Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-24

WBSSC Group-C & D General Awareness Part-24

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-24)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-24

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) MSME -এর পুরো কথাটি কি?
(A) Mini Small & Macro Enterprises
(B) Medium Small & Micro Enterprises
(C) Macro Small & Mini Enterprises
(D) Micro Small & Medium Enterprises
উত্তর : (D) Micro Small & Medium Enterprises।

(২) বন্দীপুর জাতীয় উদ্যান (Bandipur National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরাখন্ড
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা
উত্তর : (B) কর্ণাটক।

(৩) চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
(A) লর্ড কর্ণওয়ালিস
(B) লর্ড রিপন
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড কার্জন
উত্তর : (A) লর্ড কর্ণওয়ালিস।

(৪) ভজহরি মুখার্জি ওরফে টেনিদা চরিত্রটি কার সৃষ্টি?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) সুভাষ মুখোপাধ্যায়
উত্তর : (B) নারায়ণ গঙ্গোপাধ্যায়।

(৫) প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ —
(A) ১১%
(B) ১৬%
(C) ২৭%
(D) ৫১%
উত্তর : (B) ১৬%।

(৬) ভারী জলের রাসায়নিক নাম কি?
(A) ডিউটেরিয়াম অক্সাইড
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) সোডিয়াম বাইকার্বোনেট
(D) অ্যামোনিয়াম অক্সাইড
উত্তর : (A) ডিউটেরিয়াম অক্সাইড।

(৭) কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন প্রবর্তিত হয়?
(A) লর্ড কার্জন
(B) লর্ড লিটন
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড রিপন
উত্তর : (C) লর্ড বেন্টিঙ্ক।

(৮) আন্তর্জাতিক পর্বত দিবস (International Mountain Day) কবে পালিত হয়?
(A) ১১ সেপ্টেম্বর
(B) ১১ অক্টোবর
(C) ১১ নভেম্বর
(D) ১১ ডিসেম্বর
উত্তর : (D) ১১ ডিসেম্বর।

(৯) বিশুদ্ধ জলের pH -এর মান —
(A) ৫
(B) ৬
(C) ৭
(D) ৮
উত্তর : (C) ৭।

(১০) কাকে মস্তিষ্কের যোজক বলা হয়?
(A) থ্যালামাস
(B) লঘুমস্তিষ্ক
(C) পনস
(D) গুরুমস্তিষ্ক
উত্তর : (C) পনস।

(১১) বিশ্ব রেড ক্রস দিবস (World Red Cross Day) কবে পালিত হয়?
(A) ৬ ই মে
(B) ৭ ই মে
(C) ৮ ই মে
(D) ৯ ই মে
উত্তর : (C) ৮ ই মে।

(১২) কিউবার রাজধানীর নাম —
(A) ব্যাঙ্কক
(B) হাভানা
(C) হ্যানয়
(D) লুয়ান্ডা
উত্তর : (B) হাভানা।

(১৩) ‘Why I Am An Atheist’ (১৯৩১) কার আত্মজীবনী?
(A) ভগৎ সিং
(B) মোহনদাস করমচাঁদ গান্ধী
(C) চন্দ্রশেখর আজাদ
(D) জওহরলাল নেহরু
উত্তর : (A) ভগৎ সিং।

(১৪) শীলভদ্র কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
(B) অমৃতলাল বসু
(C) হিমানীশ গোস্বামী
(D) শক্তি চট্টোপাধ্যায়
উত্তর : (C) হিমানীশ গোস্বামী।

(১৫) কত সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) প্রতিযোগিতা শুরু হয়?
(A) ২০০৭
(B) ২০০৮
(C) ২০০৯
(D) ২০১০
উত্তর : (B) ২০০৮।

(১৬) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) পাটনা
(B) কটক
(C) কোচি
(D) রাঁচি
উত্তর : (B) কটক।

(১৭) লক্ষদ্বীপের রাজধানীর নাম কি?
(A) সিলভাসা
(B) পোর্ট ব্লেয়ার
(C) কাভারাত্তি
(D) চন্ডীগড়
উত্তর : (C) কাভারাত্তি।

(১৮) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(A) সিদ্ধার্থশংকর রায়
(B) বিধানচন্দ্র রায়
(C) প্রফুলচন্দ্র ঘোষ
(D) অজয় মুখার্জি
উত্তর : (C) প্রফুলচন্দ্র ঘোষ।

(১৯) দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে?
(A) অমিতাভ বচ্চন
(B) দেবিকা রানী
(C) রাজ কাপুর
(D) দেব আনন্দ
উত্তর : (B) দেবিকা রানী।

(২০) ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়?
(A) কানপুর
(B) নাগপুর
(C) লখনউ
(D) ভুবনেশ্বর
উত্তর : (B) নাগপুর।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-23

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!