Monday, July 28, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBPSC

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সহকারী শিক্ষক/শিক্ষিকা ভূগোল পর্ব-৫৪ (WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54)-তে ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54

(২৬৫১) কার্স্ট অঞ্চলে যখন কোনো সিঙ্কহোলের মধ্য দিয়ে নিচের ভূগর্ভস্থ নদী দৃশ্যমান হয়, তখন তাকে বলে —
(A) কার্স্ট ফিল্ড (B) কার্স্ট জানালা
(C) কার্স্ট পোলজি (D) কার্স্ট জামা
উত্তর : (B) কার্স্ট জানালা।

(২৬৫২) যে কার্স্ট ভূমিরূপ ‘কার্স্ট ফেনস্টার’ (Karst Fenster) নামেও পরিচিত —
(A) পোলজি (B) কার্স্ট ফিল্ড
(C) কার্স্ট জানালা (D) উভালা
উত্তর : (C) কার্স্ট জানালা।

(২৬৫৩) একটি কার্স্ট জানালা (Karst Window) -এর উদাহরণ হল —
(A) ফ্লোরিডার ডেভিলস্ ডেন (B) বেলিজের গ্রেট ব্লু হোল
(C) কানাডার ডেভিলস্ বাথ (D) টেক্সাসের হ্যামিলটন পুল
উত্তর : (A) ফ্লোরিডার ডেভিলস্ ডেন।

(২৬৫৪) ডোলাইনের তলদেশে অদ্রবীভূত মৃত্তিকার স্তর সঞ্চিত হলে, ডোলাইনে জল সঞ্চিত হয়ে কিংবা ধ্বসপ্রাপ্ত কার্স্ট গুহাতে জল সঞ্চিত হয়ে গঠিত হয় —
(A) উভালা (B) কার্স্ট হ্রদ
(C) কার্স্ট ফিল্ড (D) পোলজি
উত্তর : (B) কার্স্ট হ্রদ।

(২৬৫৫) একটি কার্স্ট হ্রদ (Karst Lake) -এর উদাহরণ হল —
(A) ক্রোয়েশিয়ার রেড হ্রদ (B) উগান্ডার কিয়োগা হ্রদ
(C) ক্রোয়েশিয়ার পেরুকা হ্রদ (D) ইতালির লেসিনা হ্রদ
উত্তর : (A) ক্রোয়েশিয়ার রেড হ্রদ।

(২৬৫৬) চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ ক্ষয়কাজে ভূগর্ভস্থ প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ অতি সংকীর্ণ হলে, তাকে বলে —
(A) কার্স্ট জানালা (B) পোলজি
(C) স্বাভাবিক সেতু (D) উভালা
উত্তর : (C) স্বাভাবিক সেতু।

(২৬৫৭) কার্স্ট অঞ্চলে ভূগর্ভে দ্রবণ ক্ষয়ের ফলে বা শিলাস্তর ধ্বসে গিয়ে সৃষ্ট গর্ত বা শূন্যস্থানকে বলে —
(A) কার্স্ট গুহা (B) কার্স্ট জানালা
(C) কার্স্ট ফেনস্টার (D) কার্স্ট হ্রদ
উত্তর : (A) কার্স্ট গুহা।

(২৬৫৮) স্পেলিওথেমযুক্ত বৃহৎ আকারের কার্স্ট গুহাকে বলে —
(A) ফেনস্টার (Fenster) (B) ক্যাভার্ন (Cavern)
(C) কারেন (Karren) (D) ডোলাইন (Doline)
উত্তর : (B) ক্যাভার্ন (Cavern)।

(২৬৫৯) পৃথিবীর দীর্ঘতম কার্স্ট গুহা (World’s Longest Karst Cave) হল —
(A) ম্যামথ গুহা (B) হালোক গুহা
(C) বুলিটা গুহা (D) ক্রুবেরা গুহা
উত্তর : (A) ম্যামথ গুহা।

(২৬৬০) ম্যামথ গুহা (Mammoth Cave) যে দেশে অবস্থিত —
(A) কানাডা (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৬৬১) পৃথিবীর গভীরতম কার্স্ট গুহা (World’s Deepest Karst Cave) হল —
(A) ক্রুবেরা গুহা (B) ভেরিয়ভকিনা গুহা
(C) বালিঙ্কা গুহা (D) হালোক গুহা
উত্তর : (B) ভেরিয়ভকিনা গুহা।

