SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14
SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14
ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14)
TOPIC/UNIT : FULL SYLLABUS
CLASS : IX-X
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS
(1) পৃথিবীর মহাদেশীয় ভূ-ত্বকের গড় বেধ —
(A) 21 কিমি
(B) 31 কিমি
(C) 41 কিমি
(D) 61 কিমি
(2) ল্যাকোলিথের ঠিক বিপরীত আকৃতির আগ্নেয় উদবেধ হল —
(A) লোপোলিথ
(B) ফ্যাকোলিথ
(C) ব্যাথোলিথ
(D) চোনোলিথ
(3) দোকলমঁ ভাঁজ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) বারট্র্যান্ড
(B) বাক্সটর্ফ
(C) টবলার
(D) রিটম্যান
(4) মেলাঞ্জ গঠিত হয় যে প্রকার পাত সীমানাতে —
(A) অভিসারী
(B) প্রতিসারী
(C) নিরপেক্ষ
(D) A ও B উভয়ই
(5) ভূমিকম্পের তীব্রতা সর্বাধিক অনুভূত হয় —
(A) কেন্দ্রে
(B) উপকেন্দ্রে
(C) প্রতিপাদ কেন্দ্রে
(D) ছায়া বলয়ে
(6) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলাতে মোট আগ্নেয়গিরি রয়েছে —
(A) 252
(B) 352
(C) 452
(D) 552
(7) যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াতে বগ মৃত্তিকা তৈরি হয় —
(A) জারণ
(B) জলযোজন
(C) দ্রবণ
(D) বিজারণ
(8) গন্ডিকোটা ক্যানিয়ন গড়ে উঠেছে যে নদীতে —
(A) কাবেরী
(B) পেন্নার
(C) তুঙ্গভদ্রা
(D) নর্মদা
(9) মরু অঞ্চলে স্থূলাকার নুড়ি, প্রস্তরখন্ড সঞ্চিত অবক্ষেপকে বলে —
(A) টিল অবক্ষেপ
(B) আর্গ অবক্ষেপ
(C) ল্যাগ অবক্ষেপ
(D) সিল্ট অবক্ষেপ
(10) সর্বপ্রথম কারেন (Karren) -এর বিস্তৃত শ্রেণীবিভাগ করেন —
(A) আলফ্রেড হার্কার
(B) পিটার হ্যাগেন
(C) জোভান কুইজিক
(D) আলফ্রেড বোগলি
(11) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ ‘স্কেরি’ (Skerry) নামেও পরিচিত —
(A) ব্লোহোল
(B) স্ট্যাক
(C) ক্যাজম
(D) জিও
(12) নিচের কোন ভূমিরূপটি ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয় —
(A) জলপ্রপাত
(B) মন্থকূপ
(C) নদীবাঁক
(D) ক্যানিয়ন
(13) সমুদ্রজলের ঘনত্ব সর্বাধিক হয় —
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(C) ক্রান্তীয় অঞ্চলে
(D) মেরু অঞ্চলে
(14) সমুদ্রজলের হিমাঙ্ক হল —
(A) 0° C
(B) 1° C
(C) -2° C
(D) -1° C
(15) নিচের কোনটি ফাইটোপ্ল্যাংকটনের উদাহরণ নয় —
(A) ভলভক্স
(B) অ্যানাবেনা
(C) ডায়াটম
(D) সাইপ্রিস
(16) যে সমুদ্রস্রোত ‘Black Current’ নামেও পরিচিত —
(A) ওয়াশিও স্রোত
(B) কুরোশিও স্রোত
(C) মোজাম্বিক স্রোত
(D) আগুলহাস স্রোত
(17) কারমাডেক খাত যে মহাসাগরে রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর
(B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর
(D) সুমেরু মহাসাগর
(18) প্রধানত যে অঞ্চলের সমুদ্রে রেডিওলারিয়ান সিন্ধুকর্দ দেখা যায় —
(A) ক্রান্তীয়
(B) নাতিশীতোষ্ণ
(C) মেরু
(D) A ও B উভয়ই
(19) বিষমমন্ডলে সর্বাধিক উচ্চতায় যে স্তর রয়েছে —
(A) নাইট্রোজেন স্তর
(B) অক্সিজেন স্তর
(C) হিলিয়াম স্তর
(D) হাইড্রোজেন স্তর
(20) সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বায়ুর —
(A) উষ্ণতা
(B) আপেক্ষিক আর্দ্রতা
(C) গতিবেগ
(D) ঘনত্ব
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14)
(21) একটি সৌরচক্রের সময়কাল হল —
(A) 11 বছর
