Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15)

TOPIC/UNIT : FULL SYLLABUS
CLASS : XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15

(1) ভূ-অভ্যন্তরে যে বিযুক্তিরেখা গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলকে পৃথক করেছে —
(A) মোহো বিযুক্তিরেখা
(B) কনরাড বিযুক্তিরেখা
(C) লেহম্যান বিযুক্তিরেখা
(D) গুটেনবার্গ বিযুক্তিরেখা

(2) নিচের কোনটি একটি স্তরযুক্ত রূপান্তরিত শিলার উদাহরণ নয়?
(A) শ্লেট
(B) মার্বেল
(C) ফিলাইট
(D) শিস্ট

(3) মহাদেশ সঞ্চরণ তত্ত্ব অনুসারে, প্যানজিয়ার উত্তরাংশ যে নামে পরিচিত —
(A) প্যানথালাসা
(B) লরেশিয়া
(C) গোন্ডয়ানাল্যান্ড
(D) জিগ-স-ফিট

(4) কোবারের মতে, ভঙ্গিল পর্বত সৃষ্টির পূর্বে মহীখাতের চারিপাশের কঠিন ভূমিভাগকে বলে —
(A) ক্রাটোজেন
(B) ওরোজেন
(C) মিডিয়ান মাস
(D) রান্ডকেটেন

(5) সমস্থিতিতে প্রতিবিধান তল (Level of Compensation) -এর ধারণা দিয়েছিলেন —
(A) জর্জ বিডেল এইরি
(B) জন হেনরি প্র্যাট
(C) রেজিন্যাল্ড ড্যালি
(D) ক্ল্যারেন্স ডাটন

(6) সফিওনি থেকে যা নির্গত হয় —
(A) সালফার
(B) কার্বন ডাই অক্সাইড
(C) জলীয় বাষ্প
(D) বোরিক অ্যাসিড

(7) যে জলবায়ুতে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া অধিক দেখা যায় —
(A) মরু জলবায়ু
(B) মেরু জলবায়ু
(C) নিরক্ষীয় জলবায়ু
(D) তুন্দ্রা জলবায়ু

(8) একনত ভাঁজযুক্ত অঞ্চলের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমি হল —
(A) কুয়েস্তা
(B) টিউমুলি
(C) হগব্যাক
(D) থোলয়েড

(9) ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি রয়েছে যেখানে —
(A) গুয়াহাটি
(B) রুরকি
(C) কলকাতা
(D) প্রয়াগরাজ

(10) নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে বলে —
(A) স্যান্দুর
(B) ভ্যালি ট্রেন
(C) আউট ওয়াশ প্লেন
(D) ড্রামলিন

(11) নদী মঞ্চ গঠনের কারণ —
(A) জলপ্রবাহ হ্রাস
(B) গতিবেগ বৃদ্ধি
(C) পুনর্যৌবন লাভ
(D) কর্তিত বাঁক সৃষ্টি

(12) নিচের কোনটি ভূমিরূপগত বিপর্যয় নয়?
(A) ভূমিধ্বস
(B) ঘূর্ণিঝড়
(C) ভূমিকম্প
(D) অগ্ন্যুৎপাত

(13) Civilization and Climate (1915) গ্রন্থটি রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল
(B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন
(D) এডমন্ড ডেমোলাঁ

(14) ‘Genre de vie’ ধারণাটি যে ভৌগোলিক চিন্তাধারার সাথে সম্পর্কিত —
(A) নিয়ন্ত্রণবাদ
(B) গঠনবাদ
(C) সম্ভাবনাবাদ
(D) বস্তুবাদ

(15) ‘ভূগোলের ভাষা হল জ্যামিতি’ – বলেছিলেন —
(A) রিচার্ড চোরলে
(B) ডেভিড হার্ভে
(C) ওয়াল্টার ইসার্ড
(D) উইলিয়াম বাঙ্গে

(16) আচরণগত ভূগোলে মানসিক মানচিত্র (Mental Map) ধারণাটি প্রবর্তন করেন —
(A) পিটার গোল্ড
(B) উইলিয়াম কার্ক
(C) পিটার হ্যাগেট
(D) রবার্ট কেটস

(17) মূলক ভূগোলের প্রধান উদ্দেশ্য হল —
(A) সামাজিক বৈষম্য ও শোষণ বিশ্লেষণ
(B) নারীবাদী সাংস্কৃতিক বিপ্লবের সূচনা
(C) আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
(D) উপরের সবকটিই

(18) সামাজিক বাস্তুসংস্থান (Social Ecology) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) মারে বুকচিন
(B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) কার্ল ট্রোল
(D) রবার্ট ম্যাকআর্থার

