Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5)

TOPIC/UNIT : CLIMATOLOGY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5

(1) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান নাইট্রোজেন, যার শতকরা পরিমাণ 78.08%।
বিবৃতি 2 : বায়ুমন্ডলের প্রধান 4 টি গ্যাস হল নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ও কার্বন-ডাই-অক্সাইড।
বিবৃতি 3 : বায়ুমন্ডলের সর্বপ্রধান নিস্ক্রিয় গ্যাস আর্গনের শতকরা পরিমাণ 0.033%।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(2) প্রতি কিমিতে শুষ্ক অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট (DALR) হল —
(A) 4.7° C
(B) 6.5° C
(C) 8.1° C
(D) 9.8° C

(3) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) মাদার অফ পার্ল ক্লাউড
(II) বায়ুমন্ডলের শীতলতম স্তর
(III) কেনেলি-হিভিসাইড স্তর
(IV) ভ্যান অ্যালেন বিকিরণ বলয়

তালিকা-2
(1) ম্যাগনেটোস্ফিয়ার
(2) মেসোস্ফিয়ার
(3) স্ট্র্যাট্রোস্ফিয়ার
(4) আয়নোস্ফিয়ার

(A) (I)-(3), (II)-(2), (III)-(4), (IV)-(1)
(B) (I)-(4), (II)-(2), (III)-(1), (IV)-(3)
(C) (I)-(1), (II)-(3), (III)-(2), (IV)-(4)
(D) (I)-(3), (II)-(2), (III)-(1), (IV)-(4)

(4) বিবৃতি (A) : বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 90% ওজোন গ্যাস রয়েছে।
কারণ (R) : স্ট্র্যাট্রোস্ফিয়ারে আণবিক অক্সিজেন ও অতিবেগুনি রশ্মির ফোটন কণা পর্যাপ্ত পরিমাণে থাকে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(5) পৃথিবীর নথিবদ্ধকৃত ইতিহাসে উষ্ণতম বর্ষ (Warmest Year) হল —
(A) 2022
(B) 2023
(C) 2024
(D) 2025

(6) আরবান হিট আইল্যান্ড (Urban Heat Island) ধারণাটি প্রথম দিয়েছিলেন —
(A) অ্যালবার্ট পেপলার
(B) জেমস হ্যানসেন
(C) ক্রিশ্চিয়ান স্কোনবি
(D) লিউক হাওয়ার্ড

(7) নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নয়?
(A) নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) সালফার হেক্সাফ্লোরাইড
(D) নাইট্রাস অক্সাইড

(8) মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে পৃথিবীতে প্রথম যে দেশ —
(A) বেনিন
(B) পালাউ
(C) ব্রাজিল
(D) ভুটান

(9) সর্বপ্রধান ক্লোরোফ্লুরোকার্বন (CFC) গ্যাসটি হল —
(A) R-21
(B) R-113
(C) R-12
(D) R-114

(10) যে পদ্ধতিতে বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হয় —
(A) পরিবহন
(B) পরিচলন
(C) অ্যাডভেকশন
(D) বিকিরণ

(11) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বায়ুর চাপ : ব্যারোমিটার
(B) বায়ুর গতিবেগ : অ্যানিমোমিটার
(C) বায়ুর আর্দ্রতা : হাইড্রোমিটার
(D) বায়ুর উষ্ণতা : থার্মোমিটার

(12) প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ হ্রাস পায় —
(A) 26 মিলিবার
(B) 34 মিলিবার
(C) 49 মিলিবার
(D) 57 মিলিবার

(13) বিবৃতি (A) : গ্রীষ্মকালে সমোষ্ণরেখাগুলি উত্তর গোলার্ধে অনিয়মিত ও আঁকাবাঁকা এবং দক্ষিণ গোলার্ধে নিয়মিত ও সরলরৈখিক হয়।
কারণ (R) : উত্তর গোলার্ধে জলভাগের এবং দক্ষিণ গোলার্ধে স্থলভাগের প্রাধান্যের কারণে এরূপ ঘটে থাকে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(14) পার্থিব বিকিরণ (51%) -এর যে পরিমাণ তাপ বায়ুমন্ডল দ্বারা শোষিত হয় —
(A) 34%
(B) 42%
(C) 46%
(D) 49%

