WBSSC Group-C & D Arithmetic Part-19
WBSSC Group-C & D Arithmetic Part-19
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-19)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) ২/৩, ৪/৫, ৬/৭ -এর লসাগু নির্ণয় করো।
(A) ১২
(B) ১৪
(C) ১৫
(D) ১৮
উত্তর : (A) ১২।
(২) দুটি সংখ্যার গুণফল ৪১০৭ এবং গসাগু ৩৭ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(A) ৯৯
(B) ১০১
(C) ১১১
(D) ১২১
উত্তর : (C) ১১১।
(৩) সরল করো।
০.২৫ × ০.২৫ − ০.২৪ × ০.২৪ / ০.৪৯
(A) ০.১
(B) ০.০১
(C) ১
(D) ১০
উত্তর : (B) ০.০১।
(৪) সরল করো।
২০০ ÷ [৮৮ − {(১২ × ১৩) − ৩ × (৪০ − ৯)}]
(A) ২
(B) ৪
(C) ৬
(D) ৮
উত্তর : (D) ৮।
(৫) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে কোণ তিনটির মান কত?
(A) ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭৫ ডিগ্রি
(B) ৪৫ ডিগ্রি, ৪৫ ডিগ্রি, ৯০ ডিগ্রি
(C) ৬০ ডিগ্রি, ৩০ ডিগ্রি, ৯০ ডিগ্রি
(D) ৪৫ ডিগ্রি, ৭৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি
উত্তর : (A) ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭৫ ডিগ্রি।
(৬) চতুর্ভুজের চার কোণে অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে কত?
(A) ১১৫ ডিগ্রি
(B) ১২৫ ডিগ্রি
(C) ১৩৫ ডিগ্রি
(D) ১৪৫ ডিগ্রি
উত্তর : (C) ১৩৫ ডিগ্রি।
(৭) ৯ জন শিশু একটি কাজ ৩৬০ দিনে করতে পারে। ১৮ জন পুরুষ ওই কাজটি ৭২ দিনে এবং ১২ জন মহিলা ওই কাজটি ১৬২ দিনে করতে পারে। কত দিনে জন ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ১০ জন শিশু ওই কাজটি করতে পারবে?
(A) ৭৫
(B) ৭৮
(C) ৮১
(D) ৮৩
উত্তর : (C) ৮১।
(৮) A একটি কাজের ১/২ অংশ করে ৫ দিনে এবং B ওই কাজটির ২/৫ অংশ করে ৬ দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে?
(A) ৩ দিনে
(B) ৪ দিনে
(C) ৫ দিনে
(D) ৬ দিনে
উত্তর : (D) ৬ দিনে।
(৯) ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ৫৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?
(A) ২০ মিটার/সেকেন্ড
(B) ৩০ মিটার/সেকেন্ড
(C) ৪০ মিটার/সেকেন্ড
(D) ৫০ মিটার/সেকেন্ড
উত্তর : (C) ৪০ মিটার/সেকেন্ড।
(১০) নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদীপথে ৩০ কিমি যাওয়া আসা করতে কত সময় লাগবে?
(A) ৩ ঘন্টা
(B) ৩.৫ ঘন্টা
(C) ৪ ঘন্টা
(D) ৪.৫ ঘন্টা
উত্তর : (D) ৪.৫ ঘন্টা।
(১১) দেবিকার বয়স যখন ৩ বছর ২ মাস তখন সূচনা জন্মায়। সূচনার বয়স যখন ৪ বছর ২ মাস তখন তানিয়া জন্মায়। তানিয়ার বয়স যখন ৭ বছর ৩ মাস, তখন তাদের বয়সের গড় কত?
(A) ১০ বছর ৫ মাস
(B) ১০ বছর ৯ মাস
(C) ১১ বছর ১ মাস
(D) ১১ বছর ৬ মাস
উত্তর : (C) ১১ বছর ১ মাস।
(১২) একটি ক্লাসের ৪০ জন ছাত্রের গড় উচ্চতা ১৪৫ সেমি। ৫ জন ছাত্র ফেল করায় বাকি ছাত্রদের গড় উচ্চতা ৪ সেমি বৃদ্ধি পেয়েছে। যারা ফেল করল তাদের গড় উচ্চতা কত?
(A) ১১৫ সেমি
(B) ১১৭ সেমি
(C) ১১৯ সেমি
(D) ১২১ সেমি
উত্তর : (B) ১১৭ সেমি।
(১৩) দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে ১২% বৃদ্ধি পেল এবং বিকেলে ১২% কমে গেল। মোটের ওপর সারাদিনে তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস পেল?
(A) ১.২৪%
(B) ১.৩৪%
(C) ১.৪৪%
(D) ১.৫৪%
উত্তর : (C) ১.৪৪%।
(১৪) একটি সংখ্যার পরপর দুবার ১০% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয়?
(A) ২০%
(B) ২১%
(C) ২৫%
(D) ৩০%
উত্তর : (B) ২১%।
(১৫) বিভাবতী ৯০ পয়সা/প্রতি দরে ১৪৪ টি ডিম ক্রয় করল। কিন্তু এর মধ্যে ২০ টি ডিম ভেঙে গেল। সে বাকি ডিমগুলি প্রতিটি ১.২০ টাকা দরে বিক্রি করল। বিভাবতীর কত শতাংশ লাভ বা ক্ষতি হল?
(A) ১৪.৮% লাভ
(B) ১৪.৮% ক্ষতি
(C) ১২.৮% লাভ
(D) ১২.৮% ক্ষতি
উত্তর : (A) ১৪.৮% লাভ।
(১৬) যদি তেলের মূল্য ৩৩% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
(A) ২০%
(B) ২৫%
(C) ৩০%
(D) ৩৩%
উত্তর : (B) ২৫%।
(১৭) ৫ ফুট লম্বা একটি লাঠিকে এমনভাবে দুই খন্ডে ভাগ করা হল যে একটি অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
(A) ১২ ইঞ্চি
(B) ১৬ ইঞ্চি
(C) ২০ ইঞ্চি
(D) ২৪ ইঞ্চি
উত্তর : (D) ২৪ ইঞ্চি।
(১৮) একটি বাঁশের ০.১৫ অংশ কাদায়, ০.৬৫ অংশ জলেতে রয়েছে। যদি জলের ওপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তবে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
(A) ১৮ মিটার
(B) ২০ মিটার
(C) ২২ মিটার
(D) ২৪ মিটার
উত্তর : (B) ২০ মিটার।
(১৯) কোনো টাকা ৬ বছরে সুদে-আসলে ৮/৫ গুণ হয়। সুদের হার কত?
(A) ১০%
(B) ১২%
(C) ১৪%
(D) ১৬%
উত্তর : (A) ১০%।
(২০) কত বছরে ১০% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত ১০ : ৩ হবে?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
উত্তর : (B) ৩।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-20 - ভূগোলিকা-Bhugolika