Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13)

TOPIC/UNIT : FULL SYLLABUS
CLASS : XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13

(1) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) সিয়াল ও সিমা : এডওয়ার্ড সুয়েস
(B) নিফেসিমা : রেজিন্যাল্ড ড্যালি
(C) বহিঃকেন্দ্রমন্ডল : রিচার্ড ওল্ডহ্যাম
(D) অন্তঃকেন্দ্রমন্ডল : বেনো গুটেনবার্গ

(2) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) পাতালিক আগ্নেয় শিলা
(II) উপপাতালিক আগ্নেয় শিলা
(III) লাভা আগ্নেয় শিলা
(IV) পাইরোক্লাস্টিক আগ্নেয় শিলা

তালিকা-2
(1) পিউমিস
(2) ব্যাসল্ট
(3) ডোলেরাইট
(4) গ্রানাইট

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(3), (II)-4), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)

(3) যে চ্যুতিগোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি একটি কেন্দ্রীয় অঞ্চলের দিকে প্রসারিত হয়, তাকে বলে —
(A) অরীয় চ্যুতি
(B) রোটারি চ্যুতি
(C) সোপান চ্যুতি
(D) পরিখা চ্যুতি

(4) মহীখাত থেকে পর্বত সৃষ্টির ওরোজেনেসিস (Orogenesis) পর্বে যা ঘটে —
(A) মহীখাতের সৃষ্টি, অবনমন ও পলি সঞ্চয়
(B) মহীখাতের গভীরতা বৃদ্ধি ও ভূমিকম্প
(C) মহীখাতের পলিতে ভাঁজ ও পর্বত সৃষ্টি
(D) ভঙ্গিল পর্বতের উচ্চতা বৃদ্ধি ও আবহবিকার

(5) দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মধ্যে ভাঙন শুরু হয় যে ভূতাত্ত্বিক সময়কালে —
(A) কার্বনিফেরাস উপযুগে
(B) ট্রিয়াসিক উপযুগে
(C) জুরাসিক উপযুগে
(D) ক্রিটাশিয়াস উপযুগে

(6) মুক্ত বায়ু অভিকর্ষ বিচ্যুতি (Free Air Gravity Anomaly)-তে প্রতি মিটার উচ্চতা বৃদ্ধিতে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায় —
(A) 0.3066 মিলিগ্যাল
(B) 0.3076 মিলিগ্যাল
(C) 0.3086 মিলিগ্যাল
(D) 0.3096 মিলিগ্যাল

(7) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Spheroidal Weathering : ওলিয়ার
(B) Deep Weathering : লিনটন
(C) Honeycomb Weathering : জেনি
(D) Etch Plain : ওয়েল্যান্ড

(8) আবদ্ধ অ্যাকুইফার (Confined Aquifer) সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
(A) দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থান করে
(B) স্থায়ী জলতলের ওপরে অবস্থান করে
(C) মুক্ত অ্যাকুইফারের ওপরে অবস্থান করে
(D) বিচ্ছিন্ন ও ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে

(9) বিশ্বের বৃহত্তম পোলজি (World’s Largest Polje) হল —
(A) লিভানস্কো পোলজি
(B) পোপোভো পোলজি
(C) প্লানিনস্কো পোলজি
(D) জিলোকা পোলজি

(10) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) উত্থিত উচ্চ উপকূল : ভূমধ্যসাগরীয় উপকূল
(B) উত্থিত নিম্ন উপকূল : ভারতের পূর্ব উপকূল
(C) নিম্নজ্জিত উচ্চ উপকূল : হাডসন উপসাগর উপকূল
(D) নিমজ্জিত নিম্ন উপকূল : উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক

(11) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) পেনিপ্লেন
(II) পেডিপ্লেন
(III) প্যানপ্লেন
(IV) প্যানফ্যান

তালিকা-2
(1) উইলিয়াম মরিস ডেভিস
(2) অ্যান্ড্রু কাউপার লসন
(3) কলিন হেইটার ক্রিকমে
(4) লেস্টার চার্লস কিং

(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(1), (II)-(4), (III)-(3), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(3), (III)-(4), (IV)-(2)
(D) (I)-(1), (II)-(2), (III)-(4), (IV)-(3)

(12) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে ক্ষয়ের শেষ সীমা হল প্লায়া ও স্থানীয় ভৌমজলস্তর সীমা।
বিবৃতি 2 : ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদের প্রাথমিক পর্যায়ে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়।
বিবৃতি 3 : ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে মরু অঞ্চলে পর্বতবেষ্টিত অবনত ভূমি বাজাদা নামে পরিচিত।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(13) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ : কার্ল অর্টউইন সাউয়ার
(B) সামাজিক নিয়ন্ত্রণবাদ : এলসওয়ার্থ হান্টিংটন
(C) নব নিয়ন্ত্রণবাদ : টমাস গ্রিফিথ টেলর
(D) সামাজিক ডারউইনবাদ : হারবার্ট স্পেনসার