(২৬৬২) ভেরিয়ভকিনা গুহা (Veryovkina Cave) যে দেশে অবস্থিত —
(A) হাঙ্গেরি (B) রোমানিয়া
(C) জর্জিয়া (D) সার্বিয়া
উত্তর : (C) জর্জিয়া।

(২৬৬৩) ক্রুবেরা গুহা (Krubera Cave) যে দেশে অবস্থিত —
(A) সার্বিয়া (B) রোমানিয়া
(C) হাঙ্গেরি (D) জর্জিয়া
উত্তর : (D) জর্জিয়া।

(২৬৬৪) হালোক গুহা (Hölloch Cave) যে দেশে অবস্থিত —
(A) সুইজারল্যান্ড (B) জর্জিয়া
(C) রোমানিয়া (D) স্লোভেনিয়া
উত্তর : (A) সুইজারল্যান্ড।

(২৬৬৫) বিশ্বের বৃহত্তম কার্স্ট গুহা (World’s Largest Karst Cave) হল —
(A) ক্রুবেরা গুহা (B) ভেরিয়ভকিনা
(C) হালোক গুহা (D) হ্যাং সন ডুং
উত্তর : (D) হ্যাং সন ডুং।

(২৬৬৬) হ্যাং সন ডুং (Hang Son Doong) যে দেশে অবস্থিত —
(A) ভিয়েতনাম (B) থাইল্যান্ড
(C) ফিলিপিন্স (D) মায়ানমার
উত্তর : (A) ভিয়েতনাম।

(২৬৬৭) কার্লসবাড গুহা (Carlsbad Caverns) যে দেশে অবস্থিত —
(A) চিন (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) দক্ষিণ আফ্রিকা (D) মেক্সিকো
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৬৬৮) একটি কার্স্ট প্রস্রবণ বা কার্স্ট ঝর্ণা (Karst Spring) -এর উদাহরণ হল —
(A) ফ্রান্সের ফন্টেন-ডি-ভ্যক্লুজ (B) টেক্সাসের জ্যাকবের কূপ
(C) জার্মানির ব্লাউটোফ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৬৬৯) চুনাপাথর গঠিত অঞ্চলে ভূপৃষ্ঠস্থ জলধারার ক্ষয়কাজের ফলে যে U আকৃতির উপত্যকা গড়ে ওঠে, তাকে বলে —
(A) কার্স্ট উপত্যকা (B) দ্রবণ উপত্যকা
(C) জামা উপত্যকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৬৭০) কার্স্ট অঞ্চলে নদী সিঙ্কহোলে প্রবেশ করলে, সিঙ্কহোল পূর্ববর্তী জলপূর্ণ নদী উপত্যকাকে বলে —
(A) অন্ধ উপত্যকা (B) শুষ্ক উপত্যকা
(C) কার্স্ট উপত্যকা (D) A ও B উভয়ই
উত্তর : (A) অন্ধ উপত্যকা।

(২৬৭১) কার্স্ট অঞ্চলে নদী সিঙ্কহোলে প্রবেশ করলে, সিঙ্কহোল পরবর্তী জলহীন নদী উপত্যকাকে বলে —
(A) অন্ধ উপত্যকা (B) শুষ্ক উপত্যকা
(C) কার্স্ট উপত্যকা (D) A ও B উভয়ই
উত্তর : (B) শুষ্ক উপত্যকা।

(২৬৭২) অন্ধ উপত্যকা (Blind Valley) ও শুষ্ক উপত্যকা (Dry Valley) দেখা যায় ভারতের যে অঞ্চলে —
(A) বোরা গুহা (B) জটাশঙ্কর গুহা
(C) গুপ্তেশ্বর গুহা (D) কৈলাশ গুহা
উত্তর : (A) বোরা গুহা।

(২৬৭৩) চুনাপাথর গঠিত গুহাতে ক্যালশিয়াম কার্বোনেট সৃষ্ট সকল প্রকার সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে বলে —
(A) স্পেলিওথেম (B) কেভ ট্র্যাভারটাইন
(C) কেভ বেকন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৬৭৪) স্পেলিওথেম (Speleothem) শব্দটির অর্থ হল —
(A) গুহা স্ফটিক (B) গুহা সঞ্চয়
(C) গুহা প্রস্তর (D) গুহা খনন
উত্তর : (B) গুহা সঞ্চয়।