(15) সৌর ধ্রুবক (Solar Constant) -এর গড় পরিমাণ —
(A) 1.6308 kW/m2
(B) 1.3608 kW/m2
(C) 1.0368 kW/m2
(D) 1.8630 kW/m2

(16) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : পৃথিবীতে আগত দীর্ঘ তরঙ্গের সৌররশ্মির দৈর্ঘ্য 0.7 মাইক্রনের অধিক হয়।
বিবৃতি 2 : শক্তি অনুসারে, ভূপৃষ্ঠে আগত সূর্যালোকের 52-53% অবলোহিত রশ্মি।
বিবৃতি 3 : অতিবেগুনি রশ্মি হল একপ্রকার দীর্ঘ তরঙ্গের সৌররশ্মি।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(17) সর্বাধিক পরিমাণ অ্যালবেডো দেখা যায় যে অঞ্চলে —
(A) বালিময় মরুভূমি
(B) সবুজ ঘাস
(C) নতুন তুষার
(D) পর্ণমোচী অরণ্য

(18) নিরক্ষরেখা থেকে মেরুর দিকে প্রতি ডিগ্রি অক্ষাংশে উষ্ণতা হ্রাস পায় —
(A) 0.21°C
(B) 0.28°C
(C) 0.35°C
(D) 1.00°C

(19) উগান্ডার কাম্পালার চেয়ে ইকুয়েডর কুইটো শহরের গড় উষ্ণতা কম হওয়ার কারণ হল —
(A) অক্ষাংশগত পার্থক্য
(B) ভূমিঢালের পার্থক্য
(C) উচ্চতার পার্থক্য
(D) বায়ুপ্রবাহের পার্থক্য

(20) আল্পস পর্বতের সূর্যালোকিত, উষ্ণ দক্ষিণমুখী ঢালকে বলে —
(A) উবেক
(B) অ্যাড্রেট
(C) অ্যাডোব
(D) পেরেকা

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5)

(21) নিচের কোনটি একটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ নয়?
(A) বোরা
(B) ফন
(C) ওরোশি
(D) মিস্ট্রাল

(22) বিবৃতি (A) : পৃথিবীর সুমেরু ও কুমেরু অঞ্চলে সারা বছর স্থায়ীভাবে উচ্চচাপ বিরাজ করে।
কারণ (R) : এই দুই অঞ্চলে সারা বছর বাষ্পীভবন ও সূর্যকিরণের অভাবে বায়ু সর্বদা শীতল ও ভারী হয়ে উচ্চচাপ বলয় গড়ে তুলেছে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(23) কোরিওলিস বলের প্রভাব সর্বনিম্ন হয় —
(A) মূলমধ্যরেখাতে
(B) কর্কটক্রান্তিরেখাতে
(C) মকরক্রান্তিরেখাতে
(D) নিরক্ষরেখাতে

(24) পৃথিবীর বৃহত্তম ডোলড্রাম অঞ্চল হল —
(A) ইন্দো-প্রশান্ত ডোলড্রাম
(B) নিরক্ষীয় পশ্চিম আফ্রিকা ডোলড্রাম
(C) মধ্য আমেরিকা ডোলড্রাম
(D) নিরক্ষীয় পূর্ব আফ্রিকা ডোলড্রাম

(25) হ্যাডলি কক্ষ আবিষ্কৃত হয় যে সালে —
(A) 1725
(B) 1735
(C) 1745
(D) 1755

(26) যে বায়ুচাপ কক্ষটি ‘Thermal Indirect Cell’ নামে পরিচিত —
(A) হ্যাডলি কক্ষ
(B) ফেরেল কক্ষ
(C) মেরু কক্ষ
(D) কোনোটিই নয়

