SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9
SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9
ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9)
TOPIC/UNIT : HUMAN RESOURCE & HUMAN GEOGRAPHY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS
(1) রাষ্ট্রসংঘের অভিক্ষেপ অনুসারে, যে তারিখে বিশ্বের মোট জনসংখ্যা 800 কোটিতে পৌঁছায় —
(A) 15 নভেম্বর, 2021
(B) 15 নভেম্বর, 2022
(C) 15 নভেম্বর, 2023
(D) 15 নভেম্বর, 2024
(2) যে মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি —
(A) আফ্রিকা
(B) এশিয়া
(C) ইউরোপ
(D) ওশিয়ানিয়া
(3) বিশ্বের মোট জনসংখ্যার যে শতাংশ ভারত এবং চিনে রয়েছে —
(A) 25%
(B) 31%
(C) 36%
(D) 41%
(4) উত্তর আমেরিকা মহাদেশের সর্বাধিক জনবহুল শহর হল —
(A) নিউইয়র্ক
(B) শিকাগো
(C) লস এঞ্জেলস
(D) মেক্সিকো সিটি
(5) বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটি হল —
(A) বাংলাদেশ
(B) সিঙ্গাপুর
(C) বাহরিন
(D) মালদ্বীপ
(6) 2011 জনগণনা অনুসারে, ভারতে প্রতি হাজার জনসংখ্যা পিছু স্থূল জন্ম হার (Crude Birth Rate) হল —
(A) 21.8
(B) 22.8
(C) 23.8
(D) 24.8
(7) নিচের দেশগুলিকে জনসংখ্যা অনুসারে অবরোহী ক্রম (Descending Order)-এ সাজান।
(1) ভারত (2) চিন (3) ইন্দোনেশিয়া (4) ব্রাজিল (5) রাশিয়া
(A) 1-2-4-3-5
(B) 2-1-3-4-5
(C) 1-2-3-4-5
(D) 2-1-4-5-3
(8) ভারতে যে রাজ্যে শিশু মৃত্যুর হার (Infant Mortality Rate) সবচেয়ে বেশি —
(A) অন্ধ্রপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
(9) 2011 জনগণনা অনুসারে, ভারতের যে রাজ্যে জনবৃদ্ধির হার ঋণাত্মক —
(A) মিজোরাম
(B) মেঘালয়
(C) মণিপুর
(D) নাগাল্যান্ড
(10) জনঘনত্ব অনুসারে (2011 জনগণনা), ভারতের শীর্ষ 5 রাজ্যের সঠিক ক্রম হল —
(A) বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, হরিয়ানা
(B) বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক
(C) বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, হরিয়ানা, মহারাষ্ট্র
(D) বিহার, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, কেরালা, উত্তরপ্রদেশ
(11) জনসংখ্যার ম্যালথাসীয় তত্ত্ব (Malthusian Theory of Population) প্রকাশিত হয় যে সালে —
(A) 1796
(B) 1797
(C) 1798
(D) 1799
(12) জনসংখ্যার বিবর্তন তত্ত্ব (Demographic Transition Theory) দিয়েছিলেন —
(A) রবার্ট কার্টার কুক
(B) ওয়ারেন থম্পসন
(C) ফ্র্যাঙ্ক নোটস্টেইন
(D) টমাস রবার্ট ম্যালথাস
(13) বর্তমানে ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে পর্যায়ে রয়েছে —
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
(14) The Population Bomb (1968) গ্রন্থটি রচনা করেন —
(A) গ্যারেট হার্ডিন
(B) হারম্যান ড্যালি
(C) হিউ ডালটন
(D) পল এরলিক
(15) চিনে ‘এক সন্তান নীতি’ (One Child Policy) -এর অবসান ঘটে যে সালে —
(A) 2013
(B) 2015
(C) 2017
(D) 2019
(16) ‘Zero Population Growth’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কিংসলে ডেভিড
(B) পল এরলিক
(C) হিউ ডালটন
(D) ওয়ারেন থম্পসন
(17) কাম্য জনসংখ্যা তত্ত্ব (Optimum Population Theory) দিয়েছিলেন —
(A) এডুইন ক্যানান
(B) হিউ ডালটন
(C) ওয়ারেন থম্পসন
(D) টমাস রবার্ট ম্যালথাস
(18) নিচের যে দেশে কাম্য জনসংখ্যা (Optimum Population) দেখা যায় —
(A) সিয়েরা লিওন
(B) অস্ট্রেলিয়া
(C) বাংলাদেশ
(D) বেলজিয়াম
(19) ভারতীয় জনগণনার জনক (Father of Indian Census) নামে পরিচিত —
(A) উইলিয়াম প্লাউডেন
(B) হারম্যান ড্যালি
(C) হেনরি ওয়াল্টার
(D) রবার্ট কার্টার কুক
(20) ভারতে আগামী জনগণনা (Next Census) হবে যে সালে —
(A) 2027
(B) 2028
(C) 2029
(D) 2031
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9)
(21) ভারতে প্রথম জাতীয় নাগরিক পঞ্জী (NRC) তৈরি হয়েছিল যে সালে —
(A) 1951
(B) 1961
(C) 1971
(D) 2019
(22) 2011 জনগণনা অনুসারে, ভারতে শিশু লিঙ্গানুপাত (Child Sex Ratio) হল —
