Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3)

TOPIC/UNIT : OCEANOGRAPHY
CLASS : IX-X
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3

(1) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
বিবৃতি 2 : সমুদ্রের গভীরতা নির্ণয়ের একক হল ফ্যাদম।
বিবৃতি 3 : 1 ফ্যাদম সমান 1.2888 মিটার।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(2) যে মহাসাগরে মহীসোপানের বিস্তার সবচেয়ে বেশি —
(A) প্রশান্ত মহাসাগর
(B) ভারত মহাসাগর
(C) কুমেরু মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর

(3) মহীসোপান অঞ্চলের গড় বিস্তার —
(A) 48 কিমি
(B) 58 কিমি
(C) 78 কিমি
(D) 98 কিমি

(4) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) হৈমবাহিক মহীসোপান
(II) নদীগঠিত মহীসোপান
(III) প্রবালগঠিত মহীসোপান
(IV) ভঙ্গিল মহীসোপান

তালিকা-2
(1) পেরু-চিলি মহীসোপান
(2) নিকোবর মহীসোপান
(3) সুন্দরবন মহীসোপান
(4) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(3), (III)-(4), (IV)-(1)

(5) মহীঢাল প্রধানত যে প্রকার শিলা দ্বারা গঠিত —
(A) আগ্নেয় শিলা
(B) পাললিক শিলা
(C) রূপান্তরিত শিলা
(D) পরিবর্তিত শিলা

(6) সমুদ্রস্রোতে জলপ্রবাহ পরিমাপের একক হল —
(A) পিন্ট
(B) কোয়ার্ট
(C) গ্যালন
(D) সারড্রাপ

(7) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বহিঃস্রোত : ক্যানারি স্রোত
(B) অন্তঃস্রোত : ল্যাব্রাডর ম্রোত
(C) বহিঃস্রোত : উপসাগরীয় স্রোত
(D) অন্তঃস্রোত : বেরিং স্রোত

(8) উত্তর আটলান্টিক মহাসাগরের যে দুই সমুদ্রস্রোত হিমপ্রাচীর (Cold Wall) গড়ে তুলেছে —
(A) উষ্ণ আগুলহাস ও শীতল ক্যানারি স্রোত
(B) উষ্ণ ব্রাজিল ও শীতল ল্যাব্রাডর স্রোত
(C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত
(D) উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ক্যানারি স্রোত

(9) পৃথিবীর বৃহত্তম জায়র (World’s Largest Gyre) হল —
(A) উত্তর আটলান্টিক মহাসাগরীয় জায়র
(B) ভারত মহাসাগরীয় জায়র
(C) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় জায়র
(D) দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় জায়র

(10) যে মহাসাগরে শৈবাল সাগর (Sargasso Sea) দেখা যায় —
(A) উত্তর আটলান্টিক মহাসাগর
(B) উত্তর প্রশান্ত মহাসাগর
(C) দক্ষিণ প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ আটলান্টিক মহাসাগর

(11) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) গ্র্যান্ড ব্যাঙ্ক
(II) ডগার ব্যাঙ্ক
(III) মেশ স্কার্ট ব্যাঙ্ক
(IV) ল্যান্সডাউন ব্যাঙ্ক

তালিকা-2
(1) উত্তর সাগর
(2) উত্তর আটলান্টিক মহাসাগর
(3) ভারত মহাসাগর
(4) দক্ষিণ প্রশান্ত মহাসাগর

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(2), (II)-(1), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)

(12) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) উষ্ণ স্রোত : আগুলহাস স্রোত
(B) শীতল স্রোত : ফ্লোরিডা স্রোত
(C) উষ্ণ স্রোত : ব্রাজিল স্রোত
(D) শীতল স্রোত : বেরিং স্রোত

(13) কালাহারি মরুভূমি সৃষ্টিতে যে সমুদ্র স্রোতের ভূমিকা রয়েছে —
(A) হামবোল্ড স্রোত
(B) ক্যানারি স্রোত
(C) কুরোশিও স্রোত
(D) বেঙ্গুয়েলা স্রোত

