National Unity Day
জাতীয় একতা দিবস (National Unity Day)

আজ ৩১ শে অক্টোবর (31 October), জাতীয় একতা দিবস (National Unity Day)। প্রতি বছর ভারতে ৩১ শে অক্টোবর তারিখটি জাতীয় একতা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ৩১ শে অক্টোবর হল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। ১৮৭৫ সালের ৩১ শে অক্টোবর তারিখে সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel) জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা কালে দেশের একতা ও অখন্ডতা রক্ষায় তাঁর অবদান সর্বাধিক গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে ভারত সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে ৩১ শে অক্টোবর তারিখটি জাতীয় একতা দিবস হিসাবে ঘোষণা করে এবং ২০১৪ সালে প্রথমবার জাতীয় একতা দিবস পালিত হয়। জাতীয় একতা দিবস পালনের উদ্দেশ্য হল : জাতীয় ঐক্য, অখন্ডতা এবং সংহতি প্রচারের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন করা। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য অনুসারে — জাতীয় একতা দিবস আমাদের দেশের ঐক্য, অখন্ডতা ও নিরাপত্তার জন্য প্রকৃত ও সম্ভাব্য হুমকি মোকাবিলা করার জন্য আমাদের জাতির অন্তর্নিহিত শক্তি এবং স্থিতিস্থাপকতা পুনরায় নিশ্চিত করার সুযোগ প্রদান করে।
সর্দার বল্লভভাই প্যাটেল (১৮৭৫-১৯৫০) ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ এবং কূটনীতিজ্ঞ ব্যক্তি। ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) -এর শীর্ষস্থানীয় নেতা সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট থেকে আমৃত্যু স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী (Deputy Prime Minister of India) এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) ছিলেন। ভারতীয় স্বাধীনতা আইন-১৯৪৭ অনসারে, ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং অবিভক্ত ভারত ভেঙে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন অধিরাজ্য (Dominion) গঠিত হয়। তবে, পরোক্ষভাবে ব্রিটিশ শাসিত দেশীয় রাজ্য (Princely State) গুলিকে নিজ নিজ ইচ্ছা অনুসারে স্বাধীন থাকার কিংবা ভারত বা পাকিস্তান যেকোনো অধিরাজ্যে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়, যা স্বাধীন ভারতের ঐক্য ও অখন্ডতা গঠনের অন্তরায় ছিল। এমতাবস্থায়, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে প্রচেষ্টা শুরু হয়।
ভারতের স্বাধীনতার প্রাক-কালে, ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ৫৬৫ টি। সর্দার বল্লভভাই প্যাটেলের জাতীয়তাবাদ, সাংগঠনিক দক্ষতা, কর্মকুশলতার ওপর ভিত্তি করে ১৯৪৭ সালের ১৫ ই আগস্টের পূর্বে ৫৫৪ টি দেশীয় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে ৬ টি বৃহৎ দেশীয় রাজ্য — হায়দ্রাবাদ, জুনাগড়, ভূপাল, যোধপুর, ত্রিবাঙ্কুর এবং জম্মু ও কাশ্মীর নিজেদের স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করে। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সুদক্ষ নেতৃত্ব, কূটনৈতিক কৌশল এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে জম্মু ও কাশ্মীর (যা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিষয়াধীন ছিল) ব্যতীত উপরোক্ত বৃহৎ দেশীয় রাজ্যগুলিকে সম্পূর্ণ রূপে ভারতের অন্তর্ভুক্ত করে ঐক্যবদ্ধ ভারত নির্মাণে অনস্বীকার্য ভূমিকা পালন করেন। এমনকি, কাশ্মীর ইস্যুতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং সামরিক বাহিনী প্রেরণের পূর্বে দেশীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সুদৃঢ় নেতৃত্বের কারণে তিনি ভারতের লৌহ মানব (Iron Man of India) রূপে পরিচিত। ১৯৯১ সালে ভারত সরকার কর্তৃক সর্দার বল্লভভাই প্যাটেল-কে মরণোত্তর ভারতরত্ন পুরষ্কার প্রদান করা হয়।
Pingback: Andhra Pradesh Day - ভূগোলিকা-Bhugolika