(A) 1000 : 927
(B) 1000 : 911
(C) 1000 : 919
(D) 1000 : 943
(23) 2011 জনগণনা অনুসারে, পশ্চিমবঙ্গের নারী-পুরুষ অনুপাত —
(A) 1000 : 940
(B) 1000 : 950
(C) 1000 : 960
(D) 1000 : 970
(24) রাষ্ট্রসংঘ (2024) -এর তথ্য অনুসারে, বৈশ্বিক জনসংখ্যার যে শতাংশ আন্তর্জাতিক অভিবাসী (International Migrants) —
(A) 1.9%
(B) 2.4%
(C) 3.7%
(D) 4.3%
(25) ভারতে প্রথম জনসংখ্যা নীতি (Population Policy) ঘোষিত হয় যে সালে —
(A) 1970
(B) 1972
(C) 1974
(D) 1976
(26) তির্যক লিঙ্গানুপাত (Skewed Sex Ratio) দেখা যায় যে দেশে —
(A) চিন
(B) আজারবাইজান
(C) ভারত
(D) উপরের সবকটিই
(27) নাসপাতি আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় যে দেশে —
(A) জাপান
(B) জার্মানি
(C) ভারত
(D) ইথিওপিয়া
(28) স্থির জনসংখ্যা পিরামিড দেখা যায় যে দেশে —
(A) ব্রাজিল
(B) মোজাম্বিক
(C) সুইডেন
(D) কেনিয়া
(29) জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend) বলতে বোঝায় যে বয়ঃশ্রেণীর জনবৃদ্ধিকে —
(A) 0-6 বছর
(B) 6-14 বছর
(C) 15-64 বছর
(D) 50-75 বছর
(30) বর্তমানে বিশ্বের যে দেশে অভিবাসী জনসংখ্যা (Immigrant Population) সবচেয়ে বেশি —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য
(B) কানাডা
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) রাশিয়া
(31) জনসংখ্যা শাস্ত্রে, কোহর্ট (Cohort) বলতে বোঝায় —
(A) নারীদের গড় প্রজনন ক্ষমতা ও সন্তান সংখ্যা
(B) বয়ঃশ্রেণী অনুসারে নারী-পুরুষ অনুপাতে তারতম্য
(C) নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্যযুক্ত জনসংখ্যা গোষ্ঠী
(D) উৎপাদনশীল জনসংখ্যার শতাংশগত পরিমাণ
(32) বর্তমানে (2024-25) বৈশ্বিক জনবৃদ্ধির হার —
(A) 0.85%
(B) 1.20%
(C) 1.50%
(D) 2.15%
(33) 2011 জনগণনা অনুসারে, ভারতে মোট জনসংখ্যার যে শতাংশ পৌর জনসংখ্যা —
(A) 29.16%
(B) 30.16%
(C) 31.16%
(D) 32.16%
(34) মানব মূলধন (Human Capital) -এর ধারণা প্রবর্তন করেন —
(A) আলফ্রেড মার্শাল
(B) অ্যাডাম স্মিথ
(C) জন কেইনস্
(D) গুনার মির্ডাল
(35) Human Capital Index (HCI) প্রস্তুতকারী সংস্থা হল —
(A) রাষ্ট্রসংঘ (United Nations)
(B) বিশ্বব্যাঙ্ক (World Bank)
(C) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
(D) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
(36) ‘Skill India’ অভিযান শুরু হয় যে সালে —
(A) 2013
(B) 2014
(C) 2015
(D) 2016
(37) 2011 জনগণনা অনুসারে, ভারতে কর্ম অংশগ্রহণ (Work Participation) হার —
(A) 35.8%
(B) 39.8%
(C) 43.8%
(D) 51.8%
(38) 2011 জনগণনা অনুসারে, ভারতে নারীদের কর্ম অংশগ্রহণ (Work Participation) হার —
(A) 25.5%
(B) 39.8%
(C) 53.2%
(D) 77.0%
(39) ভারতে নারীদের জন্য STEP (Support to Training and Employment of Women) প্রকল্প চালু হয় যে সালে —
(A) 1986-87
(B) 1987-88
(C) 1988-89
(D) 1989-90
(40) 2025 সালের Gender Gap Index অনুসারে ভারতের লিঙ্গ সমতা (Gender Parity) স্কোর হল —
(A) 60.1%
(B) 64.1%
(C) 68.1%
(D) 72.1%
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9)
(41) 2011 জনগণনা অনুসারে, ভারতে যে রাজ্যে নারীদের কর্ম অংশগ্রহণ হার সবচেয়ে বেশি —
(A) অন্ধ্রপ্রদেশ
(B) রাজস্থান
(C) মহারাষ্ট্র
(D) হিমাচল প্রদেশ
(42) এপ্রিল, 2025 অনুসারে, ভারতে বেকারত্বের হার —
(A) 3.5%
(B) 5.1%
(C) 7.2%
(D) 9.7%
(43) ছদ্ম বেকারত্ব (Disguised Unemployment) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) আর্থার লুইস
(B) জোয়ান ভায়োলেট রবিনসন
(C) অ্যাডাম স্মিথ
(D) টমাস রবার্ট ম্যালথাস
(44) ভারতে Periodic Labour Force Survey (PLFS) শুরু হয় যে সালে —
(A) 2014
(B) 2015
(C) 2016
(D) 2017
(45) ভারতে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা শুরু হয় যে সালে —
(A) 1995
(B) 1999
(C) 2003
(D) 2007
(46) ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে Integrated Rural Development Programme (IRDP) চালু হয়?
