WBSSC Group-C & D General Awareness Part-27
WBSSC Group-C & D General Awareness Part-27
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-27)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন কে?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড ডালহৌসি
উত্তর : (B) ওয়ারেন হেস্টিংস।
(২) হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) ভীমা
(B) নর্মদা
(C) মুসি
(D) যমুনা
উত্তর : (C) মুসি।
(৩) ভারতের মূল সংবিধানে কতগুলি তফশিল ছিল?
(A) ৭ টি
(B) ৮ টি
(C) ৯ টি
(D) ১০ টি
উত্তর : (B) ৮ টি।
(৪) কোন সালে দ্বিতীয় জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
(A) ১৯৬৮
(B) ১৯৮৬
(C) ১৯৯২
(D) ২০২০
উত্তর : (B) ১৯৮৬।
(৫) কোন সালে জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬ সংশোধন করা হয়?
(A) ১৯৯০
(B) ১৯৯২
(C) ১৯৯৪
(D) ১৯৯৬
উত্তর : (B) ১৯৯২।
(৬) কোন সালের জাতীয় শিক্ষা নীতিতে District Institute of Education and Training (DIET) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
(A) ১৯৬৮
(B) ১৯৮৬
(C) ১৯৯২
(D) ২০২০
উত্তর : (B) ১৯৮৬।
(৭) কত সালে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওমেন (International Alliance of Women) গড়ে ওঠে?
(A) ১৯০৩
(B) ১৯০৪
(C) ১৯০৫
(D) ১৯০৬
উত্তর : (B) ১৯০৪।
(৮) ডোভার লেন মিউজিক কনফারেন্স (Dovar Lane Music Conference) কোথায় অনুষ্ঠিত হয়?
(A) কানপুর
(B) চেন্নাই
(C) কলকাতা
(D) মুম্বাই
উত্তর : (C) কলকাতা।
(৯) কোন সালে সঙ্গীত নাটক একাডেমি (Sangeet Natak Akademi) স্থাপিত হয়?
(A) ১৯৫১
(B) ১৯৫২
(C) ১৯৫৩
(D) ১৯৫৪
উত্তর : (C) ১৯৫৩।
(১০) কোন সালে ললিত কলা একাডেমি (Lalit Kala Akademi) স্থাপিত হয়?
(A) ১৯৫২
(B) ১৯৫৩
(C) ১৯৫৪
(D) ১৯৫৫
উত্তর : (C) ১৯৫৪।
(১১) পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) তবলা
(B) সরোদ
(C) সেতার
(D) বাঁশি
উত্তর : (D) বাঁশি।
(১২) নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে পরিচিত?
(A) USB
(B) DVD
(C) CPU
(D) RAM
উত্তর : (C) CPU।
(১৩) ১ কিলোবাইট (KB) সমান কত বাইট?
(A) ১০২১
(B) ১০২২
(C) ১০২৩
(D) ১০২৪
উত্তর : (D) ১০২৪।
(১৪) সুপারসনিক জেট বিমান থেকে কোন গ্যাস নির্গত হয়?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন অক্সাইড
(D) হাইড্রোজেন
উত্তর : (C) নাইট্রোজেন অক্সাইড।
(১৫) ওজোন স্তরের জন্য সর্বাধিক ক্ষতিকারক গ্যাস কোনটি?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) মিথেন
(C) অক্সিজেন
(D) ক্লোরোফ্লুরোকার্বন
উত্তর : (D) ক্লোরোফ্লুরোকার্বন।
(১৬) বর্তমানে (২০২৫) জিডিপি পিপিপি (GDP PPP) তালিকাতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
(A) চিন
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) ভারত
(D) ব্রিটিশ যুক্তরাজ্য
উত্তর : (A) চিন।
(১৭) ভারতের রিজার্ভ ব্যাঙ্কের FLA Census ২০২৪-২৫ অনুসারে, কোন দেশ ভারতে সর্বাধিক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) করেছে?
(A) ব্রিটিশ যুক্তরাজ্য
(B) জার্মানি
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) রাশিয়া
উত্তর : (C) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(১৮) কোন সালে ভারত প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (D) ২০২৫।
(১৯) ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন কে?
(A) টমাস আলভা এডিসন
(B) রেনে লেনেক
(C) আলেকজান্ডার গ্রাহাম বেল
(D) পল ভিলার্ড
উত্তর : (A) টমাস আলভা এডিসন।
(২০) রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে?
(A) পল ভিলার্ড
(B) জ্যাকব পার্কিনস
(C) রেনে লেনেক
(D) জোসেফ প্রিস্টলে
উত্তর : (B) জ্যাকব পার্কিনস।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-28 - ভূগোলিকা-Bhugolika