Russian Language Day
রুশ ভাষা দিবস (Russian Language Day)
আজ ৬ ই জুন (6 June), রুশ ভাষা দিবস (Russian Language Day)। প্রতি বছর ৬ ই জুন তারিখটি রুশ ভাষা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৬ সালে রুশ ভাষা রাষ্ট্রসংঘের সরকারি ভাষা (Official Language) রূপে গৃহীত হয়। রাষ্ট্রসংঘ ২০১০ সালের ১৯ শে ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের সকল সরকারি ভাষাগুলির দিবস উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করে। ৬ ই জুন তারিখটি রুশ ভাষা দিবস হিসাবে গৃহীত হয়। কেননা, ৬ ই জুন হল রুশ ভাষার শ্রেষ্ঠ কবি তথা আধুনিক রুশ সাহিত্যের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিন (Alexander Sergeyevich Pushkin) -এর জন্মদিন। ২০১০ সালের ৬ ই জুন প্রথমবার রুশ ভাষা দিবস পালিত হয়। রুশ ভাষা দিবস পালনের উদ্দেশ্য হল : বহুভাষিকতা (Multilingualism) এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করা।
রুশ ভাষা (Russian Language) হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের বাল্টো-স্লাভিক ভাষা (Balto-Slavic Language) শাখার পূর্ব স্লাভিক (East Slavic) উপগোষ্ঠীর একটি ভাষা। রুশ হল ইউরোপের সর্বাধিক কথ্য মাতৃভাষা (Most Spoken Native Language in Europe) এবং ইউরেশিয়ার ভৌগোলিকভাবে সর্বাধিক বিস্তৃত ভাষা (Most Geographically Widespread Language of Eurasia)। রুশ হল সর্বাধিক কথ্য স্লাভিক ভাষা (Most Spoken Slavic Language)। Ethnologue (২০২৫) অনুসারে, প্রথম ও দ্বিতীয় ভাষা হিসাবে বিশ্বের ২৫.৩ কোটি মানুষ রুশ ভাষা ব্যবহার করেন। ভাষাভাষী মানুষের সংখ্যা অনুসারে, রুশ হল বিশ্বের সপ্তম বৃহত্তম মাতৃভাষা এবং বিশ্বের নবম বৃহত্তম ভাষা। বিশ্বের ৫ টি দেশের সরকারি ভাষা (Official Language) কিংবা সরকারি ভাষাগুলির একটি হল রুশ। রুশ ভাষাভাষী প্রধান দেশগুলি হল — রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ইত্যাদি। উল্লেখ্য, রাশিয়াতে বিশ্বের সর্বাধিক রুশ ভাষাভাষী মানুষ রয়েছেন।
রুশ ভাষার একাধিক উপভাষা (Dialect) রয়েছে। রুশ উপভাষাগুলিকে প্রধানত ৩ টি শ্রেণীতে বিভক্ত করা হয় — (১) উত্তরের উপভাষা (Northern Dialects) : যেমন — ভ্লাদিমির উপভাষা (২) মধ্য উপভাষা (Central Dialects) : যেমন — মস্কো উপভাষা এবং (৩) দক্ষিণের উপভাষা (Southern Dialects) : যেমন — টুলা উপভাষা। বর্তমানে প্রচলিত রুশ বর্ণমালাতে ৩৩ টি অক্ষর রয়েছে। রুশ ভাষা সিরিলিক লিপি (Cyrillic Script)-তে লেখা হয়। কয়েকটি বহুল প্রচলিত রুশ শব্দ/শব্দবন্ধ বা ব্যাকাংশ হল — স্পাসিবা (Cпасибо) অর্থাৎ ধন্যবাদ, দোব্রোয়ে উত্রা (Доброе утро) অর্থাৎ সুপ্রভাত, ইয়া টেবিয়া লুব্লু (Я тебя люблю) অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি।
Pingback: World Food Safety Day - ভূগোলিকা-Bhugolika