SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7
SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7
ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7)
TOPIC/UNIT : ENVIRONMENTAL GEOGRAPHY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS
(1) আর্থার জর্জ ট্যান্সলে যে সালে বাস্তুতন্ত্র (Ecosystem) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) 1933
(B) 1934
(C) 1935
(D) 1936
(2) Fundamentals of Ecology (1953) গ্রন্থটি রচনা করেন —
(A) এ. জি. ট্যান্সলে
(B) ই. এইচ. হেকেল
(C) আর. এ. লিন্ডেম্যান
(D) ই. পি. ওডাম
(3) কোনো বাস্তুতন্ত্রে ‘Heterotroph’ বলতে বোঝায় —
(A) স্বভোজী উপাদান
(B) পরভোজী উপাদান
(C) অজৈব উপাদান
(D) ভৌত উপাদান
(4) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) প্রাথমিক খাদক
(II) গৌণ খাদক
(III) প্রগৌণ খাদক
(IV) সর্বভুক খাদক
তালিকা-2
(1) বাজপাখি
(2) রেকুন
(3) মাছরাঙা
(4) হরিণ
(A) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(3), (III)-(4), (IV)-(2)
(D) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(5) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) স্থলজ বাস্তুতন্ত্র : অ্যাঞ্জিওস্পার্ম
(B) জলজ বাস্তুতন্ত্র : নেকটন
(C) তৃণভূমি বাস্তুতন্ত্র : জারবোয়া
(D) অরণ্য বাস্তুতন্ত্র : জাগুয়ার
(6) নিচের যে বক্তব্যটি বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ সম্পর্কে সঠিক নয় —
(A) বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের মূল উৎস হল সূর্য
(B) বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে শক্তি স্থানান্তরিত হয়
(C) বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ চক্রাকারে আবর্তিত হয়
(D) বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের তাপ গতিবিদ্যার নিয়ম মেনে চলে
(7) রেমন্ড লিন্ডেম্যান 10 শতাংশের সূত্র দিয়েছিলেন যে সালে —
(A) 1941
(B) 1942
(C) 1943
(D) 1944
(8) বাস্তুতন্ত্রে Y আকৃতির শক্তি প্রবাহ মডেল দিয়েছিলেন —
(A) আর. এ. লিন্ডেম্যান
(B) কে. এ. মবিয়াস
(C) এ. জি. ট্যান্সলে
(D) ই. পি. ওডাম
(9) বাস্তুতন্ত্রে মোট প্রাথমিক উৎপাদন (GPP) -এর যে শতাংশ প্রকৃত প্রাথমিক উৎপাদন (NPP) —
(A) 40-48%
(B) 50-58%
(C) 60-68%
(D) 70-78%
(10) তাপ গতিবিদ্যার যে সূত্রটি ‘Law of Entropy’ নামে পরিচিত —
(A) প্রথম সূত্র
(B) দ্বিতীয় সূত্র
(C) তৃতীয় সূত্র
(D) চতুর্থ সূত্র
(11) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : খাদ্যশৃঙ্খলের প্রধান ভিত্তি হল উৎপাদক বা সবুজ উদ্ভিদ।
বিবৃতি 2 : একটি খাদ্যশৃঙ্খলে সাধারণত 3 থেকে 5 টি স্তর থাকে।
বিবৃতি 3 : কোনো খাদ্যশৃঙ্খলে উর্দ্ধস্তর থেকে নিম্নস্তরে জীবের সংখ্যা হ্রাস পায়।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য
(12) নিচের উদাহরণটি কোন খাদ্যশৃঙ্খলের অন্তর্গত —
পচা পাতা → লার্ভা→ ছোটো মাছ →বড়ো মাছ
(A) জলভাগের খাদ্যশৃঙ্খল
(B) পরজীবী খাদ্যশৃঙ্খল
(C) মৃতজীবী খাদ্যশৃঙ্খল
(D) কর্কর খাদ্যশৃঙ্খল
(13) পুষ্টি স্তর (Trophic Level) ধারণাটি প্রথম দিয়েছিলেন —
(A) চার্লস এলটন
(B) রেমন্ড লিন্ডেম্যান
(C) আর্নস্ট হেকেল
(D) জর্জ হাচিনসন
(14) সহজতম জীব-ভূরাসায়নিক চক্র (Simplest Bio-Geochemical Cycle) হল —
