Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8)

TOPIC/UNIT : ECONOMIC RESOURCES & ECONOMIC GEOGRAPHY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8

(1) ‘World Resources and Industries’ (1933) গ্রন্থটি রচনা করেন —
(A) এডওয়ার্ড অ্যাকারম্যান
(B) আলফ্রেড মার্শাল
(C) ডেনিস লিন মিডোস
(D) এরিক ওয়াল্টার জিমারম্যান

(2) নিচের কোনটি সম্পদের বৈশিষ্ট্য নয় —
(A) কার্যকারিতা ও উপযোগিতা
(B) বস্তু ও অবস্তুগত চরিত্র
(C) নিরপেক্ষ উপাদান
(D) গ্রহণ ও প্রয়োগযোগ্যতা

(3) ‘মানুষের জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা’ – বলেছেন —
(A) জিমারম্যান
(B) মিচেল
(C) মার্শাল
(D) হ্যামিলটন

(4) একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হল —
(A) তামা
(B) সোনা
(C) টিন
(D) লোহা

(5) সম্পদের সাপেক্ষে মানুষের দ্বৈত ভূমিকার কথা প্রথম বলেন —
(A) জিমারম্যান
(B) মার্শাল
(C) হ্যামিলটন
(D) মিচেল

(6) সম্পদের ধারণাতে অলীক পুঞ্জ (Phantom Pile) যে বিষয়ের সাথে সম্পর্কিত —
(A) সম্পদের গ্রহণযোগ্যতা
(B) সম্পদের গুণগত মান
(C) সম্পদের সহজলভ্যতা
(D) সম্পদের পরিবেশমিত্রতা

(7) ‘The Limits of Growt’ (1972) প্রতিবেদনের সাথে সম্পর্কিত সংস্থাটি হল —
(A) The Club of London
(B) The Club of Vienna
(C) The Club of Paris
(D) The Club of Rome

(8) অর্থনৈতিক সম্পদ (Economic Resource) প্রধানত —
(A) 2 প্রকার
(B) 3 প্রকার
(C) 4 প্রকার
(D) 5 প্রকার

(9) ‘Capital consists of all kinds of wealth, other than free gifts of nature, which yield income’ – উক্তিটি কার?
(A) চ্যাপম্যান
(B) মার্শাল
(C) জিমারম্যান
(D) মিচেল

(10) মালিকানা অনুসারে, অর্থনৈতিক সম্পদে মূলধন (Capital) হল —
(A) 2 প্রকার
(B) 3 প্রকার
(C) 4 প্রকার
(D) 5 প্রকার

(11) নিচের কোনটি ভারতের একটি রাষ্ট্রায়ত্ত উদ্যোগের উদাহরণ নয়?
(A) BHEL
(B) ONGC
(C) SAIL
(D) HDFC

(12) যে প্রকার অর্থনীতি আমলাতান্ত্রিক অর্থনীতি (Bureaucratic Economy) নামে পরিচিত —
(A) নির্দেশিত অর্থনীতি (Command Economy)
(B) বাজার অর্থনীতি (Market Economy)
(C) সমাজতান্ত্রিক অর্থনীতি (Socialist Economy)
(D) মিশ্র অর্থনীতি (Mixed Economy)

(13) ‘Spirit of Modern Capitalism’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ম্যাক্স ওয়েবার
(B) আলফ্রেড মার্শাল
(C) ওয়ার্নার সোমবার্ট
(D) অ্যাডাম স্মিথ

(14) ভারতে যে প্রকার অর্থনীতি প্রচলিত রয়েছে —
(A) নির্দেশিত অর্থনীতি (Command Economy)
(B) বাজার অর্থনীতি (Market Economy)
(C) সমাজতান্ত্রিক অর্থনীতি (Socialist Economy)
(D) মিশ্র অর্থনীতি (Mixed Economy)

