SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6
SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6
ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6)
TOPIC/UNIT : BIOGEOGRAPHY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS
(1) রুশ মৃত্তিকাবিদ ভাসিলি ভাসিলিয়েভিচ ডকুচেভ (V. V. Dokuchaev) প্রদত্ত মৃত্তিকা গঠনের সমীকরণটি হল —
(A) S = f(cl, o, r, p, t)
(B) S = f(cl, o, p, t)
(C) S = f(cl, o, r, t)
(D) S = (cl, o, a, p, t)
(2) মৃত্তিকা গঠন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
(A) মৃত্তিকা গঠনে সংযোজন, অপসারণ ও রূপান্তর গুরুত্বপূর্ণ পদ্ধতি
(B) শুষ্ক অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে ক্ষারধর্মী মৃত্তিকা গড়ে ওঠে
(C) উষ্ণতা বৃদ্ধি পেলে মৃত্তিকাতে কাদাজাতীয় খনিজের পরিমাণ হ্রাস পায়
(D) অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার pH হ্রাস পায়
(3) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) এন্ডোডায়নামোমরফিক মৃত্তিকা : লিথোসল
(B) পেডালফার মৃত্তিকা : ল্যাটেরাইট
(C) হ্যালোমরফিক মৃত্তিকা : সোলানচাক মৃত্তিকা
(D) পেডোক্যাল মৃত্তিকা : পডজল
(4) মৃত্তিকা ক্যাটেনা (Soil Catena) -এর ধারণা দিয়েছিলেন —
(A) জিওফ্রে মিলনে
(B) ভাসিলি ভাসিলিয়েভিচ ডকুচেভ
(C) হ্যান্স জেনি
(D) জ্যাকব স্যামুয়েল জফি
(5) জলাভূমি অঞ্চলে মৃত্তিকা গঠনের প্রক্রিয়াটি হল —
(A) ক্যালসিফিকেশন
(B) গ্লেইজেশন
(C) ইলুভিয়েশন
(D) ল্যাটেরাইজেশন
(6) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ক্যালসিফিকেশন
(II) স্যালিনাইজেশন
(III) অ্যালকালাইজেশন
(IV) গ্লেইজেশন
তালিকা-2
(1) চারনোজেম মৃত্তিকা
(2) সোলোনেৎজ মৃত্তিকা
(3) সোলানচাক মৃত্তিকা
(4) বগ মৃত্তিকা
(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(3), (III)-(2), (IV)-(4)
(D) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(7) মৃত্তিকা পরিলেখ (Soil Profile) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) জে. এস. জফি
(B) ভি. ভি. ডকুচেভ
(C) এইচ. জেনি
(D) সি. এফ. মারবাট
(8) যে প্রকার বনভূমিতে মৃত্তিকার জৈব স্তর ‘ডাফ’ (Duff) নামে পরিচিত —
(A) চিরহরিৎ অরণ্য
(B) পর্ণমোচী অরণ্য
(C) সরলবর্গীয় অরণ্য
(D) ম্যানগ্রোভ অরণ্য
(9) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : মৃত্তিকা পরিলেখের A স্তরটি ইলুভিয়েশন স্তর নামে পরিচিত।
বিবৃতি 2 : মৃত্তিকা পরিলেখের B স্তরটি এলুভিয়েশন স্তর নামে পরিচিত।
বিবৃতি 3 : মৃত্তিকা পরিলেখের R স্তরটি হল অবিয়োজিত আদিশিলা স্তর।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা
(10) মৃত্তিকা পরিলেখ (Soil Profile) -এর যে স্তর ‘উদ্ভিদের পুষ্টিমৌলের ভান্ডার’ নামে পরিচিত —
(A) A1
(B) B1
(C) A2
(D) B2
(11) মৃত্তিকার ভৌত ধর্ম সম্পর্কে নিচের যে বক্তব্যটি সঠিক নয় —
(A) মৃত্তিকার প্রাথমিক কণাগুলি যখন সমষ্টিতে পরিণত হয়, তখন তাকে পেড বলে
