Monday, January 26, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-17

WBSSC Group-C & D Arithmetic Part-17

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-17)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-17

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার অনুপাত ৫ : ৪ এবং লসাগু ১৮০ হলে, সংখ্যা দুটি কি কি?
(A) ৪৬, ৩৫
(B) ৪৩, ৪৬
(C) ৪৫, ৩৬
(D) ৫৬, ৪৩
উত্তর : (C) ৪৫, ৩৬।

(২) তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৬ এবং তাদের লসাগু ৫৪। সংখ্যা তিনটির গসাগু কত?
(A) ২
(B) ৩
(C) ৬
(D) ৯
উত্তর : (D) ৯।

(৩) সরল করো।
৪৮ − {২০ − (৮ × ৬) ÷ ১২} ÷ ৮
(A) ৪৪
(B) ৪৬
(C) ৪৮
(D) ৫০
উত্তর : (B) ৪৬।

(৪) সরল করো।
৭২০ − [৩৬ − {৯০ + (৭০ ÷ ১৪) − ৬৪}] × ১৪
(A) ৬৪০
(B) ৬৪৫
(C) ৬৫০
(D) ৬৫৫
উত্তর : (C) ৬৫০।

(৫) একটি মাছ ২৫% লাভে বিক্রি করা হলে, মাছের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
(A) ৩ : ৫
(B) ৪ : ৫
(C) ৫ : ৩
(D) ৫ : ৪
উত্তর : (B) ৪ : ৫।

(৬) দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?
(A) ৩ : ১
(B) ২ : ৩
(C) ১ : ৪
(D) ২ : ১
উত্তর : (D) ২ : ১।

(৭) যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
(A) ৪০ বিঘা
(B) ৪২ বিঘা
(C) ৪৫ বিঘা
(D) ৪৮ বিঘা
উত্তর : (C) ৪৫ বিঘা।

(৮) ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে?
(A) ৪ দিনে
(B) ৫ দিনে
(C) ৬ দিনে
(D) ৭ দিনে
উত্তর : (A) ৪ দিনে।

(৯) তিনটি গাড়ির গতিবেগের অনুপাত ২ : ৩ : ৪। একই দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ির যত সময় লাগবে তার অনুপাত কত?
(A) ২ : ৩ : ৪
(B) ৪ : ৩ : ৬
(C) ৩ : ৪ : ৬
(D) ৬ : ৪ : ৩
উত্তর : (D) ৬ : ৪ : ৩।

(১০) ২৫ মিটার লম্বা একটি ট্রেন ৩০ কিমি/ঘন্টা গতিবেগে চলে। একটি টেলিফোন পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
(A) ৪ সেকেন্ড
(B) ৫ সেকেন্ড
(C) ৬ সেকেন্ড
(D) ৩ সেকেন্ড
উত্তর : (D) ৩ সেকেন্ড।

(১১) একটি স্কুলের ১০ জন ছাত্রের বয়সের গড় ১০.৩ বছর। এদের মধ্যে ৩ জনের গড় বয়স ১২ বছর এবং অন্য ৫ জনের গড় বয়স ৯ বছর হলে, বাকি ২ জনের গড় বয়স কত?
(A) ১০ বছর
(B) ১১ বছর
(C) ১২ বছর
(D) ১৩ বছর
উত্তর : (B) ১১ বছর।

(১২) ৪ টি সংখ্যার মধ্যে প্রথম ৩ টির গড় ১৩ এবং শেষ ৩ টির গড় ১২। শেষ সংখ্যাটি ৪ হলে, প্রথম সংখ্যাটি কত?
(A) ১৫
(B) ১৩
(C) ১১
(D) ১০
উত্তর : (C) ১১।

(১৩) কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৩৬,১০০। বার্ষিক ৫% হারে জনসংখ্যা কমলে, ২ বছর আগে জনসংখ্যা কত ছিল?
(A) ৩৮,৫০০
(B) ৩৯,০০০
(C) ৪০,০০০
(D) ৪০,৫০০
উত্তর : (C) ৪০,০০০।

(১৪) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ১২% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
(A) ২৮.৮%
(B) ২৭.৮%
(C) ২৬.৮%
(D) ২৫.৮%
উত্তর : (A) ২৮.৮%।

(১৫) এক বিক্রেতা কোন একটি ঘড়ি ৫% ছাড় দিয়ে বিক্রি করেন। যদি তিনি ঘড়িটি বিক্রি করার সময় ৭% ছাড় দিতেন, তবে তার ১৫ টাকা কম লাভ হত। ঘড়িটির ধার্যমূল্য কত?
(A) ৭৩০ টাকা
(B) ৭৪০ টাকা
(C) ৭৫০ টাকা
(D) ৭৬০ টাকা
উত্তর : (C) ৭৫০ টাকা।

(১৬) ৮% ক্ষতির পরিবর্তে যদি কোনো বস্তু ৮% লাভে বিক্রি করা হয়, তবে ১২ টাকা বেশি আয় হয়। বস্তুটির ক্রয় মূল্য কত?
(A) ৭৫ টাকা
(B) ৬০ টাকা
(C) ৪৫ টাকা
(D) ৩০ টাকা
উত্তর : (A) ৭৫ টাকা।

(১৭) দুটি ভগ্নাংশের যােগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮৭/১৯ হলে, ছােট ভগ্নাংশটি কত হবে?
(A) ৯৪৩/১৩
(B) ৯৪৪/১৩
(C) ৯৪৫/১৩
(D) ৯৪৬/১৩
উত্তর : (A) ৯৪৩/১৩।

(১৮) কোনাে ভগ্নাংশের লবের সাথে ৭ যােগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি কত?
(A) ২/৫
(B) ৩/৫
(C) ১/৫
(D) ৪/৫
উত্তর : (B) ৩/৫।

(১৯) বার্ষিক কত হার সুদে ৪ বছরে ১০০০ টাকা থেকে ১৪০০ টাকা পাওয়া যাবে?
(A) ১০%
(B) ১২%
(C) ১৪%
(D) ১৬%
উত্তর : (A) ১০%।

(২০) বার্ষিক ৭৩/১৮% হার সুদে কোন মূলধনের প্রতিদিনে সুদ ১ টাকা হবে?
(A) ৬০০০ টাকা
(B) ৭০০০ টাকা
(C) ৮০০০ টাকা
(D) ৯০০০ টাকা
উত্তর : (D) ৯০০০ টাকা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-16

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!