B) ১৯৯২
(C) ১৯৯৩
(D) ১৯৯৪
উত্তর : (B) ১৯৯২।

(৬) কত সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) গঠিত হয়?
(A) ১৯৫৪
(B) ১৯৫৫
(C) ১৯৫৬
(D) ১৯৫৭
উত্তর : (C) ১৯৫৬।

(৭) কত সালে ভারতে পণপ্রথা/যৌতুক নিষেধাজ্ঞা আইন (Dowry Prohibition Act) প্রবর্তিত হয়?
(A) ১৯৬০
(B) ১৯৬১
(C) ১৯৬২
(D) ১৯৬৩
উত্তর : (B) ১৯৬১।

(৮) ডান্ডিয়া (Dandiya) ও গর্বা (Garva) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক
উত্তর : (B) গুজরাট।

(৯) কত সালে গর্বা লোকনৃত্য ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (B) ২০২৩।

(১০) নাটী (Nati) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) হিমাচল প্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মধ্যপ্রদেশ
উত্তর : (A) হিমাচল প্রদেশ।

(১১) মটকী (Matki) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) উত্তরপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (C) মধ্যপ্রদেশ।

(১২) কম্পিউটার কিবোর্ডে নিচের কোনটি ‘Cut’ করতে ব্যবহার করা হয়?
(A) Ctrl + A
(B) Ctrl + C
(C) Ctrl + V
(D) Ctrl + X
উত্তর : (D) Ctrl + X।

(১৩) কম্পিউটার কিবোর্ডে নিচের কোনটি ‘Paste’ করতে ব্যবহার করা হয়?
(A) Ctrl + A
(B) Ctrl + C
(C) Ctrl + V
(D) Ctrl + X
উত্তর : (C) Ctrl + V।

(১৪) সাইলেন্ট স্প্রিং (১৯৬২) গ্রন্থটি কে রচনা করেন?
(A) র‍্যাচেল কার্সন
(B) ওয়াল্টার রোজেন
(C) মেরি অলিভার
(D) রন আর্নল্ড
উত্তর : (A) র‍্যাচেল কার্সন।

(১৫) বিশ্বের কোন দেশে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়?
(A) মেক্সিকো
(B) ব্রাজিল
(C) ভারত
(D) ইন্দোনেশিয়া
উত্তর : (B) ব্রাজিল।

(১৬) নিচের কোনটি ভারতের একটি মহারত্ন (Maharatna) সংস্থা?
(A) RINL
(B) MTNL
(C) IRCTC
(D) ONGC
উত্তর : (D) ONGC।

(১৭) নিচের কোনটি ভারতের একটি নবরত্ন (Navratna) সংস্থা?
(A) SAIL
(B) BHEL
(C) MTNL
(D) NTPC
উত্তর : (C) MTNL।

(১৮) ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) হকি
উত্তর : (B) ফুটবল।

(১৯) মোবাইল ফোন আবিষ্কার করেন কে?
(A) মাইকেল ফ্যারাডে
(B) ইগোর সিকোরস্কাই
(C) মার্টিন কুপার
(D) হ্যান্স লিপারশে
উত্তর : (C) মার্টিন কুপার।

(২০) হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম অ্যাডিস
(B) জর্জ স্টিফেনসন
(C) ইগোর সিকোরস্কাই
(D) উইলিস ক্যারিয়ার
উত্তর : (C) ইগোর সিকোরস্কাই।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-36

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!