Topic – International Day of the World’s Indigenous Peoples
প্রসঙ্গ – বিশ্ব আদিবাসী দিবস
ভূগোলিকা-Bhugolika -এর ‘ভৌগোলিক প্রবন্ধ’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ভৌগোলিক প্রবন্ধে আমরা ভূগোলের নির্দিষ্ট বিষয়ের ওপর বিস্তারিত তথ্য পেয়ে থাকি, যা আমাদের ভৌগোলিক জ্ঞানের বিকাশে সহায়ক হয়। আজকের ভৌগোলিক প্রবন্ধ : Topic – International Day of the World’s Indigenous Peoples । আশাকরি, এই প্রবন্ধের মাধ্যমে আপনি আদিবাসী জনসমাজের আলোকে বিশ্ব আদিবাসী দিবস সম্পর্কে বিশদ তথ্য পাবেন।

প্রতি বছর ৯ ই আগস্ট ‘বিশ্ব আদিবাসী দিবস’ (International Day of the World’s Indigenous Peoples) রূপে পালিত হয়। বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়। এখন প্রশ্ন হল, আদিবাসী (Indigenous Peoples) কারা? স্বতন্ত্র সংস্কৃতির যেসব জাতিগোষ্ঠী একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের প্রাচীনতম অধিবাসীদের বংশধর এবং সেই আদি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি কম-বেশি আজও বিদ্যমান, তাদের আদিবাসী বলা হয়। অনেক সময় আদিবাসীদের উপজাতি (Tribe), ক্ষুদ্র নৃগোষ্ঠী (Ethnic Group), ক্ষুদ্র জাতিসত্ত্বা (Ethnicity) প্রভৃতি নামেও অভিহিত করা হয়। ইংরাজি ভাষায় আদিবাসী জনগোষ্ঠী বোঝাতে Aboriginal Peoples, Tribal Peoples প্রভৃতি শব্দবন্ধ ব্যবহার করা হয়। বর্তমানে সারা বিশ্বে আদিবাসী জনসংখ্যা কত? বিশ্ব জুড়ে আদিবাসী সংজ্ঞার প্রভেদ, অপর্যাপ্ত ও সীমিত জনগণনা তথ্য প্রভৃতি কারনে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। UNPFII-এর তথ্যমতে, বিশ্বের ৭০ টি দেশে আদিবাসী জনসংখ্যার পরিমাণ ৩৭ কোটি। আবার, ILO-এর তথ্যমতে, সারা বিশ্বের আদিবাসী জনসংখ্যা প্রায় ৪৮ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৬.২%।
ভৌগোলিক প্রবন্ধ : ফিলিপিন্সের চকোলেট পাহাড়
এখন দেখা যাক, বিশ্ব আদিবাসী দিবসের পটভূমি কি ছিল। ১৯৮২ সালে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ (তৎকালীন সাব-কমিশন অন প্রিভেনশন অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড প্রোটেকশন অফ মাইনোরিটিজ্) -এর তত্ত্বাবধানে গঠিত হয় ‘ওয়ার্কিং গ্রুপ অন ইন্ডিজেনাস পপুলেশনস্’ (UN-WGIP)। যার উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার ও মৌলিক অধিকারের সুরক্ষা কতখানি উন্নীত হয়েছে, তা খতিয়ে দেখা এবং আদিবাসী অধিকারের আন্তর্জাতিক মানদন্ডের বিবর্তন পর্যালোচনা করা। এরপর রাষ্ট্রসংঘ কর্তৃক ১৯৯৩ সালটি ‘আন্তর্জাতিক আদিবাসী বর্ষ’ (International Year for the World’s Indigenous People) রূপে পালিত হয়। ১৯৯৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভা প্রতি বছর ৯ আগস্ট তারিখটি ‘বিশ্ব আদিবাসী দিবস’ (International Day of the World’s Indigenous Peoples) হিসেবে ঘোষণা করে। ১৯৮২ সালের ৯ ই আগস্ট তারিখেই ‘ওয়ার্কিং গ্রুপ অন ইন্ডিজেনাস পপুলেশনস্’-এর প্রথম বৈঠক আয়োজিত হয়েছিল। তারই স্মরণে ৯ ই আগস্ট তারিখটি বেছে নেওয়া হয়। ১৯৯৫ সালের ৯ আগস্ট প্রথমবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। এছাড়া রাষ্ট্রসংঘ ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-২০১৪ সময়কালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক (1st & 2nd International Decade of the World’s Indigenous Peoples) রূপে ঘোষণা করে। ২০১৯ সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ (International Year of Indigenous Languages) রূপে ঘোষণা করে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুসারে, সারা বিশ্বে ৫০০০+ আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। ILO-এর তথ্যমতে, বিশ্বের মোট আদিবাসী জনসংখ্যার ৭০.৫% এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়, ১৬.৩% আফ্রিকা, ১১.৫% লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান, ১.