Telugu Language Day
তেলুগু ভাষা দিবস (Telugu Language Day)

আজ ২৯ শে আগস্ট (29 August), তেলুগু ভাষা দিবস (Telugu Language Day), যা তেলুগু ভাষা দিনোৎসবম্ (Telugu Bhasa Dinotsavam) নামেও পরিচিত। প্রতি বছর ২৯ শে আগস্ট তারিখটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা রাজ্যে তেলুগু ভাষা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২৯ শে আগস্ট হল তেলুগু কবি গিদুগু ভেঙ্কট রামমূর্তি (১৮৬৩-১৯৪০) -এর জন্মদিন। ১৮৬৩ সালের ২৯ শে আগস্ট গিদুগু ভেঙ্কট রামমূর্তি (Gidugu Venkata Ramamurthy) বর্তমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলার পর্বতলপেটা-তে জন্মগ্রহণ করেন৷ তাঁরই স্মরণে ২৯ শে আগস্ট তারিখটি তেলুগু ভাষা দিবস রূপে পালিত হয়। ১৯৬৬ সালের ২৯ শে আগস্ট প্রথমবার তেলুগু ভাষা দিবস পালিত হয়। তেলুগু ভাষা দিবস পালনের উদ্দেশ্য হল : তেলেগু ভাষাকে সম্মান জ্ঞাপন করা, তেলুগু ভাষার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার করা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাহিত্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনে তেলুগু ভাষার ব্যবহারকে উৎসাহিত করা।
তেলুগু ভাষা (Telugu Language) হল দ্রাবিড়ীয় ভাষা পরিবার (Dravidian Language Family) -এর অন্তর্গত দক্ষিণ-মধ্য দ্রাবিড়ীয় (South-Central Dravidian) শাখার একটি ভাষা। তেলুগু ভাষা হল ভারতের তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রধান ভাষা এবং সরকারি ভাষা। এছাড়া কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড় রাজ্যে এবং পুদুচেরি ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলে তেলুগু ভাষাভাষী উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। ভারতের সংবিধানের অষ্টম তফসিল অনুসারে, তেলুগু ভাষা ভারতের একটি সরকারি ভাষা (Official Language)। তেলুগু ভাষা হল ভারতের সর্বাধিক কথ্য দ্রাবিড়ীয় ভাষা। ২০১১ সালের জনগণনা অনুসারে, ভাষাভাষী জনসংখ্যার হিসাবে তেলুগু ভাষা হল ভারতের চতুর্থ বৃহত্তম ভাষা। ভারতের ৮.১১ কোটি মানুষ প্রথম ভাষা হিসাবে তেলুগু ভাষা ব্যবহার করেন, যা ভারতের মোট জনসংখ্যার ৬.৭০% (২০১১ জনগণনা অনুসারে)।
তেলুগু ভাষার প্রধানত ৩ টি উপভাষা (Dialect) রয়েছে। যথা — তেলঙ্গানা তেলুগু বা হায়দ্রাবাদী তেলুগু (Telangana Telugu / Hyderabadi Telugu), রায়লসীমা তেলুগু (Rayalaseema Telugu) এবং উপকূলীয় অন্ধ্র তেলুগু (Coastal Andhra Telugu)। তেলুগু ভাষা তেলুগু লিপি (Telugu Script) -তে লেখা হয়। বর্তমানে প্রচলিত তেলুগু বর্ণমালাতে ১৬ টি স্বরবর্ণ ও ৩৬ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। ২০০৮ সালে তেলুগু ভাষা ভারত সরকার কর্তৃক ধ্রুপদী ভাষা (Classical Language) -এর মর্যাদা লাভ করে। কয়েকটি বহুল প্রচলিত তেলুগু শব্দ/শব্দবন্ধ বা বাক্যাংশ হল — ధన్యవాదాలు (ধন্যবাদালু) অর্থাৎ ধন্যবাদ (Thank You), నమస్కారం (নমস্কারম্) অর্থাৎ নমস্কার (Greetings), అవును (আভুনু) অর্থাৎ হ্যাঁ (Yes), కాదు (কাদু) অর্থাৎ না (No), ఎలా ఉన్నారు? (এলা উন্নারু?) অর্থাৎ কেমন আছেন? (How are you?), నేను (নেনু) অর্থাৎ আমি (I’m), నువ్వు (নুভু) অর্থাৎ তুমি (You) ইত্যাদি।
Pingback: World Coconut Day - ভূগোলিকা-Bhugolika