(B) প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট পৃথক সত্তাবিশিষ্ট মৃত্তিকা গঠনের দ্বিমাত্রিক একককে পেডন বলে
(C) অনেকগুলি পেডন একসাথে দলবদ্ধ ভাবে অবস্থান করলে, তাদের পলিপেডন বলে
(D) ভূপৃষ্ঠ থেকে মৃত্তিকা পরিলেখের প্রথম স্তরটির ত্রিমাত্রিক রূপকে এপিপেডন বলে
(12) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) লিথোক্রোমিক মৃত্তিকা : কৃষ্ণ মৃত্তিকা
(B) ভৌত শুষ্ক মৃত্তিকা : বেলে মৃত্তিকা
(C) পেডোক্রোমিক মৃত্তিকা : চারনোজেম মৃত্তিকা
(D) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা : পডজল মৃত্তিকা
(13) মৃত্তিকাতে যে খনিজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে —
(A) ফেল্ডস্পার
(B) পাইরোক্সিন
(C) অ্যাম্ফিবোল
(D) অলিভিন
(14) সংশক্তি (Cohesion) ও আসঞ্জন (Adhesion) নিচের যে বিষয়টির সাথে সম্পর্কিত —
(A) মৃত্তিকার বর্ণ
(B) মৃত্তিকার ঘনত্ব
(C) মৃত্তিকার সংহতি
(D) মৃত্তিকার উষ্ণতা
(15) কর্দম কণা স্ফীত হয়ে মৃত্তিকার পৃষ্ঠদেশে যে বন্ধুর ভূমি তৈরি করে, তাকে বলে —
(A) কলয়েড
(B) গিলগাই
(C) গোয়েথাইট
(D) গ্র্যাভেলি
(16) ঋনাত্মক তড়িৎগ্রস্ত জৈব ও অজৈব কলয়েডগুলিকে বলে —
(A) মিশেল (Micelle)
(B) রেন্ডজিনা (Rendzina)
(C) সোলাম (Solum)
(D) পেডন (Pedon)
(17) pH স্কেল প্রথম আবিষ্কার করেন —
(A) হ্যাগারস্ট্র্যান্ড
(B) সোরেনসেন
(C) ডকুচেভ
(D) কার্লসবার্গ
(18) সাধারণত অধিকাংশ শস্য উৎপাদনের ক্ষেত্রে মৃত্তিকার উপযুক্ত pH মান হল —
(A) 3.0-6.5
(B) 4.5-9.0
(C) 6.5-7.0
(D) 7.0-9.5
(19) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) চারনোজেম মৃত্তিকা
(II) চেস্টনাট মৃত্তিকা
(III) ল্যাটেরাইট মৃত্তিকা
(IV) পডজল মৃত্তিকা
তালিকা-2
(1) তৈগা বনভূমি
(2) দক্ষিণ-পূর্ব এশিয়া
(3) পূর্ব-মধ্য ব্রাজিল
(4) স্টেপ তৃণভূমি
(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(20) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল পডজল ও চারনোজেম মৃত্তিকা।
বিবৃতি 2 : আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল সোলানচাক ও সোলোনেৎজ মৃত্তিকা।
বিবৃতি 3 : অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল চেস্টনাট ও সিরোজেম মৃত্তিকা।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6)
(21) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) কালো ক্ষার মৃত্তিকা : সোলোনেৎজ মৃত্তিকা
(B) ড্যুরিক্রাস্ট : ল্যাটেরাইট মৃত্তিকা
(C) হার্ডপ্যান : পডজল মৃত্তিকা
(D) কাস্টানোজেম : চারনোজেম মৃত্তিকা
(22) USDA কর্তৃক মৃত্তিকা শ্রেণীবিভাগের 7th Approximation প্রকাশিত হয় যে সালে —
(A) 1953
(B) 1960
(C) 1975
(D) 1998
(23) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) মলিসল : চারনোজেম মৃত্তিকা
(B) ভার্টিসল : কৃষ্ণ মৃত্তিকা
(C) অক্সিসল : পডজল মৃত্তিকা
(D) জেলিসল : তুন্দ্রা মৃত্তিকা
(24) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) হিস্টোসল
(II) আল্টিসল
