Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10)

TOPIC/UNIT : REGIONAL GEOGRAPHY OF INDIA
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10

(1) ভারতের নিম্নোক্ত পর্বতশৃঙ্গগুলির দক্ষিণ থেকে উত্তরে সঠিক অবস্থান ক্রম হল —
(1) ত্রিশূল (2) গডউইন অস্টিন (3) নন্দাদেবী (4) কামেট (5) চৌখাম্বা-1
(A) 1-3-5-4-2
(B) 1-4-5-3-2
(C) 1-5-3-4-2
(D) 1-3-4-5-2

(2) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বানিহাল গিরিপথ : জম্মু ও কাশ্মীর
(B) রোহটাং গিরিপথ : হিমাচল প্রদেশ
(C) উমলিং লা গিরিপথ : উত্তরাখন্ড
(D) সেলা গিরিপথ : অরুণাচল প্রদেশ

(3) আরাবল্লী পর্বত ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী অঞ্চলে যে মালভূমিটি রয়েছে —
(A) ছোটোনাগপুর মালভূমি
(B) মালব মালভূমি
(C) বাঘেলখন্ড মালভূমি
(D) বুন্দেলখন্ড মালভূমি

(4) আরাবল্লীর পশ্চিমে পলিগঠিত উর্বর প্লাবনভূমি যে নামে পরিচিত —
(A) বাগার
(B) থালি
(C) হামাদা
(D) রোহি

(5) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) মহাকাল পর্বত
(II) সাতপুরা পর্বত
(III) পশ্চিমঘাট পর্বত
(IV) পূর্বঘাট পর্বত

তালিকা-2
(1) কলসুবাই
(2) আর্মাকোন্ডা
(3) ধূপগড়
(4) অমরকন্টক

(A) (I)-(4), (II)-(1), (III)-(2), (IV)-(3)
(B) (I)-(1), (II)-(3), (III)-(4), (IV)-(2)
(C) (I)-(2), (II)-(4), (III)-(1), (IV)-(3)
(D) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)

(6) লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ ও মিনিকয় দ্বীপকে পৃথক করেছে —
(A) 8° চ্যানেল
(B) 9° চ্যানেল
(C) 10° চ্যানেল
(D) 11° চ্যানেল

(7) নিম্নোক্ত ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনুসারে সঠিক অধঃক্রম (Descending) হল —
(1) গঙ্গা (2) যমুনা (3) গোদাবরী (4) কৃষ্ণা (5) নর্মদা
(A) 1-3-4-2-5
(B) 1-2-3-4-5
(C) 1-3-2-4-5
(D) 1-2-3-5-4

(8) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) গোদাবরী : মঞ্জিরা
(B) কৃষ্ণা : ভীমা
(C) যমুনা : তাওয়া
(D) মহানদী : শিবনাথ

(9) কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে যে পাহাড় থেকে —
(A) সিহাওয়া পাহাড়
(B) ব্রহ্মগিরি পাহাড়
(C) আনাইমালাই পাহাড়
(D) অমরকন্টক পাহাড়

(10) অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ যে নামে পরিচিত —
(A) দিবং
(B) কামেং
(C) লোহিত
(D) সিয়াং

(11) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) দুধসাগর জলপ্রপাত
(II) গেরসোপ্পা জলপ্রপাত
(III) হুঁড্রু জলপ্রপাত
(IV) ধুয়াঁধার জলপ্রপাত

তালিকা-2
(1) শরাবতী নদী
(2) মান্ডবী নদী
(3) নর্মদা নদী
(4) সুবর্ণরেখা নদী

(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(C) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(2), (II)-(4), (III)-(1), (IV)-(3)

(12) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) আঁধি : উত্তর-পশ্চিম ভারত
(B) কালবৈশাখী : পূর্ব ভারত
(C) আম্রবৃষ্টি : উত্তর-পূর্ব ভারত
(D) লু : উত্তর ভারত