(A) ফসফরাস চক্র
(B) কার্বন চক্র
(C) নাইট্রোজেন চক্র
(D) অক্সিজেন চক্র
(15) যে কার্বনচক্রে বায়ুমন্ডল ও সমুদ্রভাগের মধ্যে কার্বনের পর্যায়ক্রমিক আবর্তন ঘটে —
(A) প্রথম কার্বন চক্র
(B) দ্বিতীয় কার্বন চক্র
(C) তৃতীয় কার্বন চক্র
(D) চতুর্থ কার্বন চক্র
(16) বাস্তুতান্ত্রিক পিরামিড (Ecological Pyramid) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) চার্লস এলটন
(B) রেমন্ড লিন্ডেম্যান
(C) আর্নস্ট হেকেল
(D) জর্জ হাচিনসন
(17) নাইট্রোজেন চক্রের সর্বশেষ পর্যায়টি হল —
(A) নাইট্রিফিকেশন
(B) ডিনাইট্রিফিকেশন
(C) ইমমোবিলাইজেশন
(D) মিনারালাইজেশন
(18) যে প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড ‘Eltonian Pyramid’ নামে পরিচিত —
(A) সংখ্যার পিরামিড
(B) জীবভরের পিরামিড
(C) শক্তির পিরামিড
(D) উপরের সবকটিই
(19) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Association : হামবোল্ড
(B) Formation : গ্রিসবাখ
(C) Biocenose : মবিয়াস
(D) Life Zone : হেকেল
(20) বায়োম (Biome) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল
(B) কার্ল মবিয়াস
(C) ফ্রেডেরিক ক্লেমেন্টস্
(D) ক্লিনটন মেরিয়াম
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7)
(21) WWF এর শ্রেণীবিভাগ অনুসারে, পৃথিবীতে স্থলজ বায়োমের সংখ্যা —
(A) 11
(B) 12
(C) 13
(D) 14
(22) চ্যাপারাল বায়োম (Chaparral Biome) দেখা যায় যে অঞ্চলে —
(A) সাহারা মরুভূমি অঞ্চলে
(B) ভূমধ্যসাগরীয় অঞ্চলে
(C) আন্দিজ পার্বত্য অঞ্চলে
(D) ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে
(23) তানজানিয়ার সেরেংগেটি জাতীয় উদ্যান প্রধানত যে বায়োমের অন্তর্গত —
(A) তুন্দ্রা বায়োম
(B) চ্যাপারাল বায়োম
(C) সাভানা বায়োম
(D) বোরিয়াল বায়োম
(24) যে প্রকার বায়োমে লিয়ানা (Liana) উদ্ভিদ দেখা যায় —
(A) ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য বায়োম
(B) উপক্রান্তীয় মরু বায়োম
(C) নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম
(D) আর্কটিক তুন্দ্রা বায়োম
(25) পুসতা (Puszta) নাতিশীতোষ্ণ তৃণভূমি যে দেশে রয়েছে —
(A) নামিবিয়া
(B) হাঙ্গেরি
(C) দক্ষিণ আফ্রিকা
(D) ব্রাজিল
(26) ইটাই ইটাই (Itai Itai) রোগটি প্রথম যে দেশে দেখা গিয়েছিল —
(A) চিন
(B) ইতালি
(C) জাপান
(D) অস্ট্রেলিয়া
(27) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) মিনামাটা
(II) ইটাই ইটাই
(III) ম্যাথাইমোগ্লোবেনেমিয়া
(IV) ব্ল্যাকফুট
তালিকা-2
(1) নাইট্রেট
(2) আর্সেনিক
(3) পারদ
(4) ক্যাডমিয়াম
(A) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(28) ইউট্রোফিকেশনের কারণে জলজ পরিবেশে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অর্ধেক হলে, সেই অবস্থাকে বলে —
(A) হাইপোক্সিয়া
(B) অ্যানোক্সিয়া
(C) ডিসলেক্সিয়া
(D) হাইনোক্সিয়া
(29) অম্লবৃষ্টি (Acid Rain) -তে সাধারণত pH -এর মাত্রা থাকে —
(A) 2.2-4.4
(B) 4.2-4.4
(C) 5.6-6.0
(D) 6.0-7.5
(30) কীলিং কার্ভ (Keeling Curve) এর সাহায্যে বায়ুমন্ডলের যে গ্যাসের মাত্রা বৃদ্ধির হার নির্ণয় করা হয় —
(A) নাইট্রোজেন
(B) অক্সিজেন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) হাইড্রোজেন
(31) নিচের কোনটি একটি অতিমারি (Epidemic) -এর উদাহরণ নয়?