(III) জেলিসল
(IV) এরিডিসল
তালিকা-2
(1) মরু ও মরুপ্রায় জলবায়ু
(2) আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু
(3) শীতল তুন্দ্রা জলবায়ু
(4) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
(A) (I)-(2), (II)-(3), (III)-(4), (IV)-(1)
(B) (I)-(2), (II)-(4), (III)-(3), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(25) আগ্নেয়গিরি সন্নিকটস্থ অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় —
(A) এন্টিসল
(B) জেলিসল
(C) অ্যান্ডিসল
(D) আলফিসল
(26) প্রথম মানব-প্রভাবিত বৈশ্বিক মৃত্তিকা ক্ষয় মানচিত্র প্রকাশিত হয় যে সালে —
(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1994
(27) বৃষ্টির জল প্রবাহের কারণে মৃত্তিকার উপরিস্তরের সূক্ষ্ম পদার্থগুলি যে পদ্ধতিতে ক্ষয় হয় —
(A) চাদর ক্ষয় (Sheet Erosion)
(B) নালী ক্ষয় (Rill Erosion)
(C) প্রণালী ক্ষয় (Gully Erosion)
(D) কর্দমাক্ত ক্ষয় (Splash Erosion)
(28) বীরভূমের শান্তিনিকেতনের খোয়াই অঞ্চল যে প্রকার মৃত্তিকা ক্ষয়ের ফলে গড়ে উঠেছে —
(A) চাদর ক্ষয়
(B) পত্র ক্ষয়
(C) খাত ক্ষয়
(D) নালী ক্ষয়
(29) শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকা ক্ষয় ও বাষ্পীভবন রোধে ব্যবহৃত পদ্ধতিটি হল —
(A) টিলেজিং
(B) মালচিং
(C) কন্টুরিং
(D) কাসকেডিং
(30) পশ্চিম মেদিনীপুরের গনগনিতে যে প্রকার মৃত্তিকা ক্ষয় বিশেষ ভাবে লক্ষ্য করা যায় —
(A) চাদর ক্ষয়
(B) রাভাইন ক্ষয়
(C) নালী ক্ষয়
(D) কর্দমাক্ত ক্ষয়
(31) পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের একটি প্রচলিত পদ্ধতি হল —
(A) ফালি চাষ
(B) সমোন্নতি চাষ
(C) ঝুম চাষ
(D) A ও B উভয়ই
(32) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ক্ষুদ্র আলোকপর্ব উদ্ভিদ : তামাক
(B) দীর্ঘ আলোকপর্ব উদ্ভিদ : আলু
(C) আলোকপ্রেমী/হেলিওফাইট উদ্ভিদ : টমেটো
(D) আলোকবিদ্বেষী/স্কিওফাইট উদ্ভিদ : পান
(33) উষ্ণতার তারতম্য অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেছিলেন —
(A) ক্রিস্টেন রনকিয়ার
(B) জোসেফ ডাল্টন হুকার
(C) জোহানেস ওয়ার্মিং
(D) হেইনরিখ ইঙ্গলার
(34) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) মেগাথার্মস উদ্ভিদ
(II) মেসোথার্মস উদ্ভিদ
(III) মাইক্রোথার্মস উদ্ভিদ
(IV) হেকিস্টোথার্মস উদ্ভিদ
তালিকা-2
(1) লাইকেন
(2) পপলার
(3) মেহগনি
(4) কাঁঠাল
(A) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(3), (II)-(1), (III)-(4), (IV)-(2)
(C) (I)-(3), (II)-(2), (III)-(4), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(35) বর্তমানে পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির যে শতাংশ নগ্নবীজী (Gymnosperm) -এর অন্তর্গত —
(A) 01%
(B) 10%
(C) 15%
(D) 19%
(36) উদ্ভিদ রাজ্যের উভচর (Amphibians of Plant Kingdom) নামে পরিচিত —
(A) মেসোফাইট
(B) ব্রায়োফাইট
(C) টেরিডোফাইট
(D) থ্যালোফাইট
(37) নিজের কোন জোড়াটি সঠিক নয়?
