Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-18

WBSSC Group-C & D General Awareness Part-18

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-18)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-18

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ELISA -এর পুরো কথাটি কি?
(A) Enzyme-Linked Immune Sorbent Assay
(B) Enzyme-Linked Interface Sorbent Assay
(C) Enzyme-Linked Immune Service Assay
(D) Enzyme-Linked Immune Solvent Assay
উত্তর : (A) Enzyme-Linked Immune Sorbent Assay।

(২) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তামিলনাড়ু
উত্তর : (B) মধ্যপ্রদেশ।

(৩) ব্রিটিশ ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড রিপন
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড ওয়েলেসলি
উত্তর : (D) লর্ড ওয়েলেসলি।

(৪) সাধারণ তাপমাত্রায় তরল ধাতু হল —
(A) ব্রোমিন
(B) প্যালাডিয়াম
(C) পারদ
(D) অসমিয়াম
উত্তর : (C) পারদ।

(৫) মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(A) উজ্জ্বয়িনী
(B) দেবগিরি
(C) হায়দ্রাবাদ
(D) কনৌজ
উত্তর : (B) দেবগিরি।

(৬) নিচের কোনটি বর ধাতু (Noble Metal) নয়?
(A) অসমিয়াম
(B) ইরিডিয়াম
(C) রুথেনিয়াম
(D) থোরিয়াম
উত্তর : (D) থোরিয়াম।

(৭) প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন —
(A) লুই পাস্তুর
(B) এডওয়ার্ড জেনার
(C) রবার্ট হুক
(D) জোনাস সল্ক
উত্তর : (D) জোনাস সল্ক।

(৮) বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) কবে পালিত হয়?
(A) ১১ মার্চ
(B) ১১ এপ্রিল
(C) ১১ জুন
(D) ১১ জুলাই
উত্তর : (D) ১১ জুলাই।

(৯) স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেন?
(A) রবার্ট হুক
(B) এডওয়ার্ড জেনার
(C) লুই পাস্তুর
(D) জোনাস সল্ক
উত্তর : (B) এডওয়ার্ড জেনার।

(১০) বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day) কবে পালিত হয়?
(A) ২৫ শে সেপ্টেম্বর
(B) ২৬ শে সেপ্টেম্বর
(C) ২৭ শে সেপ্টেম্বর
(D) ২৮ শে সেপ্টেম্বর
উত্তর : (C) ২৭ শে সেপ্টেম্বর।

(১১) সংযুক্ত আরব আমিরশাহী (UAE) -এর রাজধানীর নাম —
(A) শারজা
(B) আবুধাবি
(C) দুবাই
(D) কায়রো
উত্তর : (B) আবুধাবি।

(১২) ‘Being a Scot’ (২০০৮) কার আত্মজীবনী?
(A) শন কনারি
(B) রজার মুর
(C) ড্যানিয়েল ক্রেগ
(D) পিয়ার্স ব্রসনান
উত্তর : (A) শন কনারি।

(১৩) ‘পথের দাবী’ (১৯২৬) উপন্যাসটি কে রচনা করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর : (C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

(১৪) বনফুল কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) মোহিতলাল মজুমদার
(B) কালিদাস রায়
(C) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(D) বিমল ঘোষ
উত্তর : (C) বলাইচাঁদ মুখোপাধ্যায়।

(১৫) লিওনেল মেসি কোন দেশের ফুটবলার?
(A) ব্রাজিল
(B) আর্জেন্টিনা
(C) ইংল্যান্ড
(D) স্পেন
উত্তর : (B) আর্জেন্টিনা।

(১৬) ভারতের কোন রাজ্যে পুষ্কর হ্রদ রয়েছে?
(A) মহারাষ্ট্র
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) কর্ণাটক
উত্তর : (B) রাজস্থান।

(১৭) চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে?
(A) গোদাবরী
(B) ইন্দ্রাবতী
(C) কাবেরী
(D) নর্মদা
উত্তর : (B) ইন্দ্রাবতী।

(১৮) পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেউচা পাঁচামি কয়লাখনি রয়েছে?
(A) বাঁকুড়া
(B) পশ্চিম বর্ধমান
(C) পুরুলিয়া
(D) বীরভূম
উত্তর : (D) বীরভূম।

(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর (EWS) জন্য ১০% সংরক্ষণ প্রবর্তন করা হয় —
(A) ১০০-তম সংশোধনী
(B) ১০১-তম সংশোধনী
(C) ১০৩-তম সংশোধনী
(D) ১০৪-তম সংশোধনী
উত্তর : (C) ১০৩-তম সংশোধনী।

(২০) আরবের সাগরের রানী নামে পরিচিত —
(A) কোচি
(B) বেঙ্গালুরু
(C) চেন্নাই
(D) হায়দ্রাবাদ
উত্তর : (A) কোচি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-17

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!