WBSSC Group-C & D Arithmetic Part-20
WBSSC Group-C & D Arithmetic Part-20
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-20)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) চারটি ঘন্টা যথাক্রমে ৩০ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা ও ১ ঘন্টা ৪৫ মিনিট পর বাজে। তারা একসাথে দুপুর ১২ টাতে বাজার পর আবার কখন একসাথে বাজবে?
(A) পরের দিন রাত ১২ টা
(B) পরের দিন ভোর ৩ টা
(C) পরের দিন সকাল ৬ টা
(D) পরের দিন সকাল ৯ টা
উত্তর : (D) পরের দিন সকাল ৯ টা।
(২) তিনটি পাত্রে যথাক্রমে ৯/১০ কেজি, ৬/৫ কেজি এবং ৩/২০ কেজি চিনি রয়েছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের চিনি পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে?
(A) ১০০ গ্রাম
(B) ১৫০ গ্রাম
(C) ২০০ গ্রাম
(D) ২৫০ গ্রাম
উত্তর : (B) ১৫০ গ্রাম।
(৩) সরল করো।
(৮/৩ + ৫২/৯) ÷ (৩/২ − ৪/৯) ÷ (২/২৫ × ৭/৪২ × ২১/৫৬)
(A) ১২০০
(B) ১৪০০
(C) ১৬০০
(D) ১৮০০
উত্তর : (C) ১৬০০।
(৪) সরল করো।
(২/৭ − ২/৪৯) এর (১/৩ − ১/৯) ÷ (২/৩ − ২/৯) এর (১/৭ − ১/৪৯)
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (B) ১।
(৫) দুটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
(A) ২ : ৩
(B) ৩ : ৪
(C) ৪ : ৯
(D) ৯ : ৪
উত্তর : (D) ৯ : ৪।
(৬) বিভাবতীর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০০০০ টাকা হলে, বিভাবতী মাসিক কত টাকা ব্যয় করেন?
(A) ১০,০০০
(B) ১৫,০০০
(C) ২০,০০০
(D) ২৫,০০০
উত্তর : (B) ১৫,০০০।
(৭) A, B ও C কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে ১০ দিন, ১২ দিন ও ১৫ দিনে করে। তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ হবে?
(A) ২ দিনে
(B) ৪ দিনে
(C) ৬ দিনে
(D) ৮ দিনে
উত্তর : (B) ৪ দিনে।
(৮) দৈনিক ২০ জন লোক ৩০ টি জামা ৪ ঘন্টায় বানাতে পারে। যদি ৮ জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে দৈনিক ৮ ঘন্টায় বাকি লোক কতগুলি জামা বানাতে পারবে?
(A) ২১
(B) ২৪
(C) ২৭
(D) ৩০
উত্তর : (C) ২৭।
(৯) একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কিমি এবং অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘন্টায়। নৌকার গতিবেগ কত?
(A) ২.৫ কিমি/ঘন্টা
(B) ৩.৫ কিমি/ঘন্টা
(C) ৪.৫ কিমি/ঘন্টা
(D) ৫.৫ কিমি/ঘন্টা
উত্তর : (C) ৪.৫ কিমি/ঘন্টা।
(১০) স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। স্রোতের অনুকূলে ৩৩ কিমি দূরত্ব ৩ ঘন্টায় গেলে, ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
(A) ১০ ঘন্টা
(B) ১১ ঘন্টা
(C) ১২ ঘন্টা
(D) ১৩ ঘন্টা
উত্তর : (B) ১১ ঘন্টা।
(১১) একটি পরিবারের ৬ জন সদস্যের গড় বয়স ২৫ বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ৫ বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল?
(A) ২২ বছর
(B) ২৪ বছর
(C) ২৬ বছর
(D) ২৮ বছর
উত্তর : (B) ২৪ বছর।
(১২) ৪ বছর আগে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ৬ জন সদস্যের গড় বয়স ছিল ১৪ বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স ১৭ বছর হল। বর্তমানে নতুন সদস্যের বয়স কত?
(A) ১১ বছর
(B) ১২ বছর
(C) ১৩ বছর
(D) ১৪ বছর
উত্তর : (A) ১১ বছর।
(১৩) এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে ১০% ও ২০% বৃদ্ধি হল। মোটের ওপর শতকরা বৃদ্ধি হল?
(A) ৩২%
(B) ৩০%
(C) ৩৪%
(D) ২৮%
উত্তর : (A) ৩২%।
(১৪) এক ব্যক্তির বেতন প্রথমে ১৫% বৃদ্ধি পেয়ে পরে ২০% কমে গেল। মোটের ওপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে?
(A) ৬% হ্রাস পাবে
(B) ৮% হ্রাস পাবে
(C) ৬% বৃদ্ধি পাবে
(D) ৮% বৃদ্ধি পাবে
উত্তর : (B) ৮% হ্রাস পাবে।
(১৫) এক ব্যবসায়ী কোনো দ্রব্যের উপর ১০% ছাড় দিয়েও ২৬% লাভ করে। ওই দ্রব্যের ধার্য মূল্য ২৮০ টাকা হলে, ক্রয় মূল্য কত?
(A) ২০০ টাকা
(B) ২১০ টাকা
(C) ২২০ টাকা
(D) ২৩০ টাকা
উত্তর : (A) ২০০ টাকা।
(১৬) একটি টিভি সেটের বিক্রয় মূল্য, ১০% বিক্রয় কর সহ ১৭,৬০০ টাকা ধার্য করা আছে। বিক্রয় করের পরিমাণ কত?
(A) ১৭৬০ টাকা
(B) ১৬৬০ টাকা
(C) ১৬০০ টাকা
(D) ১৭০০ টাকা
উত্তর : (C) ১৬০০ টাকা।
(১৭) একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। হর ও লব উভয়ের থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
(A) ১১/১৩
(B) ৭/৯
(C) ১৩/১৫
(D) ৯/১১
উত্তর : (D) ৯/১১।
(১৮) একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত?
(A) ১৬
(B) ১৮
(C) ২০
(D) ২২
উত্তর : (B) ১৮।
(১৯) বার্ষিক সুদের হার ৫% থেকে বেড়ে ৬% হওয়ায় প্রাপ্ত সুদ ২০ টাকা বাড়ল। আসল কত?
(A) ১২০০ টাকা
(B) ১৫০০ টাকা
(C) ১৮০০ টাকা
(D) ২০০০ টাকা
উত্তর : (D) ২০০০ টাকা।
(২০) বার্ষিক ৬% হার সরল সুদে ৩ বছরে সবৃদ্ধিমূল ৩৫৪০ টাকা হলে, সুদ কত হবে?
(A) ৫৪০ টাকা
(B) ৪৪০ টাকা
(C) ৬৪০ টাকা
(D) ৩৪০ টাকা
উত্তর : (A) ৫৪০ টাকা।