(19) ভারতে কোন ঋতুতে ক্রান্তীয় পুবালি জেট বায়ু প্রবাহিত হয়?
(A) শরৎ
(B) শীত
(C) বসন্ত
(D) গ্রীষ্ম

(20) কিয়োটো প্রোটোকল সাক্ষরিত হয় যে সালে —
(A) 1996
(B) 1997
(C) 1998
(D) 1999

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15)

(21) আকাশে সর্বাধিক উচ্চতায় যে মেঘ দেখা যায় —
(A) কিউমুলাস
(B) সিরাস
(C) স্ট্র্যাটাস
(D) স্ট্র্যাটো-কিউমুলাস

(22) নিচের কোনটি একটি শীতল স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ নয়?
(A) বোরা
(B) মিস্ট্রাল
(C) বুরান
(D) সিরক্কো

(23) বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক দেখা যায় —
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(C) মেরু অঞ্চলে
(D) পার্বত্য অঞ্চলে

(24) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে পর্যায়ে অন্তর্ধৃত সীমান্ত সৃষ্টি হয় —
(A) প্রথম পর্যায়
(B) দ্বিতীয় পর্যায়
(C) চতুর্থ পর্যায়
(D) পঞ্চম পর্যায়

(25) পর্ণমোচী অরণ্য অঞ্চলে মৃত্তিকার উপরিভাগের জৈব পদার্থ গঠিত স্তরকে বলে —
(A) ডাফ
(B) মাল
(C) সোয়ার্ড
(D) সোলাম

(26) চারনোজেম মৃত্তিকা যে বর্গের মৃত্তিকা —
(A) জেলিসল
(B) অক্সিসল
(C) ভার্টিসল
(D) মলিসল

(27) পেডোক্যাল মৃত্তিকাতে যে উপাদানের প্রাধান্য দেখা যায় —
(A) অ্যালুমিনিয়াম
(B) ক্যালসিয়াম কার্বোনেট
(C) জৈব পদার্থ
(D) লৌহ অক্সাইড

(28) নিচের কোনটি হেলিওফাইট উদ্ভিদের উদাহরণ নয়?
(A) সূর্যমুখী
(B) জবা
(C) নয়নতারা
(D) পান

(29) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান যে রাজ্যে রয়েছে —
(A) অন্ধ্রপ্রদেশ
(B) কর্ণাটক
(C) ছত্তিশগড়
(D) তামিলনাড়ু

(30) নিচের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়?
(A) ন্যাশনাল পার্ক
(B) ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি
(C) বোটানিক্যাল গার্ডেন
(D) বায়োস্ফিয়ার রিজার্ভ

(31) একটি সর্বভুক খাদকের উদাহরণ হল —
(A) বাজপাখি
(B) রেকুন
(C) হরিণ
(D) ওকাপি

(32) ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) -এর লোগোতে যে প্রাণীটির ছবি রয়েছে —
(A) রেড পান্ডা
(B) জায়ান্ট পান্ডা
(C) গাঙ্গেয় শুশুক
(D) ফ্লেমিংগো পাখি

(33) মিনামাটা রোগ যে দূষণের কারণে ঘটে —
(A) পারদ
(B) তামা
(C) ক্যাডমিয়াম
(D) লোহা

(34) যে দেশে ভূমধ্যসাগরীয় ঝোপঝাড় ম্যাটোরাল নামে পরিচিত —
(A) ফ্রান্স
(B) ইতালি
(C) স্পেন
(D) চিলি

(35) রাষ্ট্রসংঘ যে সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসাবে উদযাপন করেছিল —
(A) 2009
(B) 2010
(C) 2011
(D) 2012

(36) ভারতের যে রাজ্যে চিপকো আন্দোলন হয়েছিল —
(A) রাজস্থান
(B) কেরালা
(C) উত্তরাখন্ড
(D) কর্ণাটক

(37) নিচের কোন দেশটিতে ক্রায়োলাইট খনিজ সম্পদ পাওয়া যায়?
(A) গ্রিনল্যান্ড
(B) নরওয়ে
(C) সুইডেন
(D) ফিনল্যান্ড

(38) আখ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে —
(A) ভারত
(B) ব্রাজিল
(C) কানাডা
(D) মেক্সিকো

(39) ওয়েবারের শিল্পের অবস্থান তত্ত্ব প্রকাশিত হয় যে সালে —
(A) 1909
(B) 1910
(C) 1911
(D) 1912

(40) ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে —
(A) ভারত
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) চিন
(D) দক্ষিণ আফ্রিকা

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15)

(41) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) স্থাপিত হয় যে সালে —
(A) 1991
(B) 1993
(C) 1995
(D) 1997

(42) ব্রুটল্যান্ড কমিশন নিচের যে বিষয়টির সাথে সম্পর্কিত —
(A) আন্তর্জাতিক বাণিজ্য
(B) স্থিতিশীল উন্নয়ন
(C) সামুদ্রিক মৎস্য আহরণ
(D) ওজোন স্তর সংরক্ষণ

