Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-10

WBSSC Group-C & D General Awareness Part-10

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-10)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-10

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ESMA -এর পুরো কথাটি কি?
(A) Emergency Services Maintenance Act
(B) Essential Services Maintenance Act
(C) Empowered Services Maintenance Act
(D) Estimated Services Maintenance Act
উত্তর : (B) Essential Services Maintenance Act।

(২) কানহা জাতীয় উদ্যান (Kanha National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) হিমাচল প্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) অরুণাচল প্রদেশ
উত্তর : (C) মধ্যপ্রদেশ।

(৩) হাইড্রার গমন অঙ্গের নাম কি?
(A) কর্ষিকা
(B) সিটা
(C) ক্ষণপদ
(D) ফ্ল্যাজেলা
উত্তর : (A) কর্ষিকা।

(৪) ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন?
(A) বিষ্ণু শর্মা
(B) কৌটিল্য
(C) মেগাস্থিনিস
(D) সুয়ান জাং
উত্তর : (C) মেগাস্থিনিস।

(৫) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) বৈশালী
(D) জলন্ধর
উত্তর : (B) রাজগৃহ।

(৬) সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি?
(A) ঝিলাম
(B) বিতস্তা
(C) বিপাশা
(D) শতদ্রু
উত্তর : (D) শতদ্রু।

(৭) ইউরেনিয়াম পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে —
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
উত্তর : (D) ৭।

(৮) ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(B) গণেশ বাসুদেব মাভলঙ্কর
(C) জওহরলাল নেহরু
(D) বিনায়ক দামোদর সাভারকর
উত্তর : (B) গণেশ বাসুদেব মাভলঙ্কর।

(৯) ম্যালেরিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?
(A) প্লীহা
(B) যকৃৎ
(C) ফুসফুস
(D) বৃক্ক
উত্তর : (A) প্লীহা।

(১০) পিতল সংকর ধাতুর উপাদান কি কি?
(A) তামা ও টিন
(B) তামা ও লোহা
(C) তামা ও সোনা
(D) তামা ও দস্তা
উত্তর : (D) তামা ও দস্তা।

(১১) ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট
(B) ক্যালশিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট
(C) পটাশিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট
(D) ম্যাগনেসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট
উত্তর : (B) ক্যালশিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট।

(১২) আন্তর্জাতিক বাঘ দিবস (International Tiger Day) কবে পালিত হয়?
(A) ২৯ শে এপ্রিল
(B) ২৯ শে জুলাই
(C) ২৯ শে নভেম্বর
(D) ২৯ শে ডিসেম্বর
উত্তর : (B) ২৯ শে জুলাই।

(১৩) পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়?
(A) ২০১৬
(B) ২০১৭
(C) ২০১৮
(D) ২০১৯
উত্তর : (A) ২০১৬।

(১৪) ভারতের কোন ক্রীড়াবিদ ‘উড়ন্ত শিখ’ (Flying Sikh) নামে পরিচিত?
(A) মিলখা সিং
(B) হরভজন সিং
(C) যুবরাজ সিং
(D) জীব মিলখা সিং
উত্তর : (A) মিলখা সিং।

(১৫) পশ্চিমবঙ্গের কোথায় হংসেশ্বরী মন্দির অবস্থিত?
(A) কল্যাণী
(B) বাঁশবেড়িয়া
(C) ব্যারাকপুর
(D) রানাঘাট
উত্তর : (B) বাঁশবেড়িয়া।

(১৬) পুতুলনাচের ইতিকথা (১৯৩৬) উপন্যাসটি কে রচনা করেন?
(A) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
(B) মানিক বন্দ্যোপাধ্যায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (B) মানিক বন্দ্যোপাধ্যায়।

(১৭) ক্রোয়েশিয়ার রাজধানীর নাম —
(A) ভিয়েনা
(B) প্রাগ
(C) মিলান
(D) জাগ্রেব
উত্তর : (D) জাগ্রেব।

(১৮) পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি?
(A) ওজোস ডেল সালাডো
(B) মাউন্ট এভারেস্ট
(C) মাউন্ট ভিসুভিয়াস
(D) মাউন্ট কিলিমাঞ্জারো
উত্তর : (A) ওজোস ডেল সালাডো।

(১৯) ‘Playing to Win’ (২০১৩) কোন ক্রীড়াবিদের আত্মজীবনী?
(A) সানিয়া মির্জা
(B) সাইনা নেহওয়াল
(C) কপিল দেব
(D) সৌরভ গাঙ্গুলী
উত্তর : (B) সাইনা নেহওয়াল।

(২০) ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ (National Nutrition Week) কবে পালিত হয়?
(A) ১-৭ সেপ্টেম্বর
(B) ১-৭ অক্টোবর
(C) ১-৭ নভেম্বর
(D) ১-৭ ডিসেম্বর
উত্তর : (A) ১-৭ সেপ্টেম্বর।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-9

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!