WBSSC Group-C & D General Awareness Part-19
WBSSC Group-C & D General Awareness Part-19
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-19)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) FATF -এর পুরো কথাটি কি?
(A) Financial Active Task Force
(B) Financial Action Task Force
(C) Financial Assay Task Force
(D) Financial Anti-Task Force
উত্তর : (B) Financial Action Task Force।
(২) হেমিস জাতীয় উদ্যান (Hemis National Park) ভারতের যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে —
(A) লাদাখ
(B) পুদুচেরি
(C) কেরালা
(D) লক্ষদ্বীপ
উত্তর : (A) লাদাখ।
(৩) দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে?
(A) গিয়াসউদ্দিন বলবন
(B) সিকান্দার লোদী
(C) আলাউদ্দিন শাহ
(D) ইব্রাহিম লোদী
উত্তর : (D) ইব্রাহিম লোদী।
(৪) নিচের কোনটি হ্যালোজেনের উদাহরণ নয়?
(A) ফ্লোরিন
(B) কার্বন
(C) ব্রোমিন
(D) ক্লোরিন
উত্তর : (B) কার্বন।
(৫) কত সালে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে?
(A) ১২০৬
(B) ১৫২৬
(C) ১৫৫৬
(D) ১৭৬১
উত্তর : (B) ১৫২৬।
(৬) একটি অর্ধ পরিবাহী মৌল হল —
(A) লোহা
(B) জার্মেনিয়াম
(C) তামা
(D) প্ল্যাটিনাম
উত্তর : (B) জার্মেনিয়াম।
(৭) কে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন?
(A) লুই পাস্তুর
(B) এডওয়ার্ড জেনার
(C) জোনাস সল্ক
(D) রবার্ট হুক
উত্তর : (A) লুই পাস্তুর।
(৮) বিশ্ব আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples) কবে পালিত হয়?
(A) ৭ ই আগস্ট
(B) ৮ ই আগস্ট
(C) ৯ ই আগস্ট
(D) ১০ ই আগস্ট
উত্তর : (C) ৯ ই আগস্ট।
(৯) কিসের দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়?
(A) তামা
(B) লোহা
(C) সীসা
(D) পারদ
উত্তর : (C) সীসা।
(১০) বিশ্ব খাদ্য দিবস (World Food Day) কবে পালিত হয়?
(A) ১৬ ই সেপ্টেম্বর
(B) ১৬ ই অক্টোবর
(C) ১৬ ই নভেম্বর
(D) ১৬ ই ডিসেম্বর
উত্তর : (B) ১৬ ই অক্টোবর।
(১১) জর্ডনের রাজধানীর নাম —
(A) রিয়াধ
(B) কায়রো
(C) আম্মান
(D) বেইরুট
উত্তর : (C) আম্মান।
(১২) ‘One Life Is Not Enough’ (২০১৪) কার আত্মজীবনী?
(A) কে. নটবর সিং
(B) মনমোহন সিং
(C) অর্জুন সিং
(D) যুবরাজ সিং
উত্তর : (A) কে. নটবর সিং।
(১৩) ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬২) উপন্যাসটি কে রচনা করেন?
(A) শঙ্খ ঘোষ
(B) শক্তিপদ রাজগুরু
(C) সমরেশ মজুমদার
(D) সমরেশ বসু
উত্তর : (B) শক্তিপদ রাজগুরু।
(১৪) বেতাল ভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) কালিদাস রায়
(B) গৌরকিশোর ঘোষ
(C) হিমানীশ গোস্বামী
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
উত্তর : (A) কালিদাস রায়।
(১৫) টাইগার উডস কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) দাবা
(C) ফুটবল
(D) গল্ফ
উত্তর : (D) গল্ফ।
(১৬) ভারতের কোন রাজ্যে উমিয়াম হ্রদ রয়েছে?
(A) সিকিম
(B) হিমাচল প্রদেশ
(C) মেঘালয়
(D) ত্রিপুরা
উত্তর : (C) মেঘালয়।
(১৭) ধুয়াঁধার জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে?
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) গোদাবরী
(D) নর্মদা
উত্তর : (D) নর্মদা।
(১৮) পশ্চিমবঙ্গের কোন শহর ভারতের রূঢ় নামে পরিচিত?
(A) শিলিগুড়ি
(B) দুর্গাপুর
(C) কল্যাণী
(D) হলদিয়া
উত্তর : (B) দুর্গাপুর।
(১৯) কত সালে শিক্ষার অধিকার আইন (RTE) পাস হয়?
(A) ২০০৮
(B) ২০০৯
(C) ২০১০
(D) ২০১১
উত্তর : (B) ২০০৯।
(২০) ভারতের কোন শহর গোলাপী শহর রূপে পরিচিত?
(A) কানপুর
(B) নাগপুর
(C) জয়পুর
(D) বারাণসী
উত্তর : (C) জয়পুর।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-20 - ভূগোলিকা-Bhugolika