WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46
WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সহকারী শিক্ষক/শিক্ষিকা ভূগোল পর্ব-৪৬ (WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46)-তে ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(২২৫১) সমুদ্র তরঙ্গের বহন কার্য প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(২২৫২) উপকূলের আড়াআড়ি ভাবে সমুদ্র তরঙ্গের বহনকে বলে —
(A) সৈকত অনুবহন (B) Beach Drifting
(C) অনু উপকূল অনুবহন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৫৩) উপকূলের সমান্তরাল ভাবে সমুদ্র তরঙ্গের বহনকে বলে —
(A) অনু উপকূল অনুবহন (B) Long Shore Drifting
(C) সৈকত অনুবহন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৫৪) সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে শিলাখন্ড, নুড়ি প্রভৃতি বৃহৎ বস্তুগুলি সঞ্চিত হয় —
(A) গভীর সমুদ্রে (B) সৈকতে
(C) অগভীর সমুদ্রে (D) তটভূমিতে
উত্তর : (B) সৈকতে।
(২২৫৫) সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে বালি, পলি প্রভৃতি সূক্ষ্ম বস্তুগুলি সঞ্চিত হয় —
(A) গভীর সমুদ্রে (B) সৈকতে
(C) অগভীর সমুদ্রে (D) তটভূমিতে
উত্তর : (C) অগভীর সমুদ্রে।
(২২৫৬) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) সমুদ্র ভৃগু (B) স্পিট
(C) হুক (D) টম্বোলো
উত্তর : (A) সমুদ্র ভৃগু।
(২২৫৭) সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) সমুদ্র ভৃগু (B) টম্বোলো
(C) জিও (D) স্ট্যাক-স্টাম্প
উত্তর : (B) টম্বোলো।
(২২৫৮) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল —
(A) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্পিট (B) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্ট্যাক
(C) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-টম্বোলো
(D) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-হুক
উত্তর : (B) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্ট্যাক।
(২২৫৯) সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল —
(A) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-হুক (B) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-জিও
(C) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-স্ট্যাক (D)সৈকতভূমি-টম্বোলো-স্পিট-স্টাম্প
উত্তর : (A) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-হুক।
(২২৬০) সমুদ্র তরঙ্গের যে ক্ষয় প্রক্রিয়া শুধুমাত্র তটভূমিতে ঘটে —
(A) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া (D) A ও B উভয়ই
উত্তর : (C) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া।
(২২৬১) যে সমুদ্র তরঙ্গ ‘Tidal Wave’ নামে পরিচিত —
(A) গঠনকারী তরঙ্গ (B) অনুপ্রস্থ তরঙ্গ
(C) বিনাশকারী তরঙ্গ (D) অনুদৈর্ঘ্য তরঙ্গ
উত্তর : (C) বিনাশকারী তরঙ্গ।
(২২৬২) ‘Spill and Plunging with Collapsing’ বলতে বোঝায় —
(A) সমুদ্র তরঙ্গকে (B) সমুদ্র স্রোতকে
(C) স্থির তরঙ্গকে (D) A ও B উভয়ই
উত্তর : (A) সমুদ্র তরঙ্গকে।
(২২৬৩) উপকূল অঞ্চলে খাড়া পাড় গঠিত ভূমিভাগ যখন জলতলের ওপর প্রায় উল্লম্বভাবে ঝুলে থাকে, তখন তাকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) সমুদ্র ভৃগু
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) ক্যাজম
উত্তর : (B) সমুদ্র ভৃগু।
(২২৬৪) তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগুতে সৃষ্ট খাঁজকে বলে —
(A) বার্ম (B) নচ
(C) স্পিট (D) ফেচ
উত্তর : (B) নচ।