(15) নিচের কোনটি মিশ্র অর্থনীতি (Mixed Economy) -এর বৈশিষ্ট্য নয়?
(A) পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক – উভয় অর্থনীতির উপাদান রয়েছে
(B) ব্যক্তিগত ও সরকারি – উভয় খাতে নির্দিষ্ট ভূমিকা রয়েছে
(C) অর্থনীতির উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না
(D) বেসরকারি সংস্থাগুলির বাজার নিয়ন্ত্রণে সরকারি নিয়মনীতি থাকে

(16) নরম কাঠ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাজ্য শীর্ষস্থানে রয়েছে —
(A) ক্যালিফোর্ণিয়া
(B) ওরেগন
(C) পেনসিলভেনিয়া
(D) ফ্লোরিডা

(17) বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হল —
(A) রাশিয়া
(B) কানাডা
(C) ভারত
(D) ব্রাজিল

(18) আর্জেন্টিনাতে গো-পালনযোগ্য বৃহৎ আকারের খামারকে বলে —
(A) এস্টানসিয়া
(B) গৌচো
(C) ক্যাটল স্টেশন
(D) স্টির

(19) যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিকভাবে সর্বাধিক পরিমাণ মৎস্য আহরণ করা হয় —
(A) Gill Netting
(B) Trawling
(C) Longlining
(D) Dredging

(20) মাথাপিছু মাছ খাওয়াতে বিশ্বে প্রথম যে দেশ —
(A) ব্রাজিল
(B) ক্রোয়েশিয়া
(C) মালদ্বীপ
(D) আর্জেন্টিনা

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8)

(21) একটি লৌহ বর্জিত খনিজের উদাহরণ হল —
(A) হেমাটাইট
(B) অ্যালুমিনিয়াম
(C) ম্যাঙ্গানিজ
(D) ক্রোমিয়াম

(22) ভূ-তাপীয় শক্তি (Geothermal Power) উৎপাদনে বিশ্বে যে দেশ প্রথম —
(A) চিন
(B) দক্ষিণ আফ্রিকা
(C) স্পেন
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

(23) বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের যে শতাংশ জলবিদ্যুৎ থেকে পাওয়া যায় —
(A) 17%
(B) 25%
(C) 33%
(D) 41%

(24) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) মালয়েশিয়া : লাদাং
(B) ব্রাজিল : রোকা
(C) মেক্সিকো : মাসোলে
(D) ইন্দোনেশিয়া : হুমা

(25) ভারতে জাইদ (Zaid) চাষের সময়কাল —
(A) জুন থেকে সেপ্টেম্বর
(B) মার্চ থেকে জুন
(C) মে থেকে আগস্ট
(D) নভেম্বর থেকে মার্চ

(26) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ধান উৎপাদনে প্রথম
(II) ভুট্টা উৎপাদনে প্রথম
(III) আখ উৎপাদনে প্রথম
(IV) পাট উৎপাদনে প্রথম

তালিকা-2
(1) ভারত
(2) চিন
(3) ব্রাজিল
(4) আমেরিকা যুক্তরাষ্ট্র

(A) (I)-(2), (II)-(4), (III)-(3), (IV)-(1)
(B) (I)-(2), (II)-(3), (III)-(4), (IV)-(1)
(C) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(2), (III)-(4), (IV)-(1)

(27) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) লৌহ-ইস্পাত শিল্প : ArcelorMittall
(B) পেট্রোরসায়ন শিল্প : Aramco
(C) মোটরগাড়ি শিল্প : Meta
(D) খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প : PepsiCo

(28) একটি বাদামি শিল্প (Brown Industry) -এর উদাহরণ হল —
(A) হস্তচালিত তাঁত শিল্প
(B) লৌহ-ইস্পাত শিল্প
(C) সৌর বিদ্যুৎ শিল্প
(D) জৈব কৃষি শিল্প

(29) বর্তমানে (2024) সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান —
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