(14) প্রশান্ত মহাসাগরের যে সমুদ্র স্রোত এল নিনোর সাথে সম্পর্কিত —
(A) হামবোল্ড স্রোত
(B) বেঙ্গুয়েলা স্রোত
(C) ইরমিঙ্গার স্রোত
(D) ওয়াশিও স্রোত

(15) নিচের কোন জোড়াটি সঠিক?
(A) প্রশান্ত মহাসাগর : ইরমিঙ্গার স্রোত
(B) আটলান্টিক মহাসাগর : হামবোল্ড স্রোত
(C) ভারত মহাসাগর : আগুলহাস স্রোত
(D) সুমেরু মহাসাগর : বেঙ্গুয়েলা স্রোত

(16) একটি জিওস্ট্রফিক স্রোতের উদাহরণ হল —
(A) উপসাগরীয় স্রোত
(B) কুরোশিও স্রোত
(C) আগুলহাস স্রোত
(D) উপরের সবকটিই

(17) মরা কোটালের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় —
(A) বৃত্তাকার
(B) সমকৌণিক
(C) সরলরৈখিক
(D) উপবৃত্তাকার

(18) প্রক্সিজিয়ান জোয়ার ঘটে যে দুই অবস্থানের মিলনে —
(A) সিজিগি ও পেরিজি
(B) অ্যাপোজি ও পেরিজি
(C) সিজিগি ও অ্যাপোজি
(D) পেরিজি ও অ্যাপোজি

(19) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) The Equilibrium Theory of Tides
(II) Progressive Wave Theory of Tides
(III) Canal Theory of Tides
(IV) Dynamic Theory of Tides

তালিকা-2
(1) পিয়ের-সিমোঁ লাপ্লাস
(2) আইজ্যাক নিউটন
(3) উইলিয়াম হুয়েল
(4) জর্জ বিডেল এইরি

(A) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(1), (II)-(3), (III)-(2), (IV)-(4)
(C) (I)-(2), (II)-(3), (III)-(4), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(2), (III)-(4), (IV)-(1)

(20) মহাদেশীয় ভূ-ত্বকের প্রকৃত শেষ সীমা হল —
(A) মহীসোপান
(B) মহীঢাল
(C) মহীতল
(D) মহীমঞ্চ

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3)

(21) বিশ্বের দীর্ঘতম অন্তঃসাগরীয় ক্যানিয়ন (World’s Largest Submarine Canyon) হল —
(A) ঝেমচুগ ক্যানিয়ন
(B) হাডসন ক্যানিয়ন
(C) বেরিং ক্যানিয়ন
(D) আমাজন ক্যানিয়ন

(22) গায়ট (Guyot) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) আর্নল্ড হেনরি গায়ট
(B) জন টুজো উইলসন
(C) হ্যারি হ্যামন্ড হেস
(D) আলফ্রেড ওয়েগনার

(23) ক্ষেত্রমান অনুসারে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে রয়েছে —
(A) 34.6%
(B) 38.6%
(C) 42.6%
(D) 46.6%

(24) গভীরতা অনুসারে, পৃথিবীর মহাসাগরগুলির অধঃক্রম বিন্যাস (Descending Order) হল —
(A) প্রশান্ত মহাসাগর-ভারত মহাসাগর-আটলান্টিক মহাসাগর-কুমেরু মহাসাগর-সুমেরু মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর-ভারত মহাসাগর-আটলান্টিক মহাসাগর-সুমেরু মহাসাগর-কুমেরু মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর-আটলান্টিক মহাসাগর-ভারত মহাসাগর-কুমেরু মহাসাগর-সুমেরু মহাসাগর
(D) প্রশান্ত মহাসাগর-ভারত মহাসাগর-সুমেরু মহাসাগর-আটলান্টিক মহাসাগর-কুমেরু মহাসাগর

