WBSSC Group-C & D General Awareness Part-16
WBSSC Group-C & D General Awareness Part-16
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-16)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) COPD -এর পুরো কথাটি কি?
(A) Chronic Obstructive Pulmonary Disorder
(B) Chronic Obstructive Pancreatic Disease
(C) Chronic Obstructive Pulmonary Disease
(D) Chronic Obstructive Panic Disorder
উত্তর : (C) Chronic Obstructive Pulmonary Disease।
(২) কেইবুল লামজাও জাতীয় উদ্যান (Keibul Lamjao National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) মণিপুর
(B) মিজোরাম
(C) নাগাল্যান্ড
(D) ঝাড়খন্ড
উত্তর : (A) মণিপুর।
(৩) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে ঘটেছিল?
(A) ১১৯০
(B) ১১৯১
(C) ১১৯২
(D) ১১৯৩
উত্তর : (B) ১১৯১।
(৪) প্রকৃতিতে সবচেয়ে ভারী ধাতু কোনটি?
(A) লোহা
(B) অসমিয়াম
(C) সোনা
(D) লিথিয়াম
উত্তর : (B) অসমিয়াম।
(৫) কত সালে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়?
(A) ১১৯২
(B) ১২০৬
(C) ১৫২৬
(D) ১৫৫৬
উত্তর : (B) ১২০৬।
(৬) সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি?
(A) সোনা
(B) রূপা
(C) লোহা
(D) তামা
উত্তর : (B) রূপা।
(৭) কোন ভিটামিনের অভাবে রিকেট (Ricket) রোগ হয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-বি
(C) ভিটামিন-সি
(D) ভিটামিন-ডি
উত্তর : (D) ভিটামিন-ডি।
(৮) বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) কবে পালিত হয়?
(A) ৫ ই মার্চ
(B) ৫ ই মে
(C) ৫ ই জুন
(D) ৫ ই জুলাই
উত্তর : (C) ৫ ই জুন।
(৯) কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা (Pellagra) রোগ হয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-বি১
(C) ভিটামিন-সি
(D) ভিটামিন-বি৩
উত্তর : (D) ভিটামিন-বি৩।
(১০) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (International Literacy Day) কবে পালিত হয়?
(A) ৮ ই সেপ্টেম্বর
(B) ৮ ই অক্টোবর
(C) ৮ ই নভেম্বর
(D) ৮ ই ডিসেম্বর
উত্তর : (A) ৮ ই সেপ্টেম্বর।
(১১) কেনিয়ার রাজধানীর নাম —
(A) খার্তুম
(B) নাইরোবি
(C) কায়রো
(D) প্রিটোরিয়া
উত্তর : (B) নাইরোবি।
(১২) ‘The Story of My Life’ (১৯০৩) কার আত্মজীবনী?
(A) মার্ক টোয়েন
(B) অস্কার ওয়াইল্ড
(C) হেলেন কেলার
(D) মেরি কুরি
উত্তর : (C) হেলেন কেলার।
(১৩) ‘কালবেলা’ (১৯৮১) উপন্যাসটি কে রচনা করেন?
(A) সমরেশ বসু
(B) সুচিত্রা ভট্টাচার্য
(C) সমরেশ মজুমদার
(D) নিমাই ভট্টাচার্য
উত্তর : (C) সমরেশ মজুমদার।
(১৪) পুরন্দর ভাট কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) বিজন ভট্টাচার্য
(B) জয়দেব কর্মকার
(C) নবারুণ ভট্টাচার্য
(D) কালিদাস রায়
উত্তর : (C) নবারুণ ভট্টাচার্য।
(১৫) অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
(A) পি. টি. ঊষা
(B) কর্ণম মালেশ্বরী
(C) সাইনা নেহওয়াল
(D) পি. ভি. সিন্ধু
উত্তর : (B) কর্ণম মালেশ্বরী।
(১৬) ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
উত্তর : (B) কর্ণাটক।
(১৭) ভারতের কেন্দ্রীয় ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) নাগপুর
(B) পাটনা
(C) লখনউ
(D) কানপুর
উত্তর : (D) কানপুর।
(১৮) পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর জয়ী সেতু নির্মাণ করা হয়েছে?
(A) তোর্সা
(B) মহানন্দা
(C) তিস্তা
(D) জলঢাকা
উত্তর : (C) তিস্তা।
(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে গুডস্ অ্যান্ড সার্ভিসেস্ ট্যাক্স (GST) -এর সূচনা হয় —
(A) ১০০-তম সংশোধনী
(B) ১০১-তম সংশোধনী
(C) ১০২-তম সংশোধনী
(D) ১০৩-তম সংশোধনী
উত্তর : (B) ১০১-তম সংশোধনী।
(২০) কোন শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত?
(A) বেঙ্গালুরু
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) চেন্নাই
উত্তর : (A) বেঙ্গালুরু।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-17 - ভূগোলিকা-Bhugolika