Monday, January 26, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-18

WBSSC Group-C & D Arithmetic Part-18

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-18)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-18

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার লসাগু ৪৮ এবং ওই সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, তাদের যোগফল কত?
(A) ৩০
(B) ৪০
(C) ৫০
(D) ৬০
উত্তর : (B) ৪০।

(২) ২৮ এবং ৪২ -এর লসাগু ও গসাগুর অনুপাত কত?
(A) ৪ : ১
(B) ৬ : ১
(C) ৩ : ২
(D) ৫ : ৩
উত্তর : (B) ৬ : ১।

(৩) সরল করো।
৭ + [{৪৫ ÷ ৯ + ৩} × {(১২ − ৭) × ২ − ৫} − ১ ÷ ১৩
(A) ০
(B) ১
(C) ৭
(D) ১০
উত্তর : (D) ১০।

(৪) সরল করো।
৪৩/২৩ × [৬৯/১৬ ÷ {১১/৮ এর ১১/২ + (৫/৭ − ৩/১৪)}]
(A) ০
(B) ১
(C) ১০
(D) ১১
উত্তর : (B) ১।

(৫) ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
(A) ২১০০ টাকা
(B) ২২০০ টাকা
(C) ২৩০০ টাকা
(D) ২৫০০ টাকা
উত্তর : (A) ২১০০ টাকা।

(৬) একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা মূল্যের চায়ের সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা মূল্যের চা ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চায়ের মূল্য কত হবে?
(A) ৮০ টাকা
(B) ৮৫ টাকা
(C) ৯০ টাকা
(D) ৯৫ টাকা
উত্তর : (D) ৯৫ টাকা।

(৭) একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। যদি একটি নল দ্বারা পূর্ণ হতে ২০ মিনিট সময় লাগে, তবে অপরটি দ্বারা পূর্ণ হতে কত সময় লাগবে?
(A) ২০ মিনিট
(B) ২৪ মিনিট
(C) ৩০ মিনিট
(D) ৩২ মিনিট
উত্তর : (C) ৩০ মিনিট।

(৮) ৮ জন পুরুষ ও ৫ জন মহিলা একত্রে একটি কাজ ৬ দিনে করে। ৪ জন পুরুষ ও ৮ জন মহিলা একত্রে একই কাজ ৯ দিনে করে। ১৬ জন পুরুষ ও ১০ জন মহিলা একত্রে এই কাজটি কত দিনে করবে?
(A) ৩ দিনে
(B) ৪ দিনে
(C) ৫ দিনে
(D) ৬ দিনে
উত্তর : (A) ৩ দিনে।

(৯) এক ব্যক্তি ৮ কিমি/ঘন্টা গতিবেগে পায়ে হেঁটে এবং ১৩ কিমি/ঘন্টা গতিবেগে সাইকেলে ভ্রমণ করেছেন। তিনি ৮ ঘণ্টায় ৮৪ কিমি দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কত ঘণ্টা সাইকেল চালিয়েছেন?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
উত্তর : (C) ৪।

(১০) বিভাবতী এক্সপ্রেস নামক একটি ট্রেন ৪৮ কিমি/ঘন্টা গতিবেগে ২৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। বিভাবতী এক্সপ্রেস ট্রেনটির দৈর্ঘ্য কত?
(A) ১৫০ মিটার
(B) ১৬০ মিটার
(C) ১৪০ মিটার
(D) ১৪৫ মিটার
উত্তর : (A) ১৫০ মিটার।

(১১) পাঁচটি বইয়ের মধ্যে প্রথম চারটির গড় মূল্য ৩৯ টাকা, শেষ চারটির গড় মূল্য ৪২ টাকা। প্রথম বইটির দাম ৪০ টাকা হলে, শেষ বইটির দাম কত?
(A) ৫২ টাকা
(B) ৫৩ টাকা
(C) ৫৪ টাকা
(D) ৫৫ টাকা
উত্তর : (A) ৫২ টাকা।

(১২) A, B, C-এর গড় আয় ৩৫০০ টাকা ; B, C, D -এর গড় আয় ৪০০০ টাকা ; A, C, D-এর গড় আয় ৫০০০ টাকা ; A, B, D-এর গড় আয় ৬০০০ টাকা, A-এর আয় কত?
(A) ৫৫০০ টাকা
(B) ৬০০০ টাকা
(C) ৬৫০০ টাকা
(D) ৭০০০ টাকা
উত্তর : (C) ৬৫০০ টাকা।

(১৩) একটি আয়তক্ষেত্রের বাহুদ্বয় যথাক্রমে ২০% এবং ১০% হ্রাস পেলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে?
(A) ২২%
(B) ২৪%
(C) ২৬%
(D) ২৮%
উত্তর : (D) ২৮%।

(১৪) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে এবং প্রস্থ ১০% হ্রাস পেলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে?
(A) ৬% বৃদ্ধি পাবে
(B) ৬% হ্রাস পাবে
(C) ৮% বৃদ্ধি পাবে
(D) ৮% হ্রাস পাবে
উত্তর : (C) ৮% বৃদ্ধি পাবে।

(১৫) অন্তরা ৫ টি কলম ১ টাকায় কেনে এবং ৪ টি কলম ১ টাকায় বিক্রি করে। তার লাভের শতাংশ কত?
(A) ১০%
(B) ১৫%
(C) ২০%
(D) ২৫%
উত্তর : (D) ২৫%।

(১৬) ১০% ছাড় দিয়েও ১২% লাভে কোনো একটি বস্তু বিক্রি করলে ক্রয়মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে?
(A) ৪৩ : ৫৬
(B) ৪৫ : ৫৬
(C) ৪৬ : ৫৬
(D) ৫১ : ৫৬
উত্তর : (B) ৪৫ : ৫৬।

(১৭) নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
(A) ৮/১৫
(B) ১৪/৩৩
(C) ৭/১৩
(D) ১১/১৩
উত্তর : (B) ১৪/৩৩।

(১৮) একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ জলের মধ্যে এবং ১২ ফুট জলের ওপরে আছে। খুঁটির মোট দৈর্ঘ্য কত?
(A) ৭০ ফুট
(B) ৭১ ফুট
(C) ৭২ ফুট
(D) ৭৩ ফুট
উত্তর : (C) ৭২ ফুট।

(১৯) সুদের হার কত হলে, কোনো টাকার ৫ বছরের সুদ আসলের ২/৫ অংশ হবে?
(A) ৪%
(B) ৬%
(C) ৭%
(D) ৮%
উত্তর : (D) ৮%।

(২০) বার্ষিক ২৫/৪% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে-আসলে দ্বিগুণ হবে?
(A) ১২ বছর
(B) ১৪ বছর
(C) ১৬ বছর
(D) ১৮ বছর
উত্তর : (C) ১৬ বছর।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-17

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!