TGT-PGT GEOGRAPHY PART-6
TGT-PGT GEOGRAPHY PART-6
আপনাকে ভূগোলিকা-Bhugolika -এর TGT-PGT GEOGRAPHY বিভাগে স্বাগত জানাই। ষষ্ঠ পর্ব (TGT-PGT GEOGRAPHY PART-6)-তে ২৫ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(১২৬) ভারতে মৌসুমি বিস্ফোরণে কোন জেট বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(A) উপক্রান্তীয় জেট
(B) পুবালি জেট
(C) মেরুদেশীয় জেট
(D) পশ্চিমা জেট
উত্তর : (B) পুবালি জেট।
(১২৭) ভারতের অধিকাংশ অঞ্চলে যে সময় অধিক বৃষ্টিপাত হয় —
(A) জুন থেকে সেপ্টেম্বর
(B) জানুয়ারি থেকে মে
(C) মার্চ থেকে জুলাই
(D) নভেম্বর থেকে ফেব্রুয়ারি
উত্তর : (A) জুন থেকে সেপ্টেম্বর।
(১২৮) ভারতের শীতলতম স্থান কোনটি?
(A) মানালি
(B) দ্রাস
(C) গ্যাংটক
(D) যোধপুর
উত্তর : (B) দ্রাস।
(১২৯) অসম রাজ্যে ‘Nor’wester’ যে নামে পরিচিত —
(A) কালবৈশাখী
(B) বরদইছিলা
(C) আঁধি
(D) চেরি ব্লসম
উত্তর : (B) বরদইছিলা।
(১৩০) কোন রাজ্যে আম্র বৃষ্টি (Mango Shower) দেখা যায়?
(A) কেরালা ও কর্ণাটক
(B) মধ্যপ্রদেশ ও গুজরাট
(C) ছত্তিশগড় ও ঝাড়খন্ড
(D) উত্তরপ্রদেশ ও বিহার
উত্তর : (A) কেরালা ও কর্ণাটক।
(১৩১) নিচের কোনটি ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক?
(A) অক্ষাংশগত বিস্তৃতি
(B) সমুদ্র থেকে দূরত্ব
(C) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা
(D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(১৩২) কোন সময় মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে?
(A) অক্টোবর-নভেম্বর
(B) আগস্ট-সেপ্টেম্বর
(C) জানুয়ারি-ফেব্রুয়ারি
(D) মার্চ-এপ্রিল
উত্তর : (A) অক্টোবর-নভেম্বর।
(১৩৩) ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত (Average Annual Rainfall) কত?
(A) ১০০ সেমি
(B) ১১০ সেমি
(C) ১২৫ সেমি
(D) ২০০ সেমি
উত্তর : (C) ১২৫ সেমি।
(১৩৪) নিচের কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম?
(A) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
(B) লাদাখ
(C) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল
(D) হিমাচল প্রদেশ
উত্তর : (B) লাদাখ।
(১৩৫) ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়?
(A) শিলং
(B) মৌসিনরাম
(C) ইটানগর
(D) লাজং
উত্তর : (B) মৌসিনরাম।
(১৩৬) নিচের কোন অঞ্চল মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা দ্বারা প্রভাবিত নয়?
(A) পশ্চিমঘাট পর্বত
(B) মধ্যপ্রদেশ অববাহিকা
(C) দাক্ষিণাত্য মালভূমি
(D) ছত্তিশগড় অববাহিকা
উত্তর : (D) ছত্তিশগড় অববাহিকা।
(১৩৭) নিচের কোন অঞ্চলগুলি দক্ষিণ-পশ্চিম মৌসুমি ঋতুতে অধিক বৃষ্টিপাত লাভ করে?
(১) পশ্চিমঘাট (২) পূর্ব হিমালয় (৩) দিল্লি (৪) পূর্বঘাট
(A) ১ এবং ২
(B) ২ এবং ৩
(C) ৩ এবং ৪
(D) উপরের সবকটিই
উত্তর : (A) ১ এবং ২।
(১৩৮) নিচের কোন স্থানগুলি পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rainshadow Zone) -এর অন্তর্গত?
