WBSSC Group-C & D General Awareness Part-17
WBSSC Group-C & D General Awareness Part-17
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-17)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) CTBT -এর পুরো কথাটি কি?
(A) Comprehensive Treaty Ban Test
(B) Communication Test Ban Treaty
(C) Commission Test Ban Treaty
(D) Comprehensive Test Ban Treaty
উত্তর : (D) Comprehensive Test Ban Treaty।
(২) বান্ধবগড় জাতীয় উদ্যান (Bandhavgarh National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কর্ণাটক
(B) মধ্যপ্রদেশ
(C) রাজস্থান
(D) মহারাষ্ট্র
উত্তর : (B) মধ্যপ্রদেশ।
(৩) দিল্লিতে সুলতানি যুগের একমাত্র নারী শাসক কে?
(A) ঘসেটি বেগম
(B) নূরজাহান
(C) রাজিয়া সুলতানা
(D) মমতাজ
উত্তর : (C) রাজিয়া সুলতানা।
(৪) নিচের ধাতুকল্পের উদাহরণ নয়?
(A) বোরন
(B) আর্সেনিক
(C) কার্বন
(D) অ্যান্টিমনি
উত্তর : (C) কার্বন।
(৫) ভারতের তোতাপাখি নামে পরিচিত —
(A) আমির খসরু
(B) বৈরাম খাঁ
(C) আবুল ফজল
(D) টোডর মল
উত্তর : (A) আমির খসরু।
(৬) তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাস হল —
(A) ক্রিপটন
(B) রেডন
(C) হিলিয়াম
(D) জেনন
উত্তর : (B) রেডন।
(৭) কোন ভিটামিনের অভাবে ফ্রিনোডার্মা (Phrynoderma) রোগ হয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-সি
(C) ভিটামিন-ডি
(D) ভিটামিন-কে
উত্তর : (A) ভিটামিন-এ।
(৮) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) কবে পালিত হয়?
(A) ২১ শে মে
(B) ২১ শে জুন
(C) ২১ শে জুলাই
(D) ২১ শে মার্চ
উত্তর : (B) ২১ শে জুন।
(৯) পেরুর রাজধানীর নাম —
(A) বাকু
(B) হাভানা
(C) লিমা
(D) বোগোটা
উত্তর : (C) লিমা।
(১০) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি (Scurvy) রোগ হয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-বি
(C) ভিটামিন-সি
(D) ভিটামিন-ডি
উত্তর : (C) ভিটামিন-সি।
(১১) বিশ্ব ওজোন দিবস (World Ozone Day) কবে পালিত হয়?
(A) ১৬ ই সেপ্টেম্বর
(B) ১৬ ই অক্টোবর
(C) ১৬ ই নভেম্বর
(D) ১৬ ই ডিসেম্বর
উত্তর : (A) ১৬ ই সেপ্টেম্বর।
(১২) ‘A Promised Land’ (২০১৭) কার আত্মজীবনী?
(A) ডোনাল্ড ট্রাম্প
(B) বারাক ওবামা
(C) হিলারি ক্লিন্টন
(D) জো বাইডেন
উত্তর : (B) বারাক ওবামা।
(১৩) ‘মানব জমিন’ (১৯৮৮) উপন্যাসটি কে রচনা করেন?
(A) বুদ্ধদেব গুহ
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(D) সমরেশ মজুমদার
উত্তর : (C) শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
(১৪) ফা-হিয়েন কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) গৌরকিশোর ঘোষ
(B) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(C) হিমানীশ গোস্বামী
(D) শক্তি চট্টোপাধ্যায়
উত্তর : (A) গৌরকিশোর ঘোষ।
(১৫) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের ফুটবলার?
(A) ব্রাজিল
(B) পর্তুগাল
(C) জার্মানি
(D) আর্জেন্টিনা
উত্তর : (B) পর্তুগাল।
(১৬) শতদ্রু কোন নদীর উপনদী?
(A) গঙ্গা
(B) ব্রহ্মপুত্র
(C) সিন্ধু
(D) গোদাবরী
উত্তর : (C) সিন্ধু।
(১৭) গুজরাটের রাজধানীর নাম কি?
(A) আমেদাবাদ
(B) গান্ধীনগর
(C) ভদোদরা
(D) সুরাট
উত্তর : (B) গান্ধীনগর।
(১৮) পশ্চিমবঙ্গের কোন দুই নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ রূপে পরিচিত?
(A) দ্বারকেশ্বর ও হলদি
(B) হুগলি ও হলদি
(C) দ্বারকেশ্বর ও শিলাই
(D) মহানন্দা ও আত্রেয়ী
উত্তর : (C) দ্বারকেশ্বর ও শিলাই।
(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন (NCBC)-কে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে —
(A) ১০০-তম সংশোধনী
(B) ১০১-তম সংশোধনী
(C) ১০২-তম সংশোধনী
(D) ১০৩-তম সংশোধনী
উত্তর : (C) ১০২-তম সংশোধনী।
(২০) ‘মাধুকরী’ (১৯৮৬) উপন্যাসটি কে রচনা করেন?
(A) সুনীল গঙ্গোপাধ্যায়
(B) বুদ্ধদেব গুহ
(C) জয় গোস্বামী
(D) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উত্তর : (B) বুদ্ধদেব গুহ।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-18 - ভূগোলিকা-Bhugolika