(২২৬৫) সমুদ্র ভৃগু (Sea Cliff) সৃষ্টিতে যে সংখ্যক পর্যায় দেখা যায় —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।
(২২৬৬) গঠন অনুসারে সমুদ্র ভৃগুর শ্রেণীবিভাগ করেন —
(A) আন্দ্রে গিলশের (B) ডেভিড হার্ভে
(C) রবার্ট ব্যালার্ড (D) জোনিয়া বাবের
উত্তর : (A) আন্দ্রে গিলশের।
(২২৬৭) আন্দ্রে গিলশের (André Guilcher) যে সালে সমুদ্র ভৃগুর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৫৬ (B) ১৯৫৭
(C) ১৯৫৮ (D) ১৯৫৯
উত্তর : (C) ১৯৫৮।
(২২৬৮) Coastal and Submarine Morphology (১৯৫৮) গ্রন্থটি রচনা করেন —
(A) আন্দ্রে গিলশের (B) ডেভিড হার্ভে
(C) রবার্ট ব্যালার্ড (D) জোনিয়া বাবের
উত্তর : (A) আন্দ্রে গিলশের।
(২২৬৯) গঠন বৈচিত্র্য অনুসারে, সমুদ্র ভৃগু (Sea Cliff) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।
(২২৭০) স্থায়িত্ব অনুসারে, সমুদ্র ভৃগু (Sea Cliff) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(২২৭১) আবহবিকার দ্বারা কম প্রভাবিত শিলায় গঠিত ক্ষয়রোধী, খাড়া ঢালযুক্ত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff)।
(২২৭২) অধিক ক্ষয়প্রবণ শিলাতে গঠিত, মৃদু ঢালযুক্ত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (B) দুর্বল ভৃগু (Weak Cliff)।
(২২৭৩) কঠিন ও কোমল শিলার পরস্পর অবস্থানের ফলে গঠিত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (C) যৌগিক ভৃগু (Composite Cliff)।
(২২৭৪) একাধিকবার উত্থান ও অবনমন এবং একই সাথে মস্তক ও পাদদেশ অংশে সক্রিয় ক্ষয়প্রক্রিয়ার ফলে গঠিত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (D) জটিল ভৃগু (Complex Cliff)।
(২২৭৫) সমুদ্র ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের প্রশস্ত সমতল ভূমি গড়ে ওঠে, তাকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) জিও
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) স্ট্যাক
উত্তর : (A) তরঙ্গ কর্তিত মঞ্চ।
(২২৭৬) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) -এর গাঠনিক অঞ্চল —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।
(২২৭৭) তরঙ্গ কর্তিত মঞ্চের জোয়ারের জলতল ও ভাটার জলতলের মধ্যবর্তী অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (A) মেসো-লিটোরাল অঞ্চল।
(২২৭৮) তরঙ্গ কর্তিত মঞ্চের জোয়ারের জলতলের উপরিভাগের অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল।
(২২৭৯) তরঙ্গ কর্তিত মঞ্চের ভাটার জলতলের নিচের অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (C) সাব-লিটোরাল অঞ্চল।
(২২৮০) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) অপর যে নামে পরিচিত —
(A) Shore Platform (B) Coastal Bench
(C) Seaward Side (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৮১) যে দেশের উপকূলে ডোভারের শ্বেত ভৃগু (White Cliffs of Dover) ও হ্যাংম্যান ভৃগু (Hangman Cliffs) রয়েছে —
(A) ইংল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) ইংল্যান্ড।
(২২৮২) যে দেশের উপকূলে কিংশুই ভৃগু (Qingshui Cliff) রয়েছে —
(A) অস্ট্রেলিয়া (B) তাইওয়ান
(C) ফিনল্যান্ড (D) জার্মানি
উত্তর : (B) তাইওয়ান।
(২২৮৩) যে দেশের উপকূলে মোরের ভৃগু বা মোহেরের ভৃগু (Cliffs of Moher) রয়েছে —
(A) ইংল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (B) আয়ারল্যান্ড।
(২২৮৪) যে দেশের উপকূলে এট্রিটা ভৃগু (Étretat Cliffs) ও বোনিফাসিওর ভৃগু (Cliffs of Bonifacio) রয়েছে —
(A) ইতালি (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (B) ফ্রান্স।
(২২৮৫) যে দেশের উপকূলে বুন্ডা ভৃগু (Bunda Cliffs) বা নালারবর ভৃগু (Nullarbor Cliffs) রয়েছে —