(14) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) The Nature of Geography (1939)
(II) Exceptionalism in Geography (1953)
(III) Social Justice and the City (1973)
(IV) Locational Analysis in Human Geography (1965)

তালিকা-2
(1) পিটার হ্যাগেট
(2) রিচার্ড চোরলে
(3) ফ্রেড কার্ট স্কীফার
(4) ডেভিড হার্ভে

(A) (I)-(4), (II)-(1), (III)-(2), (IV)-(3)
(B) (I)-(2), (II)-(4), (III)-(1), (IV)-(3)
(C) (I)-(2), (II)-(3), (III)-(1), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(3), (III)-(4), (IV)-(1)

(15) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) সম্ভাবনাবাদ : লুসিয়েন ফেবর
(B) রাশিমাত্রিক বিপ্লব : উইলিয়াম বাঙ্গে
(C) কল্যাণমূলক ভূগোল : পিটার গোল্ড
(D) মূলক ভূগোল : রিচার্ড পিট

(16) প্রত্যক্ষবাদ (Positivism) দর্শন প্রচার কালে যিনি গঠনমূলক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন —
(A) অগাস্ট কোঁৎ
(B) কার্ল রিটার
(C) পিটার গোল্ড
(D) রিচার্ড পিট

(17) বাস্তুসংস্থানিক নারীবাদ (Ecological Feminism) বা ইকো-ফেমিনিজম (Eco-feminism) -এর সাথে সম্পর্কিত যিনি —
(A) মারে বুকচিন
(B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস
(D) ফ্রাঁসোয়া ডুবন

(18) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (Central Place Theory) থেকে যে প্রকার দেশের ধারণা পাওয়া যায় —
(A) নিরপেক্ষ দেশ
(B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ
(D) সামাজিক দেশ

(19) বিবৃতি (A) : শ্রীনগর থেকে তিরুবনন্তপুরম গড় বার্ষিক উষ্ণতা বেশি।
কারণ (R) : শ্রীনগর তিরুবনন্তপুরমের চেয়ে নিম্ন অক্ষাংশে এবং পার্বত্য অঞ্চলে অবস্থিত।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(20) গ্লোবাল ডিমিং (Global Dimming) সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
(A) পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা হ্রাস পায়
(B) বৃষ্টিপাত হ্রাস পায় ও খরা সৃষ্টি হয়
(C) অম্ল বৃষ্টি ও বায়ুদূষণ বৃদ্ধি পায়
(D) উপরের সবকটিই সঠিক

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13)

(21) জেট বায়ুর জীবনচক্রের যে পর্যায় ‘Low Zonal Index) নামে পরিচিত —
(A) প্রথম পর্যায়
(B) দ্বিতীয় পর্যায়
(C) তৃতীয় পর্যায়
(D) চতুর্থ পর্যায়

(22) কালবৈশাখী যে প্রকার বৃষ্টিপাতের স্থানীয় রূপ —
(A) পরিচলন বৃষ্টিপাত
(B) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
(C) ঘূর্ণবাত বৃষ্টিপাত
(D) কোনোটিই নয়

(23) নিচের কোনটি একটি উচ্চ স্তরের মেঘের উদাহরণ নয় —
(A) সিরোকিউমুলাস
(B) সিরোস্ট্র্যাটাস
(C) কিউমুলোনিম্বাস
(D) সিরাস

(24) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে, নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) BWh : উত্তর আফ্রিকা
(B) BWk : গোবি মরুভূমি
(C) Cwg : গাঙ্গেয় সমভূমি
(D) Cwc : সাইবেরিয়া

(25) যে মৃত্তিকার হিউমাসের পরিমাণ সর্বাধিক থাকে —
(A) কাস্টানোজেম
(B) সিরোজেম
(C) চারনোজেম
(D) ল্যাটেরাইট

(26) মৃত্তিকার প্রকৃত ঘনত্ব হয় সাধারণত —
(A) 1.55 গ্রাম/ঘনসেমি
(B) 2.65 গ্রাম/ঘনসেমি
(C) 3.75 গ্রাম/ঘনসেমি
(D) 4.75 গ্রাম/ঘনসেমি

(27) বিজ্ঞানী মারবাট মৃত্তিকার পেডোক্যাল ও পেডালফার শ্রেণীবিভাগ করেন যে সালে —
(A) 1931
(B) 1935
(C) 1942
(D) 1953