৬% উত্তর আমেরিকা এবং ০.১% ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলে বসবাস করে। বিশ্বের মোট আদিবাসী জনসংখ্যার ৭৩.৪% গ্রামীণ অঞ্চলে এবং ২৬.৬% পৌর অঞ্চলে বসবাস করে। গ্রামীণ আদিবাসী জনসংখ্যার নিরিখে আফ্রিকা প্রথম। আফ্রিকার মোট আদিবাসী জনসংখ্যার ৮২.১% গ্রামীণ অঞ্চলে বসবাস করে। আর, পৌর আদিবাসী জনসংখ্যার নিরিখে উত্তর আমেরিকা প্রথম। উত্তর আমেরিকার মোট আদিবাসী জনসংখ্যার ৬৯% পৌর অঞ্চলে বসবাস করে। পৃথিবীর উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীগুলি হল : মাসাই, পিগমি (আফ্রিকা) ; চুকচি, মঙ্গোল, তিব্বতি, ভীল, সাঁওতাল (এশিয়া) ; এস্কিমো-ইনুইট (উত্তর আমেরিকা) ; মায়া (মধ্য আমেরিকা) ; এম্বেরা, টুপি, বোরোরো, কুইচুয়া (দক্ষিণ আমেরিকা) ; অ্যাবোরিজিনাল, পাপুয়ান, মাওরি (ওশিয়ানিয়া) প্রভৃতি।
ভৌগোলিক প্রবন্ধ : আন্টার্কটিকার রক্ত প্রপাত
সাংবিধানিক পরিসরে আদিবাসী জনগোষ্ঠী ভারতে ‘তপশিলি উপজাতি’ (Scheduled Tribes) নামে পরিচিত। ভারতে নথিবদ্ধ উপজাতি গোষ্ঠীর সংখ্যা ৭৩০ -এরও বেশি (PIB, Ministry of Tribal Affairs, Government of India, Jan-2024)। ভারতের মূলত দুটি অঞ্চলে, যথা, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর সর্বাধিক উপস্থিতি দেখা যায়। ২০১১ জনগণনা অনুসারে, ভারতে আদিবাসী/তপশিলি উপজাতি জনসংখ্যা ১০.৪৩ কোটি, যা ভারতের মোট জনসংখ্যার ৮.৬%। মোট জনসংখ্যার নিরিখে, ভারতে সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা রয়েছে মধ্যপ্রদেশে (১.৫৩ কোটি) এবং শতাংশের বিচারে সর্বাধিক আদিবাসী জনসংখ্যা রয়েছে মিজোরামে (৯৪.৪%)। ভারতের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী (Largest Tribal Group of India) হল ভীল (Bhil)। ভারতের উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীগুলি হল : ভীল, গোন্ড, সাঁওতাল, কোল, মুন্ডা, বাইগা, ভূমিজ, শবর, বীরহোড়, চাকমা, গারো, খাসি, মেচ, গুজ্জর, মিশমি, নাগা, অপাতানি, লুসাই, ভুটিয়া, লেপচা, ইরুলার, টোডা, জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি প্রভৃতি।
২০০৭ সালে রাষ্ট্রসংঘের আদিবাসীদের অধিকার ঘোষণাপত্র (UN Declaration on the Rights of Indigenous Peoples) অনুসারে, সারা বিশ্বজুড়ে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করা ; মাতৃভাষায় শিক্ষার পূর্ণাঙ্গ অধিকার ; সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজের মতো করে পরিচালনার অধিকার সমূহ বাস্তবায়ন করা প্রতিটি দেশের কর্তব্য। আর, বিশ্ব আদিবাসী দিবস পালনের মূল উদ্দেশ্য হল আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও জনসচেতনতা তৈরি করা। দুঃখের বিষয়, এখনও নীতি নির্ধারণ প্রক্রিয়াতে অধিকাংশ ক্ষেত্রেই আদিবাসীরা ব্রাত্য। দীর্ঘ নিপীড়ন-শোষণের যুগ পেরিয়ে আজও আদিবাসীদের স্বাধিকার প্রতিষ্ঠা অনেকাংশে বাকি। অধিকাংশের মাতৃভাষায় শিক্ষার সুযোগ নেই। রয়েছে ভূমি সমস্যা, আর্থ-সামাজিক উন্নয়নে মন্থরতা। ২০২২ সালে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হয়েছেন মাননীয়া দ্রৌপদী মুর্মু। ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে এক আদিবাসী মহিলার অধিষ্ঠান নিঃসন্দেহে ঐতিহাসিক ও গৌরবময়। তাই, আদিবাসী দিবস পালনের লক্ষ্য হোক আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। আশা রাখি, আগামী দিনে ভারতের আদিবাসী উন্নয়ন সঠিক পথে তরান্বিত হবে। (Topic – International Day of the World’s Indigenous Peoples)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
লেখিকাঃ- সোনালী মুর্মু (চকফতেউল্লা, ডেবরা, পশ্চিম মেদিনীপুর)
তথ্যসূত্রঃ- Wikipedia ; ILO ; United Nations ; World Bank ; আনন্দবাজার পত্রিকা ; সার সাগুন পত্রিকা ; প্রথম আলো
Pingback: Inuit - Fighters of Arctic - ভূগোলিকা-Bhugolika
Pingback: Hul Diwas in Santali Culture - ভূগোলিকা-Bhugolika