(১) মুম্বাই (২) পুণে (৩) কলকাতা (৪) বেঙ্গালুরু (৫) ম্যাঙ্গালোর
(A) ১, ২ এবং ৩
(B) ২, ৩ এবং ৫
(C) ২, ৪ এবং ৫
(D) ১, ২ এবং ৪
উত্তর : (C) ২, ৪ এবং ৫।
(১৩৯) ভারতের করমন্ডল উপকূলে কোন মৌসুমি বায়ুর প্রভাবে দ্বিতীয়বার বৃষ্টিপাত ঘটে? [UK-PGT ২০২০]
(A) মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা
(B) মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) মৌসুমি বায়ুর প্রত্যাগমনকারী শাখা
(D) উপরের কোনোটিই নয়
উত্তর : (C) মৌসুমি বায়ুর প্রত্যাগমনকারী শাখা।
(১৪০) বর্ষাকালে ভারতের কোন কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে? [UK-PGT ২০২১]
(A) পশ্চিমঘাট, হিমালয়, মেঘালয়
(B) পূর্বঘাট, হিমালয়, রাজস্থান
(C) পশ্চিমঘাট, পূর্বঘাট, মেঘালয়
(D) পশ্চিমঘাট, রাজস্থান, মেঘালয়
উত্তর : (A) পশ্চিমঘাট, হিমালয়, মেঘালয়।
(১৪১) উত্তর ভারতে শীতকালে কোন কারণে বৃষ্টিপাত ঘটে? [TGT ২০১১]
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
(B) পশ্চিমী ঝঞ্ঝা
(C) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
(D) সামুদ্রিক ঘূর্ণিঝড়
উত্তর : (B) পশ্চিমী ঝঞ্ঝা।
(১৪২) কে মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বে তিব্বত মালভূমির তাপীয় প্রভাবের কথা বলেছিলেন? [MP-AP ২০১৭]
(A) কোটেশ্বরম
(B) ফন
(C) হ্যালি
(D) কোপেন
উত্তর : (A) কোটেশ্বরম।
(১৪৩) মৌসুমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [UP TGT ২০২১]
(A) আরবি
(B) হিন্দি
(C) স্প্যানিশ
(D) বাংলা
উত্তর : (A) আরবি।
(১৪৪) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের কোন বিভাগটি ভারতে দেখা যায়? [UP GIC ২০১৫ ]
(A) Af
(B) Am
(C) Ds
(D) Cf
উত্তর : (B) Am।
(১৪৫) গোয়ার দক্ষিণে পশ্চিমঘাটে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের কোন বিভাগটি দেখা যায়? [UP GIC ২০১২]
(A) As
(B) Cwg
(C) Aw
(D) Amw
উত্তর : (D) Amw।
(১৪৬) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে, প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ) কোন বিভাগের অন্তর্গত? [PGT ২০০৪]
(A) Cwg
(B) Cwa
(C) Cfc
(D) Csb
উত্তর : (A) Cwg।
(১৪৭) ভারতের কোথায় ‘As’ জলবায়ু দেখা যায়? [UP GIC ২০১৭]
(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) তামিলনাড়ু
(D) উত্তরপ্রদেশ
উত্তর : (C) তামিলনাড়ু।
(১৪৮) নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
(A) বন্যা — (১) হিমালয় পার্বত্য অঞ্চল
(B) খরা — (২) উত্তরপ্রদেশ ও বিহার
(C) ঘূর্ণিঝড় — (৩) ঝাড়খন্ড ও উত্তর ওড়িশা
(D) ভূমিকম্প — (৪) পূর্ব-মধ্য ভারত
(A) A-২, B-৩, C-৪, D-১
(B) A-২, B-৪, C-১, D-৩
(C) A-৪, B-৩, C-২, D-১
(D) A-৪, B-২, C-১, D-৩
উত্তর : (A) A-২, B-৩, C-৪, D-১।
(১৪৯) ভারতের কোন রাজ্যে বর্ষার জলকে ‘পালর পানি’ (Palar Pani) বলে? [Bihar TGT ২০২৩]
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) রাজস্থান
(D) গুজরাট
উত্তর : (C) রাজস্থান।
(১৫০) ভারতের শুষ্কতম স্থান কোনটি? [TGT ২০০৪]
(A) জয়পুর
(B) পুণে
(C) জয়সলমীর
(D) পুরী
উত্তর : (C) জয়সলমীর।
(সকল উত্তর NCERT পাঠ্যপুস্তক অনুসারে)
সংকলনে : টিংকু ঘোষাল (নারেঙ্গা, পূর্ব বর্ধমান)
[উত্তর দিনাজপুরের লালবাজার পাবলিক স্কুলের ভূগোল শিক্ষক]