(A) কলেরা
(B) ম্যালেরিয়া
(C) ইনফ্লুয়েঞ্জা
(D) কোভিড-19
(32) United Nations Environment Programme (UNEP) -এর সদরদপ্তর রয়েছে যেখানে —
(A) জেনেভা
(B) নাইরোবি
(C) সিঙ্গাপুর
(D) ভিয়েনা
(33) IUCN পরিবেশ সংস্থাটি স্থাপিত হয় যে সালে —
(A) 1948
(B) 1961
(C) 1972
(D) 1984
(34) ব্রুটল্যান্ড কমিশন (Brundtland Commission) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটি হল —
(A) Our Earth’s Nature
(B) Sustainable Development
(C) Our Common Future
(D) Environment & Development
(35) UNESCO কর্তৃক Man and the Biosphere (MAB) কর্মসূচি চালু হয় যে সালে —
(A) 1971
(B) 1972
(C) 1973
(D) 1974
(36) ভারতে পরিবেশ সুরক্ষা আইন (Environment Protection Act) প্রবর্তিত হয় যে সালে —
(A) 1972
(B) 1980
(C) 1986
(D) 2001
(37) যেসব উৎপাদক সূর্যালোকের অনুপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে, তাদের বলে —
(A) Autotroph
(B) Chemotroph
(C) Neotroph
(D) Heliotroph
(38) একটি পরজীবী উদ্ভিদ (Parasitic Plant) -এর উদাহরণ হল —
(A) স্বর্ণলতা
(B) লিয়ানা
(C) হাতি ঘাস
(D) মিউকর
(39) একটি মৃতজীবী উদ্ভিদ (Saprophytic Plant) -এর উদাহরণ হল —
(A) বেনেবউ
(B) স্বর্ণলতা
(C) পাকসিনিয়া
(D) মনোট্রোপা
(40) পিঁপড়ে ও জাব পোকার মধ্যে যে প্রকার সম্পর্ক দেখা যায় —
(A) পরজীবীতা
(B) মৃতজীবীতা
(C) মিথোজীবীতা
(D) কোনোটিই নয়
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7)
(41) প্রাকৃতিক নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনপ্রণালী ব্যাখ্যা করে —
(A) নিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(B) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(C) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(D) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(42) নিচের কোন প্রাণী র্যাফ্লেসিয়া ফুলের পরাগ মিলনে সাহায্য করে?
(A) মৌমাছি
(B) মশা
(C) হাতি
(D) প্রজাপতি
(43) অভিযোজন (Adaptation) -এর ধারণাটি দিয়েছিলেন —
(A) চার্লস রবার্ট ডারউইন
(B) আর্নেস্ট হেকেল
(C) রেমন্ড লিন্ডেম্যান
(D) ফ্রেডেরিক ক্লেমেন্টস্
(44) ভারতে অরণ্য সপ্তাহ (Forest Week) পালিত হয় যে মাসে —
(A) এপ্রিল
(B) জুলাই
(C) আগস্ট
(D) অক্টোবর
(45) যে মহাদেশে মরু বায়োম (Desert Biome) দেখা যায় না —
(A) আফ্রিকা
(B) ইউরোপ
(C) উত্তর আমেরিকা
(D) এশিয়া
(46) তৈগা বায়োম (Taiga Biome) দেখা যায় যে দেশে —
(A) ব্রাজিল
(B) ইতালি
(C) রাশিয়া
(D) মেক্সিকো
(47) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য : শিপিবো
(B) স্টেপ তৃণভূমি : কাজাখ
(C) মরুভূমি অঞ্চল : বুশম্যান
(D) তুন্দ্রা অঞ্চল : টুয়ারেগ
(48) অ্যাকাসিয়া (Acacia) বৃক্ষ যে অঞ্চলে দেখা যায় —
(A) চিরহরিৎ অরণ্য
(B) পর্ণমোচী অরণ্য
(C) সাভানা তৃণভূমি
(D) সরলবর্গীয় অরণ্য
(49) নিচের কোন চক্রটি পলল চক্র (Sedimentary Cycle) -এর উদাহরণ?