(২৬৭৫) স্পেলিওথেম (Speleothem) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(২৬৭৬) স্পেলিওথেমের প্রধান প্রকারগুলি হল —
(A) পাতন প্রস্তর-প্রবাহ প্রস্তর-প্রান্ত প্রস্তর-গুহা প্রস্তর (B) পাতন প্রস্তর-প্রবাহ প্রস্তর-প্রান্ত প্রস্তর-গুহা স্ফটিক
(C) পাতন প্রস্তর-প্রবাহ প্রস্তর-প্রান্ত প্রস্তর-কেভ বেকন (D) পাতন প্রস্তর-প্রবাহ প্রস্তর-প্রান্ত প্রস্তর-কার্স্ট ফিল্ড
উত্তর : (B) পাতন প্রস্তর-প্রবাহ প্রস্তর-প্রান্ত প্রস্তর-গুহা স্ফটিক।

(২৬৭৭) একটি পাতন প্রস্তর (Drip Stone) ভূমিরূপের উদাহরণ হল —
(A) স্ট্যালাকটাইট (B) কেভ বেকন
(C) ধাপ অববাহিকা (D) অ্যানথোডাইট
উত্তর : (A) স্ট্যালাকটাইট।

(২৬৭৮) একটি প্রবাহ প্রস্তর (Flow Stone) ভূমিরূপের উদাহরণ হল —
(A) স্ট্যালাকটাইট (B) কেভ বেকন
(C) ধাপ অববাহিকা (D) অ্যানথোডাইট
উত্তর : (B) কেভ বেকন।

(২৬৭৯) একটি প্রান্ত প্রস্তর (Rim Stone) ভূমিরূপের উদাহরণ হল —
(A) স্ট্যালাকটাইট (B) কেভ বেকন
(C) ধাপ অববাহিকা (D) অ্যানথোডাইট
উত্তর : (C) ধাপ অববাহিকা।

(২৬৮০) একটি গুহা স্ফটিক (Cave Crystal) ভূমিরূপের উদাহরণ হল —
(A) স্ট্যালাকটাইট (B) কেভ বেকন
(C) ধাপ অববাহিকা (D) অ্যানথোডাইট
উত্তর : (D) অ্যানথোডাইট।

(২৬৮১) স্পেলিওথেম ভূমিরূপগুলি প্রতি বছরে বৃদ্ধি পায় —
(A) কয়েক মিমি (B) কয়েক সেমি
(C) কয়েক ফুট (D) কয়েক মিটার
উত্তর : (A) কয়েক মিমি।

(২৬৮২) চুনাপাথরের গুহার ছাদ থেকে মেঝের দিকে সৃষ্ট ঝুলন্ত, সরু ও তীক্ষ্ণ, চুনের ঝুরি বা কীলক মতো সঞ্চয়কে —
(A) স্ট্যালাকটাইট (B) স্ট্যালাগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (A) স্ট্যালাকটাইট।

(২৬৮৩) বিশ্বের দীর্ঘতম স্ট্যালাকটাইট রয়েছে যে গুহাতে —
(A) ব্রাজিলের গ্রুটা ডো জানেলাও গুহা (B) জর্জিয়ার ক্রুবেরা গুহা
(C) আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা (D) জর্জিয়ার ভেরিয়ভকিনা গুহা
উত্তর : (A) ব্রাজিলের গ্রুটা ডো জানেলাও গুহা।

(২৬৮৪) খুবই সরু, লম্বা, ফাঁপা নলের মতো, ভঙ্গুর প্রকৃতির স্ট্যালাকটাইটকে বলে —
(A) গ্লোবুলাইট (B) সোডা স্ট্র
(C) স্ট্যালাগমাইট (D) মুনমিল্ক
উত্তর : (B) সোডা স্ট্র।

(২৬৮৫) চুনাপাথরের গুহার মেঝেতে ক্রমান্বয়ে সঞ্চিত ক্যালশিয়াম কার্বনেটের স্থূলাকার সঞ্চয়কে —
(A) স্ট্যালাকটাইট (B) স্ট্যালাগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (B) স্ট্যালাগমাইট।

(২৬৮৬) কার্লসবাড গুহার ‘ডাইনির আঙুল’ (Witch’s Finger) হল একটি —
(A) স্ট্যালাকটাইট (B) গ্লোবুলাইট
(C) স্ট্যালাগমাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (C) স্ট্যালাগমাইট।

(২৬৮৭) চুনাপাথরের গুহার ছাদ থেকে মেঝের দিকে অনুভূমিক বা তির্যক ভাবে সঞ্চিত স্ট্যালাকটাইটের ন্যায় ক্ষুদ্রাকার সঞ্চয়কে বলে —
(A) হেলিকটাইট (B) হেলিগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (A) হেলিকটাইট।