(30) জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বিশ্বে যে দেশ প্রথম স্থান অধিকার করে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) ভারত
(C) ব্রিটিশ যুক্তরাজ্য
(D) চিন

(31) মুক্তো চাষ (Pearl Culture) -এ পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে —
(A) জাপান
(B) রাশিয়া
(C) ভারত
(D) কানাডা

(32) নিচের যে দেশটিতে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা দেখা যায় না —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) কানাডা
(C) থাইল্যান্ড
(D) আর্জেন্টিনা

(33) নিচের কোন জোড়াটি সঠিক?
(A) মিশ্র কৃষি : দক্ষিণ-পূর্ব এশিয়া
(B) আর্দ্র কৃষি : উত্তর-পশ্চিম আফ্রিকা
(C) শুষ্ক কৃষি : উত্তর-পশ্চিম ইউরোপ
(D) দোহ কৃষি : উত্তর-পশ্চিম ইউরোপ

(34) নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে —
(A) চিন
(B) কানাডা
(C) রাশিয়া
(D) ভারত

(35) বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি উৎপাদক সংস্থা হল —
(A) টয়োটো
(B) হুন্ডাই
(C) টেসলা
(D) মারুতি

(36) একটি ই-কমার্স (E-commerce) সংস্থার উদাহরণ হল —
(A) ইনফোসিস
(B) আমাজন
(C) উইপ্রো
(D) মাইক্রোসফট

(37) অর্থনৈতিক ব্যবস্থার একটি Non-Stochastic Model -এর উদাহরণ হল —
(A) Monte Carlo Simulation Model
(B) Brownian Motion Model
(C) Supply and Demand Model
(D) ARIMA Model

(38) ব্যাঙ্কিং ব্যবস্থার ক্ষেত্রে যে প্রকার অর্থনৈতিক মডেলের ব্যবহার সর্বাধিক —
(A) Qualitative Model
(B) Quantitative Model
(C) Time Series Model
(D) Input Output Model

(39) অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন (Production) সংক্রান্ত একটি বিখ্যাত মডেল হল —
(A) Lucas Islands Model
(B) Cobb-Douglas Model
(C) Mundell-Fleming Model
(D) Solow-Swan Model

(40) আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিখ্যাত অর্থনৈতিক মডেল হল —
(A) Solow-Swan Model
(B) Lucas Islands Model
(C) Mundell-Fleming Model
(D) Hecksher-Ohlin Model

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8)

(41) ওয়েবারের শিল্প অবস্থান তত্ত্বে, মোট পরিবহন ব্যয় রেখা যে নামে পরিচিত —
(A) ব্রেক অফ বাল্ক লাইন
(B) আইসোটিম
(C) আইসোডাপেন
(D) ক্রিটিক্যাল আইসোডাপেন

(42) নিচের যে কাঁচামালের পণ্য সূচক 1-এর বেশি —
(A) আখ
(B) তুলো
(C) রেশম
(D) পাট

(43) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (Central Place Theory) প্রকাশিত হয় যে সালে —
(A) 1931
(B) 1932
(C) 1933
(D) 1934

(44) ‘The Economics of Location’ গ্রন্থ রচনা করেন —
(A) আলফ্রেড ওয়েবার
(B) অগাস্ট লোশ
(C) জোহান হেইনরিখ ভন থুনেন
(D) ওয়াল্টার ক্রিস্টালার

(45) IMF কর্তৃক প্রকাশিত GDP (PPP) তালিকাতে বর্তমানে প্রথম স্থানে রয়েছে যে দেশ —
(A) ভারত
(B) চিন
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) জার্মানি

(46) IMF প্রকাশিত GDP (Nominal) অনুসারে, বর্তমানে ভারতের মাথাপিছু আয় —
(A) 2278 ডলার
(B) 2878 ডলার
(C) 3878 ডলার
(D) 4278 ডলার

