WBSSC Group-C & D General Awareness Part-35
WBSSC Group-C & D General Awareness Part-35
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-35)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) ব্রিটিশ ভারতে কোন ভাইসরয় ভারতীয় অস্ত্র আইন প্রবর্তন করেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড লিটন
(C) লর্ড রিপন
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (B) লর্ড লিটন।
(২) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(A) রিমো হিমবাহ
(B) লিখাপানি হিমবাহ
(C) জেমু হিমবাহ
(D) সিয়াচেন হিমবাহ
উত্তর : (D) সিয়াচেন হিমবাহ।
(৩) সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়সসীমা কত?
(A) ৩০ বছর
(B) ৩৫ বছর
(C) ৪০ বছর
(D) ৪৫ বছর
উত্তর : (B) ৩৫ বছর।
(৪) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy)-তে Rural University Model সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।
(৫) অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) কর্মসূচি কোন স্তরের শিক্ষার সাথে সম্পর্কিত?
(A) প্রাথমিক শিক্ষা
(B) উচ্চ প্রাথমিক শিক্ষা
(C) মাধ্যমিক শিক্ষা
(D) উচ্চ মাধ্যমিক শিক্ষা
উত্তর : (A) প্রাথমিক শিক্ষা।
(৬) কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) স্থাপিত হয়?
(A) ১৯৫৯
(B) ১৯৬০
(C) ১৯৬১
(D) ১৯৬২
উত্তর : (C) ১৯৬১।
(৭) কত সালে ভারতে গার্হস্থ্য হিংসা থেকে নারীর সুরক্ষা আইন (Protection of Women from Domestic Violence Act) পাস হয়?
(A) ২০০২
(B) ২০০৩
(C) ২০০৪
(D) ২০০৫
উত্তর : (D) ২০০৫।
(৮) উস্তাদ বড়ে গুলাম আলি খান কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) পাতিয়ালা ঘরানা
(B) দিল্লি ঘরানা
(C) জয়পুর ঘরানা
(D) কিরানা ঘরানা
উত্তর : (A) পাতিয়ালা ঘরানা।
(৯) পন্ডিত অজয় চক্রবর্তী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) জয়পুর ঘরানা
(B) কিরানা ঘরানা
(C) দিল্লি ঘরানা
(D) পাতিয়ালা ঘরানা
উত্তর : (D) পাতিয়ালা ঘরানা।
(১০) পন্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) দিল্লি ঘরানা
(B) জয়পুর ঘরানা
(C) পাতিয়ালা ঘরানা
(D) কিরানা ঘরানা
উত্তর : (D) কিরানা ঘরানা।
(১১) ভারত রত্ন পুরষ্কার জয়ী প্রথম সঙ্গীতশিল্পী কে?
(A) লতা মঙ্গেশকর
(B) এম. এস. সুব্বুলক্ষ্মী
(C) সন্ধ্যা মুখার্জি
(D) কিশোর কুমার
উত্তর : (B) এম. এস. সুব্বুলক্ষ্মী।
(১২) VIRUS -এর পুরো কথাটি কি?
(A) Vital Immune Resources Under Siege
(B) Vital Indicator Resources Under Siege
(C) Vital Information Resources Under Siege
(D) Vital Important Resources Under Siege
উত্তর : (C) Vital Information Resources Under Siege।
(১৩) ফ্লপি ডিস্ক (Floppy Disk) -এর প্রামাণ্য ধারণ ক্ষমতা কত মেগাবাইট?
(A) ১.৪৪
(B) ১.৫৫
(C) ১.৬৬
(D) ১.৭৭
উত্তর : (A) ১.৪৪।
(১৪) সাইরেনের শব্দের তীব্রতা কত থাকে?
(A) ৯০ ডেসিবল
(B) ১১০ ডেসিবল
(C) ১৩০ ডেসিবল
(D) ১৫০ ডেসিবল
উত্তর : (C) ১৩০ ডেসিবল।
(১৫) কোন দূষণ প্রতিরোধে সাইলেন্স বোর্ড লাগানো হয়?
(A) বায়ু দূষণ
(B) জল দূষণ
(C) শব্দ দূষণ
(D) মাটি দূষণ
উত্তর : (C) শব্দ দূষণ।
(১৬) ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি-তে পরিষেবা খাত (Service Sector) -এর অবদান কত?
(A) ৫৪.৯৩%
(B) ৫৭.৯৩%
(C) ৬০.৯৩%
(D) ৬৩.৯৩%
উত্তর : (A) ৫৪.৯৩%।
(১৭) সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
(A) চেন্নাই
(B) নয়াদিল্লি
(C) মুম্বাই
(D) কলকাতা
উত্তর : (C) মুম্বাই।
(১৮) প্রথম এশিয়ান গেমস্ (Asian Games) কত সালে অনুষ্ঠিত হয়?
(A) ১৯৫০
(B) ১৯৫১
(C) ১৯৫২
(D) ১৯৫৩
উত্তর : (B) ১৯৫১।
(১৯) ক্লোরোফর্ম আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম হার্ভে
(B) আইজ্যাক নিউটন
(C) জেমস সিম্পসন
(D) উইলিস ক্যারিয়ার
উত্তর : (C) জেমস সিম্পসন।
(২০) মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন কে?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) আইজ্যাক নিউটন
(C) আলেকজান্ডার গ্রাহাম বেল
(D) আলফ্রেড নোবেল
উত্তর : (B) আইজ্যাক নিউটন।