(27) ITCZ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
(A) এই অঞ্চলে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু মিলিত হয়েছে
(B) এই অঞ্চল পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অন্তর্গত
(C) এই অঞ্চলে অনুভূমিক বায়ু সংবহন দেখা যায় না
(D) এই অঞ্চলের অক্ষাংশগত অবস্থান 0°-5° উত্তর/দক্ষিণ

(28) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : এল নিনো এক উষ্ণ, অস্থির, উত্তরমুখী সমুদ্রস্রোত।
বিবৃতি 2 : এল নিনো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায়।
বিবৃতি 3 : এল নিনোর প্রভাবে ভারতে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠে।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(29) আয়ন বায়ু সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
(A) আয়ন বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়
(B) আয়ন বায়ু বাণিজ্য বায়ু এবং পুবালি বায়ু নামেও পরিচিত
(C) আয়ন বায়ু উত্তর গোলার্ধে বামদিকে এবং দক্ষিণ গোলার্ধে ডানদিকে বেঁকে প্রবাহিত হয়
(D) আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে উষ্ণ ও শুষ্ক মরুভূমি তৈরি হয়

(30) স্টেপ, প্রেইরি, পম্পাস ইত্যাদি নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টিতে যে বায়ুর ভূমিকা রয়েছে —
(A) আয়ন বায়ু
(B) পশ্চিমা বায়ু
(C) মেরু বায়ু
(D) পুবালি বায়ু

(31) স্থলবায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয় যে সময় —
(A) ভোরবেলা
(B) সন্ধ্যাবেলা
(C) দুপুরবেলা
(D) বিকেলবেলা

(32) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) সিরোক্কো
(II) হারমাট্টান
(III) খামসিন
(IV) চিনুক

তালিকা-2
(1) গিনি উপকূল
(2) প্রেইরি সমভূমি
(3) ইতালি
(4) মিশর

(A) (I)-(3), (II)-(2), (III)-(4), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(1), (III)-(4), (IV)-(2)

(33) জেট বায়ুর নামকরণ করেছিলেন —
(A) ওয়াসাবুরো ওইশি
(B) হেইনরিখ সিলকফ
(C) এলিয়াস লুমিস
(D) উইলি হার্ডম্যান পোস্ট

(34) নিচের কোনটি জেট বায়ুর বৈশিষ্ট্য নয়?
(A) ভূপৃষ্ঠ থেকে প্রধানত 9-12 কিমি উচ্চতায় প্রবাহিত হয়
(B) পশ্চিম থেকে পূর্বে, দীর্ঘ তরঙ্গাকারে আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয়
(C) গড়ে 161 থেকে 322 কিমি/ঘন্টা গতিবেগে প্রবাহিত হয়
(D) উর্দ্ধ বায়ুস্তরে সমচাপ রেখার আড়াআড়িভাবে প্রবাহিত হয়

(35) ভারতে মৌসুমি বায়ুর আগমনের সাথে যে জেট বায়ুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে —
(A) ক্রান্তীয় পুবালি জেট বায়ু
(B) ক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু
(C) মেরুদেশীয় পশ্চিমা জেট বায়ু
(D) মেরুদেশীয় পুবালি জেট বায়ু

(36) বায়ুমন্ডলের যে দুই স্তরের মধ্যে তড়িৎ জেট বায়ু প্রবাহ দেখা যায় —
(A) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার

(37) বায়ুর বিশেষ আর্দ্রতা (Specific Humidity) পরিমাপ করা হয় যে এককে —
(A) গ্রাম/ঘনসেমি
(B) গ্রাম/কেজি
(C) গ্রাম/ঘনকিমি
(D) গ্রাম/ঘনমিটার

(38) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall) -এর সাথে সম্পর্কিত মেঘ হল —
(A) কিউমুলাস
(B) সিরো-স্ট্র্যাটাস
(C) সিরাস
(D) সিরো-কিউমুলাস