(13) ভারতের শীতলতম স্থান (Coldest Place of India) হল —
(A) দ্রাস (লাদাখ)
(B) কসোল (হিমাচল প্রদেশ)
(C) কুপওয়ারা (জম্মু ও কাশ্মীর)
(D) লাচেন (সিকিম)

(14) ভারত থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে যে সময় —
(A) জুন থেকে আগস্ট
(B) সেপ্টেম্বর থেকে নভেম্বর
(C) নভেম্বর থেকে জানুয়ারি
(D) এপ্রিল থেকে জুলাই

(15) পশ্চিমবঙ্গের যে জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে —
(A) কোচবিহার
(B) দার্জিলিং
(C) দক্ষিণ ২৪ পরগণা
(D) আলিপুরদুয়ার

(16) পলি মৃত্তিকা (Alluvial Soil) ভারতের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকাতে রয়েছে —
(A) 19%
(B) 31%
(C) 46%
(D) 61%

(17) ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রধানত যে মৃত্তিকা দেখা যায় —
(A) কৃষ্ণ মৃত্তিকা
(B) ল্যাটেরাইট মৃত্তিকা
(C) পলি মৃত্তিকা
(D) সিরোজেম মৃত্তিকা

(18) ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে যেখানে —
(A) যোধপুর
(B) ভোপাল
(C) দেরাদুন
(D) নিউদিল্লি

(19) ভারতে যে প্রকার অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি —
(A) ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য
(B) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য
(C) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য
(D) উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য

(20) শতাংশ অনুসারে, ভারতের যে রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি —
(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) মেঘালয়
(D) মিজোরাম

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10)

(21) ভারতের বনভূমির প্রথম পদ্ধতিগত শ্রেণীবিভাগ করেছিলেন —
(A) জোহানেস ই. বি. ওয়ার্মিং
(B) ক্রিস্টেন রনকিয়ার
(C) শম্ভু কুমার শেঠ
(D) হ্যারি জর্জ চ্যাম্পিয়ন

(22) ভারতে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি গৃহীত হয় যে দশকে —
(A) 1960 এর দশক
(B) 1970 এর দশক
(C) 1980 এর দশক
(D) 1990 এর দশক

(23) ভারতের প্রথম লৌহ আকরিক খনি হল —
(A) কুদ্রেমুখ (কর্ণাটক)
(B) বাইলাডিলা (ছত্তিশগড়)
(C) গরুমহিষানি (ওড়িশা)
(D) চিরিয়া (ঝাড়খন্ড)

(24) ম্যাঙ্গানিজ সঞ্চয়ে ভারতে যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) ছত্তিশগড়
(D) ওড়িশা

(25) ভারতের বৃহত্তম তামা খনি (Largest Copper Mine of India) হল —
(A) মালঞ্জখন্ড (মধ্যপ্রদেশ)
(B) কোলিহান (রাজস্থান)
(C) ক্ষেত্রী (রাজস্থান)
(D) সুরদা (ঝাড়খন্ড)

(26) বক্সাইট উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) ঝাড়খন্ড
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) ওড়িশা

(27) টার্সিয়ারি যুগের কয়লা সঞ্চয়ে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) মেঘালয়
(B) ঝাড়খন্ড
(C) ছত্তিশগড়
(D) অসম

(28) ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার হল —
(A) জামনগর
(B) ভদোদরা
(C) কোচি
(D) পারাদ্বীপ

(29) ভারতের বৃহত্তম সৌর উদ্যান (Largest Solar Park of India) যে রাজ্যে রয়েছে —
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) তামিলনাড়ু
(D) তেলঙ্গানা

(30) বায়ু শক্তি (Wind Energy) উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) কেরালা
(D) মহারাষ্ট্র

(31) ভারতের যে দুই রাজ্যে বাকিংহাম খাল (Buckingham Canal) রয়েছে —
(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) মহারাষ্ট্র ও কর্ণাটক
(C) তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ
(D) তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