(A) কার্বন চক্র
(B) নাইট্রোজেন চক্র
(C) জল চক্র
(D) সালফার চক্র
(50) ইকোটোন (Ecotone)
শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) চার্লস রবার্ট ডারউইন
(B) ফ্রেডেরিক ক্লেমেন্টস্
(C) চার্লস এলটন
(D) রেমন্ড লিন্ডেম্যান
(51) বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস (World Day to Combat Desertification and Drought) পালিত হয় —
(A) ১৭ ই এপ্রিল
(B) ১৭ ই জুন
(C) ১৭ ই সেপ্টেম্বর
(D) ১৭ জানুয়ারি
(52) Intergovernmental Panel on Climate Change (IPCC) স্থাপিত হয় যে সালে —
(A) 1988
(B) 1989
(C) 1990
(D) 1991
(53) চিপকো আন্দোলন (Chipko Movement) -এর সাথে জড়িত যিনি —
(A) সুন্দরলাল বহুগুণা
(B) মেধা পাটেকর
(C) পান্ডুরঙ্গ হেগড়ে
(D) অমৃতা দেবী
(54) রাষ্ট্রসংঘ ঘোষিত আন্তর্জাতিক অরণ্য বর্ষ (International Year of Forests) হল —
(A) 2010
(B) 2011
(C) 2015
(D) 2009
(55) ভারতের যে রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন (Silent Valley Movement) হয়েছিল —
(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) কেরালা
(D) উত্তরাখন্ড
(56) 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম হল —
(A) Beat Water Pollution
(B) Beat Soil Pollution
(C) Beat Air Pollution
(D) Beat Plastic Pollution
(57) গ্রিনপিস (Greenpeace) সংস্থার সদরদপ্তর রয়েছে —
(A) কোপেনহেগেন
(B) আমস্টারডাম
(C) নিউইয়র্ক
(D) জোহানসবার্গ
(58) পরিবেশগত অর্থনীতি (Environmental Economics) -এর জনক বলা হয় —
(A) হারম্যান ড্যালি
(B) রবার্ট ফিলিপ শার্প
(C) আলফ্রেড হার্কার
(D) কার্ল মবিয়াস
(59) যে দশকে পরিবেশগত অর্থনীতি (Environmental Economics) -এর সূচনা ঘটে —
(A) 1950
(B) 1960
(C) 1970
(D) 1980
(60) নিচের কোনটি পরিবেশগত অর্থনীতি (Environmental Economics) -এর সাথে সম্পর্কিত নয়?
(A) Cap & Trade
(B) Market Failure
(C) Edge Effect
(D) Externality
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7)
**************************************
ENVIRONMENTAL GEOGRAPHY উত্তরপত্র : 1. (C), 2. (D), 3. (B), 4. (B), 5. (C), 6. (C), 7. (B), 8. (D), 9. (B), 10. (B), 11. (A), 12. (D), 13. (B), 14. (A), 15. (C), 16. (A), 17. (B), 18. (A), 19. (D), 20. (C), 21. (D), 22. (B), 23. (C), 24. (A), 25. (B), 26. (C), 27. (B), 28. (A), 29. (B), 30. (C), 31. (D), 32. (B), 33. (A), 34. (C), 35. (A), 36. (C), 37. (B), 38. (A), 39. (D), 40. (C), 41. (B) 42. (C), 43. (A), 44. (B), 45. (B), 46. (C), 47. (D), 48. (C), 49. (D), 50. (B), 51. (B), 52. (A), 53. (A), 54. (B), 55. (C), 56. (D), 57. (B), 58. (A), 59. (B), 60. (C)।
Pingback: SLST 2025 GEOGRAPHY MOCKTEST-8 - ভূগোলিকা-Bhugolika