WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-55
WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-55
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সহকারী শিক্ষক/শিক্ষিকা ভূগোল পর্ব-৫৫ (WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-55)-তে ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(২৭০১) কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়াতে সৃষ্ট ক্যালশিয়াম কার্বোনেটের ঘন, শক্ত সঞ্চয়কে বলে —
(A) টুফা (Tufa) (B) ট্র্যাভারটাইন (Travertine)
(C) কুয়েভা (Cueva) (D) উভালা (Uvala)
উত্তর : (B) ট্র্যাভারটাইন (Travertine)।
(২৭০২) কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়াতে সৃষ্ট ট্র্যাভারটাইনের চেয়ে নরম ও অধিক স্বচ্ছিদ্রতাযুক্ত ক্যালশিয়াম কার্বোনেটের সঞ্চয়কে বলে —
(A) টুফা (Tufa) (B) গ্রোটো (Grotto)
(C) কুয়েভা (Cueva) (D) কিউপোলা (Cupola)
উত্তর : (A) টুফা (Tufa)।
(২৭০৩) ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে চুনাপাথর গঠিত সংকীর্ণ, খাড়া পাড়যুক্ত খাঁড়িকে বলে —
(A) ক্যালঙ্ক (Calanque) (B) কুয়েভা (Cueva)
(C) গ্রোটো (Grotto) (D) কিউপোলা (Cupola)
উত্তর : (A) ক্যালঙ্ক (Calanque)।
(২৭০৪) ফ্রান্সের ম্যাসিফ সেন্ট্রাল উচ্চভূমিতে চুনাপাথরের মালভূমিগুলিকে বলে —
(A) টুফা (Tufa) (B) কুয়েভা (Cueva)
(C) কসে (Causse) (D) কিউপোলা (Cupola)
উত্তর : (C) কসে (Causse)।
(২৭০৫) কার্স্ট অঞ্চলে সৃষ্ট অনুভূমিক বা প্রায় অনুভূমিক গুহা স্প্যানিশ ভাষায় যে নামে পরিচিত —
(A) টুফা (Tufa) (B) কুয়েভা (Cueva)
(C) কসে (Causse) (D) কিউপোলা (Cupola)
উত্তর : (B) কুয়েভা (Cueva)।
(২৭০৬) কার্স্ট গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকার গহ্বরকে বলে —
(A) টুফা (Tufa) (B) কুয়েভা (Cueva)
(C) কসে (Causse) (D) কিউপোলা (Cupola)
উত্তর : (D) কিউপোলা (Cupola)।
(২৭০৭) যে কারেন (Karren) গুহার ছাদে দেখা যায় —
(A) রিলেনকারেন (Rillenkarren) (B) রিনেনকারেন (Rinnenkarren)
(C) রুন্ডকারেন (Rundkarren) (D) ডেকেনকারেন (Deckenkarren)
উত্তর : (D) ডেকেনকারেন (Deckenkarren)।
(২৭০৮) পলিগঠিত সমভূমিতে বিচ্ছিন্ন চুনাপাথরের পাহাড় যে দেশে ফাংলিং (Fungling) নামে পরিচিত —
(A) চিন (B) ইতালি
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (A) চিন।
(২৭০৯) সমুদ্র উপকূলের নিকটে অবস্থিত চুনাপাথর গঠিত গুহা, যা ভরা জোয়ারের সময় প্লাবিত হয়, তাকে বলে —
(A) টুফা (Tufa) (B) কুয়েভা (Cueva)
(C) কসে (Causse) (D) গ্রোটো (Grotto)
উত্তর : (D) গ্রোটো (Grotto)।
(২৭১০) নীল গ্রোটো (Blue Grotto) যে দেশে অবস্থিত —
(A) ইতালি (B) কানাডা
(C) জার্মানি (D) ফ্রান্স
উত্তর : (A) ইতালি।
(২৭১১) চুনাপাথরের গুহার ছাদে, দেওয়ালে, মেঝেতে সৃষ্ট প্রবালের ন্যায় অমসৃণ ও দলাপূর্ণ সঞ্চয়কে বলে —
(A) কেভ কোরাল (Cave Coral) (B) কেভ বেকন (Cave Bacon)
(C) কেভ পপকর্ন (Cave Popcorn) (D) কেভ পার্ল (Cave Pearl)