(43) বিশ্বের মোট জনসংখ্যার প্রায় যে শতাংশ ভারতে রয়েছে —
(A) 14%
(B) 16%
(C) 18%
(D) 20%

(44) বিশ্বের সর্বাধিক জনবহুল শহরটি হল —
(A) চিনের বেজিং
(B) জাপানের টোকিও
(C) ভারতের মুম্বাই
(D) ফ্রান্সের প্যারিস

(45) ডেমোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টমাস রবার্ট ম্যালথাস
(B) আচিল গুইলার্ড
(C) ফ্র্যাঙ্ক নোটস্টেইন
(D) ওয়ারেন থম্পসন

(46) 2011 সালের জনগণনা অনুসারে, ভারতের মানুষ-জমি অনুপাত —
(A) 382 জন/বর্গকিমি
(B) 408 জন/বর্গকিমি
(C) 418 জন/বর্গকিমি
(D) 428 জন/বর্গকিমি

(47) ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল হল —
(A) 1911-1941
(B) 1931-1961
(C) 1951-1981
(D) 1971-2001

(48) 2025 সালে মানব উন্নয়ন সূচক (HDI) তালিকাতে ভারতের স্থান বিশ্বে —
(A) 129
(B) 130
(C) 131
(D) 132

(49) শ্রীনগর ও লেহ শহরকে যুক্ত করেছে যে গিরিপথ —
(A) বানিহাল গিরিপথ
(B) জোজি লা গিরিপথ
(C) নাথু লা গিরিপথ
(D) রোটাং গিরিপথ

(50) নাগার্জুন সাগর বাঁধ গড়ে উঠেছে যে নদীর ওপর —
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) শোন
(D) নর্মদা

(51) ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত —
(A) কোঝিকোড়
(B) নাগপুর
(C) চিকমাগালুর
(D) ম্যাঙ্গালোর

(52) স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) গঠিত হয় যে সালে —
(A) 1971
(B) 1972
(C) 1973
(D) 1974

(53) ভিলাই ইস্পাত কারখানা যে দেশের সহায়তায় গড়ে ওঠে —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য
(B) জার্মানি
(C) ইতালি
(D) সোভিয়েত ইউনিয়ন

(54) ভারতে পরিকল্পনা কমিশনের পরিবর্তে যে সংস্থা গঠিত হয়েছে —
(A) মুদ্রা ব্যাঙ্ক
(B) নীতি আয়োগ
(C) স্কিল ইন্ডিয়া
(D) ডিজিটাল ইন্ডিয়া

(55) মানচিত্রে নদীপথের দূরত্ব পরিমাপে যে যন্ত্র ব্যবহার করা হয় —
(A) প্লেনিমিটার
(B) ক্লাইনোমিটার
(C) ন্যানোমিটার
(D) রোটামিটার

(56) মৌজা মানচিত্রের স্কেল হয় —
(A) 1 : 3160
(B) 1 : 3560
(C) 1 : 3760
(D) 1 : 3960

(57) নিচের কোন অভিক্ষেপে Rhumb Line ব্যবহৃত হয়?
(A) Sinusoidal Projection
(B) Mercator’s Projection
(C) Mollweide Projection
(D) Polar Zenithal Projection

(58) Mean, Median, Mode দ্বারা পরিমাপ করা হয় —
(A) Dispersion
(B) Central Tendency
(C) Regression
(D) Correlation

(59) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল —
(A) সোয়াথ
(B) নাদির
(C) পিক্সেল
(D) সেন্সর

(60) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ডিগ্রি শিটের স্কেল হল —
(A) 1 : 1000000
(B) 1 : 250000
(C) 1 : 100000
(D) 1 : 50000

**************************************

FULL SYLLABUS (XI-XII) উত্তরপত্র : 1. (D), 2. (B), 3. (B), 4. (A), 5. (B), 6. (D), 7. (C), 8. (A), 9. (B), 10. (B), 11. (C), 12. (B), 13. (C), 14. (C), 15. (D), 16. (A), 17. (D), 18. (A), 19. (D), 20. (B), 21. (B), 22. (D), 23. (A), 24. (D), 25. (B), 26. (D), 27. (B), 28. (D), 29. (C), 30. (C), 31. (B), 32. (B), 33. (A), 34. (D), 35. (B), 36. (C), 37. (A), 38. (B), 39. (A), 40. (C), 41. (C) 42. (B), 43. (C), 44. (B), 45. (B), 46. (D), 47. (C), 48. (B), 49. (B), 50. (B), 51. (C), 52. (C), 53. (D), 54. (B), 55. (D), 56. (D), 57. (B), 58. (B), 59. (C), 60. (B)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!