(25) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4280 মিটার।
বিবৃতি 2 : মারিয়ানা খাত হল প্রশান্ত মহাসাগরের গভীরতম সমুদ্র খাত।
বিবৃতি 3 : মারিয়ানা খাতের গভীরতম অংশ হল হরাইজন ডিপ।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(26) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) প্রশান্ত মহাসাগর : আলবাট্রস মালভূমি
(B) প্রশান্ত মহাসাগর : নরফক শৈলশিরা
(C) প্রশান্ত মহাসাগর : কাসকাডিয়া সমভূমি
(D) প্রশান্ত মহাসাগর : ওশেনোগ্রাফিক চ্যুতি

(27) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) আটলান্টিক মহাসাগর : টেলিগ্রাফ মালভূমি
(B) আটলান্টিক মহাসাগর : মরিংটন সমভূমি
(C) আটলান্টিক মহাসাগর : ডলফিন উচ্চভূমি
(D) আটলান্টিক মহাসাগর : রোমানশ্ চ্যুতি

(28) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ভারত মহাসাগর : 90° পূর্ব শৈলশিরা
(B) ভারত মহাসাগর : কোকোস সমভূমি
(C) ভারত মহাসাগর : ব্রমলি মালভূমি
(D) ভারত মহাসাগর : প্রিন্স এডওয়ার্ড চ্যুতি

(29) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) দক্ষিণ স্যান্ডউইচ খাত
(II) কারমাডেক খাত
(III) কেম্যান খাত
(IV) মাকরান খাত

তালিকা-2
(1) ভারত মহাসাগর
(2) আটলান্টিক মহাসাগর
(3) প্রশান্ত মহাসাগর
(4) আটলান্টিক মহাসাগর

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)

(30) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : মধ্য-আটলান্টিক শৈলশিরার দৈর্ঘ্য 16,000 কিমি।
বিবৃতি 2 : 1853 সালে ম্যাথিউ ফন্টেন মৌরি প্রথম মধ্য-আটলান্টিক শৈলশিরা সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
বিবৃতি 3 : রোমানশ্ খাত মধ্য-আটলান্টিক শৈলশিরাকে উত্তর-দক্ষিণে দুইভাগে বিভক্ত করেছে।
(A) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(31) মেলানেশিয়ার অন্তর্গত একটি দ্বীপপুঞ্জ হল —
(A) কুক দ্বীপপুঞ্জ
(B) সলোমন দ্বীপপুঞ্জ
(C) মার্শাল দ্বীপপুঞ্জ
(D) হাওয়াই দ্বীপপুঞ্জ

(32) ব্যাথিপিলেজিক অঞ্চলের গভীরতা হল —
(A) 0-2000 মিটার
(B) 200-1000 মিটার
(C) 1000-4000 মিটার
(D) 4000-6000 মিটার

(33) সবুজ কাদা (Green Mud) -এর প্রধান উপাদান —
(A) পটাশিয়াম সিলিকেট ও গ্লুকোনাইট
(B) লৌহ অক্সাইড ও গ্লুকোনাইট
(C) গ্লুকোনাইট ও লৌহ সালফাইড
(D) লৌহ অক্সাইড ও লৌহ সালফাইড

(34) পিলেজিক (Pelagic) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল
(B) জন মারে
(C) টমাস ব্লান্ট
(D) জেমস জেনকিন্স

(35) হেমিপিলেজিক সঞ্চয় প্রধানত যে অঞ্চলে সঞ্চিত হয় —
(A) মহীসোপান
(B) মহীঢাল
(C) সমুদ্র খাত
(D) A ও B উভয়ই

(36) নেরিটিক অবক্ষেপের একটি চুনময় উদ্ভিজ্জ অবশেষ হল —
(A) রেডিওলারিয়া
(B) কোক্কোস্ফিয়ার
(C) তারামাছ
(D) ডায়াটম

(37) টেরোপড সিন্ধুকর্দে ক্যালশিয়াম কার্বোনেটের পরিমাণ থাকে —
(A) 10-25%
(B) 25-40%
(C) 30-55%
(D) 80-90%