(২৬৮৮) চুনাপাথরের গুহার মেঝেতে অনুভূমিক বা তির্যক ভাবে সঞ্চিত স্ট্যালাগমাইটের ন্যায় ক্ষুদ্রাকার সঞ্চয়কে বলে —
(A) হেলিকটাইট (B) হেলিগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (B) হেলিগমাইট।

(২৬৮৯) ছোটো ও গোলাকৃতির হেলিকটাইটকে বলে —
(A) স্ট্যালাকটাইট (B) স্ট্যালাগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (C) গ্লোবুলাইট।

(২৬৯০) চুনাপাথরের গুহাতে একাধিক লম্বা স্ট্যালাকটাইট মিলে যখন খাঁজকাটা বা ঢেউ খেলানো পর্দার মতো আকৃতি গঠন করে, তখন তাকে বলে —
(A) ড্রেপ (B) কার্টেন
(C) মুনমিল্ক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৬৯১) চুনাপাথরের গুহাতে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসাথে মিলিত হয়ে যে ভূমিরূপ গঠন করে —
(A) স্তম্ভ (B) স্ট্যালাগনেট
(C) ড্রেপ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৬৯২) চুনাপাথরের গুহার দেওয়ালে ধূসর ও বাদামি রঙের স্তরযুক্ত পর্দাকে বলে —
(A) কেভ বেকন (B) স্ট্যালাগনেট
(C) কার্টেন (D) গ্লোবুলাইট
উত্তর : (A) কেভ বেকন।

(২৬৯৩) চুনাপাথরের গুহার ছাদে বা দেওয়ালে লম্বা সূঁচের মতো বা ফুলের পাপড়ির মতো স্ফটিক রূপে গুচ্ছাকার সঞ্চয়কে বলে —
(A) হেলিকটাইট (B) হেলিগমাইট
(C) গ্লোবুলাইট (D) অ্যানথোডাইট
উত্তর : (D) অ্যানথোডাইট।

(২৬৯৪) চুনাপাথরের গুহার ছাদে বা দেওয়ালে সাদা রঙের, ক্রিমের মতো সঞ্চয়কে বলে —
(A) মুনমিল্ক (B) কেভমিল্ক
(C) ড্রেপ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৬৯৫) কার্স্ট গুহার দেওয়ালে কয়েক সেমি দীর্ঘ ক্যালসাইটের স্ফটিকাকার সঞ্চয়কে বলে —
(A) গ্লোবুলাইট (B) ডগটুথ স্পার
(C) হেলিকটাইট (D) স্ট্যালাগনেট
উত্তর : (B) ডগটুথ স্পার।

(২৬৯৬) কার্স্ট গুহার মেঝেতে কয়েক মিমি দীর্ঘ ক্যালসাইট, আর্গোনাইটের গুটিকাকৃতি সঞ্চয়কে বলে —
(A) গ্লোবুলাইট (B) কেভ পপকর্ন
(C) হেলিকটাইট (D) স্ট্যালাগনেট
উত্তর : (B) কেভ পপকর্ন।

(২৬৯৭) চুনাপাথরের গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইটের গোলাকার নুড়ি জাতীয় সঞ্চয়কে বলে —
(A) কেভ পার্ল (B) কেভ পপকর্ন
(C) কেভ বেকন (D) গ্লোবুলাইট
উত্তর : (A) কেভ পার্ল৷

(২৬৯৮) চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট ফাঁপা শঙ্কু বা ঘন্টাকৃতি সঞ্চয়কে বলে —
(A) গ্লোবুলাইট (B) হেলস্ বেলস্
(C) হেলিকটাইট (D) স্ট্যালাগনেট
উত্তর : (B) হেলস্ বেলস্।

(২৬৯৯) চুনাপাথরের গুহার মেঝেতে ফাঁপা, শঙ্কু আকৃতি বা ছিটানো পেয়ালার ন্যায় গর্তাকার গঠনকে বলে —
(A) হেলিকটাইট (B) স্প্ল্যাটারমাইট
(C) হেলিগমাইট (D) কোনুলাইট
উত্তর : (D) কোনুলাইট।

(২৭০০) কার্স্ট গুহার মেঝেতে সৃষ্ট, স্তরে স্তরে পাতের ন্যায় সজ্জিত, উর্দ্ধদিকে প্রসারিত স্ট্যালাগমাইটকে বলে —
(A) হেলিকটাইট (B) স্প্ল্যাটারমাইট
(C) হেলিগমাইট (D) কোনুলাইট
উত্তর : (B) স্প্ল্যাটারমাইট।

(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-53

One thought on “WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!