(A) নিমজ্জিত জলজ উদ্ভিদ : ঝাঁঝি
(B) নিমজ্জিত মূলী জলজ উদ্ভিদ : হাইড্রিলা
(C) স্বাধীন ভাসমান জলজ উদ্ভিদ : কচুরিপানা
(D) ভাসমান মূলী জলজ উদ্ভিদ : পানিফল
(38) যেসব উদ্ভিদ অন্য উদ্ভিদের ওপর জন্মে কিন্তু পরজীবী নয়, তাদের বলে —
(A) লিথোফাইট
(B) এপিফাইট
(C) সাইক্রোফাইট
(D) অক্সিলোফাইট
(39) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) খরা বর্জনকারী মরু উদ্ভিদ : পাথরকুচি
(B) খরা পলায়নী মরু উদ্ভিদ : শিয়ালকাঁটা
(C) খরা প্রতিরোধী মরু উদ্ভিদ : লবঙ্গ
(D) খরা সহিষ্ণু মরু উদ্ভিদ : বাবলা
(40) 0.01%-0.10% সোডিয়াম ক্লোরাইড যুক্ত মৃত্তিকাতে জন্মানো লবণাম্বু উদ্ভিদকে বলে —
(A) অলিগো-হ্যালোফাইট
(B) মেসো-হ্যালোফাইট
(C) ইউহ্যালোফাইট
(D) জেরো-হ্যালোফাইট
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6)
(41) নিচের কোনটি একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি (Temperate Grassland) -এর উদাহরণ নয়?
(A) প্রেইরি
(B) পম্পাস
(C) লানোস
(D) স্টেপ
(42) ভূপৃষ্ঠের যে শতাংশ এলাকা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দ্বারা আচ্ছাদিত রয়েছে —
(A) 03%
(B) 07%
(C) 11%
(D) 21%
(43) ভারতে বনভূমি সংরক্ষণ আইন (Forest Conservation Act) প্রবর্তিত হয় যে সালে —
(A) 1972
(B) 1973
(C) 1980
(D) 2002
(44) পরিমাণ অনুসারে, পৃথিবীর যে দেশে সর্বাধিক পরিমাণ অরণ্য রয়েছে —
(A) রাশিয়া
(B) কানাডা
(C) ব্রাজিল
(D) কঙ্গো প্রজাতন্ত্র
(45) FAO -এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভূপৃষ্ঠের যে শতাংশ এলাকা অরণ্যের অন্তর্গত —
(A) 21%
(B) 31%
(C) 39%
(D) 53%
(46) আফ্রিকার যে দেশে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্দেশ্যে মিকোকো পামোজা (Mikoko Pamoja) প্রকল্প গৃহীত হয়েছে —
(A) তানজানিয়া
(B) মোজাম্বিক
(C) সোমালিয়া
(D) কেনিয়া
(47) সামাজিক বনসৃজন (Social Forestry) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জ্যাক ওয়েস্টোবি
(B) গোপীনাথ পাণিগ্রহী
(C) রবার্ট চার্লস ব্রাউন
(D) অর্চনা শর্মা
(48) ভারতে সামাজিক বনসৃজন কর্মসূচী প্রথম শুরু হয় যে সালে —
(A) 1966
(B) 1976
(C) 1986
(D) 1996
(49) সামাজিক বনসৃজনের সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) এপিকালচার
(B) ভিটিকালচার
(C) পিসিকালচার
(D) সিলভিকালচার
(50) ভারতে নগর বন যোজনা (Nagar Van Yojana) শুরু হয় যে সালে —