(47) বর্তমানে ভারতে GDP প্রবৃদ্ধির হার —
(A) 2.5%
(B) 3.7%
(C) 6.5%
(D) 8.3%

(48) IMF প্রকাশিত GDP (Nominal) অনুসারে, বর্তমানে যে দেশের মাথাপিছু আয় সর্বাধিক —
(A) লুক্সেমবার্গ
(B) নরওয়ে
(C) বেলজিয়াম
(D) ফিনল্যান্ড

(49) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর পূর্বসূরী হল যে চুক্তি —
(A) WIPO
(B) CITES
(C) CTBT
(D) GATT

(50) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর সদরদপ্তর রয়েছে যে শহরে —
(A) ভিয়েনা
(B) নিউইয়র্ক
(C) জেনেভা
(D) হেলসিঙ্কি

(51) ভারত যে দেশ থেকে সর্বাধিক আমদানি করে থাকে —
(A) চিন
(B) রাশিয়া
(C) UAE
(D) US

(52) ভারতের বৃহত্তম রপ্তানিকারক সংস্থা হল —
(A) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ্
(B) সান ফার্মা
(C) ইন্ডিয়ান অয়েল
(D) টাটা মোটরস্

(53) বর্তমানে ভারতের গিনি সূচক (Gini Index) -এর মান হল —
(A) 16.5
(B) 25.5
(C) 28.8
(D) 31.7

(54) বর্তমানে (2025) ভারতে বিলিয়নিয়ার (Billionaire) -এর সংখ্যা —
(A) 184
(B) 284
(C) 352
(D) 384

(55) স্থিতিশীল উন্নয়ন (Sustainable Development) সম্পর্কিত কমিশন হল —
(A) ব্রুটল্যান্ড কমিশন
(B) মার্শাল কমিশন
(C) জ্যাকসন কমিশন
(D) বেলগ্রেড কমিশন

(56) স্থিতিশীল উন্নয়ন (Sustainable Development) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) রাচেল কার্সন
(B) এভা বেলফোর
(C) গ্যারেট হার্ডিন
(D) আলফ্রেড মার্শাল

(57) The Blueprint of Survival (1972) গ্রন্থটি রচনা করেন —
(A) এভা বেলফোর
(B) এডওয়ার্ড গোল্ডস্মিথ
(C) আলফ্রেড মার্শাল
(D) রাচেল কার্সন

(58) ভারতের অর্থনীতিতে যে দশকে বিশ্বায়ন (Globalization) -এর সূচনা ঘটে —
(A) 1960 এর দশক
(B) 1970 এর দশক
(C) 1980 এর দশক
(D) 1990 এর দশক

(59) World Sustainable Development Summit 2025 অনুষ্ঠিত হয় যে শহরে —
(A) মুম্বাই
(B) নিউদিল্লি
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই

(60) ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতি (SEZ Policy) ঘোষিত হয় যে সালে —
(A) 1999
(B) 2000
(C) 2001
(D) 2002

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8)

**************************************

ECONOMIC RESOURCES & ECONOMIC GEOGRAPHY উত্তরপত্র : 1. (D), 2. (C), 3. (B), 4. (C), 5. (A), 6. (B), 7. (D), 8. (C), 9. (B), 10. (B), 11. (D), 12. (A), 13. (C), 14. (D), 15. (C), 16. (B), 17. (C), 18. (A), 19. (B), 20. (C), 21. (B), 22. (D), 23. (A), 24. (C), 25. (B), 26. (A), 27. (C), 28. (B), 29. (C), 30. (D), 31. (A), 32. (C), 33. (D), 34. (B), 35. (A), 36. (B), 37. (C), 38. (A), 39. (B), 40. (D), 41. (C) 42. (A), 43. (C), 44. (B), 45. (B), 46. (B), 47. (C), 48. (A), 49. (D), 50. (C), 51. (A), 52. (A), 53. (B), 54. (B), 55. (A), 56. (B), 57. (B), 58. (D), 59. (B), 60. (B)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!