(28) সোলোনেৎজ মৃত্তিকার pH মান সাধারণত হয় —
(A) 3.5-5.5
(B) 5.5-7.5
(C) 7.0-8.5
(D) 8.5-10.5

(29) নিচের কোনটি নগ্নবীজী (Gymnosperm) উদ্ভিদের উদাহরণ নয় —
(A) সাইকাস
(B) পাইনাস
(C) সানডিউ
(D) জুনিপার

(30) যে দেশে সর্বাধিক সংখ্যক উভচর প্রজাতির প্রাণী রয়েছে —
(A) ব্রাজিল
(B) ভারত
(C) মেক্সিকো
(D) ইন্দোনেশিয়া

(31) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বাস্তুসংস্থানিক পিরামিড : চার্লস এলটন
(B) খাদ্যশৃঙ্খল : ইউজিন ওডাম
(C) বাস্তুতন্ত্র : আর্নস্ট হেকেল
(D) Y শক্তিপ্রবাহ মডেল : ইউজিন ওডাম

(32) যে দেশে ভূমধ্যসাগরীয় ঝোপঝাড় ‘ফিনবস’ (Fynbos) নামে পরিচিত —
(A) আর্জেন্টিনা
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইতালি
(D) বলিভিয়া

(33) নিচের কোন জোড়াটি সঠিক —
(A) চিপকো আন্দোলন : 1963
(B) এপিকো আন্দোলন : 1983
(C) সাইলেন্ট ভ্যালি আন্দোলন : 1993
(D) বিষ্ণোই আন্দোলন : 1830

(34) মানুষের থাইরয়েড গ্রন্থিতে আয়োডাইডের সঞ্চয় যার উদাহরণ —
(A) জৈব কেন্দ্রীভবন
(B) জৈব সঞ্চয়ন
(C) জৈব বিবর্ধন
(D) জৈব বিশ্লেষণ

(35) আবদ্ধ জলাশয়ে নাইট্রেট ও ফসফেটের অধিক সঞ্চয়ের ফলে শ্যাওলা ও জলজ উদ্ভিদের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে বলে —
(A) নাইট্রিফিকেশন
(B) ইউট্রোফিকেশন
(C) অ্যালগিফিকেশন
(D) বায়োম্যাগনিফিকেশন

(36) ভারতে জীববৈচিত্র্য আইন প্রণয়ন ঘটে যে সালে —
(A) 1999
(B) 2000
(C) 2001
(D) 2002

(37) যে ধাতু পরিশোধনে ক্রায়োলাইট ব্যবহৃত হয় —
(A) সোনা
(B) অ্যালুমিনিয়াম
(C) লোহা
(D) তামা

(38) নিচের যে দেশটিতে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা প্রচলিত রয়েছে —
(A) ব্রিটেন
(B) ভারত
(C) কিউবা
(D) ব্রাজিল

(39) মহিষ দুগ্ধ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে যে দেশ —
(A) ভারত
(B) ব্রাজিল
(C) কানাডা
(D) ইতালি

(40) বৈশ্বিক মৎস্য উৎপাদনের যে শতাংশ ভারত উৎপাদিত করে —
(A) 5%
(B) 8%
(C) 12%
(D) 15%

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13)

(41) ধান, গম, ভুট্টা, কফি উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানাধিকারী দেশগুলি হল যথাক্রমে —
(A) চিন, চিন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত
(B) চিন, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল
(C) চিন, চিন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল
(D) চিন, মেক্সিকো, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র

(42) লম্বার্ডি শিল্পাঞ্চল (Lombardy Industrial Region) যে দেশে রয়েছে —
(A) জার্মানি
(B) রাশিয়া
(C) কানাডা
(D) ইতালি

(43) রাষ্ট্রসংঘের মতে, 2050 সালে বিশ্বের অভিক্ষিপ্ত জনসংখ্যা হবে —
(A) 880 কোটি
(B) 980 কোটি
(C) 1050 কোটি
(D) 1120 কোটি

(44) এশিয়া মহাদেশের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত দেশ হল —
(A) ভ্যাটিকান সিটি
(B) টুভালু
(C) মালদ্বীপ
(D) ভুটান

(45) ম্যালথুসিয়ান ফাঁদ (Malthusian Trap) -এর সাথে সম্পর্কিত বিষয়টি হল —
(A) জলবায়ু
(B) খাদ্য উৎপাদন
(C) সংস্কৃতি
(D) জনবৃদ্ধি

(46) Global Gender Gap Report প্রকাশ করে যে সংস্থা —
(A) World Economic Forum
(B) United Nations
(C) World Social Forum
(D) World Bank