(32) কূপ ও নলকূপের দ্বারা জলসেচে ভারতে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য —
(A) অন্ধ্রপ্রদেশ
(B) কর্ণাটক
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ

(33) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) সর্দার সরোবর বাঁধ
(II) নাগার্জুনসাগর বাঁধ
(III) মেত্তুর বাঁধ
(IV) হীরাকুঁদ বাঁধ

তালিকা-2
(1) কাবেরী নদী
(2) মহানদী
(3) নর্মদা নদী
(4) কৃষ্ণা নদী

(A) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)

(34) তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর গড়ে উঠেছে —
(A) দামোদর
(B) বরাকর
(C) ময়ূরাক্ষী
(D) অজয়

(35) ভারতের মোট কৃষিজমির যে শতাংশ খাদ্যশস্য উৎপাদনে ব্যবহৃত হয় —
(A) 27%
(B) 41%
(C) 64%
(D) 80%

(36) 2024-25 অর্থবর্ষ অনুসারে, নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ধান উৎপাদনে প্রথম : উত্তরপ্রদেশ
(B) কার্পাস উৎপাদনে প্রথম : মহারাষ্ট্র
(C) তামাক উৎপাদনে প্রথম : মধ্যপ্রদেশ
(D) রবার উৎপাদনে প্রথম : কেরালা

(37) আলু উৎপাদনে (2024-25) ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) মধ্যপ্রদেশ
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তরপ্রদেশ

(38) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) কার্পাস গবেষণা কেন্দ্র
(II) ইক্ষু গবেষণা কেন্দ্র
(III) মিলেট গবেষণা কেন্দ্র
(IV) চা গবেষণা কেন্দ্র

তালিকা-2
(1) নাগপুর
(2) হায়দ্রাবাদ
(3) জোড়হাট
(4) লখনউ

(A) (I)-(1), (II)-(4), (III)-(2), (IV)-(3)
(B) (I)-(1), (II)-(3), (III)-(4), (IV)-(2)
(C) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(1), (III)-(4), (IV)-(2)

(39) ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR) স্থাপিত হয় যে সালে —
(A) 1929
(B) 1947
(C) 1975
(D) 1999

(40) ভারতের যে রাজ্যে সর্বাধিক সংখ্যক কার্পাস মিল রয়েছে —
(A) অন্ধ্রপ্রদেশ
(B) গুজরাট
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10)

(41) ভারতের বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণকারী সংস্থা হল —
(A) টাটা মোটরস্
(B) মারুতি সুজুকি
(C) মহিন্দ্রা ও মহিন্দ্রা
(D) অশোক লেল্যান্ড

(42) ভারতের প্রথম প্রধান পেট্রোরসায়ন শিল্প সংস্থা (India’s First Major Petrochemical Company) হল —
(A) ONGC
(B) MRPL
(C) IPCL
(D) HPCL

(43) যে দেশের সহায়তাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে —
(A) রাশিয়া
(B) ব্রিটিশ যুক্তরাজ্য
(C) জার্মানি
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

(44) NALCO সংস্থাটি যে শিল্পের সাথে সম্পর্কিত —
(A) লৌহ-ইস্পাত শিল্প
(B) পেট্রোরসায়ন শিল্প
(C) অ্যালুমিনিয়াম শিল্প
(D) মোটরগাড়ি শিল্প

(45) 2011 জনগণনা অনুসারে, শতাংশের বিচারে ভারতের যে রাজ্যে পৌর জনসংখ্যা সবচেয়ে কম —
(A) মহারাষ্ট্র
(B) হিমাচল প্রদেশ
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ

(46) ভারতের মোট জনসংখ্যার যে শতাংশ বস্তি জনসংখ্যা (Slum Population) —
(A) 5.4%
(B) 7.2%
(C) 8.5%
(D) 9.1%

(47) যে সালে ভারতে প্রথম জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় —
(A) 1952
(B) 1966
(C) 1975
(D) 1991