উত্তর : (A) কেভ কোরাল (Cave Coral)।
(২৭১২) কেভ কোরালের চেয়ে বড়ো, অপেক্ষাকৃত ফাঁকা ফাঁকা সঞ্চয়কে বলে —
(A) নবস্টোন (Knobstone) (B) পিটন (Piton)
(C) সুমিদেরো (Sumidero) (D) টোরকা (Torca)
উত্তর : (A) নবস্টোন (Knobstone)।
(২৭১৩) কার্স্ট গুহার দেওয়ালে জিপসাম গঠিত ফুলের ন্যায় সঞ্চয়কে বলে —
(A) নবস্টোন (Knobstone) (B) পিটন (Piton)
(C) গ্রোটো (Grotto) (D) অউলোফোলাইট (Oulopholite)
উত্তর : (D) অউলোফোলাইট (Oulopholite)।
(২৭১৪) তীক্ষ্ণ চূড়াযুক্ত চুনাপাথরের পাহাড় ফ্রান্সে যে নামে পরিচিত —
(A) টুফা (Tufa) (B) পিটন (Piton)
(C) কুয়েভা (Cueva) (D) টোরকা (Torca)
উত্তর : (B) পিটন (Piton)।
(২৭১৫) লাতিন আমেরিকাতে স্প্যানিশ ভাষায় সোয়ালো হোল যে নামে পরিচিত —
(A) ফাংলিং (Fungling) (B) সুমিদেরো (Sumidero)
(C) কিউপোলা (Cupola) (D) জ্যানজন (Zanjón)
উত্তর : (B) সুমিদেরো (Sumidero)।
(২৭১৬) যে দেশে ডোলাইন (Doline) টোরকা (Torca) নামে পরিচিত —
(A) ইতালি (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (C) স্পেন।
(২৭১৭) যে দেশের কার্স্ট অঞ্চলে মরসুমি বা পর্যায়ক্রমিক হ্রদ টার্লো (Turlough) নামে পরিচিত —
(A) আয়ারল্যান্ড (B) ফিনল্যান্ড
(C) আর্জেন্টিনা (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) আয়ারল্যান্ড।
(২৭১৮) যে দেশের কার্স্ট অঞ্চলে দ্রবণ খাত জ্যানজন (Zanjón) নামে পরিচিত —
(A) নরওয়ে (B) অস্ট্রেলিয়া
(C) পুয়ের্তো রিকো (D) ব্রাজিল
উত্তর : (C) পুয়ের্তো রিকো।
(২৭১৯) স্ট্যালাকটাইট (Stalactite) ও স্ট্যালাগমাইট (Stalagm) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) ওলে ওর্ম (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) জোভান কুইজিক (D) মরিস পার্দে
উত্তর : (A) ওলে ওর্ম।
(২৭২০) ওলে ওর্ম (Ole Worm) যে সালে স্ট্যালাকটাইট (Stalactite) ও স্ট্যালাগমাইট (Stalagm) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৬৫৩ (B) ১৬৫৪
(C) ১৬৫৫ (D) ১৬৫৬
উত্তর : (B) ১৬৫৪।
(২৭২১) ডোলাইন (Doline) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জোভান কুইজিক (B) অ্যাডল্ফ ফন মরলট
(C) আলফ্রেড হার্কার (D) জেমস মুর
উত্তর : (B) অ্যাডল্ফ ফন মরলট।
(২৭২২) অ্যাডল্ফ ফন মরলট (Adolf von Morlot) যে সালে ডোলাইন (Doline) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৪৮ (B) ১৮৪৯
(C) ১৮৫০ (D) ১৮৫১
উত্তর : (A) ১৮৪৮।
(২৭২৩) উভালা (Uvala) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জোভান কুইজিক (B) অ্যাডল্ফ ফন মরলট
(C) আলফ্রেড হার্কার (D) চার্লস এস. ডোলি
উত্তর : (A) জোভান কুইজিক।
(২৭২৪) জোভান কুইজিক (Jovan Cvijić) যে সালে উভালা (Uvala) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (D) ১৮৯৩।
(২৭২৫) যে দেশে আবদ্ধ অববাহিকাযুক্ত পোলজি হোয়োস (Hoyos) নামে পরিচিত —
(A) কিউবা (B) ইতালি
(C) কানাডা (D) জার্মানি
উত্তর : (A) কিউবা।
