Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-20

WBSSC Group-C & D General Awareness Part-20

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-20)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-20

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) GIF -এর পুরো নাম কি?
(A) Graphics International Format
(B) Graphics Interface Format
(C) Graphics Interchange Format
(D) Graphics Internet Format
উত্তর : (C) Graphics Interchange Format।

(২) পেরিয়ার জাতীয় উদ্যান (Periyar National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (C) কেরালা।

(৩) পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থার প্রবর্তক কে?
(A) আকবর
(B) শেরশাহ
(C) জাহাঙ্গীর
(D) শাহজাহান
উত্তর : (B) শেরশাহ।

(৪) নিচের কোনটির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না?
(A) লোহা
(B) তামা
(C) সীসা
(D) জিঙ্ক
উত্তর : (C) সীসা।

(৫) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটেছিল?
(A) ১৫২৬
(B) ১৫৫৬
(C) ১৬৬১
(D) ১৭৬১
উত্তর : (B) ১৫৫৬।

(৬) পর্যায় সারণীর কোন কোন পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়?
(A) প্রথম ও দ্বিতীয়
(B) দ্বিতীয় ও তৃতীয়
(C) তৃতীয় ও চতুর্থ
(D) চতুর্থ ও পঞ্চম
উত্তর : (B) দ্বিতীয় ও তৃতীয়।

(৭) কিসের দূষণে ব্লু বেবি সিনড্রোম রোগ হয়?
(A) তামা
(B) ক্যাডমিয়াম
(C) সীসা
(D) নাইট্রেট
উত্তর : (D) নাইট্রেট।

(৮) রাষ্ট্রসংঘ দিবস (United Nations Day) কবে পালিত হয়?
(A) ২৪ শে সেপ্টেম্বর
(B) ২৪ শে অক্টোবর
(C) ২৪ শে নভেম্বর
(D) ২৪ শে ডিসেম্বর
উত্তর : (A) ২৪ শে সেপ্টেম্বর।

(৯) কিসের দূষণে ইটাই-ইটাই রোগ হয়?
(A) পারদ
(B) তামা
(C) ক্যাডমিয়াম
(D) আর্সেনিক
উত্তর : (C) ক্যাডমিয়াম।

(১০) জাতীয় শিক্ষা দিবস (National Education Day) কবে পালিত হয়?
(A) ১১ ই সেপ্টেম্বর
(B) ১১ ই অক্টোবর
(C) ১১ ই নভেম্বর
(D) ১১ ই ডিসেম্বর
উত্তর : (C) ১১ ই নভেম্বর।

(১১) থাইল্যান্ডের রাজধানীর নাম —
(A) টোকিও
(B) জাকার্তা
(C) ব্যাঙ্কক
(D) হ্যানয়
উত্তর : (C) ব্যাঙ্কক।

(১২) ‘How I Become a Hindu’ (১৯৮২) কার আত্মজীবনী?
(A) মোরারজী দেশাই
(B) অশোক সিংহল
(C) প্রবীণ তোগাড়িয়া
(D) সীতারাম গোয়েল
উত্তর : (D) সীতারাম গোয়েল।

(১৩) ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ (১৯৮৪) কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
(A) সুভাষ মুখোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) জয় গোস্বামী
উত্তর : (B) শঙ্খ ঘোষ।

(১৪) ভাঁড়ুদত্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(B) অমৃতলাল বসু
(C) কালিদাস রায়
(D) হিমানীশ গোস্বামী
উত্তর : (B) অমৃতলাল বসু।

(১৫) রজার ফেডেরার কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) দাবা
(C) টেনিস
(D) গল্ফ
উত্তর : (C) টেনিস।

(১৬) অসমের রাজধানীর নাম —
(A) ডিব্রুগড়
(B) গুয়াহাটি
(C) দিসপুর
(D) বঙ্গাইগাঁও
উত্তর : (C) দিসপুর।

(১৭) ভারতের কোন রাজ্যে ডুডুমা জলপ্রপাত রয়েছে?
(A) কেরালা
(B) সিকিম
(C) বিহার
(D) ওড়িশা
উত্তর : (D) ওড়িশা।

(১৮) হাওড়া ব্রিজের সরকারি নাম কি?
(A) বিবেকানন্দ সেতু
(B) রবীন্দ্র সেতু
(C) নিবেতিতা সেতু
(D) অরবিন্দ সেতু
উত্তর : (B) রবীন্দ্র সেতু।

(১৯) কত সালে তথ্যের অধিকার আইন (RTI) পাস হয়?
(A) ২০০৩
(B) ২০০৪
(C) ২০০৫
(D) ২০০৬
উত্তর : (C) ২০০৫।

(২০) ভারতের কোন শহর এশিয়ার ডেট্রয়েট নামে পরিচিত?
(A) মুম্বাই
(B) কানপুর
(C) চেন্নাই
(D) বেঙ্গালুরু
উত্তর : (C) চেন্নাই।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-19

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!