(39) বৃষ্টিপাতের সংঘর্ষ সম্মীলন তত্ত্ব (Collision-Coalescence Theory) -এর প্রবক্তা হলেন —
(A) আলফ্রেড ওয়েগনার
(B) টর বার্জেরন
(C) এডওয়ার্ড জর্জ বোয়েন
(D) ওয়াল্টার ফিন্ডেইসন

(40) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : নকুলদানার মতো বরফ গুটির আকারে পতিত জমাটবদ্ধ বৃষ্টিপাতকে স্লিট (Sleet) বলে।
বিবৃতি 2 : বৃষ্টির ফোঁটা ভূপৃষ্ঠ পতিত হয়ে বরফে পরিণত হলে, তাকে মিস্ট (Mist) বলে।
বিবৃতি 3 : 1 কিমির বেশি দৃশ্যমানতা যুক্ত হালকা কুয়াশার মতো অস্বচ্ছ আবরণকে গ্লেজ (Glaze) বলে।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 3 ও 4 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5)

(41) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) টাইফুন
(II) হ্যারিকেন
(III) ব্যাগুইও
(IV) উইলি-উইলি

তালিকা-2
(1) আমেরিকা যুক্তরাষ্ট্র
(2) অস্ট্রেলিয়া
(3) চিন
(4) ফিলিপিন্স

(A) (I)-(3), (II)-(1), (III)-(4), (IV)-(2)
(B) (I)-(3), (II)-(1), (III)-(2), (IV)-(4)
(C) (I)-(4), (II)-(1), (III)-(2), (IV)-(3)
(D) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)

(42) প্রতীপ ঘূর্ণবাত (Anti Cyclone) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টর বার্জেরন
(B) হেনরি পিডিংটন
(C) ফ্রান্সিস গ্যাল্টন
(D) জ্যাকব বার্কনেস

(43) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় —
(A) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সীমান্ত বৃষ্টি (Frontal Rainfall) দেখা যায়
(B) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত শীতকালে দেখা যায়
(C) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে স্কোয়াল লাইন (Squall Line) দেখা যায়
(D) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমচাপরেখা এককেন্দ্রিক বৃত্তাকার হয়

(44) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) অশনি ঘূর্ণিঝড় : 2022
(B) আমফান ঘূর্ণিঝড় : 2019
(C) বুলবুল ঘূর্ণিঝড় : 2019
(D) তিতলি ঘূর্ণিঝড় : 2018

(45) একটি মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জের উদাহরণ হল —
(A) mTWu
(B) cPKu
(C) mPWu
(D) mTWs

(46) mTWu বায়ুপুঞ্জ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় —
(A) এটি একটি উষ্ণ, মহাসাগরীয়, ক্রান্তীয় বায়ুপুঞ্জ
(B) এই বায়ুপুঞ্জ সুস্থিত প্রকৃতির হয়
(C) এটি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণবাতজনিত ঝড়-বৃষ্টি সৃষ্টি করে
(D) এই বায়ুপুঞ্জে দ্রুত গতিতে পরিবর্তন দেখা যায়

(47) মহাদেশীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে —
(A) 5-10%
(B) 50-55%
(C) 70-75%
(D) 90-95%

(48) ভারতীয় মৌসুমি মডেলের জনক (Father of Indian Monsoon Model) রূপে পরিচিত —
(A) জগদীশ শুক্লা
(B) রেঙ্গাস্বামী রমেশ
(C) বসন্ত গোয়ারিকর
(D) সুলোচনা গ্যাডগিল

(49) নিচের যে অঞ্চলে ছদ্ম মৌসুমি বায়ু দেখা যায় —
(A) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ
(B) পশ্চিম মাদাগাস্কার
(C) লাওস ও কম্বোডিয়া
(D) উপরের সবকটিই

