WBSSC Group-C & D General Awareness Part-29
WBSSC Group-C & D General Awareness Part-29
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-29)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) ভারতে সিভিল সার্ভিসের জনক রূপে পরিচিত —
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর : (B) লর্ড কর্নওয়ালিস।
(২) আগ্রা ও মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) নর্মদা
(C) শোন
(D) যমুনা
উত্তর : (D) যমুনা।
(৩) সংবিধানের কত নং ধারাতে মৌলিক অধিকার বিষয়টি রয়েছে?
(A) ৫-১১ নং
(B) ১২-৩৫ নং
(C) ৩৬-৫১ নং
(D) ৫২-৬৭ নং
উত্তর : (B) ১২-৩৫ নং৷
(৪) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষার্থী অনুপাত কত হওয়া উচিত?
(A) ১:১০
(B) ১:২০
(C) ১:৩০
(D) ১:৪০
উত্তর : (C) ১:৩০।
(৫) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, ABC বলতে কি বোঝায়?
(A) Academic Batch of Colleges
(B) All-rounder Batch of Colleges
(C) Assembly Bank of Credits
(D) Academic Bank of Credits
উত্তর : (D) Academic Bank of Credits।
(৬) কোন জাতীয় শিক্ষা নীতি-তে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (National Research Foundation) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (D) জাতীয় শিক্ষা নীতি-২০২০।
(৭) কত সালে অল ইন্ডিয়া ওমেন’স্ কনফারেন্স (All India Women’s Conference) সংস্থাটি গড়ে ওঠে?
(A) ১৯২৭
(B) ১৯২৮
(C) ১৯২৯
(D) ১৯৩০
উত্তর : (A) ১৯২৭।
(৮) পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সানাই
(B) বাঁশি
(C) সেতার
(D) তবলা
উত্তর : (C) সেতার।
(৯) পন্ডিত নিখিলরঞ্জন ব্যানার্জী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সেতার
(B) তবলা
(C) সানাই
(D) বাঁশি
উত্তর : (A) সেতার।
(১০) উস্তাদ আল্লা রাখা কুরেশি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) তবলা
(B) বাঁশি
(C) সেতার
(D) সানাই
উত্তর : (A) তবলা।
(১১) উস্তাদ জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সানাই
(B) তবলা
(C) সেতার
(D) বাঁশি
উত্তর : (B) তবলা।
(১২) URL -এর পুরো কথাটি কি?
(A) Universal Regulator Location
(B) Uniform Resource Locator
(C) Unified Resource Lifeline
(D) United Residual Location
উত্তর : (B) Uniform Resource Locator।
(১৩) কোন এককের দ্বারা কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়?
(A) মিনিসেকেন্ড
(B) মিলিসেকেন্ড
(C) মাইক্রোসেকেন্ড
(D) ন্যানোসেকেন্ড
উত্তর : (D) ন্যানোসেকেন্ড।
(১৪) কত সালে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (Intergovernmental Panel on Climate Change) স্থাপিত হয়?
(A) ১৯৮৭
(B) ১৯৮৮
(C) ১৯৮৯
(D) ১৯৯০
উত্তর : (B) ১৯৮৮।
(১৫) বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
(A) লন্ডন
(B) জেনেভা
(C) প্যারিস
(D) মন্ট্রিল
উত্তর : (B) জেনেভা।
(১৬) কোন দেশের সাথে ভারত সর্বপ্রথম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সাক্ষর করে?
(A) শ্রীলঙ্কা
(B) সংযুক্ত আরব আমিরশাহী
(C) ভুটান
(D) আমেরিকা যুক্তরাষ্ট্রে
উত্তর : (A) শ্রীলঙ্কা।
(১৭) কত সালে ভারত-ইফটা মুক্ত বাণিজ্য চুক্তি (India–EFTA Free Trade Agreement) সাক্ষরিত হয়?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (C) ২০২৪।
(১৮) ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হন?
(A) স্মৃতি মন্ধানা
(B) দীপ্তি শর্মা
(C) শেফালি বর্মা
(D) রেনুকা ঠাকুর
উত্তর : (B) দীপ্তি শর্মা।
(১৯) ইলেকট্রন আবিষ্কার করেন কে?
(A) জোসেফ জন টমসন
(B) আর্নেস্ট রাদারফোর্ড
(C) জেমস চ্যাডউইক
(D) আলফ্রেড নোবেল
উত্তর : (A) জোসেফ জন টমসন।
(২০) প্রোটন আবিষ্কার করেন কে?
(A) জোসেফ জন টমসন
(B) আর্নেস্ট রাদারফোর্ড
(C) জেমস চ্যাডউইক
(D) আলফ্রেড নোবেল
উত্তর : (B) আর্নেস্ট রাদারফোর্ড।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-30 - ভূগোলিকা-Bhugolika