(38) যে দুই মহাসাগরে ডায়াটম সিন্ধুকর্দের সর্বাধিক সঞ্চয় দেখা যায় —
(A) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
(B) সুমেরু ও কুমেরু মহাসাগর
(C) প্রশান্ত ও ভারত মহাসাগর
(D) আটলান্টিক ও ভারত মহাসাগর

(39) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : গ্লোবিজেরিনা একপ্রকার সিলিকা জাতীয় সিন্ধুকর্দ।
বিবৃতি 2 : সমুদ্রে 4000-8000 মিটার গভীরতায় গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ পাওয়া যায়।
বিবৃতি 3 : গ্লোবিজেরিনা সিন্ধুকর্দের প্রধান খনিজ উপাদান হল ক্যালসাইট।
(A) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) উপরের সকল বিবৃতিই সত্য
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(40) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Sunlight Zone : হ্যাডোপিলেজিক
(B) Twilight Zone : মেসোপিলেজিক
(C) Sunlight Zone : এপিপিলেজিক
(D) Midnight Zone : ব্যাথিপিলেজিক

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3)

(41) যে মহাসাগরে সর্বাধিক পরিমাণ ফেরোম্যাঙ্গানিজ নোডিউলস পাওয়া যায় —
(A) প্রশান্ত মহাসাগর
(B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর
(D) সুমেরু মহাসাগর

(42) সমুদ্রগর্ভে অবস্থিত বিশ্বের বৃহত্তম খনিজ তৈলক্ষেত্র হল —
(A) ঘাওয়ার
(B) কাতিফ
(C) আবু সাফা
(D) সাফানিয়া

(43) প্রতি লিটার সমুদ্রজলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের গড় পরিমাণ —
(A) 22.7 গ্রাম
(B) 27.2 গ্রাম
(C) 31.7 গ্রাম
(D) 35.0 গ্রাম

(44) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : সামুদ্রিক মাছ একটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য উৎস।
বিবৃতি 2 : সামুদ্রিক মাছে প্রোটিনের গড় পরিমাণ 16-21%।
বিবৃতি 3 : সামুদ্রিক মাছের উদাহরণ হল — হেরিং, কড, সার্ডিন, পিলচার্ড ইত্যাদি।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(45) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) পিলেজিক মাছ
(II) ডেমার্সাল মাছ
(III) অ্যানাড্রোমাস মাছ
(IV) ক্যাটাড্রোমাস মাছ

তালিকা-2
(1) ইলিশ, স্যামন
(2) ঈল, মুলেট
(3) কড, হ্যাডক
(4) হেরিং, ম্যাকারেল

(A) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)

(46) সি উইড উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে যে দেশ —
(A) ভারত
(B) জাপান
(C) চিন
(D) চিলি

(47) নীল অর্থনীতি (Blue Economy) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) গুন্টার পাউলি
(B) সিলভিয়া আর্লে
(C) রবার্ট ব্যালার্ড
(D) চার্লস ডিকোস্টা

(48) বর্তমানে (2024-25), জোয়ার-ভাটা বিদ্যুৎ উৎপাদনে যে দেশ প্রথম —
(A) দক্ষিণ আফ্রিকা
(B) ফ্রান্স
(C) দক্ষিণ কোরিয়া
(D) ভারত

(49) OTEC শব্দটির পূর্ণরূপ হল —
(A) Ocean Thermal Energy Consumption
(B) Ocean Thermal Energy Conversion
(C) Ocean Temperature Energy Convection
(D) Ocean Temperature Energy Conversion

(50) অসমোটিক শক্তি (Osmotic Power) উৎপাদন করা হয় সমুদ্রজলের যা থেকে —
(A) উষ্ণতার পার্থক্য
(B) তরঙ্গের শক্তি
(C) লবণতার পার্থক্য
(D) জোয়ার-ভাটা

(51) প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠজলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) 19.1° C
(B) 21.7° C
(C) 24.1° C
(D) 26.7° C