(A) 2018-19
(B) 2019-20
(C) 2020-21
(D) 2021-22
(51) আলফা, বিটা, গামা বৈচিত্র্যের ধারণা দিয়েছিলেন —
(A) আলফ্রেড রাসেল ওয়ালেস
(B) অ্যাল্ডো লিওপোল্ড
(C) রবার্ট হার্ডিং হুইটেকার
(D) ওয়াল্টার রোজেন
(52) জীববৈচিত্র্য সম্পর্কিত ‘Red List’ প্রকাশ করে যে সংস্থা —
(A) IUCN
(B) WWF
(C) WCS
(D) WCN
(53) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বিলুপ্ত প্রজাতি : ডোডো পাখি
(B) মহাবিপন্ন প্রজাতি : এশিয়ান হাতি
(C) বিপন্ন প্রজাতি : বেঙ্গল টাইগার
(D) সংকটাপন্ন প্রজাতি : মেরু ভালুক
(54) জীববৈচিত্র্য সংরক্ষণে CITES বহুপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয় যে সালে —
(A) 1970
(B) 1971
(C) 1972
(D) 1973
(55) নিচের যে বিষয়টি এক্স-সিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত নয় —
(A) জার্মপ্লাজম
(B) জাতীয় উদ্যান
(C) জিন ভান্ডার
(D) বোটানিক্যাল গার্ডেন
(56) বর্তমানে ভারতে এলিফ্যান্ট রিজার্ভের সংখ্যা —
(A) 21
(B) 25
(C) 33
(D) 53
(57) প্রাণী রাজ্যের বৃহত্তম পর্ব হল —
(A) আর্থ্রোপোডা
(B) নেমাটোড
(C) মোলাস্কা
(D) নিডারিয়া
(58) তারামাছ যে পর্বের অন্তর্গত প্রাণী প্রজাতি —
(A) নিডারিয়া
(B) মোলাস্কা
(C) একাইনোডার্ম
(D) কর্ডাটা
(59) উভচর শ্রেণীর প্রাণীদের উৎপত্তি ঘটে যে যুগে —
(A) ডেভোনিয়ান
(B) পার্মিয়ান
(C) অর্ডোভিসিয়ান
(D) ক্যামব্রিয়ান
(60) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) আর্থ্রোপোডা : আরশোলা
(B) মোলাস্কা : অক্টোপাস
(C) নেমাটোড : গোলকৃমি
(D) নিডারিয়া : সমুদ্র শসা
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-6)
**************************************
BIOGEOGRAPHY উত্তরপত্র : 1. (B), 2. (C), 3. (D), 4. (A), 5. (B), 6. (C), 7. (B), 8. (C), 9. (C), 10. (D), 11. (B), 12. (D), 13. (A), 14. (C), 15. (B), 16. (A), 17. (B), 18. (C), 19. (A), 20. (A), 21. (D), 22. (B), 23. (C), 24. (B), 25. (C), 26. (B), 27. (A), 28. (C), 29. (B), 30. (B), 31. (D), 32. (C), 33. (A), 34. (D), 35. (A), 36. (B), 37. (D), 38. (B), 39. (C), 40. (A), 41. (C) 42. (B), 43. (C), 44. (A), 45. (B), 46. (D), 47. (A), 48. (B), 49. (D), 50. (C), 51. (C), 52. (A), 53. (B), 54. (D), 55. (B), 56. (C), 57. (A), 58. (C), 59. (A), 60. (D)।
Pingback: SLST 2025 GEOGRAPHY MOCKTEST-7 - ভূগোলিকা-Bhugolika