(48) 2011 জনগণনা অনুসারে, ভারতে মিলিয়ন প্লাস (Million Plus) শহরের সংখ্যা —
(A) 36
(B) 43
(C) 52
(D) 57

(49) নিচের কোনটি নবরত্ন (Maharatna) সংস্থা নয়?
(A) SAIL
(B) GAIL
(C) BHEL
(D) RINL

(50) ভারতে প্রথম বৈদেশিক বাণিজ্য নীতি (FTP) চালু হয় যে সালে —
(A) 1990
(B) 1992
(C) 1994
(D) 1996

(51) যে দেশের সাথে ভারত প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয় —
(A) শ্রীলঙ্কা
(B) নেপাল
(C) ভুটান
(D) মায়ানমার

(52) ভারত যে সালে SAFTA চুক্তি স্বাক্ষর করে —
(A) 2002
(B) 2003
(C) 2004
(D) 2005

(53) উত্তর-দক্ষিণ করিডোর এবং পশ্চিম-পূর্ব করিডোর ভারতের যে শহরে মিলিত হয়েছে —
(A) বারাণসী
(B) ঝাঁসি
(C) প্রয়াগরাজ
(D) বেঙ্গালুরু

(54) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) দক্ষিণ রেলপথের সদরদপ্তর
(II) দক্ষিণ-পূর্ব রেলপথের সদরদপ্তর
(III) উত্তর রেলপথের সদরদপ্তর
(IV) উত্তর-পূর্ব রেলপথের সদরদপ্তর

তালিকা-2
(1) গোরখপুর
(2) দিল্লি
(3) কলকাতা
(4) চেন্নাই

(A) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)

(55) জাতীয় জলপথ-44 (National Waterway-44) যে নদীতে রয়েছে —
(A) অজয়
(B) জলঙ্গী
(C) দ্বারকেশ্বর
(D) ইছামতী

(56) বর্তমানে ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হল —
(A) 23
(B) 29
(C) 34
(D) 41

(57) ভারতের কফি বন্দর (Coffee Port of India) নামে পরিচিত যে বন্দর —
(A) মার্মাগাঁও
(B) ম্যাঙ্গালোর
(C) কোচি
(D) কান্ডালা

(58) ভাট ও রাও (Bhat & Rao), ভারতকে যে সংখ্যক প্রধান অর্থনৈতিক অঞ্চলে বিভক্ত করেন —
(A) 10
(B) 11
(C) 12
(D) 13

(59) পি. সেনগুপ্ত (P. Sengupta) যে সালে ভারতের অর্থনৈতিক অঞ্চলের শ্রেণীবিভাগ প্রকাশ করেন —
(A) 1956
(B) 1961
(C) 1968
(D) 1977

(60) স্বাধীন ভারতে পরিকল্পনা কমিশন (Planning Commission) গঠিত হয়েছিল যে সালে —
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1956

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10)

**************************************

REGIONAL GEOGRAPHY OF INDIA উত্তরপত্র : 1. (A), 2. (C), 3. (B), 4. (D), 5. (D), 6. (B), 7. (A), 8. (C), 9. (B), 10. (D), 11. (B), 12. (C), 13. (A), 14. (B), 15. (D), 16. (C), 17. (B), 18. (B), 19. (B), 20. (D), 21. (D), 22. (C), 23. (C), 24. (D), 25. (A), 26. (D), 27. (A), 28. (C), 29. (B), 30. (B), 31. (C), 32. (D), 33. (A), 34. (C), 35. (C), 36. (C), 37. (D), 38. (A), 39. (A), 40. (D), 41. (A) 42. (C), 43. (B), 44. (C), 45. (B), 46. (A), 47. (A), 48. (C), 49. (D), 50. (B), 51. (A), 52. (C), 53. (B), 54. (D), 55. (D), 56. (C), 57. (B), 58. (B), 59. (C), 60. (A)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-9

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!