(২৭২৬) পোলজি বা পোলয়ে (Polje) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জোভান কুইজিক (B) অ্যাডল্ফ ফন মরলট
(C) আলফ্রেড হার্কার (D) চার্লস এস. ডোলি
উত্তর : (A) জোভান কুইজিক।
(২৭২৭) জোভান কুইজিক (Jovan Cvijić) যে সালে পোলজি বা পোলয়ে (Polje) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯২ (B) ১৮৯৩
(C) ১৮৯৪ (D) ১৮৯৫
উত্তর : (B) ১৮৯৩।
(২৭২৮) কার্স্ট জানালা (Karst Window) বা কার্স্ট ফেনস্টার (Karst Fenster) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জোভান কুইজিক (B) চার্লস এস. ডোলি
(C) ক্লড এ. ম্যালট (D) নোবুকাজু কাশিমা
উত্তর : (C) ক্লড এ. ম্যালট।
(২৭২৯) ক্লড এ. ম্যালট (Claude A. Mallot) যে সালে কার্স্ট জানালা (Karst Window) বা কার্স্ট ফেনস্টার (Karst Fenster) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩০ (B) ১৯৩১
(C) ১৯৩২ (D) ১৯৩৩
উত্তর : (C) ১৯৩২।
(২৭৩০) স্পেলিওথেম (Speleothem) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জেমস মুর (B) চার্লস এস. ডোলি
(C) ক্লড এ. ম্যালট (D) নোবুকাজু কাশিমা
উত্তর : (A) জেমস মুর।
(২৭৩১) জেমস মুর (James Moore) যে সালে স্পেলিওথেম (Speleothem) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৫০ (B) ১৯৫১
(C) ১৯৫২ (D) ১৯৫৩
উত্তর : (C) ১৯৫২।
(২৭৩২) হেলিকটাইট (Helictite) ও হেলিগমাইট (Heligmite) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) জেমস মুর (B) চার্লস এস. ডোলি
(C) ক্লড এ. ম্যালট (D) নোবুকাজু কাশিমা
উত্তর : (B) চার্লস এস. ডোলি।
(২৭৩৩) চার্লস এস. ডোলি (Charles S. Dolley) যে সালে হেলিকটাইট (Helictite) ও হেলিগমাইট (Heligmite) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৮৬ (B) ১৮৮৭
(C) ১৮৮৮ (D) ১৮৮৯
উত্তর : (A) ১৮৮৬।
(২৭৩৪) যে তিনটি কার্স্ট সঞ্চয়জাত ভূমিরূপ একত্রে ‘Erratic Speleothem’ নামে পরিচিত —
(A) হেলিকটাইট-হেলিগমাইট-গ্লোবুলাইট (B) হেলিকটাইট-হেলিগমাইট-কেভ বেকন
(C) হেলিকটাইট-হেলিগমাইট-অ্যানথোডাইট (D) হেলিকটাইট-হেলিগমাইট-স্ট্যালাগনেট
উত্তর : (A) হেলিকটাইট-হেলিগমাইট-গ্লোবুলাইট।
(২৭৩৫) গ্লোবুলাইট (Globulite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ফার্ডিনান্ড জারকেল (B) চার্লস এস. ডোলি
(C) ক্লড এ. ম্যালট (D) নোবুকাজু কাশিমা
উত্তর : (A) ফার্ডিনান্ড জারকেল।
(২৭৩৬) ফার্ডিনান্ড জারকেল (Ferdinand Zirkel) যে সালে গ্লোবুলাইট (Globulite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭৩ (B) ১৮৭৪
(C) ১৮৭৫ (D) ১৮৭৬
উত্তর : (D) ১৮৭৬।
(২৭৩৭) অ্যানথোডাইট (Anthodite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ফার্ডিনান্ড জারকেল (B) চার্লস এস. ডোলি
(C) ক্লড এ. ম্যালট (D) নোবুকাজু কাশিমা
উত্তর : (D) নোবুকাজু কাশিমা।
(২৭৩৮) নোবুকাজু কাশিমা (Nobukazu Kashima) যে সালে অ্যানথোডাইট (Anthodite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৬৪ (B) ১৯৬৫
(C) ১৯৬৬ (D) ১৯৬৭
উত্তর : (B) ১৯৬৫।
