Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-27

WBSSC Group-C & D General Awareness Part-27

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-27)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-27

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন কে?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড ডালহৌসি
উত্তর : (B) ওয়ারেন হেস্টিংস।

(২) হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) ভীমা
(B) নর্মদা
(C) মুসি
(D) যমুনা
উত্তর : (C) মুসি।

(৩) ভারতের মূল সংবিধানে কতগুলি তফশিল ছিল?
(A) ৭ টি
(B) ৮ টি
(C) ৯ টি
(D) ১০ টি
উত্তর : (B) ৮ টি।

(৪) কোন সালে দ্বিতীয় জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
(A) ১৯৬৮
(B) ১৯৮৬
(C) ১৯৯২
(D) ২০২০
উত্তর : (B) ১৯৮৬।

(৫) কোন সালে জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬ সংশোধন করা হয়?
(A) ১৯৯০
(B) ১৯৯২
(C) ১৯৯৪
(D) ১৯৯৬
উত্তর : (B) ১৯৯২।

(৬) কোন সালের জাতীয় শিক্ষা নীতিতে District Institute of Education and Training (DIET) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
(A) ১৯৬৮
(B) ১৯৮৬
(C) ১৯৯২
(D) ২০২০
উত্তর : (B) ১৯৮৬।

(৭) কত সালে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওমেন (International Alliance of Women) গড়ে ওঠে?
(A) ১৯০৩
(B) ১৯০৪
(C) ১৯০৫
(D) ১৯০৬
উত্তর : (B) ১৯০৪।

(৮) ডোভার লেন মিউজিক কনফারেন্স (Dovar Lane Music Conference) কোথায় অনুষ্ঠিত হয়?
(A) কানপুর
(B) চেন্নাই
(C) কলকাতা
(D) মুম্বাই
উত্তর : (C) কলকাতা।

(৯) কোন সালে সঙ্গীত নাটক একাডেমি (Sangeet Natak Akademi) স্থাপিত হয়?
(A) ১৯৫১
(B) ১৯৫২
(C) ১৯৫৩
(D) ১৯৫৪
উত্তর : (C) ১৯৫৩।

(১০) কোন সালে ললিত কলা একাডেমি (Lalit Kala Akademi) স্থাপিত হয়?
(A) ১৯৫২
(B) ১৯৫৩
(C) ১৯৫৪
(D) ১৯৫৫
উত্তর : (C) ১৯৫৪।

(১১) পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) তবলা
(B) সরোদ
(C) সেতার
(D) বাঁশি
উত্তর : (D) বাঁশি।

(১২) নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে পরিচিত?
(A) USB
(B) DVD
(C) CPU
(D) RAM
উত্তর : (C) CPU।

(১৩) ১ কিলোবাইট (KB) সমান কত বাইট?
(A) ১০২১
(B) ১০২২
(C) ১০২৩
(D) ১০২৪
উত্তর : (D) ১০২৪।

(১৪) সুপারসনিক জেট বিমান থেকে কোন গ্যাস নির্গত হয়?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন অক্সাইড
(D) হাইড্রোজেন
উত্তর : (C) নাইট্রোজেন অক্সাইড।

(১৫) ওজোন স্তরের জন্য সর্বাধিক ক্ষতিকারক গ্যাস কোনটি?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) মিথেন
(C) অক্সিজেন
(D) ক্লোরোফ্লুরোকার্বন
উত্তর : (D) ক্লোরোফ্লুরোকার্বন।

(১৬) বর্তমানে (২০২৫) জিডিপি পিপিপি (GDP PPP) তালিকাতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
(A) চিন
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) ভারত
(D) ব্রিটিশ যুক্তরাজ্য
উত্তর : (A) চিন।

(১৭) ভারতের রিজার্ভ ব্যাঙ্কের FLA Census ২০২৪-২৫ অনুসারে, কোন দেশ ভারতে সর্বাধিক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) করেছে?
(A) ব্রিটিশ যুক্তরাজ্য
(B) জার্মানি
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) রাশিয়া
উত্তর : (C) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(১৮) কোন সালে ভারত প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (D) ২০২৫।

(১৯) ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন কে?
(A) টমাস আলভা এডিসন
(B) রেনে লেনেক
(C) আলেকজান্ডার গ্রাহাম বেল
(D) পল ভিলার্ড
উত্তর : (A) টমাস আলভা এডিসন।

(২০) রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে?
(A) পল ভিলার্ড
(B) জ্যাকব পার্কিনস
(C) রেনে লেনেক
(D) জোসেফ প্রিস্টলে
উত্তর : (B) জ্যাকব পার্কিনস।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-26

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!