(52) সমুদ্রজলের গভীরতা ও ঘনত্ব সম্পর্কিত স্তর হল —
(A) থার্মোক্লাইন
(B) পিকনোক্লাইন
(C) হ্যালোক্লাইন
(D) ওশেনোক্লাইন

(53) দক্ষিণ গোলার্ধে সমুদ্রজলের উষ্ণতা সবচেয়ে বেশি থাকে যে মাসে —
(A) সেপ্টেম্বর
(B) ডিসেম্বর
(C) জানুয়ারি
(D) মে

(54) বিবৃতি (A) : ভারত মহাসাগরের চেয়ে লোহিত সাগরের সমুদ্রপৃষ্ঠের জল অধিক উষ্ণ।
কারণ (R) : অন্তঃসাগরীয় শৈলশিরার উপস্থিতি এবং স্থলবেষ্টিত হওয়ার কারণে উন্মুক্ত সমুদ্রের সাথে জলের অবাধ মিশ্রণ ঘটেনা।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(55) সমুদ্রজলে দ্রবীভূত প্রধান 3 টি লবণ হল —
(A) সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, ক্যালশিয়াম সালফেট
(B) সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট
(C) সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ব্রোমাইড
(D) সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম সালফেট

(56) সমুদ্রজলের উষ্ণতা-লবণতা চিত্র (T-S Diagram) প্রথম প্রকাশ করেন —
(A) জন মারে
(B) জেমস জেনকিন্স
(C) সিলভিয়া আর্লে
(D) হেল্যান্ড হ্যানসেন

(57) লবণতার ভিত্তিতে নিচের সাগর/উপসাগরগুলিকে উর্দ্ধক্রম বিন্যাস (Ascending Order) অনুসারে সাজান।
(1) লোহিত সাগর (2) কারাবোগাজ উপসাগর (3) বাল্টিক সাগর (4) বঙ্গোপসাগর
(A) (1)-(2)-(4)-(3)
(B) (3)-(4)-(1)-(2)
(C) (4)-(3)-(2)-(1)
(D) (2)-(4)-(1)-(3)

(58) সমুদ্রজলের গড় ঘনত্ব হল —
(A) 1023 কেজি/ঘনমিটার
(B) 1025 কেজি/ঘনমিটার
(C) 1027 কেজি/ঘনমিটার
(D) 1029 কেজি/ঘনমিটার

(59) যে যন্ত্রের সাহায্যে সমুদ্রজলের ঘনত্ব পরিমাপ করা হয় —
(A) থার্মোমিটার
(B) হাইড্রোমিটার
(C) হাইগ্রোমিটার
(D) ব্যারোমিটার

(60) 0°C উষ্ণতায় সমুদ্রজলের ঘনত্ব হল —
(A) 1.0281 গ্রাম/ঘনসেমি
(B) 1.0381 গ্রাম/ঘনসেমি
(C) 1.0481 গ্রাম/ঘনসেমি
(D) 1.0581 গ্রাম/ঘনসেমি

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3)

**************************************

OCEANOGRAPHY উত্তরপত্র : 1. (C), 2. (D), 3. (C), 4. (A), 5. (B), 6. (D), 7. (A), 8. (C), 9. (C), 10. (A), 11. (B), 12. (B), 13. (D), 14. (A), 15. (C), 16. (D), 17. (B), 18. (A), 19. (C), 20. (B), 21. (B), 22. (C), 23. (D), 24. (A), 25. (C), 26. (D), 27. (B), 28. (C), 29. (A), 30. (D), 31. (B), 32. (C), 33. (A), 34. (C), 35. (D), 36. (B), 37. (D), 38. (B), 39. (B), 40. (A), 41. (A) 42. (D), 43. (B), 44. (D), 45. (C), 46. (C), 47. (A), 48. (C), 49. (B), 50. (C), 51. (A), 52. (B), 53. (C), 54. (A), 55. (D), 56. (D), 57. (B), 58. (C), 59. (B), 60. (A)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!