Monday, January 26, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-16

WBSSC Group-C & D Arithmetic Part-16

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-16)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-16

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩ হলে, সংখ্যা দুটির লসাগু কত?
(A) ২৫০
(B) ২৬০
(C) ২৭০
(D) ২৮০
উত্তর : (B) ২৬০।

(২) দুটি সংখ্যার গসাগু ১২ এবং তাদের অনুপাত ৩ : ৫। সংখ্যা দুটির গুণফল কত?
(A) ১৮০০
(B) ২০৪০
(C) ২১৬০
(D) ২২৯০
উত্তর : (C) ২১৬০।

(৩) সরল করো।
[{ ২৫ × ১৬ ÷ (৬০ ÷ ১৫) − ৪ × (৭৭ − ৬২)} ÷ (২০ × ৬ ÷ ৩)]
(A) ০
(B) ১
(C) ৫
(D) ৯
উত্তর : (B) ১।

(৪) সরল করো।
৪ × [২৪ − {(১১০ − ১৪ × ৪) ÷ ৯}] ÷ ২ এর ৯
(A) ০
(B) ১
(C) ২
(D) ৪
উত্তর : (D) ৪।

(৫) X ও Y -এর বেতনের অনুপাত ৭ : ৫। X, Y অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, Y -এর বেতন কত?
(A) ১০০০
(B) ১২০০
(C) ১৪০০
(D) ১৫০০
উত্তর : (A) ১০০০।

(৬) ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
(A) ২৯ টাকা
(B) ৩৫ টাকা
(C) ৩৯ টাকা
(D) ৪৩ টাকা
উত্তর : (C) ৩৯ টাকা।

(৭) দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত?
A) ২৫ কিমি/ঘন্টা
B) ৩৬ কিমি/ঘন্টা
C) ৫৮ কিমি/ঘন্টা
D) ৭২ কিমি/ঘন্টা
উত্তর : (D) ৭২ কিমি/ঘন্টা।

(৮) এক ব্যক্তি একটি নৌকা করে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব ৪ ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ৬ ঘণ্টায় অতিক্রম করে। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত?
(A) ৬ কিমি/ঘণ্টা
(B) ৮ কিমি/ঘণ্টা
(C) ১০ কিমি/ঘণ্টা
(D) ১২ কিমি/ঘণ্টা
উত্তর : (C) ১০ কিমি/ঘণ্টা।

(৯) রাজু ৩০ টাকা কেজি দরে ৫ কেজি লিচু, ২০ টাকা কেজি দরে ৩ কেজি আম এবং ১২ টাকা কেজি দরে কিছু শশা কিনে দেখল সমস্ত ফলের গড় দাম ২১.৫০ টাকা প্রতি কেজি হয়েছে। রাজু কত কেজি শশা কিনেছিল?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
উত্তর : (A) ৪।

(১০) ৩ জন ছাত্রের বয়সের গড় ২৪ বছর। তাদের বয়সের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, ছোটো ছাত্রটির বয়স কত?
(A) ১৬ বছর
(B) ১৭ বছর
(C) ১৮ বছর
(D) ২১ বছর
উত্তর : (C) ১৮ বছর।

(১১) এক ব্যক্তি ৪৫০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ ক্ষতি করেন, ৫৭০ টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(A) ৫১০ টাকা
(B) ৫২০ টাকা
(C) ৫৩০ টাকা
(D) ৫৪০ টাকা
উত্তর : (A) ৫১০ টাকা।

(১২) ১৩২ টাকায় একটি খেলনা কেনার পর ১৫% লাভে বিক্রি করলে, খেলনাটির বিক্রয় মূল্য কত?
(A) ১৫১.৫০ টাকা
(B) ১৫১.৬০ টাকা
(C) ১৫১.৭০ টাকা
(D) ১৫১.৮০ টাকা
উত্তর : (D) ১৫১.৮০ টাকা।

(১৩) একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি। ভগ্নাংশটি কত?
(A) ১/৭
(B) ২/৭
(C) ৩/৭
(D) ৪/৭
উত্তর : (C) ৩/৭।

(১৪) একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
(A) ১০০
(B) ১০২
(C) ১০৪
(D) ১০৫
উত্তর : (B) ১০২।

(১৫) ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ওই কাজটি ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। বাকি কাজটি ক কতদিনে শেষ করবে?
(A) ১০ দিনে
(B) ১২ দিনে
(C) ১৬ দিনে
(D) ১৮ দিনে
উত্তর : (C) ১৬ দিনে।

(১৬) ২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?
(A) ৫ জন
(B) ৭ জন
(C) ১০ জন
(D) ১২ জন
উত্তর : (C) ১০ জন।

(১৭) কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৮,৭৫০। বার্ষিক ৮% হারে জনসংখ্যা কমলে, ২ বছর পর জনসংখ্যা কত হবে?
(A) ৫৮,১৯০
(B) ৫৯,১৯০
(C) ৬০,১৯০
(D) ৬১,১৯০
উত্তর : (A) ৫৮,১৯০।

(১৮) কোনো শহরের বর্তমান জনসংখ্যা ১,৪৮,৮৭৭। বার্ষিক বৃদ্ধির হার ৬% হলে, ৩ বছর আগে জনসংখ্যা কত ছিল?
(A) ১,২০,০০০
(B) ১,২৫,০০০
(C) ১,৩০,০০০
(D) ১,৩৬,০০০
উত্তর : (B) ১,২৫,০০০।

(১৯) বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। মূলধন কত ছিল?
(A) ৩০,০০০ টাকা
(B) ৩২,০০০ টাকা
(C) ৩৪,০০০ টাকা
(D) ৩৫,০০০ টাকা
উত্তর : (B) ৩২,০০০ টাকা।

(২০) ১০,০০০ টাকার ১০% হারে ২০ বছরে যে সুদ হয়, কত বছরে ২৫,০০০ টাকার ৮% হারে একই সুদ হবে?
(A) ১০
(B) ১২
(C) ১৫
(D) ২০
উত্তর : (A) ১০।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-15

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!