(A) অস্ট্রেলিয়া (B) ইতালি
(C) ফিনল্যান্ড (D) জার্মানি
উত্তর : (A) অস্ট্রেলিয়া।
(২২৮৬) যে দেশের উপকূলে প্যারাকাস ভৃগু (Paracas Cliffs) রয়েছে —
(A) চিলি (B) আর্জেন্টিনা
(C) কলম্বিয়া (D) পেরু
উত্তর : (D) পেরু।
(২২৮৭) ভারতের যে রাজ্যের উপকূলে বরকলা ভৃগু (Varkala Cliff) রয়েছে —
(A) তামিলনাড়ু (B) কর্ণাটক
(C) কেরালা (D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (C) কেরালা।
(২২৮৮) ভারতের যে শহরের উপকূলে ডলফিন’স্ নোজ (Dolphin’s Nose) সমুদ্র ভৃগু রয়েছে —
(A) চেন্নাই (B) বিশাখাপত্তনম
(C) কন্যাকুমারী (D) কোল্লাম
উত্তর : (B) বিশাখাপত্তনম।
(২২৮৯) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) দেখা যায় যে অঞ্চলে —
(A) ব্রিটেনের সাউদার্নডাউন উপকূল (B) ব্রিটেনের সেন্ট বিজ্ অগ্রভূমি
(C) অস্ট্রেলিয়ার লং রিফ অগ্রভূমি (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(২২৯০) উপকূল অঞ্চলে সমুদ্র ভৃগুর শীর্ষ এবং ভৃগুর পাদদেশে গঠিত সামুদ্রিক গুহার সঙ্গে সংযোগকারী প্রাকৃতিক ছিদ্রকে বলে —
(A) ব্লোহোল (B) স্বাভাবিক চিমনি
(C) জিও (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৯১) ব্লোহোল (Blowhole) অপর যে নামে পরিচিত —
(A) Marine Geyser (B) Shore Platform
(C) Marine Terrace (D) Coastal Terrace
উত্তর : (A) Marine Geyser।
(২২৯২) যে দেশে ব্লোহোল ‘গ্লুপ’ (Gloup) নামে পরিচিত —
(A) স্কটল্যান্ড (B) নেদারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) স্কটল্যান্ড।
(২২৯৩) স্পাউটিং হর্ন (Spouting Horn) শীর্ষক ব্লোহোলটি অবস্থিত —
(A) অস্ট্রেলিয়াতে (B) হাওয়াই দ্বীপপুঞ্জে
(C) কানাডাতে (D) ব্রিটিশ যুক্তরাজ্যে
উত্তর : (B) হাওয়াই দ্বীপপুঞ্জে।
(২২৯৪) লা বুফাডোরা (La Bufadora) ব্লোহোল যে দেশে অবস্থিত —
(A) মেক্সিকো (B) কানাডা
(C) ইতালি (D) জার্মানি
উত্তর : (A) মেক্সিকো।
(২২৯৫) অ্যালোফাগা ব্লোহোল (Alofaaga Blowhole) বা টাগা ব্লোহোল (Taga Blowhole) যে দেশে অবস্থিত —
(A) মেক্সিকো (B) সামোয়া
(C) ইতালি (D) কানাডা
উত্তর : (B) সামোয়া।
(২২৯৬) হুমানায়া ব্লোহোল (Hummanaya Blowhole) যে দেশে অবস্থিত —
(A) ভারত (B) ওমান
(C) শ্রীলঙ্কা (D) কানাডা
উত্তর : (C) শ্রীলঙ্কা।
(২২৯৭) কিয়ামা ব্লোহোল (Kiama Blowhole) ও বিচেনো ব্লোহোল (Bicheno Blowhole) অবস্থিত যে দেশে —
(A) ফিনল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) অস্ট্রেলিয়া (D) জার্মানি
উত্তর : (C) অস্ট্রেলিয়া।
(২২৯৮) হ্যালোনা ব্লোহোল (Halona Blowhole) ও নাকালেলে ব্লোহোল (Nakalele Blowhole) অবস্থিত —
(A) হাওয়াই দ্বীপপুঞ্জে (B) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে
(C) গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে (D) ফ্যারালন দ্বীপপুঞ্জে
উত্তর : (A) হাওয়াই দ্বীপপুঞ্জে।
(২২৯৯) সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক পতনের কারণে সৃষ্ট নতুন তরঙ্গ কর্তিত মঞ্চের ওপরে অবস্থিত পূর্বেকার তরঙ্গ কর্তিত মঞ্চকে বলে —
(A) উত্থিত সমুদ্র মঞ্চ (B) প্রাচীর সমুদ্র মঞ্চ
(C) শীর্ষ সমুদ্র মঞ্চ (D) যৌগিক সমুদ্র মঞ্চ
উত্তর : (A) উত্থিত সমুদ্র মঞ্চ।
(২৩০০) উত্থিত সমুদ্র মঞ্চ (Raised Marine Platform) অপর যে নামে পরিচিত —
(A) Coastal Terrace (B) Marine Terrace
(C) Coastal Bench (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46)
(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46)
Pingback: WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47 - ভূগোলিকা-Bhugolika