Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-21

WBSSC Group-C & D General Awareness Part-21

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-21)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-21

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) HDFC -এর পুরো কথাটি কি?
(A) Human Development Financial Corporation
(B) House Development Financial Corporation
(C) Housing Development Finance Corporation
(D) Housing Development Foundation Corporation
উত্তর : (C) Housing Development Finance Corporation।

(২) বাল্মীকি জাতীয় উদ্যান (Valmiki National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) বিহার
(B) ওড়িশা
(C) সিকিম
(D) কেরালা
উত্তর : (A) বিহার।

(৩) আইন-ই-আকবরী গ্রন্থ কে রচনা করেন?
(A) আমির খসরু
(B) তানসেন
(C) বৈরাম খাঁ
(D) আবুল ফজল
উত্তর : (D) আবুল ফজল।

(৪) সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
(A) অক্সিজেন
(B) রেডন
(C) নাইট্রোজেন
(D) হিলিয়াম
উত্তর : (B) রেডন।

(৫) মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে?
(A) প্রথম বাহাদুর শাহ
(B) জাহাঙ্গীর
(C) দ্বিতীয় বাহাদুর শাহ
(D) শাহজাহান
উত্তর : (C) দ্বিতীয় বাহাদুর শাহ।

(৬) কোন ধাতু কুইকসিলভার (Quicksilver) নামে পরিচিত?
(A) লোহা
(B) প্ল্যাটিনাম
(C) পারদ
(D) তামা
উত্তর : (C) পারদ।

(৭) প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি?
(A) সিক্রেটিন
(B) জিব্বেরেলিন
(C) অক্সিন
(D) থাইরক্সিন
উত্তর : (A) সিক্রেটিন।

(৮) বিশ্ব সুনামি সচেতনতা দিবস (World Tsunami Awareness Day) কবে পালিত হয়?
(A) ৫ ই সেপ্টেম্বর
(B) ৫ ই অক্টোবর
(C) ৫ ই নভেম্বর
(D) ৫ ই ডিসেম্বর
উত্তর : (C) ৫ ই নভেম্বর।

(৯) কোন হরমোন উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভাঙতে প্রধান ভূমিকা পালন করে?
(A) অক্সিন
(B) থাইরক্সিন
(C) জিব্বেরেলিন
(D) ইনসুলিন
উত্তর : (C) জিব্বেরেলিন।

(১০) বিশ্ব হোমিওপ্যাথি দিবস (World Homoeopathy Day) কবে পালিত হয়?
(A) ১০ ই এপ্রিল
(B) ১৫ ই এপ্রিল
(C) ২০ শে এপ্রিল
(D) ২৫ শে এপ্রিল
উত্তর : (A) ১০ ই এপ্রিল।

(১১) সার্বিয়ার রাজধানীর নাম —
(A) সোফিয়া
(B) বেলগ্রেড
(C) জাগ্রেব
(D) বুদাপেস্ট
উত্তর : (B) বেলগ্রেড।

(১২) ‘The Test of My Life’ (২০১৩) কার আত্মজীবনী?
(A) সৌরভ গাঙ্গুলি
(B) যুবরাজ সিং
(C) মহেন্দ্র সিং ধোনি
(D) রাহুল দ্রাবিড়
উত্তর : (B) যুবরাজ সিং।

(১৩) ব্যোমকেশ বক্সী চরিত্রটি কার সৃষ্টি?
(A) সত্যজিৎ রায়
(B) প্রেমেন্দ্র মিত্র
(C) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(D) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
উত্তর : (D) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

(১৪) মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) সুবোধ ঘোষ
(B) বিমল ঘোষ
(C) কালিদাস রায়
(D) নবারুণ ভট্টাচার্য
উত্তর : (B) বিমল ঘোষ।

(১৫) সেরেনা উইলিয়ামস কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) গল্ফ
(C) দাবা
(D) টেনিস
উত্তর : (D) টেনিস।

(১৬) ভারতের কোন শহরে হাওয়া মহল রয়েছে?
(A) জয়পুর
(B) মুম্বাই
(C) যোধপুর
(D) চেন্নাই
উত্তর : (A) জয়পুর।

(১৭) ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) নাগপুর
(B) লখনউ
(C) কলকাতা
(D) পাটনা
উত্তর : (B) লখনউ।

(১৮) পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন সালে রামসার সাইটের মর্যাদা লাভ করে?
(A) ২০১৭
(B) ২০১৮
(C) ২০১৯
(D) ২০২০
উত্তর : (C) ২০১৯।

(১৯) অস্কার পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় কে?
(A) সত্যজিৎ রায়
(B) ভানু আথাইয়া
(C) রাজ কাপুর
(D) দিলীপ কুমার
উত্তর : (B) ভানু আথাইয়া।

(২০) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
(A) সাইক্লোন
(B) টাইফুন
(C) হ্যারিকেন
(D) ব্যাগুই
উত্তর : (C) হ্যারিকেন।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-20

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!