(50) মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত গতিশীল তত্ত্ব (Dynamic Theory) দিয়েছিলেন —
(A) এডমন্ড হ্যালি
(B) হ্যারল্ড জেফ্রিজ
(C) পাঞ্চেতি কোটেশ্বরম
(D) হারম্যান ফ্লন

(51) ভারতীয় জলবায়ু বিজ্ঞানী পাঞ্চেতি কোটেশ্বরম মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব দিয়েছিলেন —
(A) তিব্বত মালভূমি তত্ত্ব
(B) বায়ুপুঞ্জ তত্ত্ব
(C) জেট বায়ু তত্ত্ব
(D) রেডন কেন্দ্রীভবন তত্ত্ব

(52) মৌসুমি বায়ু সংক্রান্ত MONEX কর্মসূচি চলেছিল যে সালে —
(A) 1976-77
(B) 1977-78
(C) 1978-79
(D) 1979-80

(53) বজ্রঝড় (Thunderstorm) -এর সম্পর্কে নিচের যে বক্তব্যটি সঠিক নয় —
(A) যৌবন পর্যায়ে কিউমুলাস মেঘ তৈরি হয়
(B) পরিণত পর্যায়ে বজ্র সহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি ঘটে
(C) বিস্তরণ পর্যায়ে বায়ুপুঞ্জের উর্দ্ধমুখী গতি দেখা যায়
(D) উপরের কোনোটিই সঠিক নয়

(54) ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে যে প্রকার বজ্রঝড় দেখা যায় —
(A) স্থানীয় উত্তাপজনিত বজ্রঝড়
(B) শৈলোৎক্ষেপ বজ্রঝড়
(C) উষ্ণ সীমান্ত বজ্রঝড়
(D) শীতল সীমান্ত বজ্রঝড়

(55) ভারতের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা দীর্ঘস্থায়ী খরা প্রবণ (Chronically Drought-Prone) —
(A) 21%
(B) 33%
(C) 51%
(D) 68%

(56) কোপেন যে সালে প্রথম বিশ্ব জলবায়ুর শ্রেণীবিভাগ করেন —
(A) 1899
(B) 1900
(C) 1901
(D) 1902

(57) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে ‘ET’ বলতে যে জলবায়ুকে বোঝায় —
(A) মরু জলবায়ু
(B) মেরু জলবায়ু
(C) স্টেপ জলবায়ু
(D) তুন্দ্রা জলবায়ু

(58) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে, ভারতের উত্তরপ্রদেশ ও বিহার যে বিভাগের অন্তর্গত —
(A) Cwg
(B) Amw
(C) Dfc
(D) কোনোটিই নয়

(59) থর্নওয়েটের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে, B অঞ্চলের P/E Index -এর মান —
(A) 54-107
(B) 74-117
(C) 64-127
(D) 84-137

(60) থর্নওয়েট যে সালে জলবায়ু শ্রেণীবিভাগে সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন (Potential Evapotranspiration) ব্যবহার করেন —
(A) 1931
(B) 1933
(C) 1941
(D) 1948

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5)

**************************************

CLIMATOLOGY উত্তরপত্র : 1. (B), 2. (D), 3. (A), 4. (A), 5. (C), 6. (D), 7. (B), 8. (B), 9. (C), 10. (D), 11. (C), 12. (B), 13. (B), 14. (A), 15. (B), 16. (A), 17. (C), 18. (B), 19. (C), 20. (B), 21. (B), 22. (A), 23. (D), 24. (A), 25. (B), 26. (B), 27. (C), 28. (B), 29. (C), 30. (B), 31. (A), 32. (D), 33. (B), 34. (D), 35. (A), 36. (C), 37. (B), 38. (A), 39. (C), 40. (A), 41. (A) 42. (C), 43. (D), 44. (B), 45. (C), 46. (B), 47. (A), 48. (C), 49. (B), 50. (D), 51. (A), 52. (C), 53. (C), 54. (A), 55. (B), 56. (B), 57. (D), 58. (A), 59. (C), 60. (D)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!