(B) 17 বছর
(C) 22 বছর
(D) 30 বছর
(22) সবচেয়ে দুর্বল বায়ুচাপ কক্ষ হল —
(A) হ্যাডলি কক্ষ
(B) ফেরেল কক্ষ
(C) মেরু কক্ষ
(D) কোনোটিই নয়
(23) মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সাথে যে জেট বায়ুর সম্পর্ক রয়েছে —
(A) ক্রান্তীয় পুবালি জেট
(B) মেরু জেট
(C) উপক্রান্তীয় পশ্চিমা জেট
(D) কোনোটিই নয়
(24) ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয় সাধারণত —
(A) 10-30 Km
(B) 30-65 Km
(C) 50-100 Km
(D) 200-500 Km
(25) পডজল মৃত্তিকার B স্তরে যে খনিজের প্রাধান্য দেখা যায় —
(A) লোহা ও ম্যাগনেশিয়াম
(B) লোহা ও ক্যালশিয়াম
(C) লোহা ও অ্যালুমিনিয়াম
(D) লোহা ও পটাশিয়াম
(26) মৃত্তিকার কাদা কণাগুলির পারস্পরিক আকর্ষণ ক্ষমতাকে বলে —
(A) মৃত্তিকার আসঞ্জন
(B) মৃত্তিকার সংশক্তি
(C) মৃত্তিকার সছিদ্রতা
(D) মৃত্তিকার ঘনত্ব
(27) নিচের কোনটি মৃত্তিকার মুখ্য পুষ্টি মৌল (Macro Nutrient) নয় —
(A) নাইট্রোজেন
(B) ম্যাঙ্গানিজ
(C) ক্যালশিয়াম
(D) ফসফরাস
(28) নিচের যে অঞ্চলে চারনোজেম মৃত্তিকা দেখা যায় না —
(A) পশ্চিম পর্তুগাল
(B) পূর্ব ক্রোয়েশিয়া
(C) উত্তর বুলগেরিয়া
(D) দক্ষিণ রোমানিয়া
(29) যে বর্গের মৃত্তিকা পৃথিবীতে সর্বাধিক দেখা যায় —
(A) অক্সিসল
(B) এরিডিসল
(C) হিস্টোসল
(D) এন্টিসল
(30) বিজ্ঞানী রনকিয়ার যে সালে উষ্ণতার তারতম্য অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন —
(A) 1934
(B) 1936
(C) 1938
(D) 1940
(31) ভারতে পরিবেশ সুরক্ষা আইন প্রবর্তিত হয় যে সালে —
(A) 1972
(B) 1980
(C) 1986
(D) 2002
(32) জীবভরের পিরামিড সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ফ্রেডরিক ক্লেমেন্টস্
(B) কার্ল মবিয়াস
(C) ফ্রেডরিক বোডেনহেইমার
(D) চার্লস এলটন
(33) নিচের কোনটি পলল চক্রের অন্তর্গত নয় —
(A) ফসফরাস
(B) কার্বন
(C) সালফার
(D) ক্যালশিয়াম
(34) যে দূষণের কারণে ইটাই-ইটাই রোগ হয় —
(A) পারদ
(B) সিসা
(C) ক্যাডমিয়াম
(D) আর্সেনিক
(35) IUCN সংস্থা গঠিত হয় যে সালে —
(A) 1946
(B) 1947
(C) 1948
(D) 1949
(36) ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ হল —
(A) নীলগিরি
(B) কচ্ছের বৃহৎ রণ
(C) অগস্ত্যমালাই
(D) গ্রেট নিকোবর
(37) Human Resource শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জন রজার্স কমন্স
(B) অ্যাডাম স্মিথ
(C) এরিক ওয়াল্টার জিমারম্যান
(D) স্ট্যানলি বেকার
(38) ক্রিকেট ব্যাট তৈরি করতে যে উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয় —
(A) মেহগনি
(B) রবার
(C) উইলো
(D) পাইন
(39) বর্তমানে (2023-24) আয় অনুসারে, বিশ্বের বৃহত্তম ডেয়ারি সংস্থা হল —
(A) Amul
(B) Lactalis
(C) Nestle
(D) DFA
(40) ক্যাভিয়ার উৎপাদনে যে দেশ বিশ্বে প্রথম —
(A) চিন
(B) রাশিয়া
(C) ইতালি
(D) ফ্রান্স
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14)
(41) জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে যে দেশ প্রথম —
(A) ভারত
(B) নরওয়ে
(C) চিন
(D) সুইডেন
(42) থাইল্যান্ডে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত —
(A) কোনুকো
(B) তামরাই
(C) মিলপা
(D) হুমা
(43) জনসংখ্যা অনুসারে দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর হল —