(47) ভারতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA) পাস হয় যে সালে —
(A) 2002
(B) 2003
(C) 2004
(D) 2005

(48) World Summit on Food Security 2009 অনুসারে, খাদ্য নিরাপত্তার 4 টি স্তম্ভ হল —
(A) Availability, Access, Utilization, Production
(B) Availability, Access, Utilization, Stability
(C) Availability, Production, Access, Stability
(D) Availability, Production, Stability, Utilization

(49) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) গারো পাহাড় : নকরেক শৃঙ্গ
(B) সাতপুরা পর্বত : ধূপগড় শৃঙ্গ
(C) নাগা পাহাড় : জাম্পুইটাং
(D) নীলগিরি পর্বত : দোদাবেতা

(50) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ভাগীরথী নদী
(II) শতদ্রু নদী
(III) তাপ্তি নদী
(IV) কাবেরী নদী

তালিকা-2
(1) উকাই বাঁধ
(2) কৃষ্ণরাজ সাগর বাঁধ
(3) ভাকরা বাঁধ
(4) তেহরি বাঁধ

(A) (I)-(3), (II)-(1), (III)-(4), (IV)-(2)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(2), (II)-(4), (III)-(1), (IV)-(3)

(51) হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (HFRI) রয়েছে —
(A) দেরাদুনে
(B) সিমলাতে
(C) নৈনিতালে
(D) মানালিতে

(52) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ভুট্টা গবেষণা কেন্দ্র : লুধিয়ানা
(B) কফি গবেষণা কেন্দ্র : চিকমাগালুর
(C) চা গবেষণা কেন্দ্র : জোড়হাট
(D) ডাল গবেষণা কেন্দ্র : নাগপুর

(53) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) স্থাপিত হয় যে সালে —
(A) 1905
(B) 1906
(C) 1907
(D) 1908

(54) ভারতের বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে যে শহরে —
(A) দিল্লি
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) বেঙ্গালুরু

(55) যদি ভূমিভাগের 2 মাইল দূরত্ব কোনো মানচিত্রে 2.5 ইঞ্চি হয়, তাহলে সেই মানচিত্রের R.F. কত?
(A) 1 : 50,688
(B) 1 : 51,688
(C) 1 : 55,467
(D) 1 : 67,455

(56) শীতকালীন সমান গড় উষ্ণতা প্রদর্শিত হয় যে সমমান রেখা দ্বারা —
(A) Isopectic
(B) Isohyet
(C) Isogloss
(D) Isocheim

(57) Cylindrical Equal Area Projection সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় —
(A) অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান ও সমান্তরাল
(B) দ্রাঘিমারেখাগুলি উল্লম্ব সমান্তরাল সরলরেখা
(C) মেরুদ্বয়ের নিকট উত্তর দক্ষিণে আকৃতির বিকৃতি ঘটে
(D) নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র অঙ্কনে সর্বাধিক উপযুক্ত

(58) ভূমিভাগে অবস্থিত কোনো স্থান বিন্দুর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাকে বলে —
(A) কলিমেশন হাইট
(B) বেঞ্চমার্ক
(C) স্পট হাইট
(D) ডেটাম হাইট

(59) নিচের কোন সূত্রটি দ্বারা পিয়ারসনের Coefficient of Skewness নির্ণয় করা যায় —
(A) Mode – Median/SD
(B) 3(Mean – Median)/SD
(C) Mean – Median/SD
(D) 3(Mode – Median)/SD

(60) ভারতে রিমোট সেনসিং-এর জনক রূপে পরিচিত —
(A) হোমি জাহাঙ্গীর ভাবা
(B) সতীশ ধাওয়ান
(C) বিক্রম সারাভাই
(D) পি. আর. পিশারোটি

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13)

**************************************

FULL SYLLABUS (XI-XII) উত্তরপত্র : 1. (D), 2. (A), 3. (B), 4. (C), 5. (D), 6. (C), 7. (C), 8. (A), 9. (A), 10. (C), 11. (B), 12. (A), 13. (B), 14. (D), 15. (C), 16. (A), 17. (D), 18. (A), 19. (B), 20. (D), 21. (D), 22. (A), 23. (C), 24. (D), 25. (C), 26. (B), 27. (B), 28. (D), 29. (C), 30. (A), 31. (C), 32. (B), 33. (B), 34. (A), 35. (B), 36. (D), 37. (B), 38. (C), 39. (A), 40. (B), 41. (C) 42. (D), 43. (B), 44. (C), 45. (B), 46. (A), 47. (D), 48. (B), 49. (C), 50. (C), 51. (B), 52. (D), 53. (C), 54. (A), 55. (A), 56. (D), 57. (C), 58. (C), 59. (B), 60. (D)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!