(A) ষষ্ঠ
(B) সপ্তম
(C) অষ্টম
(D) নবম
(47) ভারতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (National Food Security Act) প্রবর্তিত হয় যে সালে —
(A) 2010
(B) 2011
(C) 2012
(D) 2013
(48) বিশ্ব খাদ্য কর্মসূচি (World Food Programme) স্থাপিত হয় যে সালে —
(A) 1961
(B) 1962
(C) 1963
(D) 1964
(49) খাদ্য ও কৃষি সংস্থা (FAO) -এর সদরদপ্তর রয়েছে —
(A) প্যারিসে
(B) বার্লিনে
(C) রোমে
(D) মন্ট্রিলে
(50) জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) -এর অন্তর্ভুক্ত নয় —
(A) NOAPS
(B) NFBS
(C) NMBS
(D) NRLM
(51) CINI মানবিক সংস্থার পূর্ণরূপ হল —
(A) Child In Need Institute
(B) Care Intensifying Nutrition Institute
(C) Child In Nutrition Institute
(D) City In Need Institute
(52) মেডিকেয়ার (Medicare) যে দেশের স্বাস্থ্য বিমা কর্মসূচি —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য
(B) অস্ট্রেলিয়া
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) কানাডা
(53) রাষ্ট্রসংঘ কর্তৃক স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যসমূহ (Sustainable Development Goals) গৃহীত হয় যে সালে —
(A) 2014
(B) 2015
(C) 2016
(D) 2017
(54) দারিদ্র্য বিমোচন যে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য (Sustainable Development Goal) এর সাথে সম্পর্কিত —
(A) SDG-1
(B) SDG-2
(C) SDG-3
(D) SDG-4
(55) লিঙ্গ সমতা যে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য (Sustainable Development Goal) এর সাথে সম্পর্কিত —
(A) SDG-4
(B) SDG-5
(C) SDG-6
(D) SDG-7
(56) SDG-3 -এর মূল বিষয় হল —
(A) দারিদ্র্য বিমোচন
(B) ক্ষুধা দূরীকরণ
(C) সুস্বাস্থ্য ও কল্যাণ
(D) গুণমানযুক্ত শিক্ষা
(57) UNDP কর্তৃক গৃহীত ‘GEM’ -এর পূর্ণরূপ হল —
(A) Gender Empowerment Measure
(B) Gender Education Measure
(C) Gender Entrepreneur Measure
(D) Gender Election Measure
(58) পরিযানের Gravity Model দিয়েছিলেন —
(A) রেইলি
(B) মার্কস
(C) মার্শাল
(D) স্মিথ
(59) যার জনসংখ্যা সংক্রান্ত তত্ত্বে Positive Check এবং Preventive Check ধারণা পাওয়া যায় —
(A) র্যাভেনস্টাইন
(B) ম্যালথাস
(C) স্যাডলার
(D) রিকার্ডো
(60) জনসংখ্যা অভিক্ষেপের প্রথম গাণিতিক রূপ দিয়েছিলেন —
(A) টমাস রবার্ট ম্যালথাস
(B) উইলিয়াম পেটি
(C) ওয়ারেন থম্পসন
(D) রবার্ট কার্টার কুক
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9)
**************************************
HUMAN RESOURCE & HUMAN GEOGRAPHY উত্তরপত্র : 1. (B), 2. (A), 3. (C), 4. (D), 5. (B), 6. (A), 7. (C), 8. (B), 9. (D), 10. (A), 11. (C), 12. (B), 13. (C), 14. (D), 15. (B), 16. (A), 17. (A), 18. (D), 19. (C), 20. (A), 21. (A), 22. (C), 23. (B), 24. (C), 25. (D), 26. (D), 27. (A), 28. (C), 29. (C), 30. (C), 31. (C), 32. (A), 33. (C), 34. (B), 35. (B), 36. (C), 37. (B), 38. (A), 39. (A), 40. (B), 41. (D) 42. (B), 43. (B), 44. (D), 45. (B), 46. (A), 47. (D), 48. (A), 49. (C), 50. (D), 51. (A), 52. (C), 53. (B), 54. (A), 55. (B), 56. (C), 57. (A), 58. (A), 59. (B), 60. (B)।
Pingback: SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10 - ভূগোলিকা-Bhugolika