(A) সাও পাওলো
(B) রিও ডি জেনিরো
(C) লিমা
(D) বোগোটা
(44) বর্তমানে আফ্রিকা মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার —
(A) 1.5%
(B) 2.3%
(C) 3.1%
(D) 3.5%
(45) প্রতি বছর গড়ে যে জনসংখ্যা ভারত থেকে বিদেশে পরিযান করে —
(A) 10 লক্ষ
(B) 25 লক্ষ
(C) 50 লক্ষ
(D) 75 লক্ষ
(46) বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) পালিত হয় যে তারিখে —
(A) 11 জুলাই
(B) 11 আগস্ট
(C) 11 সেপ্টেম্বর
(D) 11 অক্টোবর
(47) যে সাল থেকে চিন দুই-সন্তান নীতি গ্রহণ করেছে —
(A) 2014
(B) 2016
(C) 2018
(D) 2020
(48) Relative Surplus Population -এর ধারণা দিয়েছিলেন —
(A) হারবার্ট স্পেনসার
(B) টমাস রবার্ট ম্যালথাস
(C) কার্ল মার্ক্স
(D) ওয়ারেন থম্পসন
(49) হিমালয় পর্বতের যে শৃঙ্গ ডায়ামির নামে পরিচিত —
(A) মাউন্ট এভারেস্ট
(B) নন্দাদেবী
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) নাঙ্গা পর্বত
(50) যমুনা নদীর বামতীরের একটি উপনদী হল —
(A) চম্বল
(B) কেন
(C) বেতোয়া
(D) হিন্ডন
(51) এলিফ্যান্টা নামক স্থানীয় বায়ু ভারতের যে উপকূলে প্রবাহিত হয় —
(A) কোঙ্কণ উপকূল
(B) করমন্ডল উপকূল
(C) মালাবার উপকূল
(D) গুজরাট উপকূল
(52) 2023-24 সালে নারিকেল উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম —
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা
(53) ভারতের যে শহরে Namma Metro রয়েছে —
(A) হায়দ্রাবাদ
(B) বেঙ্গালুরু
(C) কোচি
(D) চেন্নাই
(54) ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদক সংস্থা কোনটি?
(A) ACC Cement
(B) JK Cement
(C) Ambuja Cement
(D) Ultra Tech Cement
(55) 1 ফার্লং সমান কত মিটার?
(A) 199 মিটার
(B) 201 মিটার
(C) 203 মিটার
(D) 205 মিটার
(56) সার্ভে অফ ইন্ডিয়া সংস্থাটি গঠিত হয় —
(A) 1767
(B) 1769
(C) 1771
(D) 1773
(57) একটি হোমোলোগ্রাফিক অভিক্ষেপের উদাহরণ হল —
(A) Zenithal Gnomonic Projection
(B) Zenithal Stereographic Projection
(C) Cylindrical Equal Area Projection
(D) কোনোটিই নয়
(58) ভারতে মিলিয়ন শিটের সংখ্যা —
(A) 41
(B) 47
(C) 53
(D) 59
(59) ক্লাইমোগ্রাফে উষ্ণ ও আর্দ্র জলবায়ু নির্দেশ করে —
(A) Raw
(B) Keen
(C) Muggy
(D) Scorching
(60) চতুর্থক বিচ্যুতি (Quartile Deviation) -এর সূত্রটি হল —
(A) Q1 – Q3/2
(B) Q3 – Q2/2
(C) Q2 – Q3/2
(D) Q3 – Q1/2
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-14)
**************************************
FULL SYLLABUS (IX-X) উত্তরপত্র : 1. (C), 2. (A), 3. (B), 4. (A), 5. (B), 6. (C), 7. (D), 8. (B), 9. (C), 10. (D), 11. (B), 12. (C), 13. (D), 14. (C), 15. (D), 16. (B), 17. (A), 18. (A), 19. (D), 20. (B), 21. (A), 22. (C), 23. (C), 24. (B), 25. (C), 26. (B), 27. (B), 28. (A), 29. (D), 30. (A), 31. (C), 32. (C), 33. (B), 34. (C), 35. (C), 36. (B), 37. (A), 38. (C), 39. (B), 40. (A), 41. (C) 42. (B), 43. (A), 44. (B), 45. (B), 46. (A), 47. (B), 48. (C), 49. (D), 50. (D), 51. (C), 52. (B), 53. (B), 54. (D), 55. (B), 56. (A), 57. (C), 58. (C), 59. (C), 60. (D)।
Pingback: SLST 2025 GEOGRAPHY MOCKTEST-15 - ভূগোলিকা-Bhugolika