Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-11

WBSSC Group-C & D General Awareness Part-11

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-11)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-11

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) BHEL -এর পুরো কথাটি কি?
(A) Brihat Hardware Enterprise Limited
(B) Bharat Heavy Electricals Limited
(C) Bharat Heavy Electricity Limited
(D) Bharat Heavy Electronics Limited
উত্তর : (B) Bharat Heavy Electricals Limited।

(২) ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান (Valley of Flowers National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরাখন্ড
(B) হিমাচল প্রদেশ
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ
উত্তর : (A) উত্তরাখন্ড।

(৩) কত খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়?
(A) ২২০ খ্রিস্টাব্দে
(B) ২৩০ খ্রিস্টাব্দে
(C) ২৪০ খ্রিস্টাব্দে
(D) ২৫০ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ২৪০ খ্রিস্টাব্দে।

(৪) নিচের কোনটি শূন্যযোজী মৌল?
(A) হাইড্রোজেন
(B) কার্বন
(C) হিলিয়াম
(D) পটাশিয়াম
উত্তর : (C) হিলিয়াম।

(৫) কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
উত্তর : (B) সমুদ্রগুপ্ত।

(৬) প্রকৃতিতে পাওয়া মৌলের সংখ্যা —
(A) ৯১ টি
(B) ৯২ টি
(C) ৯৩ টি
(D) ৯৪ টি
উত্তর : (D) ৯৪ টি।

(৭) কোন উদ্ভিদ থেকে কুইনাইন পাওয়া যায়?
(A) সর্পগন্ধা
(B) সিঙ্কোনা
(C) তুলসী
(D) বাসক
উত্তর : (B) সিঙ্কোনা।

(৮) এলিসা (ELISA) পরীক্ষার দ্বারা কোন রোগ নির্ণয় করা হয়?
(A) এইডস
(B) যক্ষ্মা
(C) ক্যান্সার
(D) ম্যালেরিয়া
উত্তর : (A) এইডস।

(৯) জাতীয় যুব দিবস (National Youth Day) কবে পালিত হয়?
(A) ১২ ই জানুয়ারি
(B) ১২ ই ফেব্রুয়ারি
(C) ১৬ ই জানুয়ারি
(D) ১৮ ই ফেব্রুয়ারি
উত্তর : (A) ১২ ই জানুয়ারি।

(১০) বিশ্ব সামাজিক ন্যায় দিবস (World Day for Social Justice) কবে পালিত হয়?
(A) ২০ শে জানুয়ারি
(B) ১৫ ই ফেব্রুয়ারি
(C) ১৫ ই জানুয়ারি
(D) ২০ শে ফেব্রুয়ারি
উত্তর : (D) ২০ শে ফেব্রুয়ারি।

(১১) দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম —
(A) লুয়ান্ডা
(B) অসলো
(C) সিওল
(D) সোফিয়া
উত্তর : (C) সিওল।

(১২) ‘Golden Girl’ (১৯৮৭) কার আত্মজীবনী?
(A) হেলেন কেলার
(B) পি. টি. ঊষা
(C) মেরিলিন মনরো
(D) সরোজিনী নাইডু
উত্তর : (B) পি. টি. ঊষা।

(১৩) ‘টিনের তলোয়ার’ (১৯৭৩) নাটকটি কে রচনা করেন?
(A) বিজন ভট্টাচার্য
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) উৎপল দত্ত
(D) সমরেশ মজুমদার
উত্তর : (C) উৎপল দত্ত।

(১৪) অনিলা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) মোহিতলাল মজুমদার
(C) সুবোধ ঘোষ
(D) জয়দেব কর্মকার
উত্তর : (A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

(১৫) কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন?
(A) সুনীল গাভাসকার
(B) কপিল দেব
(C) লালা অমরনাথ
(D) মহিন্দর অমরনাথ
উত্তর : (C) লালা অমরনাথ।

(১৬) আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) রাজস্থান
(D) তামিলনাড়ু
উত্তর : (C) রাজস্থান।

(১৭) ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ রয়েছে?
(A) হরিয়ানা
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) কেরালা
উত্তর : (B) মণিপুর।

(১৮) পশ্চিমবঙ্গের কোন জেলায় নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে?
(A) দার্জিলিং
(B) জলপাইগুড়ি
(C) কালিম্পং
(D) কোচবিহার
উত্তর : (C) কালিম্পং।

(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় —
(A) ৪১-তম সংশোধনী
(B) ৪২-তম সংশোধনী
(C) ৪৩-তম সংশোধনী
(D) ৪৪-তম সংশোধনী
উত্তর : (D) ৪৪-তম সংশোধনী।

(২০) পোড়া চুনের রাসায়নিক নাম কি?
(A) কার্বনিল ক্লোরাইড
(B) ক্যালসিয়াম অক্সাইড
(C) সোডিয়াম ক্লোরাইড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর : (B) ক্যালসিয়াম অক্সাইড।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-10

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!