WBSSC Group-C & D General Awareness Part-25
WBSSC Group-C & D General Awareness Part-25
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-25)-তে সাধারণ জ্ঞান (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) NASA -এর পুরো কথাটি কি?
(A) National Administration and Space Aeronautics
(B) National Aeronautics and Social Administration
(C) National Aeronautics and Space Administration
(D) National Aeronautics and Security Administration
উত্তর : (C) National Aeronautics and Space Administration।
(২) গির জাতীয় উদ্যান (Gir National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) তামিলনাড়ু
উত্তর : (C) গুজরাট।
(৩) স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে?
(A) লর্ড কর্ণওয়ালিস
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর : (B) লর্ড ডালহৌসি।
(৪) কত সালে নীল বিদ্রোহের সূচনা হয়?
(A) ১৮৫৫
(B) ১৮৫৭
(C) ১৮৫৯
(D) ১৮৬২
উত্তর : (C) ১৮৫৯।
(৫) ওয়াটার গ্যাসের প্রধান উপাদান —
(A) কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন
(B) হাইড্রোজেন ও অক্সিজেন
(C) কার্বন মনোক্সাইড ও অক্সিজেন
(D) নাইট্রোজেন ও হাইড্রোজেন
উত্তর : (A) কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন।
(৬) কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়?
(A) চেন্নাই
(B) মাদুরাই
(C) কোচি
(D) অমরাবতী
উত্তর : (B) মাদুরাই।
(৭) নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ হল —
(A) সিভকোষ
(B) ট্র্যাকিয়া
(C) সঙ্গীকোষ
(D) ট্র্যাকডি
উত্তর : (A) সিভকোষ।
(৮) মানবদেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত?
(A) ৬০০:১
(B) ৪০০:১
(C) ১:৬০০
(D) ১:৪০০
উত্তর : (A) ৬০০:১।
(৯) ভারতে জাতীয় গণিত দিবস (National Mathematics Day) কবে পালিত হয়?
(A) ২১ শে ডিসেম্বর
(B) ২২ শে ডিসেম্বর
(C) ২৩ শে ডিসেম্বর
(D) ২৪ শে ডিসেম্বর
উত্তর : (B) ২২ শে ডিসেম্বর।
(১০) পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
(A) প্রশান্ত মহাসাগর
(B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর
(D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(১১) বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day) কবে পালিত হয়?
(A) ১৪ ই এপ্রিল
(B) ১৪ ই মে
(C) ১৪ ই জুন
(D) ১৪ ই জুলাই
উত্তর : (C) ১৪ ই জুন।
(১২) নিউজিল্যান্ডের রাজধানীর নাম —
(A) অকল্যান্ড
(B) ক্রাইস্টচার্চ
(C) ওয়েলিংটন
(D) হ্যামিলটন
উত্তর : (C) ওয়েলিংটন।
(১৩) ‘Unbreakable’ (২০১৩) কার আত্মজীবনী?
(A) পি. টি. ঊষা
(B) মেরি কম
(C) পি. ভি. সিন্ধু
(D) সাইনা নেহওয়াল
উত্তর : (B) মেরি কম।
(১৪) কিরীটী রায় গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি?
(A) নীহাররঞ্জন গুপ্ত
(B) সত্যজিৎ রায়
(C) হেমেন্দ্রকুমার রায়
(D) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
উত্তর : (A) নীহাররঞ্জন গুপ্ত।
(১৫) যাযাবর কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) সুভাষ মুখোপাধ্যায়
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তর : (D) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।
(১৬) ডন ব্র্যাডমান কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) ব্যাডমিন্টন
উত্তর : (A) ক্রিকেট।
(১৭) মঞ্জিরা কোন নদীর উপনদী?
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) গোদাবরী
(D) নর্মদা
উত্তর : (C) গোদাবরী।
(১৮) ভারতের কোন শহরে গোলকোন্ডা দুর্গ রয়েছে?
(A) জয়পুর
(B) হায়দ্রাবাদ
(C) আমেদাবাদ
(D) নাগপুর
উত্তর : (B) হায়দ্রাবাদ।
(১৯) পশ্চিমবঙ্গের কোন শহর মাটির পুতুলের জন্য বিখ্যাত?
(A) সিউড়ি
(B) কৃষ্ণনগর
(C) কোচবিহার
(D) তমলুক
উত্তর : (B) কৃষ্ণনগর।
(২০) জ্ঞানপীঠ পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় কে?
(A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(B) জি শঙ্কর কুরুপ
(C) উমাশঙ্কর যোশী
(D) রামধারী সিং দিনকর
উত্তর : (B) জি শঙ্কর কুরুপ।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-26 - ভূগোলিকা-Bhugolika