(২৭৩৯) চুনাপাথরের গুহার ছাদ থেকে নিচের দিকে প্রসারিত ছুরির ফলার মতো আকৃতিকে বলে —
(A) উভালা (B) রুফ পেনডেন্ট
(C) গ্লোবুলাইট (D) কেভমিল্ক
উত্তর : (B) রুফ পেনডেন্ট।
(২৭৪০) চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট বেলনাকার, উল্লম্ব গর্তগুলিকে বলে —
(A) কুয়েভা (B) কিউপোল
(C) বেল হোল (D) জ্যানজন
উত্তর : (C) বেল হোল।
(২৭৪১) যে সালে জোভান কুইজিক (Jovan Cvijić) কার্স্ট ভূমিরূপ (Karst Topography) -এর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯২২ (B) ১৯২৩
(C) ১৯২৪ (D) ১৯২৫
উত্তর : (D) ১৯২৫।
(২৭৪২) জোভান কুইজিক (Jovan Cvijić) কর্তৃক কার্স্ট ভূমিরূপ (Karst Topography) -এর শ্রেণীবিভাগের ভিত্তি ছিল —
(A) শিলাবিকাশ (B) রূপতত্ত্ব
(C) জলবায়ু (D) উচ্চতা
উত্তর : (A) শিলাবিকাশ।
(২৭৪৩) জোভান কুইজিক কার্স্ট ভূমিরূপকে শ্রেণীবিভক্ত করেন —
(A) ২ ভাগে (B) ৩ ভাগে
(C) ৪ ভাগে (D) ৫ ভাগে
উত্তর : (B) ৩ ভাগে।
(২৭৪৪) জোভান কুইজিকের শ্রেণীবিভাগ (১৯২৫) অনুসারে, তিন প্রকার কার্স্ট ভূমিরূপ হল —
(A) হোলো কার্স্ট, মেরো কার্স্ট, ট্রানজিশনাল কার্স্ট (B) হোলো কার্স্ট, প্যালিও কার্স্ট, তুন্দ্রা কার্স্ট
(C) হোলো কার্স্ট, তুন্দ্রা কার্স্ট, ট্রানজিশনাল কার্স্ট (D) তুন্দ্রা কার্স্ট, মেরো কার্স্ট, হোলো কার্স্ট
উত্তর : (A) হোলো কার্স্ট, মেরো কার্স্ট, ট্রানজিশনাল কার্স্ট।
(২৭৪৫) দ্রবণীয় কার্বোনেট শিলা গঠিত উন্মুক্ত প্রস্তরময় অঞ্চলে যখন কার্স্ট ভূমিরূপের সম্পূর্ণ বিকাশ ঘটে, তখন তাকে বলে —
(A) হোলো কার্স্ট (B) মেরো কার্স্ট
(C) তুন্দ্রা কার্স্ট (D) শঙ্কু কার্স্ট
উত্তর : (A) হোলো কার্স্ট।
(২৭৪৬) মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ আবৃত কার্বোনেট শিলা গঠিত অঞ্চলে যখন হোলো কার্স্টের তুলনায় কার্স্ট ভূমিরূপের অসম্পূর্ণ বিকাশ ঘটে, তখন তাকে বলে —
(A) হোলো কার্স্ট (B) মেরো কার্স্ট
(C) তুন্দ্রা কার্স্ট (D) শঙ্কু কার্স্ট
উত্তর : (B) মেরো কার্স্ট।
(২৭৪৭) জোভান কুইজিকের শ্রেণীবিভাগ (১৯২৫) অনুসারে, হোলো কার্স্ট (Holo Karst) ও মেরো কার্স্ট (Mero Karst) -এর মধ্যবর্তী পর্যায়ের কার্স্ট ভূমিরূপ হল —
(A) তুন্দ্রা কার্স্ট (B) ট্রানজিশনাল কার্স্ট
(C) শঙ্কু কার্স্ট (D) পলিগনাল কার্স্ট
উত্তর : (B) ট্রানজিশনাল কার্স্ট।
(২৭৪৮) যে সালে এন. এ. ভোজদেৎস্কি (N. A. Gvozdetskiy) কার্স্ট ভূমিরূপ (Karst Topography) -এর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৬৩ (B) ১৯৬৪
(C) ১৯৬৫ (D) ১৯৬৬
উত্তর : (C) ১৯৬৫।
(২৭৪৯) এন. এ. ভোজদেৎস্কি (N. A. Gvozdetskiy) কর্তৃক কার্স্ট ভূমিরূপ (Karst Topography) -এর শ্রেণীবিভাগের ভিত্তি ছিল —
(A) শিলাবিকাশ (B) রূপতত্ত্ব
(C) জলবায়ু (D) উচ্চতা
উত্তর : (B) রূপতত্ত্ব।
(২৭৫০) যে সালে মাইকেল সুইটিং (Michael Sweeting) কার্স্ট ভূমিরূপ (Karst Topography) -এর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৭৩ (B) ১৯৭৪
(C) ১৯৭৫ (D) ১৯৭৬
উত্